কাশফুল নিয়ে ক্যাপশন

কাশফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস ছন্দ ও কবিতা নিয়ে আমাদের এই লেখাটি সাজানো হয়ছে । শরৎ এলেই বাংলার চারদিকে ফুটে থাকে সাদা কাশফুল । এই দৃশ্য দেখার মত । প্রকৃতি প্রেমিরা ছুটে যায় কাশবনে । গ্রামের নদীর দু-পাশে সাদা কাশফুলের সেই দৃশ্য সত্যি অসাধারণ । প্রিয় বন্ধুরা, আমরা এখানে আপনাদের জন্য কাশফুল নিয়ে অনেক গুলো অসাধারণ লেখা ( kashful caption ) দিয়েছি । এই লেখা গুলো অন্য কোথায় পাবেন না, কারণ এগুলো আমরা নিজেরাই লিখেছি শুধুমাত্র আপনাদের জন্য । তো চলুন তাহলে শুরু করা যাক ।

কাশফুল নিয়ে ক্যাপশন :

১. নিচে সাদা কাশফুল, উপরে মেঘের ভেলা,
আহা কি অপূর্ব, এই গোধূলি বিকেল বেলা ।

২. কাশফুলের রাজ্যে আজ হারিয়ে যাবো দুজন,
সৃষ্টি করবো নতুন এক কাব্যিক ভুবন ।

৩. এক গুচ্ছো কাশফুল হাতে বলবো তোমায়,
ওগো প্রেয়সী ভালোবাসবে কি আমায় ।

৪. আকাশে মেঘ নিচে বৃষ্টি সাথে আছে কাশফুল
ওগো প্রিয় পাশে এসো, করবো না আর ভুল ।

৫. এই কাশফুলে ভরে থাক আমার সকল মায়া,
এখানেই যে পড়ে আছে তার সৃতির ছায়া ।

৬. কাশফুলের মতই সাদা আমার এই মন,
এসো না প্রিয়া বিয়ে করে ফেলি দুজন ।

৭. এই সাদা কাশফুলের মায়ায় জড়িয়ে রেখো আমায়,
কথা দিলাম, কখনো ছেড়ে যাবো না তোমায় ।

৮. সাদা বক উড়ছে দেখো আকাশে,
সাদা কাশফুল দুলছে দেখো বাতাসে ।
মিষ্টি সুরে গাইছে পাখি গান,
আজ আর করে থেকোনা অভিমান ।

৯. তুমি দিও গোলাপ আমি কাশফুলময়,
করবো দুজন ভালোবাসা বিনিময় ।

১০. কাশফুলের গন্ধে আমি বিমোহিত হই ।
ও কাশফুল ! এতো সুবাস পাচ্ছো তুমি কই ?

কাশফুল নিয়ে ক্যাপশন

১১. শরতের এই মুক্ত বাতাসে, দুলছে দেখো সাদা কাশফুল,
তোমায় পেতে আজ মন হয়েছে ব্যাকুল ।

১২. কাশফুলের শুভ্রতা দিগ্বিদিকে ছড়িয়ে যাক,
ফাটল ধরা দুঃখ যত, যাক ঘুচে যাক, মুক্তি পাক।

১৩. বসেছে আজ মায়াময় কাশফুলের মেলা,
চলোনা দুজনে আজ খেলি প্রেমের খেলা ।

১৪. শরতের এই স্নিগ্ধ বাতাসে উড়ছে কাশফুল,
সেজেসে এক নতুন সাজে নদীর দু-কুল ।

১৫. সাদা কাশফুল হাতে একা দাঁড়িয়ে আছি আমি,
কখন এসে দেখা দেবে, হাতটি ধরবে তুমি ?

