হাসি নিয়ে কবিতা

হাসি নিয়ে ৪ টি সুন্দর কবিতা দেয়া হলো । আশাকরি কবিতা গুলো অনেক অনেক ভালো লাগবে । আমাদের লিখা হাসি নিয়ে ক্যাপশন গুলো সময় পেলে একবার দেখে আসতে পারেন । চলুন তাহলে হাসি নিয়ে আমাদের আজকের সুন্দর কবিতা গুলো পড়ে দেখিঃহাসি নিয়ে কবিতা

হাসি নিয়ে ৪ টি কবিতা :

১। বেশি হাসি :

হাসতে হাসতে অন্ধ,
মুখটা তার বন্ধ,
চোখটা গেলো বুজে,
বেশি হাসে অকাজে।
হাসলেই হাসি, বাড়ে বেশি,
হাসতে নেই মানা,
জীবন যদি থেমেও যায়,
হাসি যাবে না থামা।
তাই তো ভাই, হাসতে হবে,
থাকতে হবে ভালো,
অন্ধকারে একা হলে,
দেখবে তুমি আলো।
দুঃখ গুলো যাবে ঢেকে,
সব হাসির আড়ালে।
দেখবে তুমি আছো ভালো
সব পরিস্থিতি সামলে।

Read More >>  শুভ সকাল রোমান্টিক মেসেজ

২। কোথায় পেলে এমন হাসি :

কোথায় পেলে এমন হাসি?
যে হাসিতে জোছনা ঝড়ে!
যেই হাসির আলোক বরণ
ঝলমলিয়ে মর্ত্যে পড়ে।

কোথায় পেলে এমন হাসি?
যে হাসিতে জুড়ায় হৃদয়,
যেই হাসির আবরণে
দূর হয়ে যায় সব ডর-ভয়।

এমন হাসি পেলে কোথায়
যে হাসিতে ফাগুন উড়ে,
যেই হাসির সুরের টানে
পাখিরা সব গান করে।

পেলে কোথায় এমন হাসি?
যে হাসিতে বর্ষা আসে,
যেই হাসির ভালোবাসায়
মেঘগুলো সব ভাসে আকাশে।

কোথায় পেলে এমন হাসি?
যে হাসিতে গোলাপ ফুঁটে,
যেই হাসিরই সুবাস পেয়ে
ভ্রমররা সব আকুল ছুটে।

এমন হাসি পাও যদি ভাই
আঁকড়ে রেখো মন মাঝে,
হারিয়ে গেলেই আসবে আঁধার
ঢাকবে হৃদয় কালো সাঁঝে।

Read More >>  কবিতা ক্যাপশন

৩। হাসি নিয়ে আরেকটি কবিতা :

তোমার হাসিঃ

তোমার হাসিতে
ধরিত্রী থমকে যায়।
তোমার হাসিতে
পথভোলা পথিক-
পথ খুঁজে পায়।

তোমার হাসিতে
বাগানে ফুল ফুটে।
তোমার হাসিতে
দিগন্তের শেষ্প্রান্তে-
লাল সূর্য উঠে।

তোমার হাসিতে
পাখিরা গান গায়।
তোমার হাসিতে
আকাশের তারাগুলো-
আলোর দেখা পায়।

তোমার হাসিতে
নদীর রেখা বয়।
তোমার হাসিতে
সমুদ্রের তীরঘেষে-
পাহাড়ের জন্ম হয়।

তোমার হাসিতে
পৃথিবীতে শান্তি আসে।
তোমার হাসিতে
বসুন্ধরা জুড়ে-
স্বর্গের সুখ ভাসে।

অমন হাসির জন্য মানুষের
ভালোবাসা রয়ে যায়।
অমন হাসির খোঁজে ধরায়
কবিতারা থেকে যায়।

৪। তুমি হাসতে বলেছিলে

তুমি আমাকে হাসতে বলেছিলে আর
আমি চেয়েছিলাম তুমি আমার হাসির কারণ হও।
তুমি আমাকে ভালো থাকতেও বলেছিলে
আর আমি চেয়েছিলাম,
তুমি আমার ভালো থাকার সঙ্গী হও।
তুমি সুখ খুজেছিলে,
কিন্তু আমায় নিয়ে সুখি হতে চাও নি।
আমি ভালো বেসেছিলাম,
তুমি ভালোবাসার হিসেব কষতে বসেছিলে।
আমি তোমাকে নিয়ে আকাশ হতে চেয়েছিলাম,
তুমি আমাকে মেঘও কল্পনা করো নি।
আমি তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম
আর তুমি,অন্য কাউকে নিয়ে।
তুমি আমায় হাসতে বলেছিলে,
কিন্তু আমার হাসির কারণ হতে চাও নি।
আফসোস!! আমি ভালো বেসেছিলাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *