এখানে কিছু সুন্দর সুন্দর মজার স্ট্যাটাস ও ছন্দ জোকস দেয়া হলো । আশাকরি অনেক মজা পাবেন এগুলো পড়ে । ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন । তো চলুন কিছু মজার সময় কাটানো যাক এই মজার মজার জোকস গুলো পড়ে ।
সেরা ছন্দ জোকস :
আম্মু : কি করলে
সারাদিন বাসায় থাকবি ?
আমি : বিয়ে।
লাইটের মধ্যে আব্বুর
নাম লেইখা দিছি!
মোট কথা যেভাবেই হোক
আব্বুর নাম উজ্জ্বল করতে হবে
Ami : তুমি জ্বালাইয়া গেলা
মনের আগুন নিভাইয়া গেলা না
shopna : ফু ফু….. ফুফুফু
Sir: বলত গাছের ডালে কাক
বসে আছে এর ইংরেজি কি
Me: ডাল মে কুচ কালা হে
আজকে একটা তুমি নাই বলে
পাশের বাসার আন্টির মেয়ের
দিকে তাকাই
দুর্বল নেট রিলেশনের
জন্য ক্ষতিকর
ইহা সন্দেহ সৃষ্টি করে
বুঝি না Facebook
আবিষ্কার করেছে ছেলেরা
মেয়েরা এতো লাফাই কেন
ভাড়ায়টিয়া ভাড়ায়টিয়ার মতো থাকো
ছেঁকা তো সেদিনই খাইছি
যেদিন শুনছি ভাবীর ছোট বোন বিবাহিত
ডিয়ার হবু বউ
রান্নাটা অন্তত শিখে
নিও লিপস্টিক
খেয়ে খেয়ে কতদিনই
বা বেচে থাকবো বলো
ওগো_মোর_বিয়ের_পাত্রী
তুমি_এখন_কোন_ক্লাশের_ছাত্রী
তুমি যদি পায়েশ হও
আমি হব শেমাই
ভালো যদি বাস তুমি
হব তুমার জামাই
কুমিল্লার রসমালাই
বিক্রমপুরের মিষ্টি
তোমার সাথে ভিজবো আমি
যখন হবে বৃষ্টি
মনের দুক্কে বন্দু আমি
খাচ্চি এখন কলা
তুমার কথা মনে হলে
বুকে লাগে জালা
বাডিতে যে বিষয় নিয়ে
ঝগড়া হোক না কেনো
আমার মোবাইল টিপার
কথাটা আসবেই
আজ তুমি নেই বলে
রিকশায় একলা বসে
দুজনের ভাড়া দিতে হয়
খাইচো বললেই তো হয়
সোনা খাইচো এইগোলা
বলার কি দরকার
এগুলা খায় নাকি সবাই
বালিকা যতই জিন্স
প্যান্ট পড়না কেন
চেইনের সুবিধা
তোমরা কখনই পাবা না
বিরাল কায় মাছের কাটা
আমি কাই জুশ
মেকাপ ছারা তোমায় দেকলে
তাকেনা আমার হুশ
টোটে তোমার লিপিষ্টিক
গালে তোমার মেকাপ
আর একবার মিসকল দিলে
করে দিব বেকাপ
গফ বলে সিগারেট
খাবানা আমার কসম
অন্যদিকে বন্ধুরা বলে
দোস্ত একটা টান দে ভাবির কসম
গফ বলে সিগারেট
খাবানা আমার কসম
অন্যদিকে বন্ধুরা বলে
দোস্ত একটা টান দে ভাবির কসম
টার্জেন জঙ্গলে থাইকা Gf পাইছে
আর আমি সমাজে থাইকা
কোন বাল ডাও পাইলাম না
সৎ উর্পাজনে যেমন টাকা কম
তেমন সৎ পড়াশোনায় নাম্বার কম
অপরিচিত ব্যক্তিকে ডাকার ধরন
🇦🇺: Hello Hey
🇧🇩: ও ভাই ওয়া হাক্কু
ঔ নীল প্যান্ট কালো শার্ট এই চশমা
আমাকে Attitude দেখাতে এসো না
কোটি কোটি টাকা খরচ করে বানানো
movie ও নিজের ইচ্ছে মতো দেখি
আর তুমি কে হে
Very vary nice