হাসির ছন্দ

হাসির ছন্দ (Hasir chondo) ও মজার কিছু ছন্দ নিয়ে আমাদের আজকের আয়োজন । আশাকরি আপনাদের কাছে হাসির ছন্দ গুলো অনেক ভালো লাগবে । পড়তে পড়তে অনেক হাসি পাবে । আপনারা যেরকম ছন্দ খুজছেন, ঠিক সেই রকম ছন্দই এখানে দেয়া হয়েছে । তাই আর দেরী নয়, দেখে নিন মজার মজার ছন্দ গুলো ।

হাসির ছন্দ :

আমাদের ভালোবাসা হয়ে গেলো ঘাস
খেয়ে গেলো গরু দিয়ে গেলো বাস ।

গরু ডাকে হাম্বা, কুকুর ডাকে ঘেউ,
তোমার আমার ভালোবাসা জানবে তো কেউ ।


রাতে মশা দিনে মাছি
আমি তোমায় ভালোবাসি ।
দিনে জর, রাতে কাশি
আমি তোমার কাছে আসি ।
H R S


প্রোফাইল করিয়া লক
দুয়ারে দিয়েছো নক,
কি করিয়া বুঝিবো তুমি
কাউয়া না বক ?

আপডেট ভার্সনঃ
দিয়াছো ফ্রেন্ড রিকুয়েস্ট
প্রোফাইলে মারিয়া তালা
কি করিয়া বুঝিবো তুমি
কালা নাকি ধলা ?


তুমিও একা, আর আমিও একা
প্রেম জমবে “ঝাকানাকা”


তুমি আমার মন আকাশে উড়ে চলা বার্ড
তুমি আমার মোবাইল ফোনের ছয়শো টাকার কার্ড,
তুমি আমার ফুলদানীতে জমে থাকা ছাই
তুমি আমার গলার মাঝে ফাঁস লাগানো টাই ।


হাসির ছন্দ


Hasir chondo :

প্রিয় বন্ধুরা, আমরা এখানে যে ছন্দ গুলো দিয়েছি এগুলো আপনারা যদি অন্য কোথায় দেখতে পান । তাহলে বুজতে পারবেন তারা আমাদের এখান থেকেই কপি করে দিয়েছি । কারণ এখানে দেয়া এই হাসির ছন্দ গুলো বেশীর ভাগই আমার নিজের লিখা । তো যাই হোক যারা কপি করে তাদের সাইট ভিজিট না করার জন্য অনুরোধ রইলো । আমরা এখানে আরো অনেক নতুন নতুন হাসির ছন্দ দেবো, তাই আমাদের সাথেই থাকবেন । ভালো লাগলে কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ ।

তুমি গাছ আমি পাখি
তুমি অশ্রু আমি আঁখি,
তুমি নদী আমি ঢেউ
তুমি শসা আমি লাউ,
তুমি গাই আমি গরু
তুমি মোটা আমি সরু,
তুমি পাকা আমি কাঁচা
তুমি মুরগি আমি খাঁচা,
তুমি চুল আমি শ্যাম্পু
তুমি ট্রাক আমি টেম্পু,
তুমি ফ্যান আমি লাইট
তুমি ডে আমি নাইট,
তুমি বই আমি খাতা
তুমি লতা আমি পাতা,
তুমি চা আমি কাপ
তুমি মা আমি বাপ ।


হাসির ছন্দ কবিতা


ও আমার জানের ময়না পাখি
তুমি ছাড়া কেমনে একা থাকি,
আমাকে দিও না আর ফাঁকি
এখনো অনেক কথা বলা বাকী ,
জানিনা তোমাকে কখনো বলছি নাকি-
তোমাকে দেখে হৃদয় খায় ঝাঁকি,
সারা টা দিন তোমারি নাম ডাকি
পরানেতে তোমারই ছবি আঁকি,
তোমাকে পেয়ে আমি কত লাকি
সারা জীবন যেন তোমারই সাথে থাকি,
এসো তোমাকে কোলে বসাই রাখি—
ও আমার জানের ময়না পাখি ।


Read more:>>> প্রেমের ছন্দ


আমাদের ছোট নদী যদি চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে ৷
পার হয়ে যায় গরু, পার হয় গাঁধা
তোর কথা মনে পরে ওরে হারামজাদা।


শেষ কথা :

ধন্যবাদ সময় নিয়ে আমাদের এই হাসির ছন্দ ও কবিতা গুলো পড়ার জন্য । আশাকরি পড়ে অনেক মজা পেয়েছেন । যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন । আমরা আরো সুন্দর সুন্দর বাংলা হাসির কবিতা ছন্দ আর ছবি পোষ্ট করবো এখানে । আশাকরি আমাদের সাইট সময় ভিজিট করবেন আর আমাদের সাথেই থাকবেন ।

9 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x