কিছু প্রেমের এসএমএস মেসেজ নিয়ে সাজানো আমাদের আজকের এই পাতা । আশা করি এই বাংলা প্রেমের এসএমএস গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে । ভালো লাগলে কমেন্ট করে জানাবেন । আপনাদের সুন্দর মতামত আমাদের উৎসাহ জাগাবে আরো নতুন ও সুন্দর কিছু প্রেমের এসএমএস নিয়ে আসতে । এছাড়া ও আমাদের সাইটের অন্যান্য পাতায় আরো অনেক সুন্দর সুন্দর বাংলা এসএমএস পাবেন । পড়ে দেখার আমন্ত্রণ রইলো । ধন্যবাদ ।
প্রেমের এসএমএস :
যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!
শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।
মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।
প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় ।
বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।
চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।
তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।
কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !
আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে !!
কি জানি হায় কোন আগুনে, মরিবো আমি এই ফাগুনে |
প্রেমের মেসেজ :
আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে …… !
সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।
এক মুঠো স্বপ্ন দিলাম,
নিজের মত গড়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম,
যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম,
বেদনায় নীল হয়ে যেতে দিও;
এক ফোটা বৃষ্টি দিলাম,
মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রং দিলাম,
পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম,
দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রংধনু দিলাম,
মনটাকে রাঙিয়ে নিও।
অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে, সম্পর্কটা মিষ্টি হয় ।
প্রেমের এসএমএস :
ভালবাসা এমন একটা বস্তু যা
কখনো আপনাকে হাসাবে কখনো
আপনাকে কাদাবে ।
কখনো মধুর সপ্ন দেখাবে, কখনো
হৃদয় ভেঙ্গে চুর-মার করে দিবে ।
কখনো সুখের সাগরে ভাসাবে,
আবার কখনো কষ্টের অথৈ
জলে ডুবাবে ।
তবুও মানুষ ভালোবাসে,
তবুও মানুষ সপ্ন দেখে, কারন এই
সব আছে বলেই হয়তো মানুষ
বেঁচে থাকে……….
” প্রেমিক বা প্রেমিকা কেমন হবে এমন কোন মডেল ধারনা নিয়ে প্রেম করতে যাওয়াটা ভুল । এই ধারনা নিয়ে প্রেম করতে গিয়েই বেশিরভাগ মানুষ ভুল সঙ্গী নির্বাচন করে । “
” নারি বা পুরুষ সম্পর্কে যার হীন মনোভাব তেমন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা মানে জীবনে অশান্তি ডেকে আনা । এমন পুরুষ এবং নারি কখনই আদর্শ সঙ্গী নয় । “
” স্নেহপ্রবন নয় এমন মানুষকে কখনই ভালোবাসা উচিৎ নয় । “
” অপরিনত মস্তিষ্ক কারো সঙ্গে কখনো প্রেম করা উচিৎ নয়, এরা সম্পর্কের মানে বুঝে না এবং অত্যন্ত স্বার্থপর হয় । “
” হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যকার ভালোবাসার সবটুকু আমাকে জানতে দিও । – ( সম্রাট অষ্টম হেনরি ) “
বাংলা এসএমএস :
আকাশকে বলে দাও তুমি আমার,
বাতাসকে বলে দাও তুমি আমার,
নদীকে বলে দাও তুমি আমার,
সাগরকে বলে দাও তুমি আমার,
পাহাড়কে বলে দাও তুমি আমার,
ঝর্ণাকে বলে দাও তুমি আমার,
এই পৃথিবীকে বলে দাও তুমি আমার ।
কেউ কষ্ট করে নিজের জন্যে,
কেউ কষ্ট করে বন্ধুর জন্যে,
কেউ কষ্ট করে মনের মানুষের জন্যে,
তবে সব কষ্টের একটি আশা,
যার নাম নিঃস্বার্থ ভালোবাসা ।
মনটা যদি বিশাল হয়,
ইম্পসিবল বলে কিছু নয়,
নয়ন যদি দেখার হয়,
সব স্বপ্ন সত্যি হয়,
হৃদয় যদি রিয়েল হয়,
আপন করা কঠিন নয় ।
জীবনের পথে আমি চলতে পারি না একা,
তুমি ছাড়া দেখি আমার সব কিছু বৃথা ।
প্রিয়া তোমার হৃদয়ে আমায় একটু জায়গা দিও ।
১ দিন নয় ২ দিন নয়,
থাকবো হাজার বছর তোর পথ চেয়ে,
যদি ফিরে আসিস আবার দুজনে
ঘর বাঁধবো ভালোবাসা দিয়ে ।
বলা যায় না যা = সৃতি
বাঁধা যায় না যা = সময়
জানা যায় না যা = ভবিষ্যৎ
কেনা যায় না যা = মন
পাওয়া যায় না যা = অতীত
তেমনি ভোলা যায় না যা = তোমার sms.
রোমান্টিক sms :
একলা মন খোঁজে তোমায়,
আকাশের ওই নীলিমায়,
দেখা হবে জ্যোৎস্না রাতে,
দেবো গোলাপ তোমার হাতে ।
সেই গোলাপে বাধবে বাসা
তারই নাম ভালোবাসা ।
একটা গল্প লিখবো সৃতির পাতায়,
একটা ছবি আঁকবো মনে খাতায়,
শুধু একটা প্রশ্ন করবো তোমায়,
উত্তর দিও sms এর ভাষায়,
বন্ধু মনে পড়ে কি আমায় ?
একটা ফুল তার অনেক পাপড়ি,
একটা মন তার অনেক যাত্রী,
একটা আকাশ তার অনেক মেঘ,
অনেক মানুষ নেয় ভেধাভেদ,
একটা মানুষ তার অনেক আশা,
মনের মাঝে আছে অনেক ভালোবাসা ।
তোমার জন্য বন্ধু আমি পাগল হয়ে থাকি,
নিশি দিন আমি বন্ধু তোমার ছবি আঁকি,
কোন কাজে মন বসে না তুমি দূরে গেলে,
সারাক্ষন থাকো তুমি আমার মনের ঘরে,
বেঁছে থাকবো পৃথিবীতে আমি যত দিন,
তোমায় ভালবাসবো বন্ধু আমি তত দিন ।
ভালবাসা মানুষকে অন্ধ করে না.বরণ মানুষ অন্ধ হয়ে যায় ভালবাসার কাছে.(M+A)
Ki bolbo very very nice
আমার খুব ভালো লেগেছে but আমার জানটা আমাকে কষ্ট দিয়ে চলে গেছে তাই অনেক কষ্ট পালাম । Thanks for you . very nice . good . aro taratari aro golpo ar sms lekhe .