শুভ সন্ধ্যা এসএমএস , মেসেজ কবিতা বাংলা এসএমএস বা sms দিয়ে সাজানো আমাদের আজকের এই পাতা । এই পাতায় আমরা অনেক সুন্দর সুন্দর বাংলায় শুভ সন্ধ্যা নিয়ে অনেক গুলো এস এম এস আর কবিতা লিখেছি । আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের এই আয়োজন । আমরা শুধু মাত্র সুন্দর সুন্দর বাছাই করা sms আর কবিতা গুলো এখানে লিখেছি । আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে । আর ভালো লাগলে নিছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না । সবাইকে অনেক অনেক ধন্যবাদ.।
শুভ সন্ধ্যা এসএমএস :
দিনের আলো নিভলো শেষে,
স্নিগ্ধ বিকেল বেলার বেশে,
বলছে সে ” আর একটু পরেই
তলিয়ে যাবে ঘুমের দেশে ”
@@ শুভ সন্ধ্যা @@
দিনের শেষে সব পাখিরা
ফিরে আসে নিজ ঘরে,
এই কাজটা চলছে তাদের
যুগ যুগ ধরে,
এটাই আমি জানিয়ে দিলাম
তোমায় sms করে ।
*/’*+*/’* শুভ সন্ধ্যা */’*+*/’*
দিনের শেষে সূর্য যখন
পশ্চিমে দেবে ডুব,
কিছুক্ষনের জন্য তুমি
থেকো একটু চুপ ।
নীল আকাশের বুকে তখনি
পাখিরা উড়বে হলদে ছায়ায়,
আমিও তখন বলবো তোমায়,
এসো আমার মনে এই
শুভ সন্ধ্যায় ।
প্রকৃতি জুড়ায় দৃষ্টি
তোমার নামটা ভীষণ মিষ্টি
আমার মনে তুমি যেন মরুভুমিতে বৃষ্টি !!
((( শুভ সন্ধ্যা )))
প্রতিটি বিকেল বেলা আসে
নিজের নতুন সম্ভার নিয়ে ।
তোমায় সেই সম্ভারে সামিল করতে ।
তোমার সারাদিনের ক্লান্তিকে
কিছুটা হলেও কমাতে ।
*** শুভ সন্ধ্যা ***
শুভ সন্ধ্যা মেসেজ :
পড়ন্ত বেলায় সূর্যের মিষ্টি আলো
আমায় মনে করিয়ে দেয় যে-
আমার মনের কোনে সবচেয়ে
সুন্দর জায়গাটা দখল করে আছো তুমি ।
“” শুভ সন্ধ্যা “”
বিকেল বেলাটা দুপুরের উত্তাপ কমিয়ে
সূর্যাস্তের সুন্দর দৃশ্য বয়ে আনে,
তাই এই সময়টা ভীষণ সুন্দর ।
*** শুভ সন্ধ্যা ***
সকাল হলে এসো তুমি ‘ শিশির কণা হয়ে,
সন্ধ্যা হলে এসো তুমি ‘ রক্ত জবা হয়ে,
রাত হলে জ্বলো তুমি ‘ জোনাকি হয়ে,
সারা জীবন থেকো তুমি, আমার বন্ধু হয়ে,
**** শুভ সন্ধ্যা ****
সারাদিন ঘুরে সূর্য
যাচ্ছে তার বাড়ি ,
আজকের মত তার
দিনের সাথে আড়ি,
যাওয়ার সময় সে
গেলো আমায় বলে,
শুভ সন্ধ্যা বলতে হবে
একটু অন্ধ্যকার হলে ।
((শুভ সন্ধ্যা))
সোনালী কিরণের এই অন্তিম বেলায়,
আকাশে তাকাতে আমি বলছি তোমায়,
সূর্য এখন যে দিচ্ছে ডুব,
লাগছে তাকে ভালো খুব ।
তাই তোমায় জানাই-
(( শুভ সন্ধ্যা ))
সূর্যি ডোবার শেষে,
সন্ধ্যা নামলো হেসে,
বিদায় বেলায় তাই তোমায় জানাই-
** শুভ সন্ধ্যা **
শুভ সন্ধ্যা কবিতা :
সন্ধ্যা হলো,
সূর্য গেলো,
অস্তাচলে ।
তাই তো তোমায়
শুভেচ্ছা জানাই,
“শুভ সন্ধ্যা” বলে ।
সন্ধার ঠাণ্ডা বাতাসে
বুক ভরে নিঃশ্বাস নাও,
আর তা ধরে রাখো,
তোমার হৃদয়ের প্রকোষ্ঠে ।
((( শুভ সন্ধ্যা )))
সন্ধ্যার নিরব সূর্যাস্ত তোমার মনে
জাগিয়ে তুলুক শান্তির বার্তা…
** শুভ সন্ধ্যা **
স্বপ্নেরা স্বপ্নই,
কল্পনা তাই শুধু জলরঙে সাজানো,
দেখে যাও এক ছুটে,
আকাশটা রামধনু রাঙ্গানো ।।
শুভ সন্ধ্যা …
সূর্য অস্ত যেতে যেতে আশা দিয়ে যায়
যে অন্ধকার রাত যদি আসেও, তারপরে
উজ্জ্বল সকাল আছে…।
*** শুভ সন্ধ্যা ***
সূর্যাস্ত মনে করিয়ে দেয় যে,
দিনভর যাই হোক না কেন,
একটা দিন তবুও খুব সুন্দর ভাবে
শেষ হতে পারে ।
((( শুভ সন্ধ্যা ))
সূর্যাস্তের রক্তিমা মেখে উড়ে যাওয়া
বলাকা সারিকে দূর থেকে বললাম-
” যখন চাঁদের আলো তোমার হাসির
বন্যায় থমকে যাবে, তখন তোমাকে ওরা
যেন বলে ((( শুভ সন্ধ্যা )))