বন্ধু বা বন্ধুত্ব এসএমএস নিয়ে এই পোস্ট টি সাজানো হয়েছে । আশা করি আপনাদের কাছে আমাদের এই আয়োজন অনেক ভালো লাগবে । বন্ধু বা বন্ধুত্ব এসএমএস নিয়ে আমরা এর আগেও দু একটা পোস্ট করেছি তবে আজকে এখানে অনেক সুন্দর সুন্দর এসএমএস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এবং এই এসএমএস গুলো অনেক জনপ্রিয় । তাই যদি আপনাদের কাছে এই এসএমএস গুলো ভালো লাগে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না । আর অবশ্যই আমাদের ওয়েবসাইট ঠিকানা আপনার ফেসবুক টাইমলাইনে পোস্ট করতে ভুলবেন না । ধন্যবাদ । আরো দেখুনঃ শুভ সকাল ও শুভ রাত্রি এস এম এস।
বন্ধুত্ব এসএমএস sms বাংলা :
যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর এসএমএস করতাম ?
বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয়,
বন্ধু হল সুখ- দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!
বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা ।
কেউ যানে না কবে কখন ,
কার সাথে গিয়ে মিলবে জীবন ।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া ।
রাতের রঙ কালো, জোসনা দেয় আলো ।
আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল ।
গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল ।
প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার,
হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার ।
একটা জীবন মানে একটা গল্প,
একটা মন মানে একটা ভালোবাসার মন্দির,
একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন ,
একটা মিলন মানে একটা সুখের সর্গ ,
আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরনা ।
ভালো লাগার কিছু স্বপ্ন , মন ছুঁয়ে যায়,
ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায় ,
ভালো লাগার কিছু মানুষ , বন্ধু হয়ে রয় ,
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয় ।
বন্ধুত্ব এস এম এস বাংলাঃ
যে তোমার শুখে আনন্দিত হয়,
যে তোমার কষ্টে দুঃখ পায়,
যে তোমার নিরবতার কারন খোঁজে ,
সে ই তোমার প্রকৃত বন্ধু ।
বন্ধুত্ব শুনিল আকাশের সেই রুপালী চাঁদ,
যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায়না ,
বন্ধুত্ব সেই সুন্দর সৃতি যাকে আজিবন মনে রাখা যায়,
কিন্তু ভুলা যায় না ।
বন্ধু তুমি এত ভালো, জীবনে আমার ফিরে আসলো,
ভুলে গেছি আধার কালো, তোমার মতো বন্ধুর আলো
সবার জিবনে জালো ।
ফুল ফুটেছে সারি সারি ,
বন্ধু আসবে কবে আমার বাড়ি ,
দেখবো তোমায় দুচোখ ভরে,
আকব ছবি জতন করে,
আসো যদি আমার বাড়ি,
খেলবো দুজন লুকোচুড়ি ।
যতই আমি থাকি দূরে,
তোমায় ভীষণ মনে পড়ে,
আছি আমি তোমার ভাবনায় চিন্তায়,
তোমার মন আকাশে,
কালও ছিলাম আজও আছি,
তোমার পাশে পাশে বন্ধু ।
সুন্দর এই প্রিথিবি, স্নিগ্ধ তার বাতাস,
সপ্নিল এই জীবন, সৃতি ময় তার আকাশ,
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা ??