ইসলামিক পোস্ট

ইসলামিক পোস্ট ও ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন (islamic status bangla) নিয়ে আমাদের আজকের লেখা । আমাদের এই ইমোশনাল ইসলামিক পোস্ট ও লেখা গুলো পড়ে অনেক ভালো লাগবে আশা করছি । ভালো লাগলে মন থেকে আমাদের জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।

ইসলামিক পোস্ট :

“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় ।”
— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

“তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । ”
— হযরত আলী (রাঃ)

“পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা ।”
— হযরত আলী (রাঃ)

“পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা,
মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা,
ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান,
তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।”

“যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে ।”
— আল হাদিস

“মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না ।”
— হযরত মুহাম্মদ (সাঃ)

“মক্কার বাগানে ফুটিল এক ফুল
নাম রাখিল তার মোহাম্মাদ রাসুল
সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে
আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে ।”

“ধ্বংস তার জন্য, যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না ।”
— আল কোরআন

Read more:>>> জুম্মা মোবারক স্ট্যাটাস

“যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় ।”ইসলামিক পোস্ট ও স্ট্যাটাস

“যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সে বিয়ে বরকতময় হয় ।”
— মিশকাত ২৬৭

“রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।”

“রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন ।”
— আল হাদিস

“মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত ।”
— হযরত মুহাম্মদ (সাঃ)

“মানুষের মনে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও, যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে , আর বেঁচে থাকে তোমাকে ভালোবাসে।”
— হযরত আলী (রাঃ)

“মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন ।”
— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

“মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে, তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকেনা ।”
— হযরত আলী (রাঃ)

“কেয়ামতের দিন রাসূলুল্লাহ (সাঃ) এর নিকটতম ব্যক্তি হবে সেই, যে তার প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করেছেন ।”
— তিরমিজি

“যে ব্যক্তি কোন বিপদে পড়ে বলবে, হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন । আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন ।”
— সহিঃ মুসলিম ২১৬৫

“একটি মশার ভয়ে যদি আপনি মসারীর ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোযখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ।”

“যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় ।”
— বুখারী শরীফ ৭৬৩

“মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই ,
যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর ,
আপন হবে নামাজ-রোজা অন্ধকার কবর ।”

Read More  কন্যা সন্তান নিয়ে বাবার স্ট্যাটাস

“আয় ছেলেরা, আয় মেয়েরা, নামাজ পড়তে যাই,
রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন,
এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন”

“যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহ্‌র নামে জিকির করো । কেননা ওই কঠিক হাশরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য নালিশ করবে ।”
— হযরত মোহাম্মাদ (সাঃ)

ইসলামিক স্ট্যাটাস :

প্রিয় বন্ধুরা, ইসলামিক পোস্ট এর পাশাপাশি এখানে আমরা কিছু ইসলামিক স্ট্যাটাস ও দিয়েছি । আশাকরি, আমাদের এই ইসলামিক পোস্ট ও স্ট্যাটাস গুলো একবার পড়ে দেখেবেন । ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।

মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তূ জাহান্নাম থেকে নয়, অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় ।

ইমাম সাহেবের বেতন পরি’শোধ না করে
৩০ হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করার মানে হলো ,
মাকে ভা’ত না দিয়ে
শা’শুড়িকে হজ্ব করানো মত।

মাগো আমি শিখব না আর হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ -লাম- মীম, ১ টা করে হরফে ১০ টা করে নেকী, চল সবাই আজ থেকে কোরআন হাদীস শিখি

কিসের আমার বাহাদুরী কিসের অহংকার দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায় কে যাবে রে অচিন দেশে পাল তোলা এই নায়। তুমি যাবে আমি যাবো যাবে প্রিয়জন আসা যাওয়া চলছে খেলা থাকবে পড়ে ধন।।

অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।

দেখতে চাই স্বপ্ন , থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।

দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।

সোনার গাছে হিরার পাতা।।। ভুলিও না আল্লাহর কথা।।। টাকা পয়সা কতকাল।।। জান্নাতে রবে চিরকাল।।। সাগরের মাঝখানে এক বুক পানি।।।আমার রব আল্লাহু ই জানি।।।।।

কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!

পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।।

নামাজ সব সমস্যার সমধান।, নামাজ সব রোগের প্রধান ওষুধ।, নামাজ নিজে পড়ুন।।, অন্যকে পড়ার জন্য তাগিদদিন।, নামাজই আপনার আসলইনকাম।, নামাজ বেহেস্তের চাবি।

হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।

যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও,আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।

ভবিষ্যতে সবকিছু অনিশ্চিতহলেও,নিজের মৃত্যু নিশ্চিত।।!!

আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব,মিছা কথা বলব না।মিছামিছি হাসবনা, ঈমান ঠিক রাখব।মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।

মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী! আল্লাহ্ আমার রব!নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!

যাকে ভয় করি।।!!তার নাম হাশর।।।!!!যাকে বিশ্বাস করি।।!!তার নাম কুরআন।।।!!!যার কাছে আমি ঋণী।।!!তার নাম মা।।।!!!যাঁকে নেতা মানি।।।!!তিনি হলেন রাসূল(স)।।।!!যার কাছে মাথা নতকরি।।!!তিনি হলেন আল্লাহ!!!

যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।

Read More  স্বার্থ নিয়ে উক্তি

লোক আসবে দেখতে আমায়,দেখবে আমার লাশ,কেউ খুড়বে কবর আর কেউ কাটবে বাঁশ,কেউ করাবে গোসল,কেউ করবে দাফন।নবী ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন।।।

আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে ১ ফোটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবো।

ওজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালিমাশাহাদাত পাঠ করিলে ৪৯ কোটি নেকি আমল নামায় লেখা হয়।

আল্লাহকে বলোI MISS YOU=নামাযকে বলোI BELEIVE YOU=কুরআনকে বলI TRUST YOU=রাসুলকে বলI LIKE MUST=ইসলামকে বলI HATE YOU= শয়তানকে বলI DONT CARE=দুনিয়াকে বল

রাত সুন্দর হয়চাঁদ থাকলে== দিন সুন্দর সুর্য উঠলে== আকাশ সুন্দরতাঁরা জ্বললে== বাগান সুন্দর ফুল ফুটলে== সাগর সুন্দরঢেউ উঠলে== পাহাড় সুন্দরঝর্ণা থাকলে== জীবন সুন্দর৫ ওয়াক্ত নামাযপড়লে

Islamic status bangla :

এখানে আরো কিছু islamic status bangla দেয়া হয়েছে । এগুলো মূলত অনেক সুন্দর সুন্দর হাদিস । এগুলো আমরা আমাদের ফেসবুকে শেয়ার করতে পারি । তাতে করে সবাই উপকৃত হবে । ধন্যবাদ ।

নিশ্চই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো, গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম
– মুসলিম

যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, (তখন আফসোস করার বদলে) এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে
– মুসলিম

দয়া বিশ্বাসীর একটি চিহ্ন; যার দয়া নেই, তার মাঝে বিশ্বাস (ঈমান) নেই
– মুসলিম

সব সময়ে সত্য বল – এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়
– বায়হাকী

তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত, ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো। – হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে- সে আমাকেও অত্যন্ত ভালোবাসে
– বুখারী

যারা তাঁর সৃষ্টির ওপর দয়া করবে না, আল্লাহ্‌ও তাদের ওপর দয়া করবেন না
– আবু দাউদ ও তিরমিযী

আল্লাহ তাঁর সৃষ্টিকূলকে সৃষ্টি করার পর তাঁর আরশের ওপর লিখেছিলেন: নিশ্চই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে
– বুখারী ও মুসলিম

তুমি যদি পূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করো, যেমনটা করা উচিৎ, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেট নিয়ে নীড়ে ফেরে
– তিরমিযী

কোন কাজগুলো সর্বোত্তম? – মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দু:খীদের দু:খকে হাল্কা করা, এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা
– বুখারী

সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে; মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহ্‌র স্মরণ
– বুখারী

একজন মুসলিম যদি গাছ লাগায়, অথবা জমি চাষ করে – যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে – তাহলে সে একটি সদকা করল
– মুসলিম

এক ব্যক্তি রাসুল (স:) কে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দর ভাবে জীবন কাটাতে পারি। কিন্তু এমন কঠিন কিছু নয়, যা আমি ভুলে যেতে পারি। রাসুল (স:) বল্লেন: রাগ করো না
– আল হাদিস

অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তা-ও না থাকে, তবে সুন্দর করে কথা বলো
– বুখারী

ইসলামিক ক্যাপশন :

আরো অনেক ইসলামিক পোস্ট পেতে নিচে দেখুন ।

তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো
– বুখারী

প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে।
– বুখারী

কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপথগামী হবেনা।
– মিশকাত

যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।
– তিরমিযী

অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ।
– তিরমিযী

আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
– বুখারী

Read More  অনুতপ্ত নিয়ে উক্তি

যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন।
– সহীহ বুখারী

যার দুটি দিন একই রকম কাটলো, সে ক্ষতিগ্রস্ত হলো।
– আল হাদিস

তোমরা একে অন্যের প্রতি হিংসা করোনা , ঘৃণা বিদ্বেষ করোনা এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়োনা
– মুসলিম

তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।
– ইবনে মাজাহ

আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে।
– সহীহ মুসলিম

কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? – যার মাধ্যমে আল্লাহ্‌র অন্য সৃষ্টিকূল উপকৃত হয়
– বুখারী

আল্লাহ্‌ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে, তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারও ওপর অহংকার করবে না, এবং কেউ কারও ওপর অত্যাচার করবে না
– মুসলিম

একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটা যুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন, এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন
– বুখারী

অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন
– মুসলিম

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস :

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আউয়াল ওয়াক্তে নামাজ পড়া।

ভোরে যে নামাজ পড়তে যায় তার হাতে ঈমানের পতাকা থাকে।

জোহরের আগে চার রাকাত নামাজ তাহাজ্জুদের চার রাকাতের সমতুল্য।

মানুষ যখন নামাজে দাড়ায় তখন আল্লাহর রহমত তার দিকে রুজু হয়।

মধ্য রাতের নামাজ শ্রেষ্ঠতর নামাজ, কিন্তু কমসংখ্যক লোকই তা আদায় করে থাকে।

রাতের দুই রাকাত নামাজ দুনিয়ার সবকিছু থেকে উত্তম। তা আদায় করা কষ্টকর না হলে আমি তা উম্মতের উপর ফরজ করে দিতাম।

অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।

জীবন সাজাই নামায দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে..!

নামাজ পড় মুসলিম বোন ও ভাই,নামজ ছারা দুনিয়াতে শান্তি নাই। নামাজের কথা রেখো স্মরন,নামজ দিয়ে সাজাও জীবন। নামাজ ছেরে করোনা ভুল,নামাজ হল ইবাদতের মূল..

তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বে। কারণ তাহাজ্জুদের নামাজ পড়া নেক বান্দাদের তরীকা আর আল্লাহর নৈকট্য পাওয়ার কারণ। তাহাজ্জুদ গোনাহ থেকে বিরত রাখে। তা কৃত অন্যায় থেকে ক্ষমা পাওয়ার উপায়। এ দ্বারা দেহের সুস্থতাও লাভ করা যায়।

আমার কাছে হজরত জিবরাইল (আ:) এসে বললেন, হে মোহাম্মদ (সা:)! যতদিন আপনি বেচে থাকুন না কেন, একদিন আপনাকে মৃত্যু বরণ করতেই হবে, আর যাকেই ইচ্ছা ভালবাসুন না কেন, একদিন তার কাছ থেকে পৃথক হতেই হবে আর ভাল খারাপ যে আমলই করুন না কেন তার প্রতিদান অবশ্যই পাবেন। এতে কোন সন্দেহ নেই যে, মোমেনের শারাফত ও বুজুর্গী তাহাজ্জুদের মধ্যে।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের এই ইসলামিক পোস্ট গুলো আপনাদের কাছে কেমন লাগলো ? তা আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট করে । আমরা এই ইমোশনাল পোস্টে আর নতুন নতুন স্ট্যাটাস যোগ করবো । তাই আমাদের সাথেই থাকুন আর আমাদের সাইট ভিজিট করুন । বন্ধুদের সাথে শেয়ার করুন । আর এই ইসলামিক পোস্ট গুলো দিতে আমাদের অনেক কষ্ট হয়েছে, তাই মন থেকে আমাদের জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।

5 Comments

  1. Beautiful এ পেজটা আমার কাছে অনেক ভালো লাগছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *