শিউলি ফুল নিয়ে ক্যাপশন ও প্রেমের কবিতা ছন্দ গান ও ফুলের কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । আশা করি আমাদের এই পোস্ট টি পড়ে অনেক বেশী এনজয় করবেন । শিউলি ফুলের কোন কবিতা বা ছন্দ চোখে পড়েনি নেটে তাই আপনাদের সাথে এটি শেয়ার করলাম । পড়ে দেখুন কেমন লাগে তা জানাবেন । তো চলুন তাহলে লেখা টি পড়ে দেখি ।
শিউলি ফুল নিয়ে ক্যাপশন :
আমার শিউলি ফুলের ডালে তোমার আসা যাওয়া
আমার একরঙা এই ভোরে বসন্ত ফিরে চাওয়া।
তোমার রাত জাগা ফুলগুলো আমায় ভালবাসে
তোমার একলা সন্ধ্যেবেলায় জোনাকিরা সব ভাসে।
শিউলি, টকটকে লালের চারিধারে শুভ্র খাম
শিউলি ফুল মানে ভালোবাসার আরেক নাম
শিউলি ফুল ঝরে, তোমার দু- চোখ জুড়ে
শিউলি তলার উঠোন, সুগন্ধি মাখা ভোর
একটা সুতোয় শিউলি ফুল গেঁথে দিলে
লুকিয়ে রেখো তোমার বুকের তিল
তারপরে কেউ কান্না ভুলে গেলে
দেখিয়ে দিয়ো আমার প্রিয় ঝিল।
পেঁজা মেঘের আকাশ আমারে চেনে
শিউলি ফুলের পাপড়ি গুলো আমায় দেখে
সাদা আকাশে কালো মেঘ আর
সাদা ফুলে টকেটকে কমলার রেশ
আমায় তোমার কথা ভাবায় বেশ৷
এক আকাশ ভর্তি শিউলি এনে দিব
আমাকে কি ভালোবাসবে?
দু- চোখ বোজা প্রেমের জন্য
ঠোঁট কাটা বৃষ্টি খুব দরকার৷
তুমি আমার চোখে লালরঙা
ঐ স্নিগ্ধ শিউলি ফুল
মেঘের কোলে রোদ উঠেছে
এলোমেলো তোর চুল।
শিউলি ফুলের মতো সুরভিত অঙ্গ
সবুজ পাতার মতো প্রাণবন্ত তোমার চোখ
কাঠগোলাপের ন্যায় মায়া মায়া মুখখানা
তোমার পায়ের আওয়াজ আমার বড্ড চেনা
শিউলি ফুল, শিউলি ফুল
সে তো ক্ষণিকের ফুল
প্রেম মানে ভুল,
এমনই ভুল, রবে নাকো ফুল।
তুমি আমার নও তো সুখ,
তুমি সুখের বেদনা
সব স্বপ্নের রঙ হয় না তো
শিউলি ফুলের মতো লালরঙা।
তোমরা দেখছো যে ফুল
সে আসল ফুল নয়
সে ঝরা শিউলির মাঝে মরে গেছে
সে মৃত প্রেমিকের নিঃশ্বাস গোনে
সাধারণত শিউলি ফুল কেউ খোঁপায় পড়ে না
কিন্তু তুমি পড়ো, আমার জন্য পড়ো
এজন্যই তোমাকে ভালোবাসি
তবে আজ হউক শিউলি ফুলের মালায় বানভাসি।
তোমার ঠোঁটে তৃষ্ণা ছিল
কপালে ছিল কাল টিপ
আঁধার তোমাকে নেভাবে কিভাবে
শিউলি ফুলের মালা জড়িয়েছো নিজের স্বভাবে১৩.
তুমি এসেছিলে সেই রাতে
ভোর হতে বেশি দেরি নেই
শিউলি ফুলের সুবাস ছিল আরও কিছুক্ষণ
আমার নিঃশ্বাসগুলো নিঃশব্দে খুঁজেছে শিহরণ
শিউলি ফুল নিয়ে স্ট্যাটাস :
শিউলি ফুলের দিনগুলো
খুব একটা ভাল যাচ্ছে না
সুগন্ধি মেখে ভোর আর ফুটছে না
সে এখন আমায় ভালো বাসেনা।
শিউলি ফুলের মালা, অনেক রাত্রি বেলা
মালা পড়ে আছে, মন ঝরে গেছে
কোথায় তুমি প্রিয়া ?
আমার সাথে জেগে কাটাবে না এই শরতের হিয়া ?
শিউলি শরতের ফুল, কাশফুলও শরতের ফুল
দুটোই সাদা, তবুও এ দুটোর মধ্যে কোন মিল নেই
একজন ভালোবাসা ছুঁয়ে দুঃখ হারায়
অন্যজন নিজের ভিতরে দুঃখের কারাগারে
ভালোবাসা পুষে রাখে।
আবার যখন শিউলিতলায় তোমার দেখা পাবো
সেদিন তোমায় রঙিলা স্বপ্নে রাঙাবো
তোর কপালের টিপ, আর নয়রঙা শাড়ি
সাদা- লাল শিউলির মালায় তোমাকে মানাবে ভারী!
শুভ্র নরম রোয়ার মতো তোমার পাপড়ি
ওগো শিউলি ফুল, আমারে কি ভালবাসা যায় না?
তোমার লাল লাল মায়া আমারে যে বারবার টানে
তুমি আমার কাছে আসো নাকোন অভিমানে?
তৃষ্ণা ভেজা বালির দেশে
বৃষ্টিরা আজ মেঘ ধরেছে
কেন ঝরছে জল?
এই কোন ভোরে শিউলি ফোটায়?
দৌড়ে কড়া নেড়ে চলে যায়
হারিয়ে যাবো ফিরে আয়।
এই মুঠো ভরা শিউলি ফুল
অথবা খুলে রাখা কানের দূল
হারিয়ে যাচ্ছো কোথায়?
এখনও তো বাকি আছে অনেকগুলো ভুল।
শিউলির বুকে লালের খেলা
শরৎ আকাশে মেঘের মেলা
কে দিয়েছে শিউলির মালা?
সে বুঝিয়াছে প্রেমের জ্বালা
শিউলি ফুলের মিষ্টি গন্ধ
কাশ ফুলের সাদার পাহাড়
পদ্ম ভাসে দিঘীর জলে
শরতের আকাশে উড়ে মেঘের বাহার।
ভালোবাসা হল বুনো শিউলি ফুল
একটু ছুঁয়েই হয়ে যাবে ভুল।
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, শিউলি ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস ছন্দ কবিতা গুলো কেমন লাগলো সবার কাছে ? আশাকরি আমাদের এই লিখা গুলো অনেক উপভোগ করেছেন এতক্ষন । আমরা সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু লিখা দিয়ে সাহায্য করতে । তাই আমাদের সাথেই থাকুন, আর আমাদের সাইট সবার সাথে শেয়ার করুণ । ভালো কিছু পাবেন । আশাকরি । ধন্যবাদ ।