কষ্টের স্ট্যাটাস বা দুঃখের স্ট্যাটাস বা কষ্টের ক্যাপশন লিখে তা ফেসবুকে শেয়ার করলে, মনে হয় নিজের ভিতরের কষ্ট গুলো কিছুটা কমে যায় । তাই আমরা সবাই কষ্টের এই স্ট্যাটাস গুলো শেয়ার করে থাকি ফেসবুক স্ট্যাটাস হিসেবে ।
কষ্টের স্ট্যাটাস :
আমাদের ভিতরটা যখন কষ্টে ভরপুর হয়ে উঠে তখন কিছু কষ্ট উপচে পড়ে বাহিরে চলে আসে। আমরা তার নাম দিয়েছি অশ্রু -এই অশ্রুই হলো আমাদের ভিতরের অতিরিক্ত কষ্ট ।
আজও সূর্য উঠে নতুন আলোয় ❤
আবার নতুন দিনের আগাম জানান দিয়ে ডুবেও যায় 🙂
শুধু তার পানে চেয়ে তাকিয়ে থাকার অনুভূতি টাই আজ ম্লান 😔
তবুও কেটেই যাচ্ছে সময় নিজের মতো 😒
বুকে নিয়ে এক গভীর ক্ষত 🖤💔
আমি মানবিকতায় দুর্বল, কারণ আমি অমানবিকতা দেখেছি,
আমি আসহায়ের প্রতি দুর্বল, কারণ আমি অসহায়ত্ব দেখেছি ।
সবকিছু আছে তারপরেও কি যেন একটা নাই অনুভব করার নাম নিঃসঙ্গতা।
সময় আর ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায়!
কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয়,কত ভালোবাসা রূপ নেয় ঘৃণায়,
কত অতীত মুখথুবড়ে পড়ে থাকে বিষাক্ত স্মৃতির ক্যানভাসে!
তবুও মানুষ ভালো থাকে,অতীত ভুলে বর্তমানকে সাজায়।
আমরা জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা করি সেটা হল অভিনয়। আর অভিনয় করতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হল মিথ্যার অনুশীলন। অভিনয় আর মিথ্যার বলয় থেকে যে নিজেকে বের করতে পারবে সেই পাবে প্রকৃত মু্ক্তির স্বাদ।
কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি বলছি – প্রেমের রঙ হল সবুজ ।
খাঁচায় বন্দী পাখি যে গান গায়–সেটা মুক্তির গান।
স্বৈরাচারীরা স্বাধীন থাকে কিন্তু তারা স্বাধীনতা উপভোগ করতে পারে না ।।
ইচ্ছা যখন বর্তমানে থাকে উপায় তখন ভবিষ্যতে বাস করে,উপায় যখন বর্তমানে আসে তখন ইচ্ছা অতীতে চলে যায় ।
যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি,একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় !
যে গল্পের নায়কের নাম “আমি” আর নায়িকার নাম “তুমি” থাকে সে গল্প পড়তে বড় আপন আপন লাগে ! পড়তে পড়তে কোন একসময় মনে হয় – এই গল্পটা তো আমার গল্প !
মহা শিক্ষিতের মুখে শিক্ষিত গালি শুনলে আমি ব্যাপক বিনোদিত হই ।।
দুঃখের স্ট্যাটাস
মাঝেমাঝে এমনও হয় যে, হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে।
আবেগপ্রবণ মানুষদের জন্য এই দুনিয়াটা তেমন সুইটেবল জায়গা না
রেডিমেইড হউক আর স্বরচিত হউক জীবনের একটা সংবিধান দরকার
হারার পর বোঝলাম জিতাটা কতটা জরুরি ছিল
একসময় ভাবতাম একদিন ঠিকই সবার প্রিয় হয়ে উঠব – এখন বুঝতাছি কারোর প্রিয় হওয়ার কোয়ালিটি আমার মধ্যে চরম ভাবে অনুপস্হিত
সেই কবেই বাবা উড়াল দিলেন – এরপর থেকেই ছায়াহীন জীবন যাপন শুরু
কিছুকিছু মানুষ চোখ খুলে পকেটে নিয়ে, নাকের ডগায় চশমা লাগিয়ে ঘুরে বেড়ায়। দিনদিন সেসব মানুষদের সংখ্যায় বাড়ছে ।
যারা সাধারন মানুষের কথা বিন্দুমাত্র ভাবে না – যারা দেশের ভবিষ্যতের কথা বিন্দুমাত্র চিন্তিত না – তারাই দেশের কাঁধে তীর আর সাধারন মানুষের মাথায় ধনুক রেখে শিকার করে তাদের বিলাসবহুল জীবন । আফসোস তারাই আমাদের নেতা – তারাই আমাদের সরকার
দু’বেলা দু’মুঠো ভাত চাই – সে ভাত রান্নার জন্য গ্যাস চাই।
কষ্টের ক্যাপশন :
প্রতিটি মানুষের জীবনেই সফলতা লাভের জন্য কষ্ট করতে হয়। কষ্ট করা ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয়। আজ আমরা কষ্ট নিয়ে এমন কিছু উক্তি জানব যা আপনাকে জীবনে কষ্টের গুরুত্ব বুঝিয়ে দেবে।
১/ উদ্দেশ্য ছাড়া কষ্ট অর্থহীন।
— অয়ামি মরিন
২/ সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ হলো ধৈর্য।
— নেপোলিয়ন
৩/ উৎকৃষ্ট জিনিস পেতে হলে কষ্ট করতে হয়।
— থেরেসা ট্মসন
৪/ নিজেই নিজের কষ্টের কারণ হও না, কারণ এটি অত্যন্ত ভয়াবহ।
— লাইনি টেইলর
৫/ প্রতিনিয়ত কষ্টের কারণেই মানুষ নতুন নতুন সমস্যার সমাধান করে।
— জাকোবেক
৬/ কষ্ট ভাগাভাগি করতে শেখো, এটি তোমাকে অনেক সাহায্য করবে।
— ডরোথি
৭/ জীবন যত কষ্টকর হবে, সফলতার পথ তত মলীন হতে থাকবে।
— টাইগান উডস
৮/ প্রতিটি ইচ্ছা পূরণের পিছনেই রয়েছে একটি চরম কষ্টভরা ঘটনা।
— লেভ গ্রোস্ম্যান
৯/ যে কখনো কষ্ট করেনি, সে কখনো জানবেও না কষ্টের ফল কতটা মিষ্টি।
— জেমস বরেন
১০/ একজন প্রকৃত মানুষ হাসিমুখে কষ্ট করে কারণ সে এর ফলাফল জানে।
— থমাস পেইনে
১১/ কষ্টের পূর্বাভাস নিয়ে ভাবা যাবেনা, কারণ এটি আপনাকে দুর্বল বানাতে সক্ষম।
— নিয়ো লোকাস
১২/ নিজেকে কষ্ট দেওয়া কোন সমস্যার সমাধান নয়, এর চরম পরিণতি আত্মহত্যা।
— তম পেট্রি
১৩/ আমি কষ্টের থেকে দূরে থাকতে চাইলেও এটিই আমাকে বারবার খুঁজে নিয়েছে।
— রিক রিডোরান
১৪/ জীবনের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত হলো কষ্টের মাধ্যমে কিছু অর্জনের মুহূর্ত।
— ডাস্টিন মিভাই
১৫/ কষ্টের সময় সকলে ভালোবাসা দেখায়না, যারা দেখায় তারাই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী।
— ইউরিপডেস
১৬/ কষ্ট এবং জীবন পরস্পরের সাথে সম্পর্কিত কারণ আপনি কষ্ট করলে সেই কষ্ট আপনাকে ভালো কিছু দেবে।
— কেটি মেগারসি
১৭/ প্রতিটি মানুষ, যারা জীবনে সফলতা লাভ করতে চান, তাদের অবশ্যই কষ্ট সহ্য করার ম্নোভাব থাকতে হবে।
— জন লেউইস
১৮/ যে মানুষগুলো একদিন তোমার কষ্টের কারণ হয়েছিল তারাই একদিন তোমার সুখের ভাগিদার হতে আসবে।
— জাভেস নিয়ক
১৯/ নিজেকে নিজের সমান উচ্চতায় নিয়ে যেতে যে পরিমাণ কষ্ট করেছি তা ধারণার বাহিরে।
— সিল্ভিয়া ডে
২০/ কষ্ট মানুষ, এলাকা বা পরিস্থিতি দেখে আসেনা, এটি যেকোনো মুহূর্তে আসতে পারে যার জন্য আমাদের প্রস্তুত থাকা আবশ্যক।
— নিকোলাস ঝাম্ব
কথায় আছে, কষ্ট ছাড়া কেষ্ট মেলেনা। জীবনে সফল হতে হলে চরম কষ্ট করতে হবে এবং সফল হওয়া মাত্রই সকল কষ্টের অবসান ঘটবে।
অনেক সুন্দর কষ্টের স্ট্যাটাস।।।। অনেক ধন্যবাদ।।
বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না। আর না? সারা জীবনে আর না? জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু’রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।
আমলকি পেয়ালের কুঞ্জে, কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু।
আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
জীবনের প্রথম কাউকে ভালোবেসে ছিলাম ! কিন্তু দূঃখের বিষয় এই করোনা মহামারিতে সে যে কার হয়ে গেলো তাকে আজ খুজে পাইনি ।
মানুষের চোখে হচ্ছে সবচেয়ে বড় বোকা
এরা নিজের হয়ে ও অন্যের জন্য কাঁদে।
Sms গুলো খুবই ভালো