কাশফুল নিয়ে উক্তি ক্যাপশন কবিতা

কাশফুল নিয়ে উক্তি ছন্দ ক্যাপশন ( kashful caption ) কবিতা কাশবন স্ট্যাটাস ইত্যাদি নিয়ে আমাদের আজকের পোস্ট । কাশফুল বা কাশবন পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না । প্রকৃতির এক অনিন্দ্য সুন্দরের নাম হলো কাশফুল বা কাশবন । বিশেষ করে শেষ বিকেলের মুহুর্তে এটার সৌন্দর্য আরো অনেকগুণ বেড়ে যায় । কাশফুল ও কাশবন নিয়ে আমাদের সুলেখিকা কিছু স্ট্যাটাস ও ছন্দ লিখেছেন । আসুন সবাই মিলে লেখা গুলো উপভোগ করি ।

কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন :

তোমায় ভালোবাসার সাধ জেগেছে
মনে কাশফুলের রং লেগেছে ।

সাদা কাশফুলের মায়ায় আমি বন্ধী হয়ে গেছি
তুমি যেন আছো আমার কাছাকাছি ।

আমার মনে কাশফুলের ছোঁয়া লেগেছে
তোমায় ভালোবাসার আবেগ জেগেছে ।

তোমাকে ভালোবেসে কাশফুল নিয়েছি হাতে
যেন তোমার হাতের ছোঁয়া মিশে আছে তাতে ।

শুনেছি তুমি কাশফুল ভালোবাসো, তাইতো আমি মিশে যাবো কাশফুলের মাঝে ।

তোমার হাতের ছোঁয়ায় কাশফুলগুলো আরো সাদা হয়ে যায় ।

কাশফুল নিয়ে স্ট্যাটাস উক্তি ছন্দ কবিতা :

১. কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়,
তাহলে আর কোনোদিন ও ছেড়ে যাবো না ওগো তোমায়।

২. কাশফুল ও কাশফুল! কোথা যাও তুমি?
তোমাকে দেখার অপেক্ষায় আছে মোদের এই ভূমি!

৩. কাশফুল ছিল তার খুব প্রিয়। শুধু অপ্রিয় ছিলাম আমি! তাই তো ছুঁড়ে ফেলে দিল আমায়।

৪. কাশফুল কে ভালোবেসে ভরাই আমার মন,
আমার মতো এমন ভালোবাসে আর কয় জন?

৫. কাশফুলের মালা উপহার দিব তোমায়। ভরিয়ে দেব তোমায় কাশফুলের আভিজাত্যে। জানি, তখন আর রাগ করে থাকতে পারবে না।

৬. বৃষ্টিভেজা ওই দিনে কাশফুল এনে দিয়েছিলেম তোমায়। অসময়ের কাশফুল পেয়ে কত্ত খুশি হয়েছিলে তুমি!কাশফুল নিয়ে উক্তি ছন্দ কবিতা

৭. কাশফুলের ই গন্ধে আমি বিমোহিত রই।
ও কাশফুল! এতো সুবাস পাচ্ছো তুমি কই?

৮. কাশফুলেদের যত্নে স্নেহে বেড়ে তুলি। তোমায় ছুঁবে বলে তারা মহানন্দে বেড়ে ওঠে।

৯. কাশফুলের ই শুভ্রতা দিগ্বিদিকে ছড়িয়ে যাক,
ফাটল ধরা দুঃখ যত, যাক ঘুচে যাক, মুক্তি পাক।

১০. কাশফুল আছে বলেই ধরণী এতো সুন্দর।

১১. কাশফুল তো এই পৃথিবীর গহনা। সেই গহনা কে পরিধান করেই তো প্রকৃতি নিত্য নতুন রূপে সাজে।

১২. কাশফুলকে পায়ে দলো না। ফুলের মতো পবিত্র জিনিস দের পায়ের তলায় দলতে নেই। নইলে তোমার গায়ে অভিশাপ লাগবে যে!

