প্রিয় পাঠকগণ, ভালোবাসার কবিতা নিয়ে আমাদের এই পোস্ট । আশা করি নিচের সুন্দর সুন্দর ছোট ভালোবাসার কবিতা গুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে । ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন । এখানে কিছু কবিতা ফেসবুক থেকে নেয়া হয়েছে, তাই যদি কোন ভুল দেখে থাকেন, তবে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন । আর আমাদের কে জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ ।
ভালোবাসার কবিতা :
ভালোবাসার মন ফাগুনে,
তোমার জন্য সুর বুনেছি।
সুরের সাথে তাল সাজিয়ে,
ছোট্ট একটি গান লিখেছি।
গানের ভাষায়, মনের আশায়
তোমার একটা নাম রেখেছি।
নামের সাথে যতন করে,
তোমায় অনেক ভালোবেসেছি।
মনের মাঝে শুধুই তুমি,
বাঁধানো সুখের বাগান,
সাজিয়ে গুছিয়ে রাখবো যে তা
রেখে বাজি নিজের প্রাণ।
থেকো পাশে হাতটি ধরে,
মন পাঁজরে রেখো।
সারা জীবন আপন ভেবে,
আমার হয়ে থেকো।
জীবন তরীর মাঝ সমুদ্রে,
ঢেউ যদি কভু আসে,
দুজন মিলে পাড়ি দেবো,
আমরা মিলে মিশে।
তোমার মুখের হাসি দেখে,
কাটাবো সারা জীবন।
নিজের হাতে, তোমার নামে
সঁপে দিলাম এ মন।
হাসবে তুমি, দেখবো আমি
মুচকি মুচকি হেসে,
সুখের পথের পথিক হয়ে,
যাবো ভালোবেসে।
কষ্ট যদি পাও গো তুমি,
খাতায় লিখে রেখো,
সুযোগ বুঝে আমায় তুমি,
ইচ্ছে মতন বোকো।
দুষ্ট মিষ্টি স্মৃতি নিয়ে
কাটাবো আমরণ,
তোমার মাঝেই হারাতে রাজি
ভেবে দেখো বিচক্ষণ।
তুমি আমার রাতের আকাশের
উজ্জ্বল সুখতারা,
থাকবো দুজন খুশিতে এমন
হয়ে পাগলপাড়া।
ভালোবাসার অপর নাম,
তোমার নামেই লিখে নিলাম,
মুক্ত আকাশের চিলেকোঠায়
স্বর্ণাক্ষরে গেঁথে দিলাম।
যাবে কি পুকুর পাড়ে রাতের বেলায়,
দুজন মিলে জোস্না ছুঁবো তারার মেলায়,
তোমার কোলে মাথা রেখে দেখবো ওই চাঁদ,
ভালোবেসে কাটিয়ে দেব সারা নিশি রাত !!!!
ওই দেখা যায় প্রেম গাছ, ওই আমাদের আশা,
ওই খানেতে বাস করে ভালোবাসা.
ভালোবাসা তুই চাস কি ?
মনের মতো মন পাস্ কি ?
একটা যদি পাস্, আমায় খবর দিয়ে যাস !
valobashar kobita :
তুমি আমার প্রথম সকাল,
একাকী বিকেল, শান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন, তুমি সারা বেলা,
তুমি আমার একটু খানি ছোয়ায় অনেক খানি পাওয়া.
তুমি আমার কড়া রোধের মিষ্টি শীতল হাওয়া !
জানিনা কি ভাবে তোমার দেখা পাবো,
জানিনা তোমাকে কি ভাবে কাছে পাবো,
জানিনা কতটা আপন ভাব তুমি আমায়,
শুধু জানি আমার এই অবুজ মনটা ভীষণ ভালোবাসে তোমায় !!!
যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে,
অনুভবে কথা হবে ভালোবাসারই এই মিলনে.
মেঘেরই পালকিতে উড়ে উড়ে , পাখিরা যায় বহু দূরে.
আকাশটা থাকে পিছনে, স্বপ্নের নীল ভুবনে !
হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে !
মন নেই ভালো, জানিনা কি হলো.
পাশে নেই তুমি, কি করি আমি !
পাখি যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভুবনে ……
কতটা হাত বাড়িয়ে দিলে তোমার মন ধরা যায়,
কতটা পথ পাড়ি দিলে তোমার মন পাওয়া যায় .
পাবো কি পাবোনা জানিনা , তোমাকেতো বুঝিনা.
তবু তোমার প্রেমে আমি পড়েছি,
বেঁচে থেকেও যেন আমি মরেছি.
তোমার সুভাষে পাগল আমার এই মন,
তাইতো বন্ধু তোমার পাশে থাকতে চাই সারাক্ষন.
নিবেকি বন্ধু কাছে টেনে আমায় ?
আমি অনন্তকাল ভালোবেসে যাবো তোমায় !!!!!
ফুলের মতো ফুটে আছে আকাশের ওই তারা,
একা আমি ভালো লাগে না বন্ধু তোমায় ছাড়া,
তুমি ছাড়া এই মনটা কিছু বুঝে না,
পাখি হয়ে আমার কাছে উড়ে এসোনা !!!
ভালোবাসা মানুষের জীবনকে পাল্টে দেয়,
ভালোবাসা মানুষের জীবনকে রোমান্টিক জীবনে ফিরিয়ে আনে,
ভালোবাসা অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবায়,
ভালোবাসা মানুষকে হাসায়/ কাদায় !!!
নীল আকাশের নীচে,,,
অপেক্ষায় আছি তুমি আসবে কখন?
সূর্য ডোবার শেষ মূহুর্তে–
সময় কাটাব তোমার সাথে।
কবিতা গুলো, এক কথায় অসাধারণ।
খুব ভালো হয়েছে
Khub sundor hoice…
How nice