মেয়ে পটানোর মেসেজ

মেয়ে পটানোর মেসেজ বলতে আমরা বুঝি আপনি ছেলে, আর আপনি চাচ্ছেন আপনি যে মেয়েকে পছন্দ করেন, তাকে কাছে পেতে । আপনি যাকে আপন করে পেতে চান, তাকে এই মেসেজ গুলো দিতে পারেন । সে হয়তো অনেক খুশী হয়ে আপনাকে পছন্দ করা শুরু করতে পারে । তবে অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হতে পারে । আগে জেনে নিবেন যাকে আপনি মেসেজ দিবেন, সে আপনাকে কেমন ভাবে দেখে । মানে তার কাছে আপনার গ্রহন যোগ্যতা কতটুকু । আচ্ছা তাহলে দেখে নেয়া যাক আমাদের আজকের মেসেজ গুলো ।মেয়ে পটানোর মেসেজ

মেয়ে পটানোর মেসেজ :

১. হাতে হাত ধরো যদি,
তোমায় নিয়ে পাড়ি দেবো আকাশ নয়তো নদী।

২. যত ঝড় বিচ্ছেদ আসুক তবে,
আমি উত্তাল হয়ে তোমার ঠোঁটে, দেবো চুমু এঁকে।

৩. যত প্রণয়ের শত আহ্বান উপেক্ষা করে আমি আসবো,
আর তোমার আঁচলেই আমি ধরা পড়বো।

৪. আমার এই ভালোবাসা যেন একটা আয়না,
যেখানে তোমার মুখটি ছাড়া আর কিছুই দেখা যায় না।

৫. এই দুনিয়া আমাকে ঠুকরে দিয়েছে,
যেখানে তোমার ভালোবাসা আমাকে আপন করে নিয়েছে।

৬. কত শতবার তোমাকে কাছে পেতে চেয়েছি,
যতবার তোমাকে দেখেছি তার চেয়েও বেশি কাছে পেয়েছি।

৭. কি ইশারা, কি আকাঙ্ক্ষা তোমাকে নিয়ে,
আমি কাছে এসেছি, তুমি নিও জড়িয়ে।

৮. আমার জীবনে তোমার আগমনে সব দুঃখ মুছে গেল,
যেমন ঘরে আধার ঘরের প্রদীপ জ্বালে আলো।

Read More >>  Misty premer sms kobita

৯. তোমায় ছুঁয়ে যাওয়া যেনো আকাশের চাঁদ হাতে পাওয়া,
তোমার স্বপ্নে আমার যেন বিলীন হয়ে যাওয়া।

১০. আমি দেখেছিলাম একলা পথে দাঁড়িয়ে,
তুমি এসেছিলে ভালোবাসার আঁচল উড়িয়ে।

১১. তোমার ভালোবাসা আমার কাছে এক রঙিন প্রজাপতি,
তোমার কাছে আসতে চাই একটু প্রহর অনুমতি।

১২. ইচ্ছের সাত রঙে রাঙিয়ে দেবো তোমায়,
সবটুকু উজার করে কাছে টেনো আমায়।

১৩. কাল পর্যন্ত যে হৃদয় আমার ছিল,
আজকে সে হৃদয় তোমার হল।

১৪. আমার ভাবনায় জুড়ে থাকা তুমি,
যতটা না দূরে সরে থাকে মরুভূমি।

১৫. আমার সবটুকু ভালোবাসা তোমায় দিলাম,
বিনিময়ে তোমার সবটুকু দুঃখ আমি সয়ে নিলাম।

১৬. তোমার হৃদয় দুয়ারে তাকিয়ে থাকি বারবার,
যেখানে স্বপ্নরা ফিরে আসে আবার।

১৭. তোমার অনুপস্থিতি যেন তোমার সত্তাকে মনে করিয়ে দেয়,
যেভাবে ভ্রমর ফুল ছুঁয়ে মধু কেড়ে নেয়।

১৮. তুমি যতক্ষণ পাশে থাকো মনে হয় কল্পনার জগতে ভেসে বেড়াই,
ততক্ষণে মনে হয় তোমার আমার একসাথে দুঃখের সাথে লড়াই।

১৯. কি করে বলবো যে তোমাকেই চাই,
স্বার্থবিহীন এক সমুদ্র ভালবাসা উপহার চাই।

২০. তুমি বিহীন শেষ হয়ে যাবে জীবনের স্বাদ,
তুমি এসে এই জীবনে এই বসন্ত ছুয়ে যাক।

২১. কতদিন আর এভাবে আমাকে দূরে সরাবে,
আমি কাছে আসলে তুমি পূর্ণতা পাবে।

২২. এই পরম দোটানা সয়ে নেওয়া যায় না,
তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না।

মেয়ে পটানোর এসএমএস :

এখানে আমরা আরো কিছু মেয়ে পটানোর মেসেজ দিয়েছি আপনাদের জন্য । উপরের সব গুলো ছিলো ছন্দ আকারে । তবে এগুলো ছন্দ দিয়ে নয় স্ট্যাটাস আকারেই দেয়া হয়েছে । যাতে করে আপনাদের জন্য এগুলো নিতে এবং শেয়ার করতে সহজ হয় । তাহলে আসুন দেখা যাক কি লিখা আছে আমাদের এখানে ।

Read More >>  বন্ধু নিয়ে স্ট্যাটাস

১. একটু সময় করে আমার সামনে বসো।‌ তোমায় দেখে আমার খালি হৃদয় আর খালি নজর পূর্ণ করে নিবো।

২. লাল গোলাপ নয় বরং রক্ত জবা দিয়ে তোমাকে স্নিগ্ধ শোভন রূপে সাজিয়ে নিতে চাই।

৩. তোমাকে পাওয়ার জন্যে না হয় একটু বেহায়া হলাম ই। তুমি না হয় তোমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমাকে জড়িয়ে নিও।

৪. আমি তোমায় ছিনিয়ে নিবো, ফিরিয়ে নিবো। যেভাবে তপ্ত সূর্য স্নিগ্ধ রাতকে ছিনিয়ে নেয়, আমি ও সেভাবেই তোমাকে হরন করবো।

৫. আমি তোমাকে হাজারো মুহূর্ত নিয়ে ভালোবাসি। বোঝো তুমি? তোমার শত অবহেলা ও আমাকে পরাজিত করতে পারবে না।

৬. আমি তোমার হৃদয়ের অন্ধকারকে হাজারো স্বপ্ন জোনাকি হয়ে টুকরো টুকরো করে জ্বালিয়ে নিবো। তুমি শুধু আমার হাত ধরে রেখো।

৭. আমি আমার সমস্ত হৃদয় তোমার পথ চলায় বিছিয়ে দিলাম। তোমার এক এক কদমে সে হৃদয়ে ফুল ফুটে উঠবে।

৮. তুমি কখনো আমার চোখের আড়াল হয়ো না। আমি তোমাকে এখন চাই, আজ চাই, আগামী প্রতিটি দিনে ও চাই।

৯. ভালোবাসার বিনিময়ে তোমার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। মে সময়ে আমার সমস্ত আয়োজন নিয়ে ভালোবাসবো তোমাকে।

Read More >>  জন্মদিনের শুভেচ্ছা

মেয়ে পটানোর স্ট্যাটাস :

১০. ভালবাসার যত কথা হৃদয় দিয়ে বলতে চাই, তুমি শুধু আমার হবে এ কথাটি শুনতে চাই।

১১. আমি জানিনা সে সময় কবে আসবে! যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে কাঁদবে!

১২. মাঝে মাঝে তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করে দেখি। আসলে তুমি ছাড়া পুরো পৃথিবী আমার জন্য অর্থহীন।

১৩. আচ্ছা আমি তোমাকে যেভাবে ভালোবাসি, তুমিও কি একই ভাবে আমার দিকে আসো? সেই একই অনুভূতি কি তোমার ও হয়?

১৪. কি এক অসহ্য যন্ত্রণা পেয়ে বসেছে আমাকে। তোমার চোখে হারাই, কিন্তু হৃদয়ে খুঁজে পাই।

১৫. এই যে আমি তোমার কাছে আসি। নিজের চোখ জুড়াতে হৃদয়ের প্রশান্তি খুঁজতে তোমাকে একমাত্র প্রয়োজন আমার।

১৬. কেন তবে কাছে ডাকো কেন স্বপ্ন ভাঙ্গো? যেদিন থেকে তোমায় ভালোবেসেছি সেদিন থেকে আমার হৃদয়ের সমস্ত সুখ কে খুন করেছি।

১৭. তোমাকে ভালোবাসার জন্য এক প্রহর ও যথেষ্ট নয়। তোমার আদি অন্ত উষ্ণতা সারাক্ষণ আমাকে জড়িয়ে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *