বন্ধু নিয়ে ৩টি সেরা কবিতা নিয়ে এলাম আপনাদের জন্য । বন্ধু মানেই অনেক কিছু । ভালো লাগার সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে বন্ধুর সাথে আড্ডা । কথা বলা ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া থেকে শুরু করে কি না হয় বন্ধুদের সাথে । আসুন তাহলে বন্ধু সম্পর্কিত কবিতা গুলো পড়ে দেখি ।
বন্ধু নিয়ে কবিতা :
১ম কবিতাঃ
খা খা দুপুরে জুড়ে দুরত্ব
স্নিগ্ধ বাতাস বিকেল বেলার বন্ধুত্ব,
রোদ বৃষ্টির পথ; সাথে থাকার শপথ
মনের খাচা নিয়েছে ব্রত
বন্ধুত্ব হবে অমর;
পৃথিবীর শেষ দিন পর্যন্ত।
ফেলে যাওয়া সন্ধ্যা-বন্ধুত্বের সংঙ্গা
মাঝ রাতের শেষ জানা শোনা,
স্মৃতি পাতা জুড়ে লেখা
বন্ধুত্বের কত শত কথা,
গানের সুরেরা ছন্নছাড়া শূন্যতা
করিডোড় জুড়ে সময় মাখা।
বন্ধুত্বের বাধন দশক পেরিয়ে রয়ে যায়,
ছেয়ে যায় বয়সের মাঝেও
থেকে যায় ঝরে যাওয়া পাতায়ও
বয়সের ভাড়ে নুয়ে যাওয়া সময় জুড়ে
সুখের গানে দুঃখের সুরে
সব কিছু রয়ে যায় বন্ধুত্বের পাতায় মুড়ে।
Read more:>>> হাসি নিয়ে কবিতা
২য় কবিতাঃ
টুপ টাপ বৃষ্টিজুড়ে কেবল একলা ভেজা
বন্ধুত্ব আছে মন জুড়ে তাঁজা।
সকলে হারিয়েছে বহুদুরে সময়ের সাপেক্ষে
কোথাও খুঁজে কেউ কাউকে, আপেক্ষে।
বন্ধুত্ব ছিলোনা কখনো এত একলা,
হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে কত পথ চলা
তবু হারিয়েছে সবাই মন্দ সময়েই,
মায়ার সুতো হয়ে রয়ে গেল আমাদের বন্ধুত্ব
রক্ত দিয়ে বিন্দু বিন্দু জমা সিন্ধুত্ব
কোথায় হারালো কাধে হাত দেয়া বন্ধুত্ব?
শুন্যতা নামে সন্ধ্যার আকাশে চারপাশ জুড়ে
তোমার ঘৃণা খাচ্ছে আমায় কুড়ে কুড়ে,
তুমি থাকো হয়ে ভালোবাসা আমার ভেতর ঘরে,
বন্ধুত্বের হাতে দিলে তুমি ভালোবাসা আমারে।
তোমারি সাথে নিমিষ নিখিলে হারালো!
বন্ধুত্ব! আমাদের বন্ধুত্ব।
৩য় কবিতাঃ
আকাশের রঙধনু জানে বন্ধুত্ব আমাদের
একই রোডে আঁকিবুঁকি করে হেটে যাই,
চায়ের কাপে চুমুকে বিল নিয়ে হুটোপুটি
রয়ে গেছে বছরঘুরে একই সবটাই,
টং এর বেঞ্চের বৃষ্টির ছিটে আসা পানি
ভিজেয়েছিস সবাইকে করে,লুটোপুটি
বন্ধু বন্ধুর বন্ধুত্বের বাধনে সবটা সুন্দর খুনসুটি।
বকুলের সুভাষের স্নিগ্ধ বিকেল
অচেনা পথে হাতড়ে ফিরি বন্ধুত্ব,
খাচার পাখিতে জমানো শত অভিমান
নিয়ে কত তোদের নিয়ে অভিযান,
বন্ধুত্ব দিয়ে কত শত রঙিন পথ চলা।
কত সুন্দর মুহূর্ত কত কেটেছে বেলা।
ছায়া হয়ে তোরা সঙ্গ দিস এমন যেনো আলো খুজে পায় অন্ধত্ব।
বন্ধু ছাড়া পথগুলো বড়ই অচেনা,
আলো হয়ে আঁধারের মত
থেকে যায় সব বাধনের পর বন্ধুত্ব।
বন্ধু নিয়ে ছন্দ :
বন্ধু নিয়ে ছন্দ দেয়া হলো এখানে । বন্ধু নিয়ে আমরা এর আগে অনেক কবিতা, উক্তি ও স্ট্যাটাস লিখেছি এই সাইটে । তাই আজ ছন্দ ও দিলাম আপনাদের জন্য । আশা করি অনেক ভালো লাগবে ছন্দ গুলো ।
১. বন্ধু বলে ডেকেছো যারে
সে কি তোমায় ভুলতে পারে?
কাল ও ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে।
২. বন্ধু তোর হাতটা ধরে
ছুটতে চাই আরো একটি বার,
বন্ধু তোর টিফিন বক্সটা
কাড়তে চাই আরো একটি বার।
বন্ধু তোকে দুষ্ট নামে
ডাকতে চাই আরো একটি বার।
৩. বন্ধু তোমার পাশাপাশি
যেমন ছিলাম তেমনি আছি,
ভাবছো তুমি মিছে মিছি
হয়তো তোমায় ভুলে গেছি!
৪. বন্ধু তুমি আপন হয়ে বাধলে বুকে ঘর
কষ্ট পাবো যদি তুমি আমায় কর পর।
সুখের নদী হয়না যেন দুঃখের বালুচর,
সময় পেলে রেখো তুমি আমার খোঁজ খবর।
৫. বন্ধু মানে No Thanks, No Sorry
আমি তো আছি, Don’t worry!!
৬. বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক
সব ফেলে আসবো ছুটে, যতই কাজ থাক!
যদি তুমি কষ্ট পাও, আমায় দিও ভাগ,
শেয়ার করো আমার সাথে, হাতে রেখে হাত।
৭. মেঘের হাতে একটি চিঠি
পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছি অনেক দূরে
হাতে অনেক কাজ।
বৃষ্টি তুমি একটি বার
জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমার পাশেই আছি
হাজার কাজের ফাঁকে।
৮. কিছু রাত স্বপ্নের, কিছু স্মৃতি কষ্টের,
কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের,
কিছু মানুষ মনের, কিছু বন্ধু চিরদিনের।
৯. আকাশ দেখেছি, নদী দেখেছি,
দেখেছি অনেক তারা,
আজও দেখিনি ফেসবুকে আমার
আসল বন্ধু কারা!
১০. রাতের রং কালো, জোসনা দেয় আলো।
আকাশের রং নীল, গোলাপের রং লাল
তোমার আমার বন্ধুত্ব, থাকবে চিরকাল।
১১. ফুল ফুটেছে সারি সারি,
বন্ধু! আসবে কবে আমার বাড়ি?
দেখব তোমায় দুচোখ ভরে
আঁকবো ছবি যতন করে।
আসো যদি আমার বাড়ি,
খেলব দুজন লুকোচুরি!
১২. কষ্ট করে লিখলাম বন্ধু, মন দিয়ে পড়ো
পড়ার পরে আমার কথা একটু স্মরণ করো,
তোমার কাছে কে প্রিয়, তা জানিনা আমি
আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু তুমি!
১৩. ভালোলাগার কিছু স্বপ্ন মন ছুঁয়ে যায়
ভালোলাগা কিছু গল্প জীবন রাঙ্গায়,
ভালো লাগার কিছু মানুষ বন্ধু হয়ে রয়,
ভুলতে চাইলেও তারা ভোলার মত নয় ।
১৪. বন্ধু তুই দুখের সময় খিলখেলানো হাসি,
বন্ধু তুই ঝুম বৃষ্টিতে আড্ডা রাশি রাশি।
বন্ধু নিয়ে হাসির কবিতা মজার কবিতা :
বন্ধু তুমি একলা হলে দিও আমায় ডাক,
তোমার সঙ্গে ভাব জমাবো, ভাঙবো তোমার রাগ।
বেলকনিতে দাঁড়িয়ে তোমায় শোনাবো সব জোক,
এক নিমিষেই হারিয়ে যাবে তোমার দু:খ রোগ।
তোমার মন খারাপের দিনে তুমি আমায় সদা পাবে,
তোমায় নিয়ে পাখি রা সব ফুল তুলতে যাবে।
তোমার যত দুঃখে আমি বসাবো সদা ই ভাগ,
তাতেই তোমার কেটে যাবে মন খারাপের দাগ।
বিকেল বেলা আকাশ দেখে করবো মাতামাতি,
রাত্রি হলেই দোকলা শুতে উঠোনে বিছানা পাতি।
রাত্রি জেগে ই হবে যে সব ভুতুড়ে গল্প-সল্প।
হাসি-তামাশা ও চলবে মোদের একটু অল্প অল্প।
ভোর না হতেই ডাকাডাকি করবো তোমায় আমি,
বন্ধুত্বের খুনসুটি টা সদা ই চলবে জানি।
রাস্তা দিয়ে হাঁক দিয়ে বন্ধুদের কে ডেকে,
জলপাই খাব, আমড়া খাব, পেয়ারা খাব মেখে।
ক্লাসে যদি আমার পাশে না ই বস তুমি,
হায়! তবে আমার তুমি কেমন বন্ধু শুনি?!
ক্লাসের ফাঁকে চলবে মোদের আড্ডা-লুটো পুটি,
সবসময় ই গুনছি টাইম, কখন হবে ছুটি?
ছুটি দিতেই এক ছুট্টে পেরিয়ে যাব দোর,
আসুক না বন্যা, সিডর, কালবোশেখী ঝড়!
বাদলা দিনে কাক ভেজা হয়ে ফিরব দু জন বাড়ি,
হোক নাহ!- খেলাম বকা, খেলাম ই একটু ঝাড়ি।
পুকুরে নেমে মাছ ধরতে ভীষণ মজা পাই,
এতো মজা কেন বলো? – আরেহ বন্ধু আছে তাই।
বিকেলে সব বন্ধুর দল ঘুড়ি উড়াতে যাই,
সাথে মোদের এক প্লেট ঘুঘনি-পরোটা চাই।
আবার যখন সাঁঝ নামবে, ফিরবো মোরা বাড়ি,
অপেক্ষায় থাকি পরের দিনের, কখন হবে যে দিন ভারি?!
রাত্রি নামলে চোখ দু টো হায় বন্ধ হয়ে যায়,
স্বপ্নে ও যে দেখি তোমায়, বন্ধু তোমায় চাই।
বন্ধুর মতো এই দুনিয়ায় আর তো কিছুই নাই।
ছেলে বেলার স্মৃতি গুলো বড্ড মনে পড়ে,
সেগুলো তো দু চোখ বেয়ে অশ্রু হয়ে ঝরে।
আরে এখনকার বন্ধু গুলো ও কম কীসে ভাই,
এরা আর ও বন্ধু সুলভ, আমি ও বলি তাই।
স্কুল পালানোর স্মৃতি গুলো মনের মাঝে ভীড়ে,
আসুক না সেই দিন বারেবার, আসুক না ফের ফিরে!
পুতুল খেলার দিন গুলো তো সোনায় রাঙা দিন,
সেই দিনের ই ঋণী আমি, জমেছে বড় ই ঋণ।
মায়ের হাতের বকুনি আর ঝাল মাখানো ভাত,
বন্ধুর সাথে ই ভাগ করে খেতাম প্রতি রাত।
এখনকার বন্ধুগুলো মুঠো ফোনে ই বন্দী,
রোজি গড়ি প্ল্যান, আঁটি দেখা করার ফন্দি।
রোজ না দেখা হলেও তারা রয়ে যায় মনে,
তাদের কথা ই মনে পড়ে, প্রতি ক্ষণে ক্ষণে।
ফুচকা আর ভেলপুরি তে আটকে থাকে মুখ,
বন্ধুর আড্ডায় মাতি তখন, বাড়ে আর ও সুখ।
হুড তোলা রিকশায় মোরা ঘুরি সারাক্ষণ,
তাতে ওগো পড়ায় যে হায়, বসে না আর মন।
কী করবো?- এই দিন তো বন্ধুদের ই দিন।
তাদের সাথে ই ঘুরবো আমি, নাচবো তা ধিন ধিন।
ঝাল মুড়ি খেতে খেতে হবে গল্প গুজব,
এই সুযোগ ই খুঁজি আমি, খুঁজি এই সুযোগ।
বন্ধুর কোনো অসুখ হলে ছুট্টে চলে যাই,
বন্ধু ই সবার উপর, তার ওপর আর নাই।
বন্ধু ই মোর সকাল, বিকেল; বন্ধু ই মোর রাত,
বন্ধু ই মোর আদর-আবেগ, বন্ধু ই মোর সাথ।