রোদ নিয়ে ক্যাপশন

রোদ বা রোদ্দুর নিয়ে ক্যাপশন স্ট্যাটাস পোস্ট ও কিছু কথা নিয়ে আমাদের আজকের লেখা । রোদ যদিও অনেকের সহ্য হয় না । কিন্তু  মাঝে মধ্যে রোদ অনেক ভালো লাগে, বৃষ্টির শেষে, গোধূলি বেলায় । এই সময় গুলো তে রোদ অনেক রোম্যান্টিক লাগে । যা হোক আসুন তাহলে রোদ নিয়ে কিছু লেখা পড়ে ফেলি ।

রোদ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস:

১. অবাধ্য রোদ আর অসহ্য দুপুর। তবুও তুমি আর আমি মিলে এক প্রশান্ত মুহুর্ত।

২. প্রতিদিন সূর্যের নতুন রোদ, একেকটা নতুন স্বপ্নের সূচনা করে।

৩. এক পশলা বৃষ্টির পরে একটু রোদের মতো ই, আমি আমার ভালোবাসায় তোমাকে স্নিগ্ধ করতে চাই।

৪. মেঘের আড়ালে যেভাবে সূর্য লুকায়, স্নিগ্ধ রোদের আলো ও তেমন আলতো করে ঠোঁটে ছুঁয়ে যায়।

৫. মানুষ সফলতা চায়, শুধু কেউ দুঃখের রোদে পুড়তে চায় না।

৬. যেই রোদ তোমারও সেই রোদ আমার ও। শুধু তোমার আকাশে স্নিগ্ধ রোদ, আর আমার আকাশে কড়া।

৭. যদি প্রহর শেষে প্রথম রোদে তোমার হৃদয় জাগে, তবে আমার আকাশ মেঘলা থাকুক তোমার মায়ার ছলে।রোদ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস

৮. কথায় আছে, প্রভাতের প্রথম রোদ যখন কারো মুখে পড়ে, তার হৃদয়ে হাজারো বৃষ্টি কনা ঝংকার দিয়ে ওঠে।

৯. বৃষ্টি শেষে উজ্জ্বল রোদ যেমন বৃষ্টি কনাকে ছুঁয়ে দেয়, আমি ও ঠিক সেভাবেই তোমার হৃদয়ের প্রতিটি স্থান ছুঁয়ে দিতে চাই।

১০. সকালের রোদ আসলে রাতের অন্ধকারকে টুকরো টুকরো করে জ্বালিয়ে পৃথিবীকে আলোকিত করে তোলে। তেমনি আমিও আমার ভালোবাসায় তোমার হৃদয়ে প্রদীপ জ্বেলে দিবো।

১১. পৃথিবী তার সমস্ত আয়োজন নিয়ে একটা হাস্যোজ্বল রোদেলা দিনের জন্য অপেক্ষা করে।

১২. এতো টা রোদ তোমারও হোক, যতটা রোদে পুরো আকাশ প্রজ্বলিত হয়।‌

১৩. যেভাবে রোদ প্রভাতফেরীর সঙ্গী হয়, আমি চাই তুমি ও সেভাবেই আমার হৃদয় আসন গ্রহণ করো।

১৪. সূর্য থেকে রোদ যেভাবে হাজারো মাইল বেগে পৃথিবীতে ছুটে আসে, আমি ও তোমার কাছে সেভাবেই ছুটে আসি।

১৫. এই রোদ যখন তোমার শহরে রংধনু ছড়ায়, আমার শহরে তখন বৃষ্টিতে লুটপাট।

১৬. ব্যস্ত শহরে রোদ যখন বিভীষিকা, তোমার আমার ভালবাসা সেখানে আলোকবর্তিকা।

১৭. রোদ যেখানে সূর্যমুখীকে সূর্যের দিকে আকৃষ্ট করে, আমি ও তোমার পানে ধাবিত হতে চাই। যেন তুমি ই সব আর তুমি ই শেষ।

১৮. আমি ও রোদের মতো ই নিজে পুড়ে তোমার ভালোবাসা বহন করি।

১৯. মাঝে মাঝে অতিবৃষ্টিকে থামানোর জন্য হলেও কড়া রোদ প্রয়োজন হয়। যেমন ভালোবাসায় সিক্ততার মধ্যে ও যখন রাগ উপস্থিত হয়।‌

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *