মেঘ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস

এখানে কিছু মেঘ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস দেয়া হলো । মেঘলা দিনের আকাশ নিয়ে ক্যাপশন স্ট্যাটাস গুলো অনেক সুন্দর সুন্দর । এখন চলছে বর্ষা কাল । আকাশ প্রায়ই মেঘলা থাকে । কিছুক্ষণের জন্য সরে গেলেও আবার ফিরে আসে । সাথে নিয়ে আসে একরাশ বৃষ্টি । ভালোই লাগে এমন পরিবেশ । তার উপর আবার চলছে লকডাউন । বাসায় বসে থেকে কি আর কাজ, এই স্ট্যাটাস বা ক্যাপশন গুলো শেয়ার করুন প্রিয় বন্ধুদের সাথে ।

মেঘ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস :

১. কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই
সব মেঘেদের মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷

২. অভিমানী মেঘ, টুকরো আবেগ,
বিকেলবেলায় আঁকছি তোমায়
গল্পগুলো সাথী হলো
হলদে স্মৃতির অবাধ্যতায়।মেঘ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস

৩. ঘন কালচে মেঘেকে দেখে ভয়ের কিছু নেই, একটু পরেই তা শান্তির বৃষ্টি হয়ে ঝড়ে পরে৷

৪. ও মেঘ উড়ে যা না, প্রিয়তমার আকাশে
তারপর স্নিগ্ধ বৃষ্টি হয়ে ঝড়ে পড় তার আলতা পায়ে।

* আকাশ টা কিন্তু সব সময় আর মেঘলা থাকে না, কারণ কোন এক সময় রৌদ্রোজ্জ্বল অনিবার্য ।

৫. একান্নটি খন্ড যখন জ্যেৎস্না দিলো জুড়ে
একফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে
যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে
সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে৷

৬. আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ
আমার ছাদের টব জল ভুলেছে বহুদিন
তোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ।

৭. ক্লান্ত পায়ে হেঁটে এসে দাঁড়াই ছাদের রেলিং এ
উড়ে যায় মেঘ, ছোঁয়না আমায়
ঝড়ে পরে না বৃষ্টি হয়েও, আমাতে বোধহয় মেঘ বৃষ্টিরও অরুচি।

৮. দূর দিগন্তে চেয়ে আছি
নীল আকাশের পানে
মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো
আমার এই ক্লান্ত গায়ে।

৯. চেনা গলিপথে হয় না দেখা আর
মেঘের এখন অন্য পাড়ায় ঘর
চাতক আজও বৃষ্টি ভালোবাসে
রোদের আঁচে ক্ষয়প্রাপ্ত হয় স্মৃতির অবসর

১০. চিন্তার কালো মেঘ যতই ঘনিয়ে আসবে মনের আকাশ জুড়ে
বুঝে নিও, সেই বৃষ্টির পরশ নেই বেশি দূরে।

Read More  ভালো ব্যবহার নিয়ে উক্তি

১১. তোমার অপেক্ষাতে চিলেকোঠায় মেঘ জমিয়েছি
একদিন এসে আঁচল পেতে দিও, তুলোর মেঘ বিলিয়ে দেব তোমায়।

১২. শান্তির পরশ নিয়ে আসে যে বৃষ্টির সৃষ্টি করে যে মেঘ
সেই একই মেঘই কি অমন ভয়ানক গর্জন করে!

১৩. এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ!

১৪.আকাশ এতো মেঘলা, যেও নাকো একলা

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন :

১. মেঘের উপর মেঘ জমেছে, মুখ ঢেকেছে অন্ধকারে
বৃষ্টি তখন ফন্দি আঁটে চোখের নজর ঝাপসা করে।

২. সকাল থেকে মেঘলা আকাশ, আবহাওয়াটাও কেমন তিক্ত
পুরনো অভ্যাস শুনতে গেলে স্মৃতিগুলোও বড় বিষাক্ত।

৩. তুমি আমার মেঘলা আকাশ, বৃষ্টি ভেজা দিনে
অল্প একটু কষ্ট দিলেও ব্যাথা লাগে মনে।

৪. মেঘ বৃষ্টির আধার করে ঘেরে আমার ঘর
আমার ভীষণ একলা লাগে, নিজের কাছেই পর

৫. মেঘ তুমি দেখতে পাও আকাশ পানে জমে
তেমনি কি মন খারাপও দেখতে পাও, যা হৃদয় মাঝে জমে

৬. পড়ন্ত বিকেলের মেঘলা আকাশ
ছায়া ঘেরা স্বপ্নেরা লিখছে ইতিহাস।

৭. তোমার আকাশ স্তব্ধ ভীষণ মেঘলা মনের বশে
আমার মতো আকাশ তাও সুর বেঁধে যায়, বাউল হওয়ার অভ্যাসে

৮.যখন আমি ভীষণ একা আকাশ পানে চাই
সেথাও দেখি বৃষ্টি একা, মেঘ ডাকে নি তাই।

৯. আকাশ ভেঙে বৃষ্টি হয় নি, মেঘ করেছিলো তবে
মনে পড়লে নাকি এরকম হয়, কি জানি হয়তো হবে।

১০. মাঝে মাঝে আমার মন খারাপের মেঘলা আকাশে
চাঁদের আলোর মতো একটু ভালোবাসা নিয়ে আসতে কি পারো না!

১১. তুমি ভাবছ মেঘ করেছে, বৃষ্টি পড়বে অনেকক্ষণ
আসলে তো মেঘ করেনি, মন খারাপের বিজ্ঞাপন। -( রুদ্র গোস্বামী)

১২. ঝাপসা কুয়াশার চাদরে ঢাকা কিছু রাত্রিদিন
অজান্তেই মন খারাপের সুর, মেঘও সঙ্গীহীন।

১৩. আকাশে মেঘ করলে আমরা বুঝতে পারি বৃষ্টি আসবে,কিন্তু অনেক সময় মেঘ তেমন দেখা না গেলেও বৃষ্টি এসে যায়, তাই আমাদের সবমসময়ই ছাতা নিয়ে বেরোনো উচিত। ঠিক এমনি আমাদের জীবন, কখন যে কীভাবে জীবনে দুঃখের বৃষ্টি এসে পড়ে আমরা জানতে পারি না। তাই সবসময়েই আমাদের মনটাকে একটু শক্ত রাখা উচিত আর সহজে নিজেকে আবেগে ভাসান ঠিক না।

Read More  অপচয় নিয়ে উক্তি

১৪. অল্প মেঘ এনে দিও,
বৃষ্টির হাতে ধরা পরার আগে
অল্প ভালোবাসা রেখে দিও
তোমার হাত থেকে হারানোর আগে।

মেঘলা দিনের স্ট্যাটাস ছন্দ কবিতা :

মেঘলা দিনে ছুঁড়ে দিলাম তোমার মলিন হাসি,
সেই হাসিতে গা ডুবিয়ে একলা আমি ভাসি।

এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
কাছে যাবো, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রন ।

মেঘলা দিন! তুমি কেন রোজ রোজ আসো না? তোমায় দেখার জন্য অপরিমেয় ক্ষণকাল ধরে কেন অপেক্ষা করতে হয়?

এই মেঘলা দিনে মন আমার কেমন কেমন করে,
আলতো ছোয়ায় গাছের পাতা অবাধ হারে ঝরে।

আরো পড়ুনঃ>>> রোম্যান্টিক বৃষ্টির কবিতা

মেঘলা দিন! তুমি এত অভিমানী কেন? একটু কিছু হলে ই বৃষ্টি হয়ে কেন ঝরে পড়?

মেঘলা দিনে থাকি আমি তোমার পথ চেয়ে,
ধন্য আমি, আমি ই যে হায়, ওগো তোমায় পেয়ে।

মেঘলা দিন! আমার একটা আবদার রাখবে? আকাশের ওই পাখিটি কে গিয়ে বলবে- আমাকে তার পিঠে চড়িয়ে নিয়ে আকাশে ঘুরে বেড়াতে?

মেঘলা দিনের বাদলাকাশে তোমায় খুঁজে পাই,
বৃষ্টি হয়ে ঝরো তুমি, তোমায় শুধু চাই।

আজ এত রাগ কেন করছো তুমি, মেঘলা দিন? কেন আজ বৃষ্টির ছটাক থামাতেই চাইছো না?

মেঘলাকাশে মন হারিয়ে তোকে নিয়ে ভাবি,
দূর সীমানার ওই পথে তে আমার সঙ্গে যাবি?

আজ তোমাকে ভীষণ মনে পড়ছে মেঘলা দিন! এই তপ্ত দুপুরে আমার মন তোমাকে না দেখতে পেয়ে হাহাকার জুড়ে দিয়েছে।মেঘলা দিনের স্ট্যাটাস ছন্দ কবিতা

মেঘলা দিনের কাছে আমি চাইছি তোমার খোঁজ,
কেন তুমি দূরে থাকো, আসো না রোজ রোজ?

মেঘলা দিন! সেদিন যে তোমাকে একটা চিঠি দিলাম। সেটা পৌঁছে দিয়েছো কি তার মালিকের ঠিকানায়?

মন খারাপের দিনে আমি একলা হয়ে পড়ি,
স্বপ্ন তুলোয় বান ভাসিয়ে মেঘলাকাশে চড়ি।

আজকে আমার হাসির খোরাক থামছেই নাহ। কারণ আজ তোমাকে দেখতে পেয়েছি যে, মেঘলা দিন!

Read More  নীরবতা নিয়ে উক্তি

এই মেঘলা দিনে মন টা তো আর ঘরে তে রয়না,
আমার নদী ভীষণ মানি, তোমায় ছাড়া যে বয়না।

মেঘলা দিন! তুমি আমার জন্মদিনে আসবে তো? দেবে তো আমায় উপহার?

মেঘলা দিনে উপন্যাসের বই আর সাথে এক কাপ চা। ব্যস! মন ভালো করতে আর কী চাই?

আমি মেঘলা দিনেই তাকে দেখেছিলাম। আর শিউরে উঠেছিলাম তার রুপের দ্যুতিতে।

মেঘলা দিন! তোমার কাছে একটা প্রশ্ন আছে- এত রাগ কীসের তোমার?

মেঘলা দিনেই হয়েছিলো আমাদের প্রথম দেখা। আর মেঘলা দিনেই হয়েছিলো আমাদের প্রণয়। কিন্তু নিয়তির কি অমোঘ পরিণতি দেখ- মেঘলা দিনেই হলো আমাদের বিচ্ছেদ।

তুমি মেঘলা দিনে আমার কাছে কিছু চাইলে বা আবদার করলে আমি তা কখনোই ফেরাতে পারবো না। কেননা, মেঘলা দিন যে আমার ভীষণ প্রিয়!

এক বৃষ্টিস্নাত মেঘলা দিনে ভিজেছিলাম তুমি আর আমি। আমার কাছে সেই দিন টা এখন অভিশাপ!

মেঘলা দিনে প্রকৃতির সব রুপ-রস বিলীন হয়ে যায়। প্রকৃতি ও মন খারাপ করে মুখ লুকিয়ে থাকে।

আমার এই মন খারাপের মেঘলা দিনে তুমি এলে এক আলো হয়ে। যে আলো তে মিশে গেল আমার সকল দুঃখের আঁধার।

মেঘলা দিনে আমার দু’চোখের নোনা জল মুছে দেওয়ার মতো কেউ নেই। হায়রে হতভাগা আমি!

মেঘলা দিনে কিনেছিলাম এক নুপূর। সেই নুপূরের নিক্বণে মুখরিত হয়েছিলো আমার সারা পৃথিবী।

মেঘলা দিনে তোমার মাল্য পরিহিত ছবিতে নিরস দৃষ্টিতে তাকিয়ে থাকা আমি ভেবেছিলেম- আর একটা বেশি বছর কেন থাকতে পারলে না মোর সাথে?

আমাকে আমার জীবনের চরমতম কঠিন সত্য মেনে নিতে হয়েছিলো মেঘলা দিনে। তোমার মৃত্যুর খবর আমার কানের কাছে বারেবার এক গরল হয়ে ধরা দিচ্ছিল।

About the Author:

Habibur Rahman is an expert writer about Bangla poems, romantic stories, captions, status and quotes. He is writing about all romantic and motivational quotes, poems, captions, and status messages from the past 12 years. He has completed honors and master's degrees in literature from Dhaka University.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *