দুপুরের কবিতা নিয়ে একটি কবিতা শুভ দুপুর এখানে দিলাম আশাকরি ভালো লাগবে। এটি প্রিয়.কম থেকে নেয়া হয়েছে। কবিতা টি আমার ভালো লেগেছে, তাই এখানে শেয়ার করলাম, ধন্যবাদ।
দুপুরের কবিতা – শুভ দুপুর
দুপুর মানে দিগন্ত মাতাল
ঝকঝকে শ্যামল রোদ,
দুপুর মানে ব্যাকুল পাখির
একটাই প্রেমবোধ।
দুপুর মানে অপেক্ষার
তৃষ্ণার্ত জল।
দুপুর মানে ব্যস্ত বন্ধুর
একটই ফোন কল।
দুপুর মানে পুকুর জলের
রন্ধ্রে রন্ধ্রে সাঁতার,
দুপুর মানে ধুলোবালি
আলুথালু সবই এক পাতার।
দুপুর মানে ঘাম ঝরানো
হাতে কাস্তে-কোদাল,
দুপুর মানে মোহের ভেতর
আশ্রিত এক আড়াল।
দুপুর মানে বকুল গাছের
মগডালে এক পাখি,
দুপুর মানে রৌদ্র-ছায়ায়
তোমার ছবি আঁকি।
দুপুর মানে উঠোনজুড়ে
শুকাতে দেয়া ধান,
দুপুর মানে হারিয়ে যাওয়া
অভিমানের নাম।
দুপুর মানে নাটাই হাতে
ঘুড়ি ওড়া বেলা,
দুপুর মানে হাজার খানেক
চুম্বনেরই খেলা।
দুপুর মানে নিঃস্ব প্রেমের
নিঃস্ব সিগারেট।
দুপুর মানে চতুর্দিকে
সর্বনাশের গেট।