শুভ রাত্রি স্ট্যাটাস মেসেজ পোস্ট ও ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । শুভ রাত্রি নিয়ে আমাদের এই লেখা গুলো খুবই সুন্দর । লেখা গুলো কবিতা আর ছন্দ মিলানো, তাই সবাই অনেক লাইক করবে আশাকরি। আপনারা চাইলে আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন ।
শুভ রাত্রি স্ট্যাটাস মেসেজ :
আমি মেঘ তুমি আকাশ,
আমি ফুল তুমি সুভাস,
আমি কবি তুমি তুমি কবিতা,
আমি সূর তুমি গান,
আমি দিন তুমি রবি,
আমি রাত তুমি চাঁদ ।
শুভ রাত্রি
এই আঁধারে মায়া বাড়ে
পারো যদি করো ক্ষমা
আশা রাখি দেখা হবে
শুভরাত্রি প্রিয়তমা. 🌼
চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঁঝিঁ পোকারাও চুপ,
আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব,
রাতের আঁধার ঘন কালো, এবার প্রিয়া ঘুমাতে চল ।
শুভ রাত্রি
দিপ নিভলো রাত্রি হলো আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাসচে দেখো বলচো কি গো ভালো,
রাত তো দেখি অনেক হলো যাও গো সুতে যাও,
এসেছি আমি পাহারা দিতে নিশ্চিন্তে ঘুমাও ।
শুভ রাত্রি
মিষ্টি তারা মুছকি হাসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদ মামা ঝিমিয়ে আলো,
বলছে তোমায় চোখ টা মেলো,
না ঘুমালে ঘুমের পরি,
স্বপ্ন তোমার করবে চুরি ।
শুভ রাত্রি
অন্ধকার এই রাতে, ঝোনাকির সাথে
এক ঝুড়ি সুখ পাঠিয়ে দিলাম
তোমার জানালার কাছে আর
ঝোনাকির ডানায় লিখে দিলাম
<<<< শুভ রাত্রি >>>>
রাত জাগা পাখি হয়ে যার কথা ভাবি,
এই মনে একা একা তার ছবি আঁকি ,
জোস্নার নীল আলো তার চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি চিরদিন পাশে ।
<<<< শুভ রাত্রি >>>>
বাংলা শুভ রাত্রি এসএমএসঃ
ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,
আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট ।
রাত মানে গভির নেসায় স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা ,
রাত মানে চোখটি বুজে সৃতির দোকান খোলা,
রাত মানে তোমাকে আমার শুভ রাত্রি বলা ।
কোন ব্যাপার না আকাশ নীল বা কালো,
কোন ব্যাপার না আঁধার থাক বা আলো,
কোন ব্যাপার না দিনটা আমার কেমন গেলো,
শুধু বন্ধু তুমি থেকো ভালো ,
শুভ রাত্রি
রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলো আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরি ,
শুভ রাত্রি
চোখ তুমি বুঝিয়ে ফেলো অনেক হলো রাত,
কালকে আবার দেখবো নতুন সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
অনেক হলো রাত এবার দাও ঘুমের সাগরে ডুব ।
শুভ রাত্রি
যোনাকি হল রাতের বাতি ।
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হল মায়াবী পাখি।
বন্ধু নাকি সুখ দুঃখের সাথী।
তাই জানাই তোমাদের ” শুভ রাত্রী।
রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো।
রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো।
তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো। শুভ রাত্রী।
ভরের আলো উঠবে ফুটে রাতের অবসানে,
তুমায় আবার জাকতে হবে নতুন আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইতো জানাই শুভ রাত্রী
নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাক পোকার সাথে।
দেখছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত
.গুড নাইট
সবার চোখে ঘুম এখন নীরব রাত,
আমার চোখে ঘুম নেই কেনো বলতে পারো ?
কোন শুখের আসায় আমার এই রাত জাগাঁ ?
কেনো মন আজ দিশে-হারা। গুড_নাইট।
আরো দেখুনঃ>>> ঈদ মোবারক স্ট্যাটাস
শুভরাত্রি এসএমএস কবিতাঃ
যদি চাদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা,
তোমার বাড়ি যদি হতো কাছে-
আমি রোজ বলতে আসতাম একটা কথা ।
((( গুড নাইট )))
রাতে এক লোক কে মসা কামড়াচ্ছে,
লোকটা বিষ খেয়ে বললো-
রক্তে বিষ মিশে গেছে, এবার কামড়া,
তুমি কিন্তু এটা করো না ।
গুড নাইট
আজ রাত তুমি ঝাল ঝাল স্বপ্ন দেখো,
কারো রোজ মিষ্টি শরিরের জন্য ভালো নয়,
শুভ রাত
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই ” শুভরাত্রি ”
দেখা হয়নি হবে না কভু,
জতদিন বেঁছে থাকি তুমি স্বপ্ন হয়ে রবে !
দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে ।
*** শুভরাত্রি ***
এই তোমার জন্য একটা গিফট আছে, তুমি কি নেবে ?
ওকে দিচ্ছি ! কিন্তু আগে তুমি ঘুমাও ।
কারন আমার গিফট টা হলো “স্বপ্ন” ।
শুভ রাত্রির শুভেচ্ছা স্ট্যাটাস :
১. রাতের আকাশে জ্বলে উঠুক তারার আলো, তোমার স্বপ্নগুলো হোক মধুর। শুভ রাত্রি!
২. দিন শেষ, রাত শুরু। দিনের সব ক্লান্তি ভুলে শান্তির ঘুম শুরু হোক। শুভ রাত্রি!
৩. আজকের দিনের সব ব্যস্ততা ভুলে, রাতটা কাটুক শান্তিতে। শুভ রাত্রি!
৪. অন্ধকার রাত, জ্বলন্ত তারা, মিষ্টি স্বপ্নের অপেক্ষায়। শুভ রাত্রি!
৫. তোমার ঘুমটা হোক গভীর, স্বপ্নগুলো হোক মধুর। শুভ রাত্রি!
৬. দিন শেষে রাত আসে বিশ্রামের জন্য, রাতটা কাটুক মিষ্টি ঘুমে। শুভ রাত্রি!
৭. রাতের আকাশের তারার আলো, তোমার ঘুমটা হোক অনেক ভালো। শুভ রাত্রি!
৮. ক্লান্তি দূর করে, মিষ্টি স্বপ্নে ডুবে থাকো। ঘুম হোক অসীম, শুভ রাত্রি!
৯. তোমার ঘুমটা হোক শান্তির, স্বপ্নগুলো হোক রঙিন। শুভ রাত্রি!
১০. সারাদিনের পরিশ্রম শেষে শান্তির ঘুম কামনা করি। শুভ রাত্রি!
১১. মিষ্টি স্বপ্নের মাঝে হারিয়ে যাও। শুভ রাত্রি!
১২. রাতের নিস্তব্ধতা, স্বপ্নে ভরপুর থাকুক তোমার রাত। শুভ রাত্রি!
১৩. দিনের সব ক্লান্তি ভুলে, রাতটা কাটুক মিষ্টি ঘুমে। শুভ রাত্রি!
১৪. রাতের আকাশের তারা তোমার স্বপ্নে ঝলমল করুক। শুভ রাত্রি!
১৫. শান্তির ঘুম, মিষ্টি স্বপ্ন কামনা করি তোমার জন্য। শুভ রাত্রি!
১৬. আজকের ক্লান্তি ভুলে, নতুন দিনের স্বপ্নে হারিয়ে যাও। শুভ রাত্রি!
১৭. তোমার রাতটা হোক মিষ্টি, ঘুমটা হোক গভীর। শুভ রাত্রি!
১৮. মিষ্টি স্বপ্নে ভরপুর রাত কামনা করি। শুভ রাত্রি!
১৯. রাতের নিস্তব্ধতা তোমার ঘুমকে আরও মধুর করে তুলুক। শুভ রাত্রি!
২০. স্বপ্নের জগতে হারিয়ে যাও, শান্তিতে ঘুমাও। শুভ রাত্রি!
২১. সারাদিনের ক্লান্তি ভুলে, শান্তির ঘুম কামনা করি। শুভ রাত্রি!
২২. রাতের তারা তোমার স্বপ্নের পথপ্রদর্শক হোক। শুভ রাত্রি!
২৩. মিষ্টি স্বপ্নে ভরপুর, শান্তির ঘুম কামনা করি। শুভ রাত্রি!
২৪. আজকের ক্লান্তি ভুলে, স্বপ্নের জগতে হারিয়ে যাও। শুভ রাত্রি!
২৫. রাতের নিস্তব্ধতা তোমার ঘুমকে মধুর করে তুলুক। শুভ রাত্রি!
২৬. দিনের শেষে রাত, রাতের শেষে মিষ্টি ঘুম। শুভ রাত্রি!
২৭. তোমার রাতটা হোক মিষ্টি, স্বপ্নগুলো হোক রঙিন। শুভ রাত্রি!
২৮. রাতের আকাশে তারার আলো, মিষ্টি স্বপ্নে ভরপুর থাকুক তোমার রাত। শুভ রাত্রি!
২৯. মিষ্টি স্বপ্নের মধ্যে হারিয়ে যাও, শান্তিতে ঘুমাও। শুভ রাত্রি!
৩০. সারাদিনের ক্লান্তি ভুলে, রাতটা কাটুক মিষ্টি স্বপ্নে। শুভ রাত্রি!