শুভ নববর্ষ এসএমএস স্ট্যাটাস

শুভ নববর্ষ এসএমএস স্ট্যাটাস ছন্দ কবিতা মেসেজ পোস্ট ও ছবি নিয়ে আমাদের আজকের পোস্ট । আমরা এখানে অনেক গুলো দারুণ দারুণ এসএমএস ও স্ট্যাটাস দিয়েছি আপনাদের জন্য । আসুন তাহলে শুরু করি আমাদের আজকের আয়োজন ।
Shuvo noboborsho sms bangla

শুভ নববর্ষ এসএমএস স্ট্যাটাস:

একটু আলো একটু আধার
বাতাস গুলো নদীর বুকে দিচ্ছে সাতার
কিছু দুঃখ কিছু সুখ
সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ
বাংলা বর্ষের পদার্পণে
এসো শাণিত হই নব প্রানে ।
*** শুভ নববর্ষ ***
@@@@@@@@


ektu alo ektu adhar
batas gulo nodir buke dicche satar.
kichu dukkho kichu sukh
sobcheye sundor ei banglar mukh.
bangla borsher podarpone,
eso sanito hoi nobo prane.


পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রান
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান
এসো হে বৈশাখ এসো এসো ।
*** শুভ নববর্ষ ***
@@@@@@@@


panta ilish ar vorta vaji bangalir pran,
notun bochore sobai gaibo boisakher gan,
eso he boisakha eso eso, shuvo noboborshow.


নতুন সূর্য নতুন গান
নতুন সূর নতুন প্রান
নতুন ঊষায় নতুন আলো
নতুন বছর কাটুক ভালো
কাটুক বিষাদ আসুক হর্ষ
শুভ হোক নববর্ষ …।


notun surjo notu gan,
notun shur notun prann.
notu ushae notun aloo,
notuun bochor katuk valo,
katu bishad asuk horsho,
shubo hok noboborsho.


Shuvo noboborsho sms bangla poem


নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত
আমি আজি ধুলি তলে জীর্ণ করিলাম নত
বন্ধু হউ শত্রু হউ যেখানে যে রত
ক্ষমা কর আজকের মত।
পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত
হরদম হই হই অই এলো ওই কলার পাতায় ইলিশ পান্তা
ঈশান কোনে মেঘের বার্তা ।
*** শুভ নববর্ষ ***
@@@@@@@@


nishi oboshan pray oi puraton borsho hoy goto
ami aji dhuli tole jirno korilam noto.
bondhu hou shotru hou jekhane je roto,
kkhoma koro ajiker motoo.
puraton bochorer sathe puraton oporadh joto,
hordom hoi hoi, oi elo oi, kolar patay ilish panta.
ishan kone mehger barta.
shuvo nobobosrho.


বাউল গানের সান্ধ্য তালে, নতুন বছর এসেছে ঘুরে
উদাসী হাওয়ার সুরে সূরে রাঙ্গা মাটির পথটি জুড়ে ।
*** শুভ নববর্ষ ***
@@@@@@@@


baul ganer sandho tale notun boshor eseche ghure,
udashi hawar shure shure ranga matir pothti jhure.
Shuvo nobobosrho.


পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম
বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সিখের গ্রান
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট
নতুন বছরে নতুন যাত্রা হয় যেন সুখ আর বিনোদন ময় ।
এই কামনায় তোমাদের জানাই ।
*** শুভ নববর্ষ ***
@@@@@@@@@


pakhir danay likhe dilam noboborsher naam,
bondhu tomra ure dekho pabe sikher gran.
purono sob kosto kore felo nosto.
notun bochore notun jatra hoy jeno sukh ar benodon moy.
ei kamonay tomader janai, shubo noboborsho.

Read More  চিন্তাশীল স্ট্যাটাস

দিনগুলি যেমনই হোক ঠিক ই যায় কেটে
তবুও বলো কি লাভ, পুরনো সৃতি ঘেটে
এ বছর পূর্ণ হোক তোমার সকল আশা
নববর্ষের এটাই আমার প্রত্যাশা ।


dinguli jemoni hok thik e jay kete,
tobuo bolo ki lav, purono srity ghete.
e bochor purno hok tomar sokol asha.
noboborsher etai amar prottasha.

Read more:>>> পহেলা বৈশাখ স্ট্যাটাস

নববর্ষের শুভেচ্ছা এসএমএস কবিতাঃশুভ নববর্ষ

নতুন আশা নতুন প্রান ,
নতুন সুরে নতুন গান ।
নতুন জীবনের নতুন আলো ,
নতুন বছর কাটুক ভালো ।
শুভ নববর্ষ


নব আনন্দে জাগো আজি, বৈশাখের পুণ্য প্রভাতে ।
সব জ্বালাযন্ত্রণা যাক মুছে, আসুক এক নতুন ভোর ।
শুভ নববর্ষ


পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালির প্রান,
নতুন বছরে সবাই গাইবে বৈশাখের গান ।
এসো হে বৈশাখ এসো এসো । শুভ নববর্ষ ।


বাউল গানের সান্ধ্য তালে, নতুন বছর এসেছে ঘুরে ,
উদাসী হাওয়ার সুরে সুরে, রাঙ্গা মাটির পথটি জুড়ে ।
শুভ নববর্ষ ।

Shuvo noboborsho sms status :

এখানে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আরো কিছু নতুন নতুন কবিতা ও শুভ নববর্ষ এসএমএস দেয়া হয়েছে । উপরের গুলো যদি ভালো না লাগে অথবা আপনার পছন্দের টি না পেয়ে থাকেন, তাহলে এখানে পেয়ে যাবেন আপনার পছন্দের এসএমএস বা কবিতা । তাহলে আর দেরি কেন এখান থেকেই নিয়ে নিন আপনার পছন্দের কবিতা টি ।

নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা,
পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা ।
হানা-হানি বেধাবেদ সব কিছু ভুলি,
এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি ।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।


স্বপ্ন সাঁজাও রঙের মেলায়,
জীবন ভাসাও রঙিন ভেলায় ।
ফিরে চলো মাটির টানে ,
নতুন সুরে নতুন গানে ।
নতুন আশা জাগাও প্রানে ,
খুজে নাও বাঁচার মানে ।
সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ।


নতুন বছর নতুন ভাবে, নতুন সাঁজে নতুন কাজে , নতুন আনন্দে, নতুন ভালোবাসায়, নতুন সম্ভাবনায়, ছুঁয়ে যাক তোমার হৃদয় ” শুভ নববর্ষ  ”


আসছে নতুন বছর, সবাইকে জানাই সুখবর , সবার মনে আনন্দ, তবে কেন মুখ বন্ধ , জোরে জোরে বলা দরকার, শুভ নববর্ষ ।


নবরুপে সাজো, সাঁজাও মনটা নতুন রঙে , মুছে ফেলো মন থেকে দুঃখ বেদনার সৃতি । নব ছন্দে এগিয়ে চলো , শুভ ইংরেজি নববর্ষ ।

Shuvo noboborsho caption :

আরো নতুন নতুন শুভ নববর্ষ এসএমএস ও স্ট্যাটাস পেতে নিচের লেখা গুলো দেখুন ।

বছর শেষের ঝরা পাতা,
বললো উড়ে এসে ।
একটি বছর পেরিয়ে গেলো,
হাওয়ার সাথে ভেসে ।
নতুন বছর আসছে তাকে,
যতন করে রেখো ।
স্বপ্ন গুলো সত্যি করে,
ভীষণ ভালো থেকো ।

Read More  Birthday wishes bangla

একটি সতুন সকাল , কিছু সুন্দর স্বপ্ন,
এক মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি,
আর কিছু স্বপ্নিল সৃষ্টি , এই নিয়ে শুরু হোক আগামির দিন ।
শুভ নববর্ষ ।


নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক তোমার জীবন পাখিদের আনন্দ কলতানে ।
শুভ নববর্ষ


happy new year sms bangla font
নতুন দিনের নতুন আলো, দূরে নিয়ে যাক নিকষ কালো ।
নতুন সূর্য নতুন প্রানে, বাজাও বাধ্য জীবন গানে ।
কাটুক আঁধার আলোর টানে, মেতে উঠুক মন নতুন প্রানে ।
শুভ নববর্ষ


উদিত রবির প্রথম আলো, দূর করবে সকল কালো ।
মাতবে মন আনন্দ ধারায়, সবাই হবে বাঁধন হারা ।
দিনটি হোক তোমার তরে, মন ভরে উঠুক খুশীর জোরে ।
শুভ নববর্ষ ।

শুভ নববর্ষ বাংলা স্ট্যাটাস :

নবীন প্রভাতের নতুন আলোকে, স্বাগত জানাই এই ধরণী লোকে ।
আনন্দ মনে বারিনু তোমাকে, আগাম শুভেচ্ছা জানাই সাধরে ।
নতুন বছরের শুভেচ্ছা ।


নতুন পোশাক, নতুন সাজ ।
নতুন বছর শুরু আজ ।
মিষ্টি মন, মিষ্টি হাসি ।
শুভেচ্ছা জানাই রাশি রাশি ।
নতুন বছরের শুভেচ্ছা ।


নিখাদ বন্ধুত্তের নিখাদ ভালোবাসায়,
সিক্ত হোক নতুন বছরের প্রতিটা দিন ।
জানাই নতুন বছরের শুভেচ্ছা ।


shuvo noborsho sms bangla font


নীলিমার নীলে হেমন্তের সোনালী ডাকের শিষে
সারাবেলা মাতাল হাওয়া যেমন করে ভাসে,
তেমন করে সবার জীবন কাটুক
আনন্দ আর উচ্ছাসে । জানাই, নতুন বছরের শুভেচ্ছা ।

শুভ নববর্ষ ছবি :

শুভ নববর্ষ

শুভ নববর্ষ ছবিশুভ নববর্ষ পিক

শুভ নববর্ষ ইমাজশুভ নববর্ষ পিকচার

শুভ নববর্ষ উইশ


subho noboborsho sms bangla:

এখানে আরো অনেক গুলো শুভ নববর্ষ এসএমএস ও স্ট্যাটাস দেয়া হয়েছে ।

icche guli urre berrak pakhona dutti melle,
din guli tur jhakna kete emni hashi khelee.
opurno na thake jeno tuur kuno sokhh.
ei kamonar sathe jnai “শুভ নববর্ষ.


ইচ্ছে গুলি উড়ে বেড়াক পাখনা দুটি মেলে
দিন গুলি তোর যাক না কেটে এমনি হাসি খেলে
অপূর্ণ না থাক যেন তোর কোন শখ
এই কামনার সাথে জানাই ” শুভ নববর্ষ “


akasher sob nill diiye, provateer shob lal diyee,
oronner sob sobuj diyye, somudrer sov ghovirota diyee,
tommake jannai “shuvo noboborsho”


আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে,
অরণ্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে,
তোমাকে জানাই ” শুভ নববর্ষ “


tomar jonno sokal dupur, somar jonno sondhaa,
tomar jonnno skokl golap sob rijoni ghondha.
tomar jonno shob shur tomar jonno chondo.
notun bochor boye anuk onabil anondo.
Shuvo nobobrsho.


Shuvo noboborsho bangla sms kobita


shoroter hauyay dole kashful,
notir dui kul tai anonde bekul.
ek chilte megeher ek tukro alo,.
ar kichui chaina shidhu theko onek valo.
Shuvo noboborsho.

Read More  নিজের ছবি নিয়ে স্ট্যাটাস

rater seshe misty hese takao cokh khule,
notun aloye notun vore dukkho jabe vule.
jilmiliye hasbe abar, adhar hobe sehsh.
ese geche notun bochorer notun sms,
Shuvo noboborsho


Tin jon lok tomar phone number chichilo, ami dei ni kintu thikanata diyei dilam . ora ei noboborshe tomar bari jacche. ora holo shukh, shanti ar somriddhi. shubo noboborsho


sukher srity rekho mone, mishe theko apon jone,
man oviman sov vule, khushir prodip rekho jele.
hajar surjo tomar cokhe, bondhu tumi theko sukhe.
“Shuvo noboborsho”


notun bochor, notun vabe, notun sajhe, notun kajhe, notun anonde, notun valobashay, notun sobvabonay, notunotto chuye jak tomar hridoy. “Shubo noboborsho”


Icche guloo akash chulo, vashlo meghr sahri,
khusir jhore tepantore hridoy dilo pari.
moner majhe setara baje, khushite mon saje,
noboborsho hok rongin, ei kamonate “Shuvo noboborsho”


dak dholl madoler tale rong beronger moner deyale. bangali songskriti ujjibito thak juge juge noboborsho.

muche jhak sokol kolusota shantir barta niil khame pathalam sudener subatash tomay dilam shuvo noboborsho

noboborshe noborup rangiye dik protiti muhurtu sundor sombriddho hok agamir din guli shuvo noboboesho.


tomrai amar bondhu ze, torai amar dear.
taito ami valobashe bolchi happy new year.
Good bye bole sesh korchi purono bochorer asha,
notun bochorer notun sajhe janacchi valobasha.


Happy new year, kalke korini message chilona phone e poysa,
ami jani aj pathabo rekhechi mone vorosha.
notun bochore phone korbe amake korbe care.
valobeshe bolchi tomay “Shuvo noboborsho”


notun poshak notun saj, notun bochor shuru aj,
misty mon misty hasi, suveccha janai rashi rashi.
Shuvo noboborsho


din jodi chole jay digonter seshe, rat jodi chole jay tarar deshe, vebo na bondhu ami thakbo tomader pashe.
“Shuvo noboborsho”


All shuvo noboborsho sms are collected from different sources and book. So you can send these shovo noboborsho sms to all peole you know. Just read our all shuvo noboborsho sms and choose your favourite to express your feelings on the day.

About the Author:

Habibur Rahman is an expert writer about Bangla poems, romantic stories, captions, status and quotes. He is writing about all romantic and motivational quotes, poems, captions, and status messages from the past 12 years. He has completed honors and master's degrees in literature from Dhaka University.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *