জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু  ( bangla birthday wishes for friend ) : বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিচের স্ট্যাটাস গুলো নিতে পারেন । এই স্ট্যাটাস গুলো অনেক সুন্দর । জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে বন্ধু কে এখনই জানিয়ে দিন আপনার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু :

১. সুখে কাটুক বন্ধু তোমার আজকের দিন
জানাচ্ছি আজ বন্ধু তোমায় শুভ জন্মদিন

২. শুভ জন্মদিন বন্ধু, আশা করি দিনটি তোমার জীবনে বয়ে নিয়ে আসবে সুখের বন্যা।

৩. শুভ জন্মদিন।সকল দুশ্চিন্তা মুছে ফেলে সামনে এগিয়ে যাও মুক্ত বাতাসের খোঁজে।স্বার্থক হোক তোমার নতুন দিনগুলি।

৪. নতুন করে সফলতার সাথে পুনঃরচিত হোক তোমার জীবন। শুভ জন্মদিন। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এগিয়ে যাও শান্তির পথে।

৫. শুভ জন্মদিন। শান্তিপূর্ণ হোক তোমার প্রতিটি মুহূর্ত। কেটে যাক সকল হতাশা ও দুঃখ।

৬. শুভ জন্মদিন। নতুন উদ্যমে শুরু হোক তোমার জীবন। শুভ হোক বাকিটুকু যাত্রা ।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু

৭. আজ থেকে নতুন একটি পাতায় শুরু হোক তোমার জীবনের গল্প।শুভ জন্মদিন।স্বার্থক হোক তোমার বেঁচে থাকা।

৮. আজ থেকে শুরু হলো নতুন একটি অধ্যায়। জন্মদিনের শুভকামনা রইল। তোমার সকল সৎ উদ্দেশ্য পূরণ হোক।

৯. পুরোনো স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আরো উত্তম ভাবে শুরু করো বাকি দিনগুলি। শুভ জন্মদিন। শান্তিপূর্ণ হোক তোমার জীবন।

১০. শুভ জন্মদিন। নতুন আশা এবং নতুন উদ্যমে শুরু হোক তোমার দিনগুলো। ভালো থেকো।

১১. আলোকিত হোক তোমার জীবন। পুরণ হোক তোমার প্রতিটি সৎ উদ্দেশ্য। জন্মদিনের শুভেচ্ছা রইল।

১২. কেটে গেল আরেকটি বছর।সামনের বছরগুলো আশা করি আগের থেকে আরো ভালো হবে। শুভ জন্মদিন।

১৩. আলোকিত হোক তোমার বাকিটুকু জীবন।শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল।অতীতের দুঃখ ভুলে সামনে এগিয়ে যাও সততার সাথে।

১৪. মুছে যাক দুঃখ, ধুয়ে যাক কষ্ট আজকের এই জন্মদিনে হয়ে যাক তোমার সব খারাপ নষ্ট।

১৫. শান্তির পথে যাও এগিয়ে আজকের এই জন্মদিন থেকেই শুরু করো তোমার নতুন পথ চলা। স্রষ্টা তোমার সহায় হোন।

১৬. আলোকিত হোক ভবিষ্যৎ, প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে,সুখ দিয়ে পরিপূর্ণ হোক তোমার জীবন এই রইল কামনা।শুভ জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা।

১৭. তোর জন্য ভালোবাসা লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভীড়ে আমার মনে থাকবি তুই।শুভ জন্মদিন।

১৮. প্রার্থনা রইল হাসি-খুশি, সুখ ও আনন্দ – এগুলোই যেন হয় তোমার জীবনের নতুন বছরের সংগী।জন্মদিনের অভিনন্দন।

১৯. মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে।পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া, পেয়েছে তারা তোমার শুভ জন্মদিনের ছোয়া।শুভ জন্মদিন।

২০. সূর্যের মত উজ্জ্বল হও, হও সাগরের মত চঞ্চল;আকাশের মত উদার হও,হও ঢেউয়ের মত উচ্ছল।শুভ জন্মদিন।

বন্ধুকে শুভ জন্মদিন জানানোর স্ট্যাটাস :

২১. জন্মদিন তো প্রতিবছরই আসে, কিন্তু তোমার মতো বন্ধু জীবনে একবারই আসে। তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি ধন্য।

২২. আশা করি তোমার জন্মদিনটি ঠিক তোমার মতোই বিশেষ হবে এবং তুমি তা উপভোগ করবে।

২৩. যেহেতু তুমিই আমার অধিকাংশ খুশির কারণ হয়েছ তাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমার জন্মদিনে তোমাকে অফুরন্ত খুশি এনে দেন।

২৪. জন্মদিন মানে তোমার জীবনের নতুন একটি বছর। নতুন বছরে থাকবে নতুন নতুন সমস্যা এবং আশাকরি আগের মতোই তোমাকে সেগুলো সমাধানে সাহায্য করব।

২৫. আশা করি আল্লাহ তোমার জন্মদিনের দিন তোমার সকল ইচ্ছা পূরণ করে তোমার জীবনকে করে তুলুক আরো আনন্দময়।

২৬. আশা করি তোমার জীবনের বাকি যে দিনগুলো রয়েছে তাও যেন এই জন্মদিনের মতোই রঙিন হয়ে ওঠে। জন্মদিনের অঢেল শুভেচ্ছা।

২৭. ধন্যবাদ আমার পাশে থেকে আমার জীবনকে এত সুন্দর করার জন্য। আশা করি তোমার জন্মদিনকে তুমি উপভোগ করবে এবং পুরনো বেদনাকে ভুলে নতুন জীবনের পথে পা দিবে।

২৮. জীবনের সবথেকে ভালো একটি উপহার হলো একটি ভালো বন্ধু পাওয়া যা সবাই পায়না। তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ, শুভ জন্মদিন বন্ধু।

২৯. জন্মদিন হলো কিছু না ভোলা মুহূর্ত তৈরি করার সবথেকে ভালো সময়, তাই তোমার জন্মদিন যেন হয় সূর্যের মতো আলোকিত, শুভ জন্মদিন আমার প্রাণপ্রিয় বন্ধু।

৩০. তোমাকে জানায় তোমার জন্মদিনের অবিরাম শুভেচ্ছা এবং একটি সুন্দর এবং সফল বছর পার করার শুভেচ্ছা। ধন্যবাদ এত ভালো একজন বন্ধু হওয়ার জন্য।

৩১. শুভ জন্মদিন বন্ধু। যেহেতু তুমি আমার সবথেকে ভালো একজন বন্ধু তাই আমি দোয়া করি তোমার জীবনের সবকিছুই যেন অত্যন্ত ভালো হয় এবং সামনের জীবনে উপভোগ করতে পারো।

৩২. তুমি সত্যিই একজন অসাধারণ বন্ধু ছিলে, আশা করি তোমার জন্মদিনও তোমার বন্ধুত্বের মতোই অসাধারণ হবে।

৩৩. তোমার মতো বন্ধু কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়, তাই আশা করছি তোমার জন্মদিনের খুশি এবং মুহূর্তগুলোও তোমার কাছে অমূল্য হবে।

৩৪. তোমার বন্ধুত্বে আমি মুগ্ধ, আশা করি যেমন আছো ঠিক তেমনি থাকবে সারাজীবন, আমার বন্ধু হয়ে, শুভ জন্মদিনের অসীম শুভেচ্ছা তোমায়।

৩৫. বছরে ৩৬৫ দিন তার মধ্যে আজ তোমার জন্মদিন, বিশেষ নয় কি এ দিন? আশা করি আমার জীবন তুমি যেমন সুন্দর করেছ তোমার জন্মদিন তার থেকেও সুন্দর হবে।

৩৬. জীবনে অনেকের অনেক প্রিয় এবং বিশেষ দিন রয়েছে, আমার কাছে বিশেষ দিন হলো তোমার জন্মদিন, শুভ জন্মদিন বন্ধু।

৩৭. জন্মদিন তোমার থেকে নিয়েছে একটি বছর, আবার দিয়েছে নতুন একটি বছর, আশা করি আমি এবছর তোমার জীবনকে বন্ধুত্বপূর্ণ করতে সক্ষম হবো, শুভ জন্মদিন আমার হৃদয়ের বন্ধু।

৩৮. আজ তোমার জন্মদিন, আর এই বিশেষ দিনে তোমায় জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে শুভেছা এবং আশা করছি আরও এমন শত শত জমদিন কাটাতে পারবো তোমার সাথে।

৩৯. তুমি আমার জীবনে যেমন আশীর্বাদ হয়ে এসেছ, ঠিক তেমনি আশীর্বাদ যেন আমি তোমার জীবনেও হয়ে উঠতে পারি, তোমার বন্ধুত্বের কৃতজ্ঞতা জানিয়ে তোমার জন্য রইল শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

৪০. মানুষের দেহ যেমন আত্মা ছাড়া অর্থহীন, ঠিক তেমনি আমার জীবনে তোমার বন্ধুত্ব ছাড়া নিথর, অপরিপূর্ণ। আমার জীবনে পরিপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমায় জানাই শুভ জন্মদিনের অসীম শুভেচ্ছা।

1 Comment

  1. Today is your birthday, isn’t it a special day? I hope your life will be more beautiful than your birthday. mahabub 🎂🎂🎂🎂🎂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x