এখানে অনেক গুলো প্রেমের ছন্দ ও মজার ছন্দ নিয়ে পাতা টি সাজানো হয়েছে । আশা করি এই প্রেমের কবিতা বা ছন্দ গুলো সবার কাছে ভালো লাগবে । ভালো লাগলে নিচে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন । যাতে আরো সুন্দর সুন্দর কবিতা বা ছন্দ নিয়ে আসতে পারি আপনাদের কাছে । আরো আছে ভালোবাসার ছন্দ কবিতা ও স্ট্যাটাস ।
প্রেমের ছন্দ :
মনে পড়ে তোমাকে, যখন থাকি নিরবে,
ভাবি শুধু তোমাকে, সব সময় অনুভবে,
সপ্নে দেখি তোমাকে, চোখের প্রতি পলকে,
আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।
নয়ন তোমারে পায় না দেখিতে,
রয়েছো নয়নে নয়নে ।
হৃদয় তোমারে পায় না জানিতে,
হৃদয়ে রয়েছো গোপনে ।
এস এম এস হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে ।
কখনো ভেবনা আমি তোমার থেকে অনেক দূরে,
বন্ধু হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে ।
অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই,
তুমি কেমন আছো সর্বোপরি তা জানতে চাই ।
অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যত দিন বেঁছে আছি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নিবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।
প্রেমের ছড়া লাইন ঃ
আজ হটাত বৃষ্টি এলো, ভিজে গেলো মন,
ভিজে গেলো স্বপ্ন গুলো, ভিজলো চোখের কোণ,
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,
হোকনা বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।
আজ হতে অনেক দূরে, এই সৃতির কথাএ পরে,
আবসা হয়ে আমায় যদি আবার মনে পড়ে,
একটি বার কানটি পেতে শুনো আমার ডাক,
বুঝিয়ে বলো সময়টাকে একটু থমকে থাক,
ছিলাম আমি, আছি আমি, থাকবো নাকো পরে,
তাই মনে রেখো তিনটি কথা- তোমায়-মনে-পড়ে ।
আজকে তুমি রাগ করেছো, দুঃখ পাবো তাতে,
কালকে যখন তাকবো না কো রাগ দেখাবে কাকে ?
বিধির বিধান এই রকমই, একদিন তো যাবোই মরে,
বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে ।
আমার চোখে জল আর তোমার মুখে হাসি,
তারপরও আমি তোমাকেই ভালো বাসি ।
আমার ঠোটে তোমার নাম গেথে নিয়েছি,
আমার আধখানা হৃদয় তোমার হৃদয়ে বেঁধে নিয়েছি,
সারা পৃথিবী তোমায় শত খুঁজলেও পাবে না,
মনের এমন কোনায় তোমায় লুকিয়ে নিয়েছি ।
আমার ভালোবাসা চাঁদ নয় যে ডুবে যাবে,
আমার ভালোবাসা সূর্য নয় যে অস্ত যাবে,
আমার ভালোবাসা অক্সিজেনের মত সারা জীবন
তোমার মাঝে বেঁছে থাকবে ।
প্রেমের মজার ছন্দ :
আজ না হয় কাল দেখা হবে তোমার সাথে
তার পরই সারাজীবন থাকবো তোমার পাশে।
স্কুল লাইফে দেখি তোমায় কলেজে এসে প্রেম
হাতে এখন দেখবে শুধুই তোমার নেম।
সাত বছরের প্রেম করে যখন হবে বিয়ে
তখনি যে ঘর বাধলে অন্য কাউকে নিয়ে
তোমার জন্য বন্য আমি নেই জীবনের মানে,
জীবন আমার ধ্বংস হলো তোমার প্রেমের টানে।
বোতল আমার সঙ্গী সাথী ধোঁয়ায় জীবন বাঁধা,
তবুও ভাবি কৃষ্ণ আমি তুমিই আমার রাধা।
মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে।
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।
হেরে গেলাম আজ তার কাছেই
যাকে বেসেছিলাম ভালো সব থেকেই
সেই কতই না ছিলাম আমি পাগল
তোমার জন্য শুধুই ভেজাতাম আমার এই গাল
ভালোবাসা হলো এমন একটি শ্বাস
যাতে আপনি পাবেন না কোনো আশ
স্বপ্ন দেখি তোমায় নিয়ে থাকবে তুমি পাশে
রাখবে তুমি হৃদয় মাঝে রাখবে ভালোবেসে
চা আছে নেই চিনি
বিছানাতে আমি আছি নেই আজ তিনি
আশা আমার একটাই ভুলে যেও না আমায়
ভালোবাসি বড্ড যে খুব বেশি তোমায়
আকাশ যেমন পৃথিবীর সাথে মিশে একাকার
হবে তেমনি তুমি শুধুই আমার
মন আজ দিলাম তোমায়
যত্ন করে রেখো
তোমার হৃদয়ে শুধু আমার
একটা ছবি একো
আরো আছেঃ>>> হাসির ছন্দ
গাছে ছিল দুটি পাখি রঙ তাদের সাদা
আমি আর তুমি এক অদৃশ্য মায়ায় বাধা
রাতের আকাশে দেখতে পাই হাজার তারার মেলা
তারই মাঝে থাকে যে তোমার চোখের খেলা
GF এর জন্য প্রেমের ছন্দ :
ভালোবাসার পাল তুলে চলো মোরা ভেসে যাই।
অচীন দেশে বাঁধবো বাঁসা, যে দেশে আর কেউ নাই…
তোমার ক্লান্ত মনের বেহাতে আমি তোমার প্রেমের রাগিনী।
তুমি যে গো মরীচিকা শুধু, তুমি মোর প্রেমের কাহিনী।
জানি না আজ কেন হায়.. তোমার কাছে এ মন ছুটে যায়।
কত মধু রাত বৃথা যায়, তোমার লাগি হতাশার দিন বয়ে যায়।
স্বপ্নের খেয়া বেয়ে এসেছিলে রাতে কাছে,
সকালে দেখি চোখ মেলে তুমি নাই কাছে,
তোমার ডাগর চোখের ইশারায়
আর কি দূরে থাকা যায়…
কাছে এসো ও সুন্দরী,
দুজনে বসে প্রেম করি।
এখনো রয়েছে রাত যেও নাগো রূপসী।
তুমি ছাড়া আমি একা, বোঝ না কি প্রেয়সী।
এসো প্রিয় সাজাবো রানী, দেব খোঁপায় তারার ফুল।
কানেতে তোমার পরাব গো প্রিয় স্বর্ণচাঁপা ফুলের দুল।
রাত জাগা ওই পাখির মতন আমিও থাকি জেগে।
শান্তি পাই না মনের মাঝে, শুধু তোমারই জন্য।
কিছু মোর লাগে না ভালো, তুমি পাশে নেই বলে।
মুহূর্ত গুনি বসে বসে, কখন তুমি আসবে পাশে…
নীলাম্বরী শাড়ি পরে, কপালে লাল টিপ পরে।
এ নিরালা রাতে আমার কাছে এসো প্রিয়…!!!
তোকে নিয়ে এক জীবনে অনেকটা পথ যাওয়া হলো না,
সময় গেলো কোন ফাঁকিতে, ভালোবাসি তাই বলা হলো না।
জনম সফল হবে আমার শূন্য হৃদয় হবে পূরণ।
একবার চাও মুখের পানে, তুলে তোমার নয়ন…
প্রেমে তোমার জড়িয়েছি কেমনে বোঝাই বলো…
একবার শুধু কাছে এসে ভালোবাসি বলো…
প্রেমের স্বর্গ গড়বো মোরা, শুধু দুইজনেতে প্রিয়া,
যেথা শুধু রবো তুমি আর আমি, অধরে অধর মেলিয়া।
তোমার প্রেমে পাগল আমি, তা কি তুমি বোঝো না…
তবে কেন থাকো দূরে, আমার কাছে এসো না…
তোমার রূপের আলোর শিখায় সদাই আমি জ্বলছি।
পাবো কবে তোমায় আমি তারই দিন গুনছি।
তুমি ছাড়া শূন্য সবই, কিছু আর ভালো লাগে না।
কবে আসবে প্রিয় তুমি, আমার মন তো আর মানে না।
বলো তো কোন শুভদিনে আসবে লাজে রাঙা হয়ে…
আমার শুন্য হৃদয় পূর্ণ হবে, তোমায় বুকে জড়িয়ে…
রাতের আকাশে যদি জেগে রয়, ফুলের সুরভি বাতাসে ছড়ায়।
কাছে আসবে তুমি শুধু এ আশায়, একা একা আমি তাই এসেছি হেথায়।
একটুকুতেই রেগে যাও কেন বলো তুমি???
ভালোবাসা কি কম দিয়েছি তোমায় ওগো আমি…???
তবে আশে আমি পথ চেয়ে বসে আছি,
তবো মধু লোভে আমি যে গো মৌমাছি।
চলো চলে যাই দূর দুরান্তে,
সেখানে তুমি আমি থাকি সারা দিনান্তে।
সীতাহারা ব্যাকুলতা, পারি না যে আর সহিতে।
এসো কাছে ওগো প্রিয়তমা, বসো প্রিয় মোর পাশেতে।
ঝড় উঠেছে এই বুকে, দেখে তোমায় প্রথমবার।
না পেলে আপন করে এ ঝড় থামবে না আর।
কত রাত জেগেছি তোমার কথা ভেবে।
কবে বলো তুমি আমায় আপন করে নেবে…???
বুঝেও বোঝো না কেন আমার প্রানের কথা,
কেন থাকো দূরে দূরে, কেন দাও এ প্রাণে ব্যাথা…
কাছেতে যদি না আসো, গোপন কথা বলি কেমন করে…
আমার যত প্রেম পিরিত, রেখেছি তা তোমার তরে…
তোমার নুপুর ধ্বনি আমি যখন শুনতে পাই।
প্রেমের আবেগে আমি তখন ডুবে যাই…
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করেছি আপনাদের পছন্দের সব প্রেমের ছন্দ দিতে । আমাদের এই প্রেমের ছন্দ গুলো পড়ে আপনাদের কাছে কেমন লাগলো, তা আমাদের জানাবেন । আশাকরি অনেক ভালো লেগেছে, তাই আমাদের সাথেই থাকুন । আর সময় থাকলে আমাদের নিচের পোস্ট গুলো একবার পড়ে দেখতে পারেন । আর আমাদের লিখা নতুন ছন্দ গুলো পড়ে দেখতে পারেন । ধন্যবাদ ।
অনেক সুন্দর
অনেক সুন্দর ভাইয়া
NICE
Mashallah I really enjoyed it অপূর্ব
Supar. kub vallagce.
*””*,,.*'”‘*
~~..Wow…~~
Wow, nc, joss, super,
Ami prem korbo
Vabte obak lagtece amai!
Nice
Khub Valo Lagse Amar.
mashaallah khub vlo laglo