১৬. কাশফুলের তুলো আকাশে ছড়াবো, সেই তুলোয় করে ভেসে যাবো বহুদূর। জনমানবশূণ্য নিভৃত কোনো স্থানে।

১৭. কাশফুলকে কাছে ডেকে বলতে চাই খুব,
আমি তোমার, তুমি মোর, পার করবো এই যুগ।

১৮. একটি কাশফুল মানে শরতের একটি সুন্দর সকাল।

১৯. শরৎতের বাতাসে দোলে কাশফুল ! নদীর দু-কূল তুলতো আনন্দে ব্যাকুল ।

২০. চলো না এই শরৎ এ – হারিয়ে যাই সাজানো ঐ কাশফুলের শহরে ।

Read More >>  লজ্জা নিয়ে উক্তি

২১. কাশফুলের ঐ ছোঁয়া নিয়ে, তুমি হয়ে যাও কবিতা ! একফালি মেঘের মতো ।

২২. খোলা আকাশের নিচে, কাশফুল এর কাছে ! ছুটে এলাম এক সুন্দরের মাঝে ।

২৩.  শরতের আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াবে, নিচে থাকে কাশফুলের রাজ্য ।

২৪. শরতের কোন এক বিকেলে কাশফুল হাতে যাবো তোমার কাছে, নেবে কি আমায় মেনে ।

২৫. আমার মন বলে তুমি আসবে । শরতের কোন এক বিকেলে কাশফুল হয়ে মনটা আমার দোলাতে।

২৬. শেষ বিকেলের আলোতে কাশফুল গুলো যেন তার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে ।

২৭. এই শরতে কাশফুলে সেজেছে নদীর ধার, দেখতে তুমি এসো প্রিয় নদীর এই পাড় ।

২৮. কথা ছিলো প্রিয় শরতের বিকেলে, কাশফুল হাতে নিয়ে সাদা মেঘের ভেলায় ভাসবো দুজন, তুমি তো কথা রাখোনি ।

আরো পড়ুনঃ>>> শেষ বিকেলের ক্যাপশন

কাশফুল নিয়ে রোমান্টিক ছন্দ ক্যাপশন :

ছন্দে ছন্দে কাশফুল নিয়ে ক্যাপশন গুলো পড়ে দেখুন :

০১। ভালোবাসার চাদর দিয়ে রাখবো তোমায় বুকে, কাশফুলের নরম ছোঁয়ায় ভরিয়ে দেব সুখে।

০২। বাঁশ বাগানে ফুল ফুটেছে মন বাগানে তুমি, কাশবাগানে বিছিয়ে রেখেছি মনের সকল জমি।

০৩। কাশফুল ছুঁতে গেলে অনুভূতি জাগে, তোমার কথা পড়লে মনে কত ভালো লাগে।

০৪। কোথায় তুমি ঘুরছ একা কাশবনে আসো, খুলে রেখেছি হৃদয় আমায় যতখুশি ভালোবাসো।

০৫। কাশফুলের নরম ছোঁয়ায় লাগে কত ভালো, আসতে যদি কাছে তুমি হৃদয়ে জ্বলতো আলো।

০৬। আকাশের মেঘ জমেছে নদীর চরে কশফুল, চেয়ে দেখো তোমার জন্য এনেছি কানের দুল।

০৭। ফুটে আছে কাশফুল মেঘনা নদীর চরে, এমন সময় শুধু তোমার কথা মনে পড়ে।

০৮। বৃষ্টি নামে কাশবনে বৃষ্টি নামে মনে, চেয়ে দেখো চোখের কোনো বৃষ্টি কোন বনে?

০৯। কাশফুলের শীতল স্পর্শে মন টেকে না ঘরে, বুক কেঁপে মরছি আমি তোমার প্রেমের জ্বরে।

১০। ফুল ফুটেছে কাশবনে আর কত ঘরে থাকবে, এসো তুমি আমার বুকে ভালোবাসা জাগবে।

১১। শেষ বিকেলে পড়েছে আলো সাদা কাশবনে, কত কথা বলার আছে তোমার আমার সনে।

১২। পাখি উড়ছে কাশবনে বৃষ্টি নেমেছে মনে, তোমার ছাড়া মরছি আমি ক্ষণে ক্ষণে।

১৩। চাঁদ হাসে কাশবনে কোকিল গায় গান, তোমার জন্য মনটি আমার করে আনচান।

১৪। এসেছে শরত ফুটেছে কাশফুল, বুকে এসো প্রিয় তুমি মিটিয়ে দেব সব ভুল।

১৫। কাশবনে বাতাস লেগেছে, লেগছে আমার মনে, চেয়ে আছি তোমার পানে ওরে অবুঝ কনে।

১৬। হও যদি প্রিয় তুমি দেব কত আদর, কাশবাগানে বিছিয়ে রেখেছি ভালোবাসার চাদর।

১৭। ভুলগুলো ফুল হোক জীবন যুদ্ধে লড়ুক, কাশবাগানের শীতল বাতাসে চুলগুলো উড়ুক।

১৮। কন্যা তুমি কাশবনে কার জন্য থাকো, চেয়ে দেখো পেতেছি বুক বানাবো হৃদয়ের সাঁকো।

Read More >>  চুল নিয়ে উক্তি

১৯। বয়স তোমার কত হবে সত্যি করে বলো, মনের বয়স অনেক হয়েছে এখনি কাশবাগানে চলো।

২০। কাশফুলে ভ্রমর আসে খেতে কত মধু, তুমি যদি আসতে তবে করব তোমায় বঁধু।

২১। ছোঁয়া ছোঁয়া আরও ছোঁয়া নরম তুলতুল, তোমার বুকে ফুটে আছে নরম কাশফুল।

২২। নদীর বুকে উঠেছে ঝড় বুকে জাগে ভয়,কাশফুলের নরম ছোঁয়ায় তোমায় করব জয়।

২৩। কাশবনে গিয়ে যদি ডাকো প্রিয় আমায়, ছোঁয়ায় ছোঁয়ায় হারিয়ে যাবো তোমার বুকের সীমানায়।

২৪। বুকের মাঝে কাঁপছে তোমার ছোঁয়াটা কিসের? চেয়ে দেখো নদীর ধারে মেলা বসেছে কাশফুলের।

২৫। কাশ বনে এসো তুমি দেবো ভালোবাসা, ছোঁয়ায় ছোঁয়ায় জাগবে বুকে নতুন নতুন আশা।

২৬। কাশফুল ফুটেছে বনে পেতে দিয়েছি বুক, ঘনঘন শ্বাসপ্রশ্বাসে মনে জাগবে সুখ।

২৭। তোমার বুকের ঐ জমিনে ফুটেছে কাশফুল, আদরে সোহাগে বেঁধে দেব ঘন কালো চুল।

২৮। ভুল হোক শুদ্ধ হোক, হোক তবু ভালোবাসা, কাশফুল ফুটেছে বাগানে মনে জাগছে নতুন আশা।

২৯। তোমার আশায় কাশবনে পেতেছি চাদর, বুকু জড়িয়ে দেব তোমায় ভালোবাসার আদর।

৩০। মুখ হাসে বুক কাঁপে, কাঁপে পুরো দেহ, কাশফুলের নরম ছোঁয়া দিয়েছে কি কেহ ?

৩১। আসতে যদি বুকে আমায় ছোঁয়া দিতাম কাশফুলের, চেয়ে নিতাম ক্ষমা আজ জীবনের সব ভুলের।

৩২। কাঁপা কাঁপা কন্ঠে তোমায় ডাকছি ঐ মেয়ে, বাগানে ফুটেছে কাশফুল দেখো একবার চেয়ে।

৩৩। চোখে কেন জল পড়েছে ওগো আমার জান, কাশফুলের নরম ছোয়ায় কাঁপাবো তোমার পরান।

৩৪। বুকের মাঝে ভালোবাসা খুলো তোমার আখি, কাশফুলের নরম ছোঁয়ায় রাখব তোমায় পাখি।

৩৫। মনের মাঝে কে ছুঁয়ে দেয় ঘুম যে আসে নয়নে, কাশফুল ফুটেছে বুকে কাঁপছি আমি শয়নে।

৩৫। মনের ঘরে লেগেছে রঙ বলতে চাই একটি কথা, ছুঁয়ে দাও কাশফুলে বুকে জাগছে ব্যথা।

৩৬। মনটি আমার করছে কেমন নিয়ে যাবে কাশবনে, সব কথা বলবো আজ তোমার সনে।

Kashful Caption :

নিচে আরো কিছু দারুণ দারুণ কাশফুল নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস পেয়ে যাবেন ।

১. শরতে যখন আকাশে নীল বা সাদা মেঘের তুলো ভেসে বেড়াবে, ঠিক তখনই আমি কাশফুল ছিঁড়তে যাব।

২. নদীর দু-ধারে সাদা কাশফুলের সমারোহ, আহা কি স্নিগ্ধ এই শরতের বিকেল ।

৩. কাশফুলের মেলায় চলে যাবো একদিন। সেই মেলা থেকে তোমার জন্য এক জোড়া কাশফুলের ঝুমকো এনে দেব। খুশি হবে তো? তোমার ওই চাঁদপানা হাসিমুখ একবার দেখতে পেলে এ জীবনের কাছে আমার আর চাওয়ার কিছুই নেই।

কাশফুল নিয়ে উক্তি ছন্দ কবিতা

৪. কাশফুলের শিরায় শিরায় লেখা আছে তোমার আর আমার প্রেম গাঁথা!

৫. তুমি ছুঁলে কাশফুল ও যেন প্রাণ ফিরে পায়। খুঁজে পায় সঞ্জীবনী শক্তি।

Read More >>  বাঙালি নিয়ে উক্তি

৬. তোমার ছোঁয়া পেলে কাশফুল ও যেন সুগন্ধে বিলীন হয়ে যায়!

৭. কাশফুলের পরতে পরতে গাঁথা আছে তোমার ওই নাম।

৮. কাশফুল কে ভালোবেসে একবার কাছে টেনে নাও। দেখবে তোমার সব দুঃখ-কষ্ট এক নিমেষেই ফুরুৎ হয়ে গেছে।!

৯. কাশফুল কে ছুঁলে যেন স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আর খুঁজে পাওয়া যায় আনন্দপুরীর ঠিকানা।

১০. আমার জন্মদিনে না হয় একটা কাশফুল ই উপহার দিয়ো। এতেই হবে। তাতেই অনেক খুশি হব।

১১. ও কাশফুল! তুমি এত সুন্দর কেনো?
আমার হৃদয়ের মাঝে এক পশলা বৃষ্টি যেন!

১২. কাশফুল চাই। এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আড়ি যাও।!

১৩. কাশফুল প্রকৃতির দেয়া এক অনবদ্য উপহার। সেই উপহার কে নয়ছয় করো না।

১৪. শরতের দিনে চলো কাশফুল কুড়াই,
কাশফুল পেলে যেন স্বর্গ খুঁজে পাই!

১৫. বিকেল করে তুমি না হয় কাশফুল ই এনো!

১৬. কাশফুল কে ছিঁড়তে যেয়ে, মনে পড়লো এক কথা,
এই ফুলকে ছিঁড়লে তো তার গাছ টা পাবে ব্যথা।

১৭. চলো তোমায় পরীর রাজ্যে নিয়ে যাই। সেখানে তুমি চাইলেই চোখের সামনে কাশফুল দেখতে পাবে। কী দারুণ হবে না ব্যাপার টা? যাবে মোর সাথে?

১৮. শরতের মেঘে ভেসে যাই দূর আকাশের নিলে, পায়ে চলা প্তহ ঢেকে গেছে একরাশ কাশফুলে ।

১৯. সুন্দর এক শরতের বিকেলে কাশফুলের মাঝে একপ্রান্তে দাঁড়িয়ে তোমার ছায়া খুজেছি ।

২০. কাশফুল গুলো যেন আমাকে কিছু বলতে চায়, তাই তো কাশফুলের কাছে চলে এসেছি ।

২১. কাশফুলের মাঝে আমি তোমায় খুঁজে পাই, তাইতো আমি শরতের এই বিকেলে এসেছি ধরা দিতে ।

২২. সাদা কাশফুলের মতই পবিত্র আমার এই ভালোবাসা, তুমিকি ভালোবাসবে আমায় ।

২৩. শরত এলেই কাশফুলের কথা মনে পড়ে যায়, কি অপরূপ এক দৃশ্য এই সাদা কাশফুলের ঝাঁক ।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের লিখা এই কাশফুল নিয়ে ক্যাপশন ও উক্তি গুলো কেমন লাগলো আপনাদের কাছে । আমরা চেষ্টা করেছি প্রায় সব ধরণের ক্যাপশন এখানে দিতে । আমাদের লিখা গুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের সাইট বুকমার্ক করে রাখবেন । আর আমাদের সাইট বন্ধুদের সাথে শেয়ার করবেন । আজ এই পর্যন্তই । ভালো থাকবেন । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *