অভ্যাস নিয়ে এখানে ১৮ টি বিখ্যাত উক্তি দেয়া হলো । অভ্যাস হলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ । আমরা সবাই কোন না কোন কিছুর উপর অভ্যস্ত । মানে আমাদের সবার কোন না কোন অভ্যাস থাকে, তার মধ্যে কোন টা ভালো আবার কোন টা খারাফ হয় । যেমন আমি মনে করি দুধ চা পান করা আমার জন্য একটা খারাফ অভ্যাস । কারণ এতে করে শরীর খারাফ হয়ে যায় এবং আরো অনেক জটিল রোগ এর জন্মও হয়। যাহোক দেখে নেই অভ্যাস নিয়ে বিখ্যাত মনিষীরা কে কি বলেছেন ।
অভ্যাস নিয়ে উক্তি ও বাণী :
১. তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই ভিন্নতা এনে দেয় ।
— অ্যারিস্টটল
২. একটি খারাপ অভ্যাস এর পরিবর্তন আপনার পুরো জীবনকেই পরিবর্তন করে ফেলতে পারে।
— জেনি ক্রেইগ
৩. তোমার অভ্যাসই বলে দেবে তোমার ভবিষ্যতে কি আসতে চলেছে।
— জ্যাক ক্যানিফিল্ড
আরো আছেঃ>> অলসতা নিয়ে উক্তি
৪. প্রথমে আমরা কোনো কিছুর অভ্যাস বানাই, তারপর সেই অভ্যাস আমাদের সাফল্য কিংবা ব্যর্থতা বানায়।
— জন ড্রাইডেন
৫. স্বাস্থ্য, সম্পদ, সুখ, সাফল্য এসব কিছুই নির্ভর করে আপনার প্রাত্যহিক অভ্যাস এর উপর।
— জোয়ান্না জাস্ট
আরো আছেঃ>> সুস্বাস্থ্য নিয়ে উক্তি
৬. খারাপ অভ্যাস হলো বিছানায় আরাম করে শুয়ে যাওয়ার মতো, যাতে ঢোকা সহজ তবে বের হওয়া কঠিন।
— সংগৃহীত
৭. খারাপ অভ্যাসকে কালকে বাদ দেয়ার চেয়ে আজকে বাদ দেয়া অধিক সহজ। কেননা বাদ দেয়ার সেই কাল কখনো আসে না।
— প্রবাদ
৮. অভ্যাসের ক্ষমতা অসাধারণ, কেননা একটি অভ্যাসই আপনার পুরো জীবনকে পরিবর্তন করতে পারে।
— ল্যাটিন প্রবাদ
৯. কাটা দিয়ে যেমন কাটা তুলতে হয় তেমনি অভ্যাসকে বাদ দিতে আপনার অভ্যাস তৈরি করতে হবে।
— এরাসমস
১০. অভ্যাস হলো মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় যা বাকি ৫টিকে ভুল প্রমাণ এবং বশীভূত করতে পারে।
— আরব প্রবাদ
১১. আপনি অভ্যাস দ্বারা পরিচালিত হতে পারেন না বরং অভ্যাসকে নিজের দ্বারা পরিচালিত করুন।
— টনি ভিসকন্টি
১২. অভ্যাসকে যদি প্রতিহত করা না যায় তবে শীঘ্রই তা প্রয়োজনীয়তায় রূপ নেয়।
— সেইন্ট অগাস্টিন
১৩. যৌবনে যে ভালো অভ্যাস তৈরি হয় তাই সারাজীবনের পাথেয় এবং পার্থক্য সৃষ্টি করে।
— এরিস্টটল
১৪. জীবনকে পরিবর্তন করতে চাইলে অভ্যাসকে পরিবর্তন করুন।
— সংগৃহীত
১৫. যখন আপনি বারবার হেরে যাওয়া শিখে যান তখন এটা একটা অভ্যাসে রূপ নেয়।
— ভিনসে লমবার্ডি
১৬. অভ্যাস ধীরে ধীরে চরিত্রের পরিবর্তন ঘটায়।
— অজ্ঞাত
১৭. অভ্যাস এর নিয়ন্ত্রণ নিজ হাতে নিন, জীবনের নিয়ন্ত্রণও চলে আসবে।
— সংগৃহীত
১৮. প্রেরণা হলো যা আপনাকে কিছু শুরু করার শক্তি জোগায়। আর অভ্যাস হলো যা আপনাকে কাজটি অবিরাম করে যাওয়ার শক্তি দেয়।
— জিম রন