গরম নিয়ে মজার উক্তি উক্তি স্ট্যাটাস ছন্দ কবিতা ও কিছু কথা পোস্ট করা হলো এখানে । পড়ে দেখুন অনেক ভালো লাগবে । গরমের সময়ে আমরা অনেক ধরণের কাজের ফাঁকে অনেক কবিতা ও গল্প পড়ে থাকি । এর জন্য আজ আমরা এখানে গরম নিয়েই কিছু লিখলাম ।
গরম নিয়ে মজার উক্তি :
১. শুকনো ঠোঁট, অসার আঙ্গুল
তৃষ্ণা আমার বুক জুড়ে,
বিষ ঢেলেছে কেউ রোদের আলোয়
রক্ত মাংস যায় পুড়ে।
২. শুষ্ক বালি
ডালপালা ক্লান্ত
চাতক মাখছে রোদ…
তপ্ত বাতাস
আগুন হাওয়া
একটানা বিরক্তিবোধ…
৩. উষ্ণতা বাসা বেঁধেছে, সারাটা শরীর জুড়ে
প্রতিনিয়ত গলছি আমি, যাচ্ছি পুড়ে
গ্রীষ্ম আমায় আকড়ে ধরে।
আরো আছেঃ>>> সূর্য নিয়ে উক্তি
৪. মাথার উপর বেহিসেবি অরুণ আলো
জামার কলার, গোঁফের আড়াল, ঘামছে দাড়ি;
ক্লান্ত চোখে অন্ধকার, দেখছি কালো
বুক পকেটের পয়সাগুলো ভিজে যাচ্ছে ভারী।
৫. ভিজছি আমি রোদ দুপুরে
ঘামের গন্ধে টাল মাতাল,
শুকনো ঠোঁট, খুঁজছে জল
জল আগলে ওই পাতাল।
৬. আমিও সন্তানহীন এগিয়ে আসবে, একপা দুপা তুলে
তুমি চাইবে যেতে কোনো এক গরম দুপুর ভেবে ভুলে।
৭. হদিস হারিয়েছিলে গরম কোন চৈতালি নীড়ে
সন্তাপহীন মরু বালু, স্মৃতির আধিতে ঘিরে।
৮. গরম তুমি চরম বড়
আজ বৃষ্টিতে ফুল মুডে,
বজ্রবিদ্যুৎসহ ঝর বৃষ্টিকেও
ঠেলে দিলে ব্যাক ফুটে।
৯. তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর
হারিয়েছে যে সুর,
উষ্ণ বাতাস জানিয়ে গেলো
বর্ষা অনেক দুর।
১০. রাগের মাথায় অভিমান ঢালিস না রোদ কমলে,
বাধাস না কামজ্বর আমি ছাড়া একলা বিকেলে।
১১. হায়রে গরম
শরীরটা করলি নরম
কারেন্টের যা ধরন
বলতে লাগে শরম
১২. ঝরছে ঘাম কমছে পানি
বৃষ্টি হবে কখন জানি
দিনের রোদে ধরলো মাথা
কেউ ছিলনা ধরতে ছাতা।
১৩. কষ্টের নেই শেষ
হায়রে ডিজিটাল দেশ,
ভালো নেই মনটা
I miss you ঠান্ডা।
১৪. সবকিছুকেই নিয়ে ছিলাম আমি বেশ,
গরম নামে রোগে আজ প্রায় শেষ।
১৫. বেশি গরম লাগলে অজ্ঞান হয়ে থাকার ভান ধরে পরে থাকুন
দেখবেন আশেপাশের সবাই বাতাস করতেছে।
১৬. উত্তাপ আগুনের শিখায় জ্বলছি আমি
চাইছি তোকে বৃষ্টি রূপে,
জ্বলছে অঙ্গ, পুড়ছে হৃদয়
তুই আছিস তোর আপন মনে।
তবুও বলবো ভালোবাসি সেই তুই টাকেই।
১৭. উত্তাপে গলে গেলো রাত,
ঘাম ভেজা বালিশে-
খুঁজেছি ঘুম সেই থেকে
সুপ্রভাত।
১৮. হে মেঘ -তরঙ্গ
যে সুখ – বাতাস তুমি ধরিয়েছ বুকে
মন জুড়ালো তার শীতল স্নেহে,
শুধু একটি কামনা বর্ষা ডাকো
বিছায়ে দাও আদর, এই কর্কশ মৃত্তিকার দেহে।
১৯. যা গরম, যখন দাড়িয়ে দাড়িয়ে বাষ্পীভূত হয়ে যাবো,
শুধু জানতে পারবে আবহাওয়া অফিস।
২০. গরমকাল is not গরমকাল without:
১. আম
২. গরমের ছুটি
২১. নরম পথে গরম খানি
পাবে তুমি অনেক খানি।
২২. ভ্যাপসা গরমের পরে
ঝর বৃষ্টির রাত,
আমার ব্যর্থতার ইতিহাস।
২৩. শরৎ হেমন্ত আর বসন্তের বয়স হয়ে গেছে।
তাই এরা ঋতু চক্র থেকে অবসর নিয়েছে।
খালি পাজিটা ক্যালেন্ডারে রয়ে গেছে।
২৪. রোদ হুমকি, ভ্যাপসা গরম, ক্লান্তিকর ঘাম
ক্ষনিকের সুখ প্রাপ্তি, আম লিচু আর জাম।
২৫. শেষ হলো শীতের দিন,
সামনে আসিতেছে গরমের দিন।
ঘামতে হবে ঘাম টিনা টিন ঘাম,
আগে থেকেই প্রস্তুতি নিন।
২৬. এসো হে শীত, এসো এসো।
চরম গরমে অতিষ্ঠ প্রাণ।
রজনী কাটে বিনিদ্র
২৭. বৃক্ষ পাতা দোল খায়
গ্রীষ্ম দিনে হঠাৎ এলো
মেঘলা আকাশ শীতল বাতাস,
গরম থেকে স্বস্তি দিতে
যেন সুখের মিষ্টি আভাস।
২৮. গ্রীষ্মের এই দিনে
মাঠ ঘাট হাট পোড়ে
তীব্র রোদের ঝলকে,
গ্রীষ্মের এই খরা দিনে
গরম ধরে পলকে।
২৯. গরম তো নয় যেন লাগছে বিষন্ন ক্লান্তি,
গলা যেন শুকিয়ে আসে প্রতি সেকেন্ড অব্দি;
গরম তো নয় সে যেন আগুনেরই গোলা
তাপ সে তো নয় যেন আগুনেরই হেলা…..
৩০. বিষন্ন এই গরম তাপে,
কেমন জানি আছি চাপে;
কেমন জানি হাঁপিয়ে উঠি
ইচ্ছে করে যেন শুধু পানিতে থাকি।