কাব্যিক ক্যাপশন

কাব্যিক ক্যাপশন গুলো পড়ে খুব ভালো লাগলো । তাই সবার সাথে শেয়ার করলাম । যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন । ধন্যবাদ ।কাব্যিক ক্যাপশন

কাব্যিক ক্যাপশন :

প্রথম দেখার দিনগুলো রয়েছে আমার অন্তরে।
লজ্জা জড়ানো কথা তোমার, এখনো বাজে কর্ণকুহ্বরে।

প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা।
প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।

তোমায় দেখে মনে হয় কত পরিচিতা।
জানি না তোমার নাম কি ওগো পরিনিতা।

তোমার মতো পেতাম যদি আমি জীবনসাথী,
আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী।

প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা।
কেউ থাকে না এই সাম্রাজ্যে মোরা দুজন একা।

মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ।
তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেমে ডুব।

সুন্দরী গো- রূপ যে তোমার অপরুপা,
ভুলতে পারি না সেই এক পলকের দেখা।

গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর
এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।

তোমায় আমি দেখেছি স্বপ্নে হাজার বার।
কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার।

পথে-ঘাটে পুকুরপারে অনেক মেয়ে দেখেছি।
দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।

দু চোখ ভোরে দেখি শুধু তোমার সুন্দর মুখখানা।
পাগল হয়ে দেখে আঁখি, পলক আর পরে না।

তোমার দুটি ডাগর চোখে আমার মনের ছবি।
এসো প্রিয়া কাছে এসো, দেখে যাও সবই…

মুখটি তোমার ফুলের মতোন, চাঁদের মতোন হাঁসি।
সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি…

Read More  তৃপ্তি নিয়ে উক্তি

তোমার আমার প্রেম ফুলের সৌরভ ছড়াবে।
আমাদের প্রেম ওগো, সুরের জাল বুনবে।

আমার এ ভালোবাসা করো নাকো অবহেলা।
আমার হৃদয় নিয়ে করো নাকো খেলা।

নিজেকে আড়াল করে রেখো না আর লুকিয়ে,
এবারে ধরা দাও আমার এ হৃদয়ে…

রোমান্টিক কাব্যিক ক্যাপশন :

আরো অনেক গুলো কাব্যিক ক্যাপশন নিচে পাবেনঃ

আমি যে পাগল, প্রিয় তোমার আশায়,
এসো প্রাণসখী মোর আঙিনায়।
প্রেমের প্রদীপ জ্বেলে করিব আরতি,
এসো প্রাণ প্রিয় শুধু একটাই মিনতি।

গাছের ডালে বসে কোকিল মাতিয়ে তোলে গানে,
তারই সাথে হৃদয় আমার ভোরে গানে গানে।
আজকে এই মন মাতানো মধুর সমীরণে,
এ লগনে এসো প্রিয়, থাকো আমার মনে…

ভালোবাসার পাল তুলে চলো মোরা ভেসে যাই।
অচীন দেশে বাঁধবো বাঁসা, যে দেশে আর কেউ নাই…

তোমার ক্লান্ত মনের বেহাতে আমি তোমার প্রেমের রাগিনী।
তুমি যে গো মরীচিকা শুধু, তুমি মোর প্রেমের কাহিনী।

জানি না আজ কেন হায়.. তোমার কাছে এ মন ছুটে যায়।
কত মধু রাত বৃথা যায়, তোমার লাগি হতাশার দিন বয়ে যায়।

স্বপ্নের খেয়া বেয়ে এসেছিলে রাতে কাছে,
সকালে দেখি চোখ মেলে তুমি নাই কাছে, কোথায় গেলে???

তোমার ডাগর চোখের ইশারায় আর কি দূরে থাকা যায়…
কাছে এসো ও সুন্দরী, দুজনে বসে প্রেম করি।

এখনো রয়েছে রাত যেও নাগো রূপসী।
তুমি ছাড়া আমি একা, বোঝ না কি প্রেয়সী।

এসো প্রিয় সাজাবো রানী, দেব খোঁপায় তারার ফুল।
কানেতে তোমার পরাব গো প্রিয় স্বর্ণচাঁপা ফুলের দুল।

Read More  গৌরব নিয়ে উক্তি

রাত জাগা ওই পাখির মতন আমিও থাকি জেগে।
শান্তি পাই না মনের মাঝে, শুধু তোমারই জন্য।

কিছু মোর লাগে না ভালো, তুমি পাশে নেই বলে।
মুহূর্ত গুনি বসে বসে, কখন তুমি আসবে পাশে…

নীলাম্বরী শাড়ি পরে, কপালে লাল টিপ পরে।
এ নিরালা রাতে আমার কাছে এসো প্রিয়…!!!

তোমার রূপের ছটায় আমি পাগল হয়েছি।
প্রেমের লাগি তখন থেকেই কাঙাল হয়েছি।

সন্ধ্যে বেলায় তুলসী তলায় প্রদীপ যখন জ্বালো,
দূর থেকে আমি চেয়ে দেখি শুধু তোমার রূপের আলো…

জনম সফল হবে আমার শূন্য হৃদয় হবে পূরণ।
একবার চাও মুখের পানে, তুলে তোমার নয়ন…

রূপবতী রাজকন্যা আর মান কোরো না।
ভুল বুঝে মোরে আর ব্যাথা দিও না।
প্রানের চেয়েও তোমায় আমি বেশি ভালোবেসেছি,
তাইতো এ প্রাণ তোমায় উজাড় করে দিয়েছি…

প্রেমে তোমার জড়িয়েছি কেমনে বোঝাই বলো…
একবার শুধু কাছে এসে ভালোবাসি বলো…

ছোট কাব্য ক্যাপশন :

আরো কিছু ছোট দুই লাইনের কাব্যিক ক্যাপশন এখানে দেয়া হয়েছেঃ

১. হায় তোমার ওই ছোট্ট হাসিটা যেন এক মায়াবী ছুরি,
যতবার দেখি আমি ততবারই মরি।

২. যদি ভালোবেসে নিঃস্ব হতে হয় তাহলে সেটা যেন আমি হই,
আমার ভালবাসায় তোমাকে এতটাই জড়িয়ে নিয়েছি যে, তোমার আর সময় কই?

৩. আমার এই হৃদয় জুড়ে তোমাকে ছোঁয়ার প্রচণ্ড পিপাসা,
কখনো ভেঙ্গে দিওনা আমার এই আশা।

৪. তোমায় ভালোবাসি জেনেও কিছুটা হলেও ভালোবাসা করো আদান-প্রদান,
তুমিহীন আমি যেন ফুলহীন বাগান।

Read More  হৃদয় নিয়ে উক্তি

৫. তোমার ভালোবাসার সাগরে ঝাঁপিয়ে পড়েছি নীরবে,
যতবার ভাসতে চেয়েছি ততবার গিয়েছি ডুবে।

৬. হায় ঈশ্বর ক্ষমা করো আমায়,
যে এত কাঁদায় হৃদয় যে শুধু তাকেই চায়।

৭. সূর্যের আলো ছাড়া যেমন ফুল প্রস্ফুটিত হয় না,
তোমার ভালোবাসা ছাড়াও যে আমার জীবন কাটে না।

৮. এতবার তাকে চোখে দেখেছি,
তার মিষ্টি হাসিকেই বারবার আমি ভালোবেসেছি।

৯. হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনদিন,
মন কি তোমার হাতের ঘুড়ি তোমার কাছে আমার ঋণ।

১০. কখনো আমার সাথে অভিমান করো না,
তোমার ডাগর ডাগর চোখ আমি দেখতে পারি, শুধু সেই চোখে জল সইতে পারিনা।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ছোট ছোট কাব্যিক ক্যাপশন গুলো ? আশাকরি অনেক উপভোগ করেছেন আমাদের এই লিখা গুলো । আমরা এখানে আরো নতুন নতুন অনেক লিখা যোগ করবো । তাই আমাদের সাথেই থাকুন । আমাদের এই গুলো নিয়ে আপনারা আপনাদের যেকোন মন্তব্য দিতে পারেন । তাই নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন । ধন্যবাদ ।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *