ঘুম নিয়ে কবিতা

ঘুম নিয়ে কবিতা ( Bangla poem about sleep ): ঘুম এমন একটি ব্যাপার । যা মানুষের সাথে একেবারেই জড়িত । ঘুম ছাড়া মানুষ বাঁচতে পারে না । তবে সেই ঘুমের জন্য মানুষ অনেক কিছুই করে । ঘুম প্রিয় মানুষ গুলো ঘুমের জন্য অনেক সুন্দর সুন্দর কথা লিখে । আমরাও তাই এখানে ঘুম নিয়ে ৪ টি সুন্দর কবিতা দিলাম । কবিতা গুলো লিখেছেনঃ সাকিসেফ উম্মে ফাতেমা । চোখ নিয়ে কবিতা গুলোও একবার পড়ে দেখতে পারেন । ভালো লাগবে ।ঘুম নিয়ে কবিতা

ঘুম নিয়ে কবিতা :

নিদ্রাহীনের আর্তনাদ :

রাতগুলো সব গভীর হয়, নিদ্রা নেই তবুও
কেমন করে কাটবে সময়, কি করিবো প্রভু!
জোছনাতে তাও আকাশ দেখি, প্রহর কেটে যায়-
অমাবস্যার অন্ধকারে কি করিবো হায়!

জীবন থেকে নিদ্রা গেছে, নেই ঘুমপরীদের গান
স্বপ্নরাও সব গেছে ছাড়ি- একাকিত্ব মোর প্রান;
বিষন্নতায় আছে ছেয়ে মনের কারাগার
ইচ্ছে আমার পেরিয়ে যায় দুঃখের পারাবার।

Read More >>  বাতাস নিয়ে উক্তি স্ট্যাটাস ছন্দ কবিতা

নিদ্রা আমায় ছেড়ে গেছে আপন ঠিকানায়
একলা আমি দগ্ধ হই মনের যাতনায়,
সংঘর্ষটা নিজের সাথে, নিদ্রা উপমা
দোহাই প্রভু নিদ্রা দাও, করো করুনা।

 

ঘুম-পাগলের বন্দনা :

পড়াশোনার নামে আমার চোক্ষে আসে ঘুম
গভীররাতে ঘুম বাবাজি হয়ে যাবে গুম,
দিনের বেলায় নিদ্রা যাবো, রাতেরবেলা কাজ
উল্টোপাল্টা স্বভাব আমার জীবনেরই সাজ।

ঘুমের ঘোরে স্বপ্ন সাজাই, করি অসাধ্য সাধন
জানি ঘুম বাবাজি এ জীবনের অমোঘ বাধন,
ঘুমের মাঝে শ্রান্তি মেলে- পাই সুখের পারাবার
দুচোখ ভরা স্বপ্ন আছে, নেই কিছুই হারাবার।

যেথায় সেথায় নিদ্রা যাবো সমস্যাতো নাই
মেজাজ খুবই খারাপ হবে ব্যঘাত যদি পাই,
ঘুমের মাঝেই সুখ যে আমার, ঘুমের নামেই সব
দুচোখ থেকে ঘুম কেড়ো না আমার প্রিয় রব।

Read More >>  Bengali romantic poems

 

তোমার ঘুমের জল্পনায় :

আমি তোমার শ্রান্তি হবো, ঘুম নামাবো চোখে
ক্লান্তিরা সব পালিয়ে যাবে, হাসি হবো মুখে,
ঘুম পাহাড়ের কোলে শুয়ে নিদ্রা যাবে তুমি
তোমার চুলে বিলি কেটে শান্তি পাবো আমি।

ঘুম-পরীরা আসবে কাছে, তুলবে সুরের ঐক্যতান
পুষ্প শয্যায় শুনবে তুমি জোনাকিপোকার গান,
পূর্নিমাতে দেখবো আকাশ, চন্দ্রবিলাস হবে
স্বপ্নেরা সব উড়াল দিলেও তুমি আমার রবে।

ব্যস্ততা সব রাখবো পাশে বাসবো তোমায় ভালো
অপূর্ণতা দূর হবে সব, নিদ্রা শেষে আলো,
ঘুমের সাথে সন্ধি হবে চাদের বুড়ির দেশে
ঘুমপাড়ানি গান শোনাবো ঘুমপরীদের বেশে।

 

ঘুমকুমারী :

ঘুৃমকুমারী ঘুমকুমারী ঘুমের দেশে যাও
ঘুুমের ভেলায় ভেসেই তুমি প্রেমের বৈঠা বাও,
সোনার কাঠি রূপোর কাঠি সাথে দেবো দিয়ে
স্বপ্নগুলো সাজিও তুমি ঘুমের দেশে যেয়ে।

Read More >>  ফুল নিয়ে কবিতা

পুষ্পাবৃত রেখো করে তোমার কালো কেশ
ঘুমকুমারের ঘুম পালাবে দেখে তোমার বেশ,
ঘুমের নেশায় ভারি হবে যখন দু’নয়ন
তার আগেই করে নিও তোমার প্রিয়ের চয়ন।

ঘুমের দেবীও হার মানবে তোমার সম্মুখে
আশীর্বাদ আর বর দেবে তোমার জ্যোতি দেখে
ঘুমকুমারের প্রনয় পাবে, দুঃখের নেই কারন
ঘুমই হলো মিত্র তোমার, জেগে থাকা বারন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *