অবহেলা নিয়ে ৩ টি কবিতা দেয়া হলো এখানে । কবিতা গুলো পড়ে দেখুন খুব ভালো লাগবে । এই তিন টি কবিতা লিখেছেন তায়েবা যহুরা তাসমি । আমাদের এই সাইটে আরো অনেক বিষয়ে কবিতা লেখা হয় । তাই নিচে আরো কবিতার লিংক দেয়া আছে । তাহলে আসুন আমাদের আজকের কবিতা গুলো পরে দেখি ।
অবহেলা নিয়ে কবিতা :
কবিতাঃ ১
শত ক্ষত-খুঁতের অবহেলায়
ঠেলে দিলো আমার জানালায়।
রাত প্রহর জুড়ে কেবল-ই অপেক্ষা,
শুধু বাড়ল অপেক্ষার দীক্ষা
সবকিছুই মিথ্যে পৃথিবীর মোহ-মায়ায়
সন্ধ্যে গড়ালো বিকেলের বিষাদ ধোয়ায়।
মৃত্যু হয়ে নেমে আসে অবহেলায়
ঢেকে দেয় সকল ছায়ায়,
লেখা হয় অবহেলার মৃত্যুনামা,
পরে রয় শুধুই মৃত আমার দেহখানা।
বেঁচে থেকে হয়ে রই মৃত
মৃতের চিতকারে অবহেলার কষ্ট,
অবহেলায় লেখা গান অস্পষ্ট।
মানুষ ছোঁয়নি এই মন,ছোঁয়নি এই হৃদয়
তুমি এসে ভালোবাসায় ভরিয়ে দিও,
আর অবহেলার পরিবর্তে আমায় পুরোটা নিও।
Read more:>>> গভীর প্রেমের কবিতা
কবিতাঃ ২
শ্মশানের কাঠে পুড়েছে অবহেলা
গন্ধ নেই শত সূক্ষ্ম, বয়ে যায় বেলা।
আছে গায়ে যদিও রক্ত-মাংস,
নিশ্চুপ শ্মশান পায় গন্ধ -পায় পোড়া শব
আলোমেখে তার সব,
তার চারপাশ বেজে যায় অবহেলা
বিষাদ সুরের বেহালা।
সুর তুলে তোমার আমার
বেজে যায় কেবল অবহেলা
ছেয়ে যায় শত শূন্যতা
কোথায় মিলবে পূর্ণতা।
আজ হবে তারার মেলা
সব থেমে যাবে, ফুরাবে বেলা,
থমকে থাকে সময়ের প্রস্থান।
রয়ে যাবে শুধু মৃতের শ্মশান।
আমায় তুমি খুঁজবে অবহেলায়
সময় পেরিয়ে অবেলায়,
ভেঙে পরে রবে শূন্যতার আশায়,
ভিজবো অবহেলার বর্ষায়,
হবে না তোমার আমার মিলন মেলা
পড়ে রবে শুধু দুঃখ বেদনা,
আর অবেলার অবহেলা।
কবিতাঃ ৩
তুমি দিয়েছিলে ভালোবাসার ইশারা
তবু হলে সময়ের ঘড়িতে অচেনা,
মিথ্যে ইশারায় দিলে কেবল উপেক্ষা
আমায় দিয়ে গেলে কেবল অবহেলা আর অপেক্ষা।
আমার হয়নি তোমায় ছোঁয়া,
আঁধারে মিলালে ভালোবাসার সব ধোয়া,
তুমি উড়ে গেছো হয়ে কর্পূর দেখেছি চেয়ে চেয়ে,
তবু আমি পূর্ণতা পেয়েছি, তোমার এতোটুকু পেয়ে।
তোমার এই অবহেলার লেনাদেনা,
আমার জন্য চিরন্তর চিরচেনা।
রাস্তাগুলো যেনো তোমার অচেনা
আমায় চেনালে মিথ্যে প্রেমের খেলা,
তোমার জন্য তবু ও পাঠালাম ভালোবাসা,
সেই ভালোবাসার নাম ও তোমার কাছে অবহেলা।
শেষ করে সব অবাঞ্চনীয় অবহেলা,
আকাশে ভেসে বেড়াবে ভালোবাসা ভেলা,
ভুলের খাতাটা ধুলোয় মিশিয়ে দিও,
মিথ্যে হলেও আরো একবার আমায় ডেকো প্রিয়।