১৩. কাশফুলের তুলা আকাশে ছড়াবো, সেই তুলায় করে ভেসে যাবো বহুদূর। জনমানবশূণ্য নিভৃত কোনো স্থানে।

১৪. কাশফুলকে কাছে ডেকে বলতে চাই খুব,
আমি তোমার, তুমি মোর, পার করবো এই যুগ।

১৫. একটি কাশফুল মানে শরতের একটি সুন্দর সকাল।

kashful caption :

১৬. শরতে যখন আকাশে নীল বা সাদা মেঘের তুলো ভেসে বেড়াবে, ঠিক তখনই আমি কাশফুল ছিঁড়তে যাব।

১৭. শরতে ফোটে বলে কাশফুল আমার এত্ত প্রিয়!

১৮. কাশফুলের মেলায় চলে যাবো একদিন। সেই মেলা থেকে তোমার জন্য এক জোড়া কাশফুলের ঝুমকো এনে দেব। খুশি হবে তো? তোমার ওই চাঁদপানা হাসিমুখ একবার দেখতে পেলে এ জীবনের কাছে আমার আর চাওয়ার কিছুই নেই।

১৯. কাশফুলের শিরায় শিরায় লেখা আছে তোমার আর আমার প্রেম গাঁথা!

২০. তুমি ছুঁলে কাশফুল ও যেন প্রাণ ফিরে পায়। খুঁজে পায় সঞ্জীবনী শক্তি।

২১. তোমার ছোঁয়া পেলে কাশফুল ও যেন সুগন্ধে বিলীন হয়ে যায়!

২২. কাশফুলের পরতে পরতে গাঁথা আছে তোমার ওই নাম।

২৩. কাশফুল কে ভালোবেসে একবার কাছে টেনে নাও। দেখবে তোমার সব দুঃখ-কষ্ট এক নিমেষেই ফুরুৎ হয়ে গেছে।!

২৪. কাশফুল কে ছুঁলে যেন স্বর্গীয় স্বাদ অনুভূত হয়। আর খুঁজে পাওয়া যায় আনন্দপুরীর ঠিকানা।

২৫. আমার জন্মদিনে না হয় একটা কাশফুল ই উপহার দিয়ো। এতেই হবে। তাতেই অনেক খুশি হব।

২৬. ও কাশফুল! তুমি এত সুন্দর কেনো?
আমার হৃদয়ের মাঝে এক পশলা বৃষ্টি যেন!

২৭. কাশফুল চাই। এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আড়ি যাও।!

২৮. কাশফুল প্রকৃতির দেয়া এক অনবদ্য উপহার। সেই উপহার কে নয়ছয় করো না।

২৯. শরতের দিনে চলো কাশফুল কুড়াই,
কাশফুল পেলে যেন স্বর্গ খুঁজে পাই!

৩০. বিকেল করে তুমি না হয় কাশফুল ই এনো!

৩১. কাশফুল কে ছিঁড়তে যেয়ে, মনে পড়লো এক কথা,

এই ফুলকে ছিঁড়লে তো তার গাছ টা পাবে ব্যথা।

৩১. চলো তোমায় পরীর রাজ্যে নিয়ে যাই। সেখানে তুমি চাইলেই চোখের সামনে কাশফুল দেখতে পাবে। কী দারুণ হবে না ব্যাপার টা? যাবে মোর সাথে?

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের লিখা এই কাশফুল নিয়ে ক্যাপশন ও উক্তি গুলো কেমন লাগলো আপনাদের কাছে । আমরা চেষ্টা করেছি প্রায় সব ধরণের ক্যাপশন এখানে দিতে । আমাদের লিখা গুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের সাইট বুকমার্ক করে রাখবেন । আর আমাদের সাইট বন্ধুদের সাথে শেয়ার করবেন । আজ এই পর্যন্তই । ভালো থাকবেন । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x