হাসির এসএমএস

হাসির এসএমএস ও মজার কিছু কৌতুক নিয়ে এই পেইজ টি প্রকাশ করা হয়েছে । আশা করি এই হাসির এসএমএস ও মজার কৌতুক গুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে । হাঁসতে কে না ভালোবাসে ? এই এমন সব হাসির sms লিখা হয়েছে যেগুলো পরে অবশ্যই হাঁসতে হবে । আরো দেখুনঃ হাসির উক্তিহাসির গল্প । এখানে কিছু মজার ছন্দও লিখা হয়েছে, যেগুলো আপনারা পড়তে পারেন এবং পারলে শেয়ারও করতে পারেন বন্ধুদের সাথে। হাসির এস এম এস

হাসির এসএমএস মজার মেসেজ :

তুলতুলে গাল তোমার নরম দুটি ঠোট,
সুন্দর ওই নাকের উপর দারুন দুটি চোখ,
রেশমি কালো লম্বা চুল, মিস্টি তোমার হাসি,
দাঁত নেই দেখে বুঝলাম বয়স তোমার ৮০ !!


আজ গরিব বলে পৃথিবীতে থাকি,
বড়লোক হলে মঙ্গল গ্রহে থাকতাম।।


শীতকাল আসছে সবার প্রেম হবে, বিয়ে হবে।
আর আমার সর্দি কাশি হবে।😎😎😎


আমি: মা আমার খুব মাথা ব্যাথা করছে।

মা: মোবাইল থেকে ওষুধ ডাউনলোড করে খা।🤨🤔🙄


ছেলে: মা আমার পকেট খরচের টাকা লাগবে।

মা: কাল থেকে লুঙ্গি পড়বি। তাহলে আর পকেট খরচ লাগবে না…!! 🤨🙄🙄


স্ত্রী বমি করলে সুখবর, আর স্বামী বমি করলে – সালা আজকে আবার খেয়ে এসছে..😂😂


১জন বিখ্যাত প্রেমিক গতকাল রাতে প্রেমিকার গালে কিস করতে গিয়ে থাপ্পড় খেয়ে অপমানে মারা গেছেন,
ভালোবাসার এই দশা;… তার নাম মশা।😊😊

Read More >>  আনন্দ নিয়ে উক্তি

বাংলা হাসির মজার এসএমএস

 


তোমার অসুখ হোক, তোমার ঘরে মোসা আসুক,
তোমার মাথা খারাফ হোক, তোমার স্বপ্নে ভুত আসুক,
সারা রাট শীত লাগুক, —- তা আমি চাইনা,,,
কারণ তুমি আমার ফ্রেন্ড !!!!


Read more >>> Bangla Funny Sms


আমি বোকা, আমি ছাগল,
আমি গরু, আমি পাগল,
আমি জানোয়ার, আমি রাক্ষস,
আমি স্টুপিড, ( আস্তে পড়ো, তোমার এত্ত গুলো নাম সবাই জেনে ফেলবে )


১ম বন্ধুঃ কিরে দোস্ত তোর মন খারাফ কেনো ?
২য় বন্ধুঃ আর বলিশ না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে ছিলাম ।
১ম বন্ধুঃ টাকা দেয় নাই ?
২য় বন্ধুঃ নাহ ! বইটা উনি নিজেই কিনে আনছে !!!


১ম বন্ধুঃ বল তো কুকুর রা বিয়ে করে না কেনো ?
২য় বন্ধুঃ একটা মালিক তো আছেই, আরেক টা দিয়ে কি করবে ?


বিয়ের আগে, বল্টুর প্রেমিকা তাকে বলছে-
ডার্লিং চাঁদ কোথায় ?
বল্টুঃ একটা আকাশে আরেক টা আমার পাশেই
বসে আছে ।
বিয়ের পর:-
বউঃ এই শুন না, চাঁদ কোথায় ?
বল্টুঃ ওই তুই কানা নাকি ???? আকাশে কি তোর বাপ
“ফিলিপস” বাত্তি জালাইয়া রাখছে ????


বল্টু : রাতে বিছানায়
শুয়ে সিগারেট
খাচ্ছে
হঠাৎ বল্টুর
মা : পাশের রুম থেকে
বলল বল্টু ধোঁয়া
দেখা যায়
কোথাও আগুন
লাগেনিতো?,
.
বল্টু: না কয়েল
জ্বালাচ্ছি মা ”
.
মা: কয়েলের গন্ধ
এরকম কেন ?
.
বল্টু: মা এটা নতুন
কয়েল তাই এ রকম
গন্ধ ।
.
মা : বুঝতে পারল এবং
বলল বাবা বল্টু
এ রকম
কয়েল জ্বালাস না
.
বল্টু: কারণটা কি মা
.
মা: বলল
.
.
.
.
.
.
মশার ক্যান্সার হতে
পারে….

Read More >>  Bangla jokes

বাংলা হাসির sms মেসেজঃ

ইংলিশ সিনেমাতে Kiss করলেও প্রেম হয় না।
বাংলা সিনেমাতে চোখে চোখ পড়লেই
রাতে ঘুম হয় না।😍প্রেমে পড়া বারণ, একজনের প্রেমে পড়লে বাকিরা কষ্ট পাবে এটাই তার কারণ।☺️


শ্বাশুড়ি: কোনো কাজ যখন করতে পারো না, তাহলে বিয়ে করলে কিসের জন্য ?

আমি: বউ সেজে আপনার ছেলের সাথে ছবি তোলার জন্য।


স্যার: গরু আমাদের কি দেয় ?

ছাত্র: গুতো দেয় স্যার।


মন খারাপ তাই ছাদে বসেছিলাম।
পাশের ছাদে এক আন্টি তার মেয়ের কান্না থামানোর জন্য আমাকে দেখিয়ে বলল, ঐ দেখ ভুত।
কেমন লাগে বলুনতো…..☹️☹️


প্রথম বন্ধুঃ জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান
গায়।
দ্বিতীয় বন্ধুঃ সবাই ?
প্রথম বন্ধুঃ সবাই, চাকর-বাকর পর্যন্ত।
দ্বিতীয় বন্ধুঃ তোরা তাহলে সবাই খুব গানের
ভক্ত!
প্রথম বন্ধুঃ দূর, তা নয়। আসলে আমাদের
বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই!


পিংকি : আমাকে বল্টুর সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব. পিংকির মা কেঁদে কেঁদে বলল, আমি তোর … বাবার সাথে পালিয়েছিলাম. তোর বড় বোন পালিয়ে গেছে ডিম ওয়ালার সাথে !! তোর ভাই গেছে কাজের মেয়ের সাথে !! তোর … চাচা পালিয়ে বিয়ে করেছে মুচির মেয়েকে !! তোর ফুফা পালিয়েছে দুধওয়ালির সাথে!! তোর ফুপি ভেগেছে মালির সাথে!!তোর চাচাত বোন রিংকি ভাগ-ল কাশেমের সাথে!! তোর বাবা ২ বার পালিয়ে গিয়েছিল পাশের বাসার করিমের বউয়ের সাথে !! এখন তুই ও পালিয়ে গেলে আমাদের মান সম্মান তো কিচ্ছু থাকবে না

Read More >>  পিকনিক নিয়ে স্ট্যাটাস

মেয়েরা লেখা-পড়া করে বিয়ে আটকানোর জন্য।
আর ছেলেরা লেখা-পড়া করে বিয়ে করার জন্য।


মেয়েরা স্বপ্ন দেখলে হয় DREAM,
আর আমি স্বপ্ন দেখলেই হয় দোষ।


কেউ যদি আপনাকে সস্তা ভাবে,
আপনি তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ফেলে দিন। 😎😎


বাবা বলেছিলেন এমন কিছু কর,
যেন মানুষ তোর পেছনে দৌড়ায়।
ব্যাস, তারপর আর কি,
ছেলেটা আজ চোর…!!! 😂😂🤣


বিয়ের কার্ডে লেখা ছিল, কোনো সিগারেট খোর বিয়েতে আসবেন না।
তাই বিয়েতে বর আসেনি। 😆😆😂🤣🤣


মা: তোর কাছে মোবাইল ছাড়া Important কি আছে…?

আমি: আছে তো মোবাইলের Charger.


ঘুম থেকে উঠে চমকে গেলাম।
আমার গলায় মালা পড়ালো কে।
পরে দেখি ওটা লুঙ্গি। 🤨🤨😄

3 Comments

  1. এটা তো একদম সোজা ।
    ১নং এর উত্তর: মুখমণ্ডল ।
    এবার ব্যাখ্যা:
    চারতলার জঙ্গল হচ্ছে মাথার চুল । তিনতলার ২সিসি ক্যামেরা হচ্ছে দুই চোখ । দোতলার দুটি গর্ত হচ্ছে নাক । প্রথম তলার বড় গর্ত হচ্ছে মুখ ।

  2. সেই রকম।
    ভাইয়া আমার দুইটি ধাধা আছে?
    উত্তর টা দিয়েন।
    ০১। চার তলায় জঙ্গল, তিন তলায় সি সি ক্যামেরা, দুই তলায় দুটো গর্ত, এক তলায় একটি বড় গর্ত।
    জানাবেন উত্তরটা কি?
    ০২। রাস্তা দিয়ে তিনটি মহিলা একই শাড়ি পড়ে যাচ্ছে, একটি লোক প্রশ্ন করল তোমরা তিন জনে কি হও?, আরেকজন মুহুর্তেই প্রশ্ন করল তোমাদের শাড়ির দাম কত? [ দুই ব্যাক্তির প্রশ্নের উত্তর একটা।]
    জানাবেন উত্তরটা নিশ্চয়।
    ধন্যবাদ।

    আমি দুই নং প্রন্শ উত্তর দিতে পারবো। উত্তর হচ্ছে ৩০৩ তিনশতিন মেয়ে ৩জন শতিন ও শাড়ীর দাম ৩০৩ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *