পহেলা বৈশাখ স্ট্যাটাস এসএমএস কবিতা আর পহেলা বৈশাখের ছন্দ নিয়ে আমাদের এই পোস্ট । আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে । কারন আমরা শুধু বাচাই করা এসএমএস কবিতা আর ছবি নিয়ে এই পোষ্ট টি সাজিয়েছি । সবাইকে অগ্রিম শুভ নববর্ষ ।
পহেলা বৈশাখ এসএমএস:
পানতা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ…
নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো ((শুভ পহেলা বৈশাখ))
নতুন আশা নতুন প্রান______♥
নতুন হাসি নতুন গান_______♥
নতুন সকাল নতুন আলো___♥
নতুন দিন কাটুক ভালো______♥
দুঃখকে ভুলে যাই___________♥
নতুন কে স্বাগত জানাই______♥
________শুভ পহেলা বৈশাখ_________
পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
*শুভ পহেলা বৈশাখ*
ঝরে গেলো আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ পহেলা বৈশাখ”
নতুন পোশাক নতুন সাঁজ, নতুন বছর শুরু আজ,
মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি ।
চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো ।
((( শুভ পহেলা বৈশাখ )))
বার মাসে তের পার্বণ এবার এলো বলে,
বাঙ্গালির একটি বছর বয়ে গেলো চলে!!!
নতুন বছরে আসুক শুধু আনন্দের স্পর্শ,,
আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই ****শুভ পহেলা বৈশাখ****
পহেলা বৈশাখ স্ট্যাটাস :
মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত………….
আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত !!!!!
************শুভ পহেলা বৈশাখ**************
নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো ।
@@@ শুভ পহেলা বৈশাখ @@@
নতুন সকাল , নতুন দিন , নতুন করে শুরু ।
যা হয় না যেন শেষ,
নববর্ষের শুভেচ্ছা সাথে,
পাঠালাম তোমায় এই এসএমএস !
*** শুভ পহেলা বৈশাখ ***
তিনজন লোক তোমার ফোন নাম্বার চেয়েছিলো ।
আমি দিইনি। তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।
তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে ।
তারা তিনজন হলো- সুখ, শান্তি, সমৃদ্ধি !!!
অগ্রিম শুভ পহেলা বৈশাখ!!!
আবার আসলো বৈশাখ মাস , চৈত্রের অবসানে !
নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে ।
মনের যত গ্লানি ভুলে, জীবন গড়ো নতুন ভাবে ।
নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে ।
রাঙা আবির মেখে চোখে চোখে মনের কথা সে বলছে,
নতুন সাজে সবার ঘরে বৈশাখ এসেছে । রং মেখে ললনা,
হেলে দুলে চলোনা । এমন দিনে কেউ করোনা ছ্লোনা।
(((( শুভ পহেলা বৈশাখ )))
মুছে যাক সকল কলুষতা শান্তির বার্তা নিল খামে
পাঠালাম সুদিনের সুবাতাস তোমায় দিলাম ।
***** শুভ পহেলা বৈশাখ *****
ঢাক ঢোল মাদলের তালে, রং বেরঙের মনের দেয়ালে
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে ।
*** শুভ পহেলা বৈশাখ ***
দিন যদি চলে যায় দিগন্তের শেষে
রাত যদি চলে যায় তারার দেশে
ভেবো না বন্ধু, আমি থাকবো তোমাদের পাশে।
!!! শুভ পহেলা বৈশাখ !!!
বসন্তের আগমনে কোকিলের সুর !
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর !
বর্ষার আগমনে সাদা কাঁশফুল !
তাই তোমায় উইশ করতে মন হলো বেকুল !
*** শুভ পহেলা বৈশাখ ***
উদীত রবির প্রথম আলো, দূর করবে সকল কালো।
মাতবে মন আনন্দ ধারায়, সবাই হবে বাধন হারা।
দিনটি হোক তোমার তরে, মন ভরে উঠুক খুশির জরে ।
@@@ শুভ পহেলা বৈশাখ@@@
পহেলা বৈশাখ শুভেচ্ছা :
ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন, পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালোবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার পহেলা বৈশাখ ।
হাসি দুঃখ গ্লানি,
ছিল আছে থাকবে ।
নতুন বছরের শুভদিন,
আসবে কাছে ডাকবে ।
ঐসব গ্লানি ভূলে গিয়ে,
নাও মনে ঐ ডাক ।
জানাই হে প্রিয় সকলকে ।
শুভ পহেলা বৈশাখ ।
নিশি অবশান প্রায় ,
ঐ পুরাতন বর্ষ হয় গত ।
আমি আজি ধূলিতলে ,
জীর্ন জীবন করিলাম নত ।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত,
ক্ষমা কর আজিকের মত।
পুরাতন বছরের সাথে ,
পুরাতন অপরাধ যত ।
হর্দম হৈ হৈ,
বৈ এল ঐ,
কলার পাতায় ইলিশ পান্তা ,
ঈসান কোনে মেঘের বার্তা ।
শুভ পহেলা বৈশাখ ।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নবরুপে পহেলা বৈশাখ…
আজ শুধুই ভালবাসার উজানে,
বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে,
পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে,
প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নতুন সাজে পহেলা বৈশাখ।
শুভ পহেলা বৈশাখ !!