ঈদ মোবারক স্ট্যাটাস

অনেক গুলো ঈদ মোবারক স্ট্যাটাস ক্যাপশন কবিতা ছন্দ এসএমএস মেসেজ ও ছবি নিয়ে আমাদের এই পোস্ট টি সাজানো হয়েছে । আশাকরি আপনার এই ঈদকে আরো রাঙিয়ে তুলবে আমাদের এই বিশেষ আয়োজন । ঈদ মোবারক এর এই স্ট্যাটাস ক্যাপশন ছন্দ কবিতা গুলো খুবই সুন্দর । এগুলো আপনার ঈদকে আরো প্রাণবন্ত করতে সাহায্য করবে । আসুন তাহলে শুরু করি ।

ঈদ মোবারক স্ট্যাটাস :

***ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
ঈদ মোবারক***

***সারা দেশে চলছে ঈদের উৎসব ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও
একটুখানি হাসি। ঈদ মোবারক।***

***আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব 7আপ খেতে।
ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।
ঈদ মোবারক।***

***পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক***ঈদ মোবারক স্ট্যাটাস

***রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে
সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
“ঈদ মোবারক”***

***মেঘলা আকাশ মেঘলা দিন
ঈদের বাকি কিছু দিন
সবার মুখে ফুটবে হাসি
ফুল ফুটবে রাশি রাশি
নতুন সূর্য নতুন দিনে,
ঈদ কাটুক হাসি মনে***

***রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
“ঈদ মোবারাক***

***বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক***

***আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে,
” অগ্রিম ঈদ মোবারক”***

***মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি কয়েকদিন,
ঝড় বৃষ্টি রোদের দিন,
আসবে কিন্তু ঈদের দিন,
নদীর ধারে সাদা বক,
তোমাকে জানাই অগ্রিম “ঈদ মোবারক”***

***ঈদের হাওয়া লাগুক প্রানে
মন ভরে যাক নতুন গানে
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া
ঈদ এ হোক সব কিছু পাওয়া
এলো ঈদ তোমার দ্বারে
বরণ করে নাও তারে ।***

***ঈদ মানে আকাশে নতুন চাঁদ
ঈদ মানে নতুন কিছু চাওয়া পাওয়ার সাধ
ঈদ মানে মেহেদি রাঙ্গা হাত
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত ।
ঈদ মোবারাক***

***হালকা হালকা হাওয়া একটু একটু শীত
এই নিয়ে চলে এলো কোরাবনির ঈদ
পোলাও কোরমা খেতে কত্ত সাধ
চলে এসো তুমি, রইলো ঈদের দাওয়াত ।
ঈদ মোবারাক***

***মেঘলা আকাশ মেঘলা দিন
ঈদের বাকি এক দিন
আসবে সবার খুশির দিন
কাপড় চোপড় কিনে নিন
গরীব দুঃখীর খবর নিন
দাওয়াত রইলো ঈদের দিন
ঈদ মোবারাক***

***ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব
ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়
ঈদের মতই তোমার জীবনটা হোক দীপ্তিময়***

***ঈদ নিয়ে আসুক আনন্দ আর সুখ
মুছে যাক সব বিষণ্ণতা আর দুখ
হারিয়ে যাক হৃদয় আজ হাসির বিন্দাবনে
রেখে দেবো তোমায় হৃদয়ের কোণে ।
ঈদ মোবারাক***

***ঈদের দাওয়াত তোমার তরে
আসবে তুমি আমার ঘরে
কবুল কর আমার দাওয়াত
না করলে পাবো আঘাত
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি***

***স্বপ্ন গুলো সত্যি হোক
সকল আশা পূরণ হোক
দুঃখ গুলো দূরে যাক
সুখে জীবন ভরে যাক,
জীবন হোক ধন্য
ঈদ মোবারাক তোমার জন্য***

Read More  Happy mothers day bangla sms

ঈদ মোবারক ক্যাপশন :

আরো অনেক গুলো ঈদ মোবারক স্ট্যাটাস নিচে পাবেনঃ

***সুভ রাত্রি শুভ দিন
আগামি কাল ঈদের দিন
এনজয় করবো সীমাহীন
ঈদ পাবোনা প্রতিদিন
তোমার দাওয়াত রইলো
ঈদের দিন***

***চাঁদ উঠেছে ফুল ফুটেছে
দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে
পড়ল সবার গায় ।
ঈদ মোবারাক***

***আনন্দের এই সময় গুলো,
কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে,
ঈদ আসুক নেমে,
“ঈদ মোবারক”***Bangla eid mubarak status

***নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও।
সেমাই খেও পেট ভরে ঘুরো ফের মন ভরে।
ঈদ মোবারাক বলো প্রান খুলে।***

***যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক***

***মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
ঈদ মোবারক!***

***ঈদ” মানে খুশী’ গরুর গলায় রশী’
শীতের শর্দি কাসি’ আবার হুজুরের মুখে হাসি’
তবুও ঈদ” ভালোবাসি’ তাই সবাইকে ঈদমোবারক জানিয়ে
এবার আমি আসি!***

***যে দিন দেখবো ঈদ এর চাঁদ ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনোন্দে কাটাবো সারা দিন!
“ঈদ মোবারক”***

***দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
ঈদ বোবারক ***

***ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক***

***নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
ঈদ মোবারক***

***ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে***

***বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক***

***নীল আকাশে ঈদ এর চাঁদ,
ঈদের আগে চাঁদনী রাত।
ঈদ হল খুশির দিন,
দাওয়াত রইলো ঈদের দিন।
ভালো থেকো সীমাহীন,
ঈদ-এর দিন টা তোমার হোক রঙিন
ঈদ মোবারাক***

***বাকা চাঁদের হাসিতে,
দাওয়াত দিলাম আসিতে,
আসতে যদি না পারো
ঈদ মোবারক গ্রহন করো***

***আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা***

***আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা.***

ঈদের শুভেচ্ছা বার্তা কবিতা :

নতুন নতুন আরো কিছু ঈদ মোবারক স্ট্যাটাস নিচে পাবেনঃ

কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।

ঈদের শুভেচ্ছা


নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারকঈদের এসএমএস ঈদ মোবারাক


সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি


কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাকইদের শুভেচ্ছা

Read More  ইউনিক ক্যাপশন বাংলা

দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
***** ঈদ মোবারাক ****


চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতেঈদ sms বাংলা ছবি


রং লেগেছে মনে
মধুর এই ক্ষনে
তোমায় আমি রাঙ্গিয়ে দেবো
ঈদের এই দিনে
” শুভ ঈদ মোবারাক ”


ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
*””” ঈদ মোবারাক “””*

মজার ঈদ মোবারক স্ট্যাটাস :

কিছু মজার মজার ঈদ মোবারক স্ট্যাটাস নিচে দেয়া হয়েছেঃ


হাঁসের ডিন মুরগির ডিম
দেখা হবে ঈদের দিন
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী
ঈদের দিন দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি ।


ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।


তুমি হাসি খুশী থেকো
যেমন হাসি থাকে ফুলে,
দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,
দুহাত উড়ায় আজ আকাশে
হয়ে যাও আজ পাখি
আজ হলো তোমার খুশীর ঈদ,


বৃষ্টি আসবে……
আর বাড়ির ছাদ ভিজবে না এমন কি হয় ?
চাঁদ উঠবে……
আর জসনা থাকবে না এমন কি হয় ?
বাগানে ফুল ফোটবে……
আর তুমি সুবাশ পাবে না এমন কি হয় ?
আর ঈদ আসবে……
তুমি দাওয়াতপাবে না এমন কি হয় ?
ঈদের দাওয়াত রইলো
ঈদ মোবারাক


কিছু কথা অব্যাক্ত রয়ে যায়
কিছু অনুভুতি মনের মাঝে থেকে যায়,
কিছু সৃতি গোপনে কাঁদায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ।
***** ঈদ মোবারাক *****


তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,
তুমি বরষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই ” ঈদ মোবারাক ”


তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো,
তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,
তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ,
তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,
ঈদ মোবারাক

ঈদ মোবারক স্ট্যাটাস এসএমএস :

নিচের ঈদ মোবারক স্ট্যাটাস গুলো দেখতে পারেন, ভালো লাগবে ।

ঈদ মোবারাক এসএমএস ছবি

বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে,
আসবে কিনা বাড়িতে ? খেতে দেবো হাড়িতে ।
আসতে যদি নাও পারো,
ঈদের দাওয়াত গ্রহন করো
। ঈদ মোবারাক ।


ঈদ মানে খুসি, ঈদ মানে আনন্দ,
ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব,
ঈদ মানে ভুলে যাওয়া যতো দুঃখ ভয়,
ঈদের মত তোমার জীবন টা হোক দীপ্তিময় ।
*** ঈদ মোবারাক ****


রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাঙিয়ে দিবো ইদের এই দিনে ।
+++++((ঈদ মোবারাক))+++++++


Read more >>> Bangla Eid Sms


ঈদের এই খুশীর দিনে, তোমায় পড়ে মনে,
তুমি কাছে এলে দুঃখ যাই সব ভুলে,
তুমি দূরে গেলে কষ্ট গুলো বাড়ে ,
তাইতো তোমায় রেখেছি আমার মনের একটি কোনে ।
{{{ঈদ মোবারাক}}}


বাংলা ঈদ এস এম এস কবিতা


নীল আকাশে ঈদ এর চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন,
ঈদের দিনটা তোমার হোক রঙিন,
****ঈদ মোবারাক****


ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা :


ইদের দাওয়াত দিলাম বন্ধু, আসবে আমার বাড়ি,
অনেক কথা জমে আছে, বলবো তোমায় আমি,
না আসলে তোমার সাথে বলবো না আর কথা,
কোন দিন পাবে না তুমি আমার দেখা ।

Read More  Bangla rose day sms

মেঘলা আকাশ মেঘলা দিন,
ইদের বাকি এক দিন,
আসবে সবার খুশীর দিন,
কাপর চোপড় কিনে নিন,
গরিব দুঃখীর খবর নিন,
দাওয়াত রইলো ইদের দিন ।
**** ঈদ মোবারাক ****


নতুন চাঁদের আগমনে,
সাড়া জাগলো এ মনে,
ঈদ এলো পবিত্র দিনে,
দুঃখ বেদনা ভুলে গিয়ে,
এনজয় করো ইদের দিনে ,
দাওয়াত দিলাম তোমার তরে,
পারলে এসো আমার ঘরে,
ঈদ মোবারাক


আকাশে উঠেছে নতুন চাঁদ,
দিলাম তোমায় ইদের দাওয়াত,
দাওয়াত দিলাম আসবে বলে,
না আসলে আনবো ধরে,
তাতেও যদি না আসতে চাও,
এসএমএস দিয়ে ঈদ মোবারাক জানাও ।


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা : 

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানাতে নিচের ঈদ মোবারক স্ট্যাটাস গুলো নিতে পারেনঃ


ঈদের হাওয়া লাগুক প্রানে,
মন ভরে যাক নতুন গানে ,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া ।
^^^^^ঈদ মোবারাক^^^^^


পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর,
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস,
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
—– ঈদ মোবারাক ——


ঈদ এলো, বৃষ্টি এলো,
খুশীর দ্বার মুক্ত হলো,
ঈদের এখন নতুন রূপ,
বৃষ্টি হলো অপরুপ,
তুমি আমার আপনজন,
তাই তোমায় জানাই নিমন্ত্রন ।
___ঈদ মোবারাক___


সোনালি সকাল, রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা
চাঁদনী রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে যাক-
তোমার সারাটা বছর, এই কামনায় জানাই-
<<< ঈদ মোবারাক >>>


রংধনু আসে রঙের টানে
সুবাস আসে ফুলের টানে
বন্ধু আসে বন্ধুত্তের টানে
মন চলে যায় মনের টানে
ঈদ আসে খুশীর টানে
((( ঈদ মোবারাক )))


ঈদ মোবারাক ছবি :

ঈদ মোবারক

ঈদ মোবারক png

ঈদ মোবারক ১

ঈদ মোবারক ২

ঈদ মোবারক png ১

ঈদ মোবারক

ঈদ মোবারক ১

ঈদ কার্ড

ঈদ মোবারক ২

ঈদ মোবারক লেখা ছবি

ঈদ মোবারক লেখা ছবি 1

ঈদ মোবারক লেখা ছবি 2

ঈদ মোবারক লেখা ছবি 3

ঈদ মোবারক লেখা ছবি 4

ঈদ মোবারাক

ঈদ মোবারাক পিক

ঈদ মোবারাক ছবি

ঈদ মোবারক ক্যাপশন কবিতা :

আরো কিছু সেরা সেরা ঈদ মোবারক স্ট্যাটাস নিচে পাবেনঃ

ঈদ মানে হাসি, ঈদ মানে খুশী
ঈদ মানে আমি তোমায় অনেক ভালোবাসি ।
ঈদের দিন আসতে হবে আমার বাড়িতে,
খেতে দেবো ভালো কিছু, বসতে দেবো পিড়িতে ।

মনে যত আছে দুঃখ, এবারের ইদে
যাবে সব ভেসে, ঈদের দিনের খুশিতে,
ভালো ভালো খাবার খাবো
দূরে কোথাও ঘুরতে যাবো ।

মন হবে উদাসীন
ভালোবাসা হবে অসীম,
মনে মনে কথা হবে,
সূরে সূরে গান হবে ।

মজার মজার খাবার খাবো
গরীব দুখীদের খেতে দিবো,
আনন্দ করবো সবাই মিলে,
সুখ ধরা দিবে মনের জালে ।

ঈদ মানে সুখের ছোঁয়া
ঈদ মানে মনের মায়া,
মনের মাঝে অনেক কথা
ইদে এবার যাবে বলা ।

ঈদের মাঝে আমরা সবাই
এক হয়ে যাই,
অনেক অনেক মজার খাবার
পেট ভরে খাই ।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ঈদ মোবারক স্ট্যাটাস ক্যাপশন এসএমএস মেসেজ কবিতা ও পোস্ট গুলো । আমরা এখানে আপনার ফেসবুক এর জন্য আরো অনেক গুলো ঈদ মোবারক স্ট্যাটাস যোগ করবো । তাই আমাদের পাশেই থাকবেন এবং সব সময় আমাদের সাইট ভিজিট করবেন । প্রয়োজনে আমাদের এই পেজ বুকমার্ক করে রাখবেন । অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *