জুম্মা মোবারক স্ট্যাটাস

এখানে অনেক গুলো পবিত্র জুম্মা মোবারক স্ট্যাটাস দেয়া হয়েছে । জুম্মার দিন আমরা অনেকেই নিজের একটা ছবি ফেসবুকে দিতে পারলে খুব ভালো লাগে । তার সাথে যদি একটি জুম্মা মোবারাক ক্যাপশন দেয়া যায়, তাহলে আরও বেশী সুন্দর হয় । ফ্রেন্ডলিস্টে থাকা সবাই দেখতে পেল এবং সবাইকে জুম্মার দিনের কথা স্মরণ করিয়ে দেয়া হলো । আসুন তাহলে শুরু করি ।

জুম্মা মোবারক স্ট্যাটাস :

আল্লাহ্‌ তুমি মাফ করো আমার যত পাপ,
জুম্মার দিনে তোমার দ্বারে তুলেছি দুই হাত ।
❤️️ জুম্মা মোবারাক ❤️️


শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
💜 জুম্মা মোবারাক 💜


জুমার দিন ফেরেশতাগণ
মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন ও
মুসল্লিদের নেকি লিখতে থাকেন।
🌿🌿 জুম্মা মোবারাক🌿🌿


সপ্তাহের সেরা দিন হচ্ছে শুক্রবার, আর সপ্তাহের সেরা নামাজ হচ্ছে জুম্মার নামাজ ।
আল্লাহ্‌ আমাদের সবাইকে জুম্মার নামাজ পড়ার তৌফিক দিন । 🌷 শুভ জুম্মা মোবারাক 🌷


শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
-শুক্রবার মানে গুনাহ
মাফের আর একটা সুযোগ।
🍁 জুম্মা মোবারক 🍁


আলহামদুলিল্লাহ, আরেকটি বরকতময় দিন চলে এলো ।
আল্লাহ যেন আমাদের সকলের নেক আমলগুলো কবুল করেন এবং
জীবনে সুখ ও সমৃদ্ধি দান করেন। 💚 জুম্মা মোবারক 💚


জুম্মা হচ্ছে সেই দিন, যেদিন আল্লাহর রহমত থাকে অনেক বেশী ।
আসুন আজকের এই পবিত্র দিনে দোয়া করি, যেন আমাদের পাপগুলো
ক্ষমা করা হয় এবং আমরা সবাই হেদায়েতের পথে চলতে পারি।
🔯 জুম্মা মোবারক 🔯


এই পবিত্র দিনে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকল দুঃখ কষ্ট
দূর করেন এবং সচ্ছল জীবন দান করেন। ❁ জুম্মা মোবারক ❁

Read More >>  সম্প্রীতি নিয়ে উক্তি

জুম্মার দিন দোয়া কবুলের সর্বোত্তম দিন । আসুন, এই দিনের
বরকতকে কাজে লাগাই এবং আল্লাহর কাছে নিজের জন্য ও
পরিবারের জন্য দোয়া করি। ✾ জুম্মা মোবারক ✾


আল্লাহর রহমতের আলো যেন আমাদের সবার
জীবনকে আলোকিত করে তোলে । ♡ Jumma Mubarak ♡


জুম্মা হলো রহমত ও বরকতের দিন।
আল্লাহ আমাদের সবাইকে সফলতা এবং মাগফিরাতের পথে
পরিচালিত করুন। 🧡 জুম্মা মোবারক 🧡


জুম্মার দিন আমাদের ইবাদতের জন্য সবচেয়ে বড় সুযোগ ।
আসুন, আজকের এই দিনটি আল্লাহর সন্তুষ্টির জন্য বেশী বেশী
ইবাদাত-বান্দেগী করি এবং পরস্পরের জন্য দোয়া করি।
💜 জুম্মা মোবারক 💜


আল্লাহর কাছে দোয়া করি, পবিত্র জুমার দিনের উচিলায়
আমাদের জীবনের সব দুঃখ দূর হয়ে যাক এবং সুদিন ফিরে আসুক ।
🌹Jumma Mobarak 🌹


জুম্মা দিনের বিশেষ ফজিলত থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই।
আল্লাহ আমাদের সঠিক পথে চালিত করুন এবং আমাদের ঈমান
মজবুত করে দিন । 🌸 জুম্মা মোবারক 🌸


জুম্মার দিন বরকতময় দিন, আল্লাহর নেয়ামত ও রহমত পাওয়ার
সুবর্ণ সুযোগ। আসুন, এই দিনটিকে দোয়া ও ভালো কাজের মধ্যে
দিয়ে অতিবাহিত করি । ✳️ জুম্মা মোবারক ✳️


Read more:>>> ইসলামিক স্ট্যাটাস


তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর
যেন জান্নাত তোমাকে চায়।
[হযরত আলী (রহঃ)]
জুম্মা মোবারক


‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)” .“
যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,
আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।
[ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]
জুম্মা মোবারক

Read More >>  বউকে রোমান্টিক মেসেজ

কখনো হতাশ হলে
দুই রাকাত নফল নামাজ পড়ে নিও।
হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ ।
জুম্মা মোবারক


জুম্মা মোবারক স্ট্যাটাস


রাসূল (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি আমার উপর একবার
দুরুদ শরীফ পাঠ করে,
আল্লাহ তার উপর দশবার
রহমত বর্ষন করেন।
(মুসলিমঃ৪০৮)
জুম্মা মোবারক


রাসূল (সাঃ) বলেছেনঃ
উচ্চস্বরে কাঁদার কারনে
মৃত ব্যক্তি কবরে আযাব
ভোগ করবে।(বুখারি)
জুম্মা মোবারক


যদি তুমি মানো কুরআন
আল্লাহ বাড়িয়ে দিবে
তোমার সম্মান।
জুম্মা মোবারক


জুম্মা মোবারক ক্যাপশন :

ভালোবেসে স্ত্রীর হাত ধরলেও
সগিরা গুনাহ মাফ হয়ে যায়।
– হযরত মুহাম্মদ(সাঃ)
জুম্মা মোবারক


কাগজ দিয়ে অনেক কিছু
তৈরী করা হয় ।
তার মধ্যে সবচেয়ে উত্তম
আল-কুরআন।
জুম্মা মোবারক


যখনি আমি অসুস্থ হতাম।
তখন আমি কালো জিরা খেতাম।
– হযরত মুহাম্মাদ [সাঃ]
জুম্মা মোবারক


ঈমানদারদের জন্য
মৃত্যু উপহার স্বরূপ।
হযরত মুহাম্মদ (সাঃ)
জুম্মা মোবারক


যারা শুধু আল্লাহ তাআলার প্রতি ।
বিশ্বাস স্থাপন করেন।
-আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন।
জুম্মা মোবারক


দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ
আমাদেরকে – সুখী ও
স্বাস্থ্যবান করে তুলে।
– সুবহানআল্লাহ।
জুম্মা মোবারক


প্রতি সোমবার ও বৃহস্পতিবার
জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।
হযরত মোহাম্মদ (সাঃ)
জুম্মা মোবারক


পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান
সিজদাহ সেখানে মৃত্যু হলে
জান্নাত সুনিশ্চিত।
জুম্মা মোবারক


আল্লাহর কাছে বেশি কিছু চাই নাহ ।
শুধু পাচ ওয়াক্ত নামায পড়ার
তৌফিক দান করুন ।
আমিন।
জুম্মা মোবারক


তুমি ফিরে যাও আল্লাহর দিকে।
সৌভাগ্য ফিরবে তোমার দিকে।
জুম্মা মোবারক

Read More >>  ভুল বোঝাবুঝি নিয়ে উক্তি

বড় সেলিব্রিটিকে Follow না করে
– হযরত মুহাম্মদ (সাঃ) কে Follow করুন
জীবন বদলে যাবে
জুম্মা মোবারক


শ্রেষ্ঠ Call
হাই’য়া “আলাস সালাহ
-অর্থ : নামাজের জন্য এসো
জুম্মা মোবারক


বিপদে ফেলে শয়তান
– আর বিপদ থেকে
উদ্ধার করে আল্লাহ
জুম্মা মোবারক


যার দুঃখ বেশি।
– তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি।
[ হযরত মুহাম্মদ (সাঃ) ]
জুম্মা মোবারক


স্টাইল অবশ্যই থাকা উচিত।
– তবে সেটা পোশাকে না চরিত্রে।
জুম্মা মোবারক


সর্ব কালের সেরা জুটি।
– হযরত মোহাম্মদ (সাঃ)
– হযরত খাদিজা (রাঃ)
জুম্মা মোবারক


আমরা বলি আমাদের পাপ বেশি।
-আল্লাহ্ বলেন আমি
তওবাকারীদের ভালোবাসি।
জুম্মা মোবারক


মসজিদে প্রথম কাতারে যদি
ফকিরও বসে তাকে উঠানোর
ক্ষমতা কোনো রাজার নেই।
এটাই ইসলামের সৌন্দর্য।
জুম্মা মোবারক

শেষ কথা :

জুম্মার দিনকে বলা হয় গরীবের হজ্জের দিন । তার মানে হলো জুম্মার দিন প্রত্যেক মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন । আমরা এখানে চেষ্টা করেছি সবচেয়ে সুন্দর জুম্মা মোবারক স্ট্যাটাস ও বাংলা ক্যাপশন গুলো দিতে । আমাদের এই লিখা গুলো কেমন লাগলো আপনাদের কাছে । তা আমাদের জানাবেন । আর ভালো লাগলে আমাদের নিচের পোস্ট গুলো একবার পড়ে দেখার আমন্ত্রণ রইলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *