স্বপ্ন নিয়ে উক্তি

স্বপ্ন নিয়ে উক্তি বা কথা বলেন নি এমন মনিষী খুব কমই আছেন । কারণ মানুষ বাঁচে এই স্বপ্ন নিয়েই । স্বপ্ন ছাড়া মানুষ বাচতে পারে না । বেঁচে থাকার মূল প্রেরণাই হলো এই স্বপ্ন । তো আমরা এখানে স্বপ্ন নিয়ে ৫০ টি সেরা ও বিখ্যাত উক্তি বা বাণী দিয়েছি । যেগুলো পড়া আমাদের সবার উচিৎ ।

স্বপ্ন নিয়ে উক্তি :

১. হাজারো স্বপ্নের পথে হাটার জন্য কিন্তু একটা পদক্ষেপ দিয়ে শুরু করতে হয়।
— লাও যু

২. স্বপ্ন ছাড়া কোনো হৃদয় হলো ডানা ছাড়া পাখির মতো।
— সুজি কাসিম

৩. যখন তোমার শুধু হৃদ স্পন্দন ঠিক আছে বাকি সব অচল, তখনও স্বপ্ন দেখার পর্যাপ্ত সময় রয়েছে।
— সিন স্টিফিনসন

আরো আছেঃ>> ইচ্ছা নিয়ে উক্তি

৪. যদি তুমি স্বপ্ন দেখতে জানো তবে তুমি তা পূরণও করতে পারবে।
— ওয়াল্ট ডিসনি

৫. স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।
— এপিজে আবুল কালাম আজাদ

৬. স্বপ্ন ততক্ষণ পর্যন্ত কোনো কাজের নয় যতক্ষণ না তুমি এর পিছনে সময় দাও।
— জন সি. ম্যাক্সওয়েল

আরো আছেঃ>> বাস্তবতা নিয়ে কিছু উক্তি

৭. ভয়কে কখনোই নিজের স্বপ্নগুলো নষ্ট করতে দিও না।
— আলবার্ট আইনস্টাইন

৮. তোমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে যদি তুমি এগুলো নিয়ে কাজ না করো।
— রয় টি. বেনেটস্বপ্ন নিয়ে উক্তি

৯. নিজের স্বপ্ন পূরণের জন্য কাজে লেগে পড়ো নয়তো অন্য কেউ তার স্বপ্ন পূরণের জন্য তোমাকে ব্যবহার করবে।
— ফাররাহ গ্রে

১০. স্বপ্নকে স্বপ্ন নয় নিজের জীবনের পরিকল্পনা বানিয়ে ফেলো।
— এপিজে আবুল কালাম আজাদ

১১. যদি তোমার স্বপ্ন তোমাকে ভয় না দেখায়, তবে তা খুব বড় স্বপ্ন নয়।
— সংগৃহীত

১২. আমি ছবি আকার স্বপ্ন দেখি এবং তারপর নিজের স্বপ্নকে রঙ করি।
— ভিনসেন্ট ভ্যান গোঘ

Read More >>  কুয়াশা নিয়ে ক্যাপশন

১৩. জীবনের যাত্রাটা একটা স্বপ্ন দিয়েই শুরু হয়।
— সংগৃহীত

১৪. মানুষকে নিজের স্বপ্নের কথা বলে পরিহাসের পাত্র হয়ো না বরং তাদের এর ফলাফলটা দেখিয়ে দাও।
— সংগৃহীত

১৫. স্বপ্ন বড় হতে হবে এবং পড়ে গেলে উঠে দাড়ানোর সাহস থাকতে হবে।
— নরমান ভ্যাউঘান

১৬. যারা স্বপ্ন দেখে তারাই এক সময় সাফল্য অর্জনে সক্ষম হয়।
— ক্লিনটন স্যামি জুনিয়র

১৭. ক্লান্ত হলেই থেমে যেয়ো না বরং যখন তোমার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে তখন থেমে যাও।
— মোহাম্মদ আলী

১৮. অসম্ভব কিছুকে নিজের স্বপ্ন বানাও, কেননা স্বপ্ন সত্যি হয়।
— এলিজাহ উড

১৯. স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ।
—- ব্রায়ান ডাইসন

২০. আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয় ।
—- মার্ক জুকারবার্গ

স্বপ্ন দেখা নিয়ে ক্যাপশন :

২১. জেগে স্বপ্ন দেখাই হচ্ছে আশা।
—- এরিস্টটল

২২. অজ্ঞ লোকেরা অবাস্তব সুখ সপ্ন দেখে।
—- এইচ, এ, ওভার স্টিট

২৩. মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে ।
—- হুমায়ূন আজাদ

২৪. তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের
রঙিন স্বপন মাখা ।
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান ।
—- রবীন্দ্রনাথ ঠাকুর

২৫. একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা ।
—- হুমায়ূন আহমেদ

২৬. আমি যখন ছোট ছিলাম, তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল। আর এ স্বপ্ন তৈরি হয়েছিল, কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল।
—- বিল গেটস

Read More >>  আবেগি মন স্ট্যাটাস

২৭. গভীর ঘুমের স্বপ্নগুলি অন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্ন থাকে না। বাস্তবের কাছাকাছি চলে যায়। হালকা ঘুমের স্বপ্নগুলি হয় হাল্কা,অস্পষ্ট কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন-স্পষ্ট, যুক্তিনির্ভর।
—- হুমায়ূন আহমেদ

২৮. আরেকটি লক্ষ্য স্থির করতে বা নতুন স্বপ্ন দেখার জন্য আপনি কখনই বৃদ্ধ হবেন না ।
— সিএস লুইস

২৯. যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো।
— জোহান গথে

৩০. স্বপ্ন দেখ চিরদিন বেঁচে থাকার; আর প্রতিটি দিন এমন ভাবে বাঁচো, যেন কালই মারা যাবে।
— জেমস ডিন

৩১. জাদু দিয়ে স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। এর জন্য প্রয়োজন ঘাম, একাগ্রতা আর কঠোর পরিশ্রম।
— কলিন পাওএল

৩২. স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে; আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়।
— অস্কার ওয়াইল্ড

৩৩. যারা স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে, ভবিষ্যৎ তাদের হাতেই।
— ইলিয়ানর রুজবেলট

৩৪. স্বপ্ন পূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই, শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে।
— মার্টিন লুথার কিং জুনিয়র

৩৫. আমি জানি, মানুষ একা হয়ে গেলে কিভাবে স্বপ্ন নিয়ে বাঁচে।
— এস্কিলাস

৩৬. স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের ওপরও ফোকাস করো।
— অপরাহ উইনফ্রে

৩৭. এক কথায় স্বপ্নকে বাস্তবে পরিনত করতে ৪টি জিনিস প্রয়োজন; ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা।
— ওয়াল্ট ডিজনি

৩৮. ব্যর্থতা কোন বাঁধা না। অনেকে বলে,’ তুমি অমুক কলেজে ভর্তি হতে পারনি, ব্যাস, তোমার জীবন তো এখানে ই শেষ।‘ এমনটা কখনোই না। আশা আর স্বপ্ন বাঁচিয়ে রেখে সেটা অনুস্মরণ করতে পারাটাই বড়।
— সুন্দর পিচাই

Read More >>  সুযোগ নিয়ে উক্তি

৩৯. গতকাল হলো আজকের স্মৃতি, কিন্তু আগামীকাল হলো আজকের স্বপ্ন
— কাহলীল জিবরান

৪০. যদি কোন স্বপ্নই না থাকে, তাহলে সামনে এগুনোর গতিটা দেবে কে? তাই আমি সব সময় বলি, শেষ পর্যন্ত কোথায় পোঁছাতে চান, সেটা আপনার জানা থাকুক বা না থাকুক, স্বপ্ন থাকতেই হবে।
— মহেন্দ্র সিং ধোনি

৪১. বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জন গুলোকেও মূল্য দাও।
— নেলসন ম্যান্ডেলা

৪২. কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, এক সময়ে সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে।
— হেনরি ডেভিড

৪৩. পৃথিবীর সব সফল মানুষই আসলে এক একজন স্বপ্নদ্রষ্টা; তারা নিজেদের মত করে ভবিষ্যৎ কল্পনা করতে পারে, এবং তাকে বাস্তব করার জন্য প্রতিদিন কাজ করে।
— ব্রায়ান ট্রেসি

৪৪. তুমি না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না।
— টম ব্রাডলি

শেষ কথা :

প্রিয় পাঠক, এখান থেকে আমরা বুঝতে পারি, স্বপ্ন ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না । স্বপ্ন পূরণ করতে হলে শুধু অপেক্ষা করলেই হবে না, নিয়মিত কাজ করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে । আপনি যদি একজন সপ্নবিলাসী হয়ে থাকেন, তাহলে আশাকরি আমাদের এখানের স্বপ্ন নিয়ে উক্তি ও ক্যাপশন গুলো আপনি অনেক বেশী উপভোগ করেছেন । আজ তাহলে এখান পর্যন্তই । আমাদের নিচের পোস্ট গুলো পড়ে দেখতে পারেন । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *