Sad status bangla

প্রিয় বন্ধুরা, আমরা এখানে কিছু sad status bangla ইমোশনাল স্ট্যাটাস দিয়েছি । আশাকরি এই স্ট্যাটাস গুলো অনেক ভালো লাগবে । আমরা এখানে বাছাই করা সুন্দর সুন্দর কষ্টের স্ট্যাটাস দিয়েছি, তাই সবার কাছে ভালো লাগবে । আমাদের সকলের জিবনেই কিছু কষ্ট থাকে, মাঝে মাঝে আমরা সবাই কোন না কোন কস্টে সময় পার করি । তখন আমরা চাই আমাদের সেই দুঃখ কষ্ট অন্যের সাথে ফেসবুকে শেয়ার করে, কষ্টের চাপ একটু হলেও কমাতে । তাই এখান থেকে পেয়ে যাচ্ছেন অনেক গুলো sad status bangla একসাথে ।

Sad status bangla:

তোমাকে ভুলতে পারলেও,
তোমার সৃতিগুলো কখনই
ভুলতে পারবো না ।

ভালোবাসা ক্ষণিকের জন্যে নয়
ভালোবাসা তো অনন্ত কালের জন্য
ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের ।

সুখী হতে চাও ? খুব সহজঃ
স্বার্থপর হয়ে যাও
অনেক সুখে থাকবে ।

Bangla sad status

যেই খাচাতে থাইকা
শিখলি প্রেমের মানেটা
সেই খাচাটা ছাইরা
যাইতেও কষ্ট পাইলি না ।

পথ খুঁজে যায় পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল ।Sad status bangla

সময় বদলে যায় জীবনের সঙ্গে
জীবন বদলে যায় সম্পর্কের সাথে
সময় বদলায় না আপনজনের সঙ্গে
শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ।

ভালোবাসার অনুভুতিগুলো
খুব আজব রকমের হয়
কখনো কষ্টের মাঝে লুকানো
সুখ খুঁজে পাওয়া যায় ।

Bangla koster picture

কার হার্টে কার বিট চলে,
কার আবেগে কে গলে,
কার চোখে কে অশ্রু ফেলে ।

ভালোবাসা অন্যায় নয়,
কিন্তু ভালোবাসার নামে
অভিনয় করাটা অন্যায় ।

ভালোবেসে যারা জীবন দিয়ে চলে
গেছে তারাই ভালো করেছে,
তা না হলে প্রতিদিনই নতুন
করে মনের মৃত্যু হতো ।

Bangla sad status new

পথ খুঁজে পায় পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী এখন
শুধুই সৃতির শতদল ।

জল ছুঁয়ে যায় চোখে বারে বার,
তুমি না ফিরলে আমি হবো কার ?

পৃথিবীর সবচেয়ে
দুর্বল স্থান হলো মন
আর সব চেয়ে দুর্বল
অস্ত্র ভালোবাসা ।

Bangla sad status pic

যাকে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন,
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছিল
করে দিবে একদিন ।

যদি মনের অনুভূতি ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে আজীবন

সুখ এমন একটা App যা,
সবার লাইফে install হয় না ।

Bengali sad post

অপেক্ষা তো সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে ।

কাউকে একবার মন থেকে ভালোবেসে
দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর
চেয়ে অনেক কঠিন মনে হবে ।

যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবোনা সে বোকা ।
শুধু এটাই ভাববে যে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল
যার যোগ্য তুমি নও ।

Best bangla koster picture

প্রার্থনা করি
যারা যাকে ভালোবাসে
তাকে যেন পায়,
কেননা অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাঁদায় ।

sad ইমোশনাল স্ট্যাটাস:

আরো sad status bangla পেতে নিচে দেখুন ।

“অনেক গুলো রাত পার হয়ে গেলো
তোমার সাথে কথা বলি নি।
বাট এমন কোন রাত বাকি নেই,
যে তোমার কথা ভাবিনি”

“যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।”

Read More >>  ভালোবাসার স্ট্যাটাস

“ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু কিছু সম্পর্ক,
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়”

Jiboner emotional status

“সে এসে বসুক পাশে
যেভাবে অসুখ আসে
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে
জানুক, প্রিয়তম অসুখ সে!”

“ভালোবাসা এমন এক বদ অভ্যাস
যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ
পাবার জন্যে সারা জীবন কষ্ট
সইতে দ্বিধা বোধ করে না।”

হ্যাঁ বদলে গিয়েছি,
সময়ের সাথে তাল মিলিয়ে
অনুভূতির পাত ছিঁড়ে
আমি হারিয়ে গিয়েছি ।

Latest koster image

গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার্থে
আর মানুষ রং বদলায় সার্থ রক্ষার্থে ।

তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর
যে সাগরে প্রতিরাতে ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি ।

সুখী তো তারাই হয়,
যারা অন্যের বুকে ছুরি
মেরে ভালো থাকতে জানে ।

Valobashar status

তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস ।

তুমি বেঁচে থাকো আমার সকল
ভাল লাগার কারণ গুলো নিয়ে
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীত গুলোকে
আঁকড়ে ধরে ।

কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো
একসময় কলিজায়
আঘাত করে চলে যায়
এটাই বুঝি বাস্তবতা ।bengali new sad shayari

তুমি আমার হৃদয়ে যদি থাকো
একদিন জানি কাছে আসবে
জানি আমাকে শুধু ভালোবাসবে ।

তুমি আমি কেন দূরে দূরে ?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
মন কি যে চায়
কাটে শুধু বেদনায় ।

একটা মানুষ তখনি একা
থাকতে পছন্দ করে যখন
সে দেখে সবাই তাকে ঠকায় ।sad bangla

কাউকে কষ্ট দিলে তোমাকেও
কষ্ট পেতে হবে
সেটা আজ হোক বা কাল ।

ভুল করে হলেও যাকে
একবার ভালোবেসে ফেলা যায়
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না ।bangla sad status for whatsapp

কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের,
কিন্ত তার চেয়েও বেশী কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করে ।

আমার গায়ে নিকোটিনের গন্ধ
আর তোমার গায়ে পর পুরুষের ।

আমি রাগ করি না, কারণ আমি জানি
আমার রাগের মূল্য নেই কারো কাছে ।heart touching bangla sad sms

Bangla abegi status new:

নিচে নতুন sad status bangla পাবেনঃ

আজীবন সাজাপ্রাপ্ত, দন্ডপ্রাপ্ত
আসামীর মত বড় একা আমি
বড় একা ।

ভালোবাসা চিরদিনই বেঁচে থাকা
কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে
কখনো সৃতি হয়ে, কখনো
আবার কারো চোখের জল হয়ে ।jibon niye golpo bangla sad sms

সুখী মানুষ গুলোর পতন
সব সময় ভালোবাসার
কারণে হয়, মাদকের জন্য নয় ।

আমার স্বপ্নগুলোতে দেয়ালে জমে
থাকা শেওলার মত শেওলা পড়ে গেছে ।

চোখের অশ্রুটাও বেইমান
ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য
নিজের অস্তিত্ব টাও এখন বেইমানি
করে শুধুমাত্র তোর জন্য ।Bangla status about life sad

সেই মানুষ টার ভরসা ভেঙ্গো না
যে সব হারিয়ে শুধু তোমার
ভরসায় বেঁচে আছে ।

তুই তার প্রেমেতে অন্ধ
আমি তোর প্রেমেতে সিমাবদ্ধ ।

আমার স্বপ্ন আজ আমার
আর্তনাদের মূল কারণ,
আজ আমি কাদছি তবে
অতীতকে নিয়ে ভাবছি না ।jibon niye golpo bangla sad sms

Read More >>  প্রপোজ করার স্ট্যাটাস

একবার বলেই দেখতে, তোমার ভালোবাসা
চাই না টাকা চাই । দিন রাত খেটে হলেও
তোমার চাওয়া পূরণ করতাম ।

কাওকে ঠকিয়ে নিজেকে
বড় ভেবো না ।
সময়ের ব্যবধানে তুমিও
একদিন ঠকে যাবে ।

ভেজা ভেজা চোখ আমি
রোদ্দুরে শুকাবো
ভালোবাসি তোমারে
কি করে তা লুকাবো ।bangla sad sms koster kotha

স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পুর্ন
থাকতো, আজ নীরবতায় পুর্ন থাকে ।

আমি একদিন নিখোঁজ হবো
উধাও হবো রাত প্রহরে
সড়ক বাতির আবছা আলোয়
খুঁজবে না কেও শহরে ।

তোমার হাতে হাত রেখে পাশাপাশি
হেঁটে চলার চিরচেনা সেই পথ গুলো
আজ বড্ড অচেনা ।Bangla sad wallpaper koster

তার খোজ আমি আর রাখি না
ডাক নামে আমি তারে ডাকি না ।

আমাকে ভালোবাসতে হলে আমার
মৃত্যুর আগে বাসো মৃত্যুর পর তোমাদের
ভালোবাসা দিয়ে আমি কি করবো ।

জীবনে কাউকে আঘাত করার আগে
একটু ভেবে নিও নিজে আঘাত পেলে
কেমন লাবে, মনে রেখো কাউকে কাঁদিয়ে
বেশী দিন ভালো থাকা যায় না ।valobashar koster photo

কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে ।

বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে ।bangla koster sms photo

সময় জুড়ে শুধুই শূন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখনো তোমায় এভাবে ।

মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে
কষ্ট পাওয়া সৃতি গুলো চোখে ভাসে
বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে
তবুও মানুষ কস্টকে কেন ভালোবাসে ।bangla koster picture

সুখ নামের ময়না পাখি হয়তো
আর আসবে না ফিরে
আমার এই মনের ছোট্ট ঘরে ।
দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে ।

আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্ঠুর ।
করে আপন সাদা কাপন, পাড়ি দেবো অচিনপুর ।
ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর ।
সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর ।

Emotional status bangla :

কিছু ইমোশনাল sad status bangla পেতে নিচে দেখুনঃ

১. “একদিন আপনি উপলব্ধি করতে পারবেন যে, কিছু মানুষকে আপনি আর কখনোই আগের মত চিনতে পারবেন না।”

২. “স্বপ্ন ভেঙ্গে যাওয়ার যন্ত্রণা যে কতোটা তীব্র, তা কেবল একজন স্বপ্নহীন মানুষ ই বুঝতে পারে।”

৩. “পৃথিবীতে শূন্যস্থান বলে কিছু নেই। যা কিছু এই পৃথিবীতে আছে, তার মধ্যে একজন মানুষের অনুপস্থিতির শূন্যতা ই সবচেয়ে দ্রুত পুরন হয়।”

৪. “যে চোঁখ একবার স্বপ্ন হারায়, সেই চোখে অশ্রুজল থাকা টা বিলাসিতা।”

৫. “চোখের জলের ওজন শূন্য হলে ও তার অনুভূতি অনেক ভারী।”

৬. “খুব প্রিয় কিছু পাওয়ার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হয়। আপনি যে অপেক্ষা করছেন, এটাও আপনার একটি শেষ চেষ্টা।”

৭. “পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিমুখ টিও সবচেয়ে বড় ব্যথাটি লুকিয়ে রাখে।”

৮. “কাউকে স্বান্তনা দেয়ার চেয়ে অর্থ দান করা বেশি সহজ। কারন সম্পর্কের থেকে অর্থের ওজন এখন অনেক বেশি।Emotional status bangla

৯. মাঝে মাঝে আপনাকে মেনে নিতে হবে যে, কিছু মানুষ আপনার হৃদয়ে থাকতে পারে কিন্তু আপনার জীবনে নয়।

Read More >>  Good morning love gif

১০. “আমরা সবাই ই হৃদয় ভাঙার গল্প শুনি কিন্তু কেউ ই সেই ভাঙ্গা হৃদয়ে প্রলেপ লাগাতে পারি না।

১১. “ভুল মানুষটি আপনাকে বুঝিয়ে দিয়ে যায় যে, আপনি কতটা সঠিক ছিলেন।

১২. প্রতিটি মানুষের ই কিছু লুকানো দুঃখ থাকে, আর মানুষ চায়, যেন কোনো আপন লোক তার সেই দুঃখ গুলো খুঁজে বের করুক।

১৩. ভালোবেসে সবাই দেউলিয়া হতে পছন্দ করে বলেই হৃদয়ের দিক থেকে কেউ ধনী হতে পারে না।

১৪. মাঝে মাঝে আপনি একা থাকা অবস্থাতেই নতুন আরেক জগতে প্রবেশ করতে পারেন। যে জগত শুধুই আপনার।

১৫. সম্পর্কগুলোর কখনো বয়স হয় না। ভালোবাসায় অবহেলা ও কখনো পুরনো না। তাই প্রতিটা সম্পর্কে নিত্যনতুন র জন্ম নেয়।

১৬. কতো অশ্রুজল আপনার চোখে, কতো অনুযোগ বিধাতার কাছে। তবুও আপনি প্রিয় মানুষটিকে ক্ষমা করতে দিদ্বাবোধ করবেন না।

১৭. যে আপনার নীরবতা বুঝলো না, সে আপনার শব্দময় কথাও বুঝতে পারবে না।

১৮. আমরা সবাই ই আলো নিয়ে ভাবি, অথচ প্রদীপের নিচের অন্ধকার টুকু কেউ দেখে না। আঁধার যেখানে বুক বিছিয়ে দেয়, আলো সেখানে ডানা মেলে ধরে।

১৯. পৃথিবীতে মানুষ দ্বিপাক্ষিক ভাবে সমানুপাতিক সুখী হতে পারে না। এক পক্ষ যখন নিঃস্বার্থ, অপর পক্ষ তখন সার্বজনীন গ্রহীতা।

২০. এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং চিরন্তন চেষ্টা হলো অন্যকে খুশি করা। যা মানুষের পক্ষে পুরন করা সম্ভব নয়।

২১. সবচেয়ে যন্ত্রণাদায়ক ব্যাপার হলো, আপনি হাঁটতে শুরু করলেন, আর কেউ আপনাকে ভালোবেসে ফিরিয়ে নিতে আসে নি।

২২. আপনি যখন কাউকে গুরুত্ব দিবেন, তাদের জীবন থেকেও সেই পরিমাণ গুরুত্বহীন হয়ে পরবেন।

২৩. কতোটা ভালোবাসলে কাছে আসা যায়? যতোটা কাছে আসলে আর দূরে যাওয়া যায় না, ততোটা কাছে।

২৪. মানুষ সফলতা চায়, শুধু ব্যর্থতা চায় না।

২৫. তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে ও সূর্যের মতো পুড়তে হবে।

২৬. স্বপ্ন সেটা নয় তা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না।

২৭. পৃথিবীর সবচাইতে ভারী বস্তু হচ্ছে দুঃখ। হৃদয় সয়ে নিতে পারে না বলেই চোখের জলে তা নির্গত হয়।

২৮. বিশ্বাস যখন ভেঙে যায়, ভালোবাসা ও সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

২৯. নদীর এপার কহে ছাড়িয়া দীর্ঘশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, এখানে দেয়া এই sad status bangla গুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তা আমাদের জানাবেন । আমরা এখানে আরো অনেক স্ট্যাটাস যোগ করবো । তাই আমাদের সাথেই থাকুন । সবাইকে অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

1 Comment

  1. কাউকে একা ভালোবাসা মানে
    নিজেকে
    কষ্টের সাগরে বাসিয়ে দেওয়া
    একেই কথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *