বন্ধু নিয়ে ৩টি সেরা কবিতা নিয়ে এলাম আপনাদের জন্য । বন্ধু মানেই অনেক কিছু । ভালো লাগার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে বন্ধুর সাথে আড্ডা । কথা বলা ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া থেকে শুরু করে কি না হয় বন্ধুদের সাথে । আসুন তাহলে বন্ধু সম্পর্কিত কবিতা গুলো পড়ে দেখি ।
বন্ধু নিয়ে কবিতা :
১ম কবিতাঃ
খা খা দুপুরে জুড়ে দুরত্ব
স্নিগ্ধ বাতাস বিকেল বেলার বন্ধুত্ব,
রোদ বৃষ্টির পথ; সাথে থাকার শপথ
মনের খাচা নিয়েছে ব্রত
বন্ধুত্ব হবে অমর;
পৃথিবীর শেষ দিন পর্যন্ত।
ফেলে যাওয়া সন্ধ্যা-বন্ধুত্বের সংঙ্গা
মাঝ রাতের শেষ জানা শোনা,
স্মৃতি পাতা জুড়ে লেখা
বন্ধুত্বের কত শত কথা,
গানের সুরেরা ছন্নছাড়া শূন্যতা
করিডোড় জুড়ে সময় মাখা।
বন্ধুত্বের বাধন দশক পেরিয়ে রয়ে যায়,
ছেয়ে যায় বয়সের মাঝেও
থেকে যায় ঝরে যাওয়া পাতায়ও
বয়সের ভাড়ে নুয়ে যাওয়া সময় জুড়ে
সুখের গানে দুঃখের সুরে
সব কিছু রয়ে যায় বন্ধুত্বের পাতায় মুড়ে।
Read more:>>> হাসি নিয়ে কবিতা
২য় কবিতাঃ
টুপ টাপ বৃষ্টিজুড়ে কেবল একলা ভেজা
বন্ধুত্ব আছে মন জুড়ে তাঁজা।
সকলে হারিয়েছে বহুদুরে সময়ের সাপেক্ষে
কোথাও খুঁজে কেউ কাউকে, আপেক্ষে।
বন্ধুত্ব ছিলোনা কখনো এত একলা,
হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে কত পথ চলা
তবু হারিয়েছে সবাই মন্দ সময়েই,
মায়ার সুতো হয়ে রয়ে গেল আমাদের বন্ধুত্ব
রক্ত দিয়ে বিন্দু বিন্দু জমা সিন্ধুত্ব
কোথায় হারালো কাধে হাত দেয়া বন্ধুত্ব?
শুন্যতা নামে সন্ধ্যার আকাশে চারপাশ জুড়ে
তোমার ঘৃণা খাচ্ছে আমায় কুড়ে কুড়ে,
তুমি থাকো হয়ে ভালোবাসা আমার ভেতর ঘরে,
বন্ধুত্বের হাতে দিলে তুমি ভালোবাসা আমারে।
তোমারি সাথে নিমিষ নিখিলে হারালো!
বন্ধুত্ব! আমাদের বন্ধুত্ব।
৩য় কবিতাঃ
আকাশের রঙধনু জানে বন্ধুত্ব আমাদের
একই রোডে আঁকিবুঁকি করে হেটে যাই,
চায়ের কাপে চুমুকে বিল নিয়ে হুটোপুটি
রয়ে গেছে বছরঘুরে একই সবটাই,
টং এর বেঞ্চের বৃষ্টির ছিটে আসা পানি
ভিজেয়েছিস সবাইকে করে,লুটোপুটি
বন্ধু বন্ধুর বন্ধুত্বের বাধনে সবটা সুন্দর খুনসুটি।
বকুলের সুভাষের স্নিগ্ধ বিকেল
অচেনা পথে হাতড়ে ফিরি বন্ধুত্ব,
খাচার পাখিতে জমানো শত অভিমান
নিয়ে কত তোদের নিয়ে অভিযান,
বন্ধুত্ব দিয়ে কত শত রঙিন পথ চলা।
কত সুন্দর মুহূর্ত কত কেটেছে বেলা।
ছায়া হয়ে তোরা সঙ্গ দিস এমন যেনো আলো খুজে পায় অন্ধত্ব।
বন্ধু ছাড়া পথগুলো বড়ই অচেনা,
আলো হয়ে আঁধারের মত
থেকে যায় সব বাধনের পর বন্ধুত্ব।