বুনো ফুল নিয়ে ক্যাপশন

আজকে আমরা বুনো ফুল নিয়ে ক্যাপশন , ছন্দ ও কবিতা আপনাদের সাথে শেয়ার করবো । বুনো ফুল অনেক অনাদরে অযত্নে পড়ে থাকলেও এর সৌন্দর্য সবাইকে কাছে টানে । আপনি হয়তো এই বুনো ফুল নিয়ে কিছু সুন্দর সুন্দর লেখা খুঁজছেন । তাহলে আপনি এখানে আমাদের এই স্ট্যাটাস বা ক্যাপশন গুলো দেখতে পারেন । আমরা এই কবিতা ও ছন্দ গুলো অনেক সুন্দর করে সাজিয়ে লিখেছি । যাতে করে আপনি খুব সহজেই সব গুলো একসাথে পেতে পারেন । তাহলে আসুন দেখে নেয়া যাক আমাদের আজকে লেখা গুলো ।বুনো ফুল নিয়ে ক্যাপশন

বুনো ফুল নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা :

আমি হলাম বুনোফুল পড়ে থাকি অবহেলায়,
তুমি হলে রাঙা গোলাপ যত্নে থাকো বাগানে ।

আমি বুনো ফুলের মতই রাস্তার পাশে, তোমার
অপেক্ষায় বসে থাকবো, তুমি কি আসবে ?

বাঁধবো না চুল, না পেলে বুনো ফুল ।

আলোর ভিড়ে, শহুরে আদরে, প্লাস্টিক ফুল,
রঙচটা রোদে, একলা পথে, অনাদরে বুনোফুল ।

ছিলাম এক আগুন্তুক, আকাশের কোণে,
ধরণীর মাঝে আসিলাম নেমে এক বুনো ফুলকে ভালোবেসে ।

Read More  দান নিয়ে উক্তি

পথি পার্শের গুল্মের মূল,
শোভাবর্ধনকারী সুরভীহীন বুনো ফুল ।

উদাসী হাওয়ায় ঝরে পরে বুলো ফুল,
বৃষ্টি নামে মেঠো পথে গন্ধে মাতে খামখেয়ালী সূর ।

হাসছে নির্জনে বুনোফুল, দিচ্ছে অপ্রেমের মাশুল ।

অযত্নে আগাছার মাঝে বড় হয়ে প্রস্ফুটিত বুনো ফুল
রূপ গন্ধের পসরা সাজিয়ে বসে থাকে লাগতে দেয় না গায়ে ধুল ।

Read more:>>> শিশির ভেজা ঘাস নিয়ে ক্যাপশন

শেষ বিকেলে ইচ্ছেরা জমুক ছেঁড়া বনো ফুলে
গভীর রাতে সাজিয়ে দেবো তোমার খোলা চুলে ।

বনে ফুটে বনো ফুন ঝরে গেলেও পায় না কেউ তার সুবাস
কত প্রতিভা অন্ধকারে বিলুপ্ত হয়ে যায় বিকশিত হয় না প্রকাশ ।

বুনো ফুলের গন্ধে বেহাল ঝিম ঝিম নেশা ধরানো
প্রেমের আবেশে হচ্ছি মাতাল স্বপ্ন গুলো ছড়ানো ।

জড়িত থাকবো অকালে, কমল বিভ্রান্ত বনো ফুলে ।

পাহাড়ি ঘনবনে একগুচ্ছো বুনো ফুল, হাতছানিতে ডাকে ওকুল
তুলিতে গিয়ে ফুল তরুনি সেথায় বুনো কাঁটা তাহার রাঙা পায়ে বিধে ।

প্রিয় বন্ধুরা, আমাদের এই লিখা গুলো কেমন লাগলো ? আশা করি খুবই ভালো লেগেছে । যদি ভালো লেগে থাকে তাহলে দয়াকরে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না । আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা । তাই আপনাদের কাছে ভালো লাগলেই আমরা নিজেদের সফল মনে করি । এই ধরণের আরো অনেক সুন্দর সুন্দর লেখা পেতে আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *