বন্ধুত্ব এসএমএস নিয়ে এই পোস্ট টি সাজানো হয়েছে । আশা করি আপনাদের কাছে আমাদের এই আয়োজন অনেক ভালো লাগবে । বন্ধু বা বন্ধুত্ব এসএমএস নিয়ে আমরা এর আগেও দু একটা পোস্ট করেছি তবে আজকে এখানে অনেক সুন্দর সুন্দর এসএমএস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এবং এই এসএমএস গুলো অনেক জনপ্রিয় ।
বন্ধুত্ব এসএমএস বাংলা :
যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর এসএমএস করতাম ?
বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয়,
বন্ধু হল সুখ- দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!
বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা ।
কেউ যানে না কবে কখন ,
কার সাথে গিয়ে মিলবে জীবন ।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া ।
রাতের রঙ কালো, জোসনা দেয় আলো ।
আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল ।
গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল ।
প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার,
হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার ।
একটা জীবন মানে একটা গল্প,
একটা মন মানে একটা ভালোবাসার মন্দির,
একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন ,
একটা মিলন মানে একটা সুখের সর্গ ,
আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরনা ।
ভালো লাগার কিছু স্বপ্ন , মন ছুঁয়ে যায়,
ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায় ,
ভালো লাগার কিছু মানুষ , বন্ধু হয়ে রয় ,
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয় ।
বন্ধুত্ব এসএমএস বাংলাঃ
যে তোমার শুখে আনন্দিত হয়,
যে তোমার কষ্টে দুঃখ পায়,
যে তোমার নিরবতার কারন খোঁজে ,
সে ই তোমার প্রকৃত বন্ধু ।
বন্ধুত্ব শুনিল আকাশের সেই রুপালী চাঁদ,
যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায়না ,
বন্ধুত্ব সেই সুন্দর সৃতি যাকে আজিবন মনে রাখা যায়,
কিন্তু ভুলা যায় না ।
বন্ধু তুমি এত ভালো, জীবনে আমার ফিরে আসলো,
ভুলে গেছি আধার কালো, তোমার মতো বন্ধুর আলো
সবার জিবনে জালো ।
ফুল ফুটেছে সারি সারি ,
বন্ধু আসবে কবে আমার বাড়ি ,
দেখবো তোমায় দুচোখ ভরে,
আকব ছবি জতন করে,
আসো যদি আমার বাড়ি,
খেলবো দুজন লুকোচুড়ি ।
যতই আমি থাকি দূরে,
তোমায় ভীষণ মনে পড়ে,
আছি আমি তোমার ভাবনায় চিন্তায়,
তোমার মন আকাশে,
কালও ছিলাম আজও আছি,
তোমার পাশে পাশে বন্ধু ।
সুন্দর এই প্রিথিবি, স্নিগ্ধ তার বাতাস,
সপ্নিল এই জীবন, সৃতি ময় তার আকাশ,
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা ??
বন্ধু ও বন্ধুত্ব এসএমএস :
বন্ধু মানে জ্যোৎস্না ভেজা গল্প বলা রাত
বন্ধু মানে ভালোবাসার শিক্ত দুটি হাত
বন্ধু মানে মনের যত গোপন কথা বলা
বন্ধু মানে তোমার সাথে সারা জীবন চলা
আমি একটা দিন চাই আলোয় আলোয় ভরা
আমি একটা রাত চাই অন্ধকার ছাড়া
আমি একটা ফুল চাই সুন্দর সুবাস ভরা
আর একটা ভালো বন্ধু চাই সবার চেয়ে সেরা
সবাই আমার বন্ধু নয়
আবার আমার বন্ধু সবার মত নয়
সে আমার কথা মনে রাখে শত কাজের ভিড়ে
ফ্রি হলে ডাকিও আমায় আছি আমি তোমার দুয়ারে
যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুর্দিনে ত্যাগ
করে চলে যায় সেই তোমার সবচেয়ে বড় শত্রু ।
বন্ধু কথাটি খুব ছোট্ট হলেও গভীরতা আকাশ সমান
বিশাল জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নই
চলার পথের বন্ধুর রাস্তা গুলো বন্ধু বিনে চলা প্রায় অসম্ভব
তাই শুধু বন্ধু হলেই পুরন হলেই হবে না
বন্ধুত্বের পূর্ণ দাবি হতে হবে বন্ধুর মতো বন্ধু
কথায় আছে বন্ধু কখনো মরেনা
বন্ধু ও বন্ধুত্ব কবিতা ঃ
বন্ধু মানে জীবনের পরিচয়
বন্ধু মানে খেলার সাথী
বন্ধু মানে অজানা এক পরীর গল্প
তাই বন্ধুকে কখনো কষ্ট দিয়ো না
বন্ধুর ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর
তাই বন্ধুর মত বন্ধু একটা হলেই হয় ।
চোখের আড়াল মানে হারিয়ে যাওয়া নয়
হারিয়ে গেলে খুজে নিতে হয়
খুজে না পেলে হাত বাড়াতে হয়
হাত ধরে বুঝে নিতে হয়
আসল বন্ধু কয়জন এ বা হয় ।
নয়ন জলে ভাসিয়ে দু’চোখ কাঁদছো কেন তুমি
এই দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি
তোমার চোখের এক ফোটা জল পড়বে না কো নিচে
যতদিন আমি বন্ধু আছি তোমার পাশে ।
জীবনে যদি কাউকে সত্যিই মন দিয়ে বন্ধুত্ব করে
তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা কারণ
চোখের জল হয়তো মুছা যায় কিন্তু
হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবেনা ।
বন্ধুত্ব সুনীল আকাশের সেই রুপালি চাঁদ
যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না
বন্ধুত্ব সেই সুন্দর স্মৃতি
যাকে আজীবন মনে রাখা যায় কিন্তু ভুলা যায় না ।
বন্ধু ও বন্ধুত্ব স্ট্যাটাস ঃ
পুকুরেতে কদম গাছ কত কদম ধরে
আমার একটা বন্ধু আছে রাস্তায় রাস্তায় ঘুরে
বন্ধুতে আলো বন্ধুতে ভয়
বন্ধুতে শক্তি বন্ধুত্বে জয়
যে বন্ধু মনের মত সে কখনো দূরে থাকে না
যে হাত ভালোবাসার সে হাত কখনো আঘাত করে না
যে মানুষ আপন সে কখনো ভুলে যায় না
পাগলামি ছাড়া প্রেম হয় না
প্রজা ছাড়া রাজা হয় না
মেঘ ছাড়া বৃষ্টি হয় না
আর দুষ্টামি ছাড়া বন্ধু হয় না ।
রাতে যেমন চন্দ্র থাকে সঙ্গে হাজার তারা
কে আছে আর আপন আমার বন্ধু তুমি ছাড়া
বন্ধু শব্দটি হয়তো ছোট
কিন্তু এর গভীরতা তখনই বোঝা যায়
যখন সত্তিকারের একজন বন্ধু জীবনে খুঁজে পাওয়া যায়
গভীর বন্ধুত্ব তখনই চরম শত্রুতায় রুপ নেয়
যখন একে অপরকে ভুল বুঝে
বাস্তবে এমন কোন ঘটনা ঘটে না
যার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে শত্রুতায় পরিনত হবে
আর যদি এমন কিছু ঘটে তবে বুঝতে হবে তা বন্ধুত্ত্ব ছিলো না
সত্যি কারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে
কিন্তু মন থেকে নয়
সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে
কিন্তু হৃদয় থেকে নয় ।