গোলাপ ফুল নিয়ে কিছু কথা । এটি এমন একটি ফুল, যাকে প্রায় সবাই ভালোবাসে । এটাকে ভালোবাসার প্রতীক হিসেবেও সবাই মনে করে । প্রেম বা ভালোবাসার প্রস্তাব দিতে এই ফুলের কদর সব চেয়ে বেশী । প্রায় সবাই তাদের ভালোবাসার মানুষকে খুশী করতে এই ফুল টি ই দিয়ে থাকে । প্রেমের প্রস্তাব দেয়া হয় এই ফুলের মাধ্যমে । এই ফুল পছন্দ করে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্ট করে । এই ফুলের ব্যবহার আমরা সর্বত্র দেখতে পাই । কেউ কেউ সখ করে এই ফুলের বাগান করে থাকেন । আবার কেউ কেউ এই ফুল দিয়ে তাদের বাসা বাড়ির সাজিয়ে থাকেন । কদম ফুলের ছবি
গোলাপ ফুল এর ছবি
বড় বড় অনুষ্ঠান গুলোতে এবং বিয়ের অনুষ্ঠানে আমরা এই ফুলের ব্যবহার অনেক বেশি দেখতে পাই । বাংলাদেশের এমন অনেক জায়গা আছে যেখানে অনেক কৃষক এই ফুলের চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে । তাদের চাষ করা এই ফুল প্রায় বাংলাদেশের সব জেলায় বিক্রি করতে দেখা যায় । পৃথিবীর প্রায় সব দেশেই এই ফুল বেশ জনপ্রিয় এবং পরিচিত । আমাদের দেশে বিয়েতে বর কনেকে এবং কনে বরকে গোলাপ ফুলের মালা দিয়ে বরণ করে থাকে । এ নিয়মের প্রচলন বহুদিন পূর্বে থেকে বাংলাদেশে প্রচলিত আছে ।