শুভ সকাল রোমান্টিক মেসেজ

শুভ সকাল রোমান্টিক মেসেজ , এসএমএস, কবিতা ও শুভেচ্ছা নিয়ে আসলাম আপনাদের সবার জন্য । আশা করি সব গুলো এসএমএস ও ছবি ভালো লাগবে । ধন্যবাদ সকল কে । আরো দেখুন >> শুভ রাত্রি এসএমএস ।

শুভ সকাল রোমান্টিক মেসেজ :

ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়,
ফুটলো সকাল কাটলো রাত,
তাই মিস্টি মুখে জানাই তোমায়
“”সুপ্রভাত””


সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই “” শুভ সকাল “”


শুভ সকাল shuvo sokal


যদি হাতে রাখো হাত,
আনবো ডেকে নতুন এক প্রভাত,
করবো শুরু নতুন করে দিন,
বন্ধু তোমায় জানাই,
“” Happy Good Morning “”


ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিস্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে .
“” শুভ সকাল “”


তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,
তুমি পাহাড়ের গায়ে ঝর্ণার পানি,
তুমি বর্ষার এক পশলা বৃস্টি,
তুমি মাজ রাতের পূর্ণিমার চাদ,
তুমি সকালের স্নিগ্ধ সূর্যের আলো,
তুমি হলে আমার বন্ধু ভীষণ ভালো,
******** সুপ্রভাত **********


শুভ সকাল এসএমএস shuvo sokal sms


রাতে মশার জ্বালা,
দিনে মাছির জ্বালা,
ভোরে পাখির জ্বালা ,
২৪ ঘন্টা এস এম এস এর জ্বালা,
সব ভুলে গিয়ে বলছি তোমায়,
“”” সুপ্রভাত ”””‘


শুভ সকাল শান্ত মন,
তুমি বন্ধু আছো কেমন ?
রাত পোহালো ভোর হলো,
আমি বন্ধু আছি ভালো,
ভালো থেকো সারাদিন ,
তোমাকে জানাই ….. গুড মর্নিং

 

শুভ সকাল ছন্দ ও কবিতা  :

 

স্নিগ্ধ আলো রোজ সকালে,
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম,
তোমার হৃদয়ের মন্দিরে,
***** Good Morning*****


suprovat good morning bangla sms


আমি কল্পনাতে ভাসি, তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারায়, তুমি ভালোবাসো বলে,
আমার সকাল শুভ হয় তুমি ভালোবাসো বলে,
শুভ সকাল জান,


চোখ খুলে দেখো দিগন্ত তোমায় ডাকছে,
পাখিরা আপন সুরে গাইছে মিস্টি গান,
সূর্য মামা তোমার জানালার ফাক দিয়ে আলো দিচ্ছে,
আর মোবাইল টা হাতে নিয়ে দেখো, কেউ তোমায়,,
গুড মর্নিং জানিয়েছে…….সুপ্রভাত…..


নিশি যখন ভোর হবে,
সুখ তারা গুলো নিভে যাবে,
সামনে আসবে নতুন একটা দিন,
দিন টা হোক অমলিন,
শুভ হোক তোমার প্রতিদিন.
**** শুভ সকাল *****


শিশির ভেজা কোমল হাওয়া,
নরম ঘাসের আলতো ছোঁয়া ।
মিষ্টি রোদের নরম আলো,
আখি মেলে দেখবে চলো !
সবাইকে—-*শুভ সকাল*


বৃষ্টির মাঝে সকাল সাঝে, মেঘের শব্দ কানেতে বাজে ।
তোমার সৃতি বুকের মাঝে, মনের ভেতর ঘন্টা বাজে ।
তাই জীবন কাটাবো প্রেম হীন,ভবিষ্যৎ হবে রঙিন ।
আবার এলো সেই বৃষ্টির দিন, সাবাইকে জানাই গুডমর্নিং ।


ভোর বেলার প্রথম আলো আসলো চোখে ঢাকা,
সকাল বেলার নীল আকাশে মেলেছে পাখি পাখা,
গাছের পাতার রোদ বলছে, ফুরিয়ে গেলো রাত,
আজ সকালে তোমায় জানাই মিষ্টি সুপ্রভাত ।


শুভ সকাল


ভোরের আলোয় স্নিগ্ধ হয়ে পাখিরা গাইছে গান,
ঘুমিয়ে পড়া ফুল গুলো পেলো নবপ্রান ।
সকাল হলো পেরিয়ে একটি দীর্ঘতম রাত ,
ভালো কাটুক দিন টা তোমার জানাই সুপ্রভাত ।


চাঁদের আলো ফুরিয়ে এলো,
তারা গুলো সব হারিয়ে গেলো,
সূর্য মামা উঠলো হেসে তারিয়ে দিয়ে রাত,
ভালোবেসে বন্ধু তোমায় জানাই সুপ্রভাত ।


আমি ভালোবাসি তোমায়,
রাতের ওই আকাশের তারার মত
আর তোমার মুখটা যেন ওই আকাশের চাঁদের মত,
সকালের পাখির ডাকে তোমার ঘুম টা গেলো ভেঙ্গে ।
তাই তোমাকে জানাই শুপ্রভাত ।

5 Comments

  1. আপনার কথা গুলো অনেক ভালো লাগছে, সুখ বয়ে আসুক আপনার জীবনে

  2. *🌷ঐ ছোট্ট সবুজ ঘাসের আগায়,, শিশির রেখা লুকিয়ে যে রয় ।। মৃদু বাতাস বইছে যখন,, শিশির বিন্দু ঝরছে তখন ।।কোমল চাঁদের আলো হইল যখন বিলিন,, সূর্যি মামার রঙিন আলো আনলো এক নতুন দিন ।। Good Morning Dear 🌷Alfin

  3. খুব ভালো হয়েছে এই কবিতা গুলো লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *