কিছু প্রেমের sms এবং কবিতা নিয়ে সাজানো আমাদের আজকের এই পাতা । আশা করি এই বাংলা প্রেমের sms , ভালোবাসার এস এম এস গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে । ভালো লাগলে কমেন্ট করে জানাবেন । আপনাদের সুন্দর মতামত আমাদের উৎসাহ জাগাবে আরো নতুন ও সুন্দর কিছু প্রেমের sms বাংলা এস এম এস কবিতা নিয়ে আসতে । এছাড়া ও আমাদের সাইটের অন্যান্য পাতায় আরো অনেক সুন্দর সুন্দর বাংলা এসএমএস পাবেন । পড়ে দেখার আমন্ত্রণ রইলো । ধন্যবাদ ।
প্রেমের SMS বাংলা লাভ এসএমএস ঃ
যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।
মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।
প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় ।
বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।
চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।
তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।
কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !
Read more >>> ভালোবাসার এসএমএস
আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে !!
কি জানি হায় কোন আগুনে, মরিবো আমি এই ফাগুনে |
বাংলা অভিমানী প্রেমের sms :
আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে …… !
সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।
রোমান্টিক প্রেমের কবিতা এস,এম,এসঃ
এক মুঠো স্বপ্ন দিলাম,
নিজের মত গড়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম,
যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম,
বেদনায় নীল হয়ে যেতে দিও;
এক ফোটা বৃষ্টি দিলাম,
মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রং দিলাম,
পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম,
দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রংধনু দিলাম,
মনটাকে রাঙিয়ে নিও।
অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে, সম্পর্কটা মিষ্টি হয় ।
বাংলা প্রেমের এস,এম,এসঃ
ভালবাসা এমন একটা বস্তু যা
কখনো আপনাকে হাসাবে কখনো
আপনাকে কাদাবে ।
কখনো মধুর সপ্ন দেখাবে, কখনো
হৃদয় ভেঙ্গে চুর-মার করে দিবে ।
কখনো সুখের সাগরে ভাসাবে,
আবার কখনো কষ্টের অথৈ
জলে ডুবাবে ।
তবুও মানুষ ভালোবাসে,
তবুও মানুষ সপ্ন দেখে, কারন এই
সব আছে বলেই হয়তো মানুষ
বেঁচে থাকে……….
প্রেমের উক্তি এস এম এসঃ
” প্রেমিক বা প্রেমিকা কেমন হবে এমন কোন মডেল ধারনা নিয়ে প্রেম করতে যাওয়াটা ভুল । এই ধারনা নিয়ে প্রেম করতে গিয়েই বেশিরভাগ মানুষ ভুল সঙ্গী নির্বাচন করে । “
” নারি বা পুরুষ সম্পর্কে যার হীন মনোভাব তেমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা মানে জীবনে অশান্তি ডেকে আনা । এমন পুরুষ এবং নারি কখনই আদর্শ সঙ্গী নয় । “
” স্নেহপ্রবন নয় এমন মানুষকে কখনই ভালোবাসা উচিৎ নয় । “
” অপরিনত মস্তিষ্ক কারো সঙ্গে কখনো প্রেম করা উচিৎ নয়, এরা সম্পর্কের মানে বুঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয় । “
” হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যকার ভালোবাসার সবটুকু আমাকে জানতে দিও । – ( সম্রাট অষ্টম হেনরি ) “
ভালবাসা মানুষকে অন্ধ করে না.বরণ মানুষ অন্ধ হয়ে যায় ভালবাসার কাছে.(M+A)
Ki bolbo very very nice
আমার খুব ভালো লেগেছে but আমার জানটা আমাকে কষ্ট দিয়ে চলে গেছে তাই অনেক কষ্ট পালাম । Thanks for you . very nice . good . aro taratari aro golpo ar sms lekhe .