পদ্ম ফুল নিয়ে ক্যাপশন

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস পোস্ট এসএমএস ও কিছু রোম্যান্টিক কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । ক্যাপশন গুলো খুবই চমৎকার কবিতা ছন্দ মিলানো আছে । তাই এগুলো চাইলে যেকোন কারো সাথে শেয়ার করতে পারেন । তো আসুন তাহলে দেখে নেয়া যাক, স্ট্যাটাস বা ক্যাপশন গুলো ।

পদ্ম ফুল নিয়ে ক্যাপশন :

১. আমি নাইতে গিয়ে এক পদ্ম দেখেছি
তুলবো বলে তাহার উপর হাত রেখেছি,
যে পদ্ম অঙ্গে ঢেলেছে কতশত নীল
তাই দিয়ে সাজাবো আসমানী মঞ্জিল।

২. তারার মেলা লুকিয়ে রেখেছি মন ডগাতে
নিশিতে শুরু রক্ত খেলা শেষ হবে এই প্রভাতে,
স্বার্থকী তুই পদ্ম পানে রণে নেমে আয়
রাঙা দেহে সেজে আছি জলের কিনারায়।

৩. পদ্মা লতায় লতায় কাঁটা থাকে বলেই পদ্ম এত মূল্যবান।
পদ্মের পাপড়িগুলো একটি একটি করে ঝরে পরে ঠিকই কিন্তু কাঁটাগুলো হৃদয়ে বৃদ্ধ হয়।

৪. এক সময় বর্ষা ও শরৎকালে বাংলাদেশের বিলে ঝিলে ফুটে থাকতো শোভাবর্ধনকারী, মনোহরি পদ্মফুল।
“ওহে পদ্ম ফুল!
ভোরের হাওয়ায় শীতল স্পর্শে দুলছো দোদুল- দুল।”
আজকাল আর সর্বত্র পদ্মফুলের দেখা পাওয়া যায় না।

আরো আছেঃ>>> শিউলি ফুল নিয়ে ক্যাপশন

৫. “একা ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে
ভ্রমর – কুন্তলা কিশোরী?
আধেক অঙ্গ জলে, রূপের লহর তোলে
সে ফুল দেখে বেভুল সিনান বিসরি।।”
— কাজী নজরুল ইসলাম

৬. আজ নীল ফুলের নীল পদ্ম
নীলিমার মায়ায় আবদ্ধ
সবকিছু আজ তাই যেন
নীলের মাঝেই সীমাবদ্ধ।পদ্ম ফুল নিয়ে ক্যাপশন

৭. মা, তুমি স্নেহের আঁচল মোড়ানো
নীল পদ্ম ফুল
ক্ষমা করো মমতাময়ী
হয় যদি কভু অজ্ঞাত ভুল!

৮. আমার বন্ধু কে
তোমরা কি কেউ জানো?
অরন্যের লতিকা গুল্ম, নাকি নদীতে বয়ে যাওয়া স্রোত?
নাকি পাহাড়ের খন্ড আকৃতির স্তুপ
কিংবা সমুদ্র তলদেশের মৎস্যকন্যারা?
আমি আজ ভেবে ভেবে ক্লান্ত পরিশ্রান্ত,
হতবিহ্বল উদ্ভ্রান্ত।

তবে দিঘীরপাড়ের পদ্মফুল আমায় বলেছিল,
তোমার বন্ধু তুমি, শুধুই তুমি।
আরো আছে বই
সুকান্ত নজরুল জীবনানন্দ
আরো আছে রবীন্দ্রনাথ
যাকে পুজিলে জীবন
হবে সার্থক তোমার।
—- আইরিন আঁখি

৯. পৃথিবীতে যতই খারাপ থাকুক না কেন, শেষ পর্যন্ত সুন্দরের জয় নিশ্চিত। ঠিক তেমনি, কেউ তোমার কাছে খারাপ বানানোর যতই চেষ্টা করুক না কেন, তোমার মন যদি অবিচল থাকে যে তুমি ভালোই হবে, তাহলে তুমি তাই হবে।
এর অনন্য উদাহরণ হল পদ্ম ফুল। তার চারপাশে কত ময়লা, কাদা জল, দুর্গন্ধ যুক্ত পরিবেশ। অথচ এরই মাঝে জন্ম নেয় মনোহরী সৌন্দর্যের আধার পদ্মফুলটা।

১০. সকল সুযোগ-সুবিধা পেলেই যে মানুষ সফল হবে তার কোন নিশ্চয়তা নেই, মাঝে মাঝে সুবিধাবঞ্চিতদের মাঝেও জন্ম নেয় কিছু “গোবরে পদ্মফুল”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x