আজকের বিষয় হলোঃ গোধূলি বিকেল নিয়ে ক্যাপশন, শেষ বিকেলের ক্যাপশন , গোধূলি নিয়ে উক্তি , গোধূলি বিকেল নিয়ে উক্তি , গোধূলি লগ্ন নিয়ে কবিতা , পড়ন্ত বিকেল নিয়ে উক্তি । এগুলো নিয়েই আমাদের আজকের লেখা । আশা করি উপভোগ করবেন ।
গোধূলি বিকেল নিয়ে ক্যাপশন :
১. আহা! কত সুন্দর গোধূলী লগ্ন!
তাতে শুধু তুমি আর আমি থাকি মগ্ন।
২. গোধূলী লগনে তোমার পরশে জুড়ায় মোর এই প্রাণ,
তুমি আছো তাই, চারিধারে ছড়ায়, আনন্দেরই বান।
৩. “গোধূলী” শব্দ এতই মধুর, এতই শ্রুতিদায়ক!
এই শব্দখানি ই যে, তার স্রষ্টার পরিচায়ক।
৪. গোধূলী লগ্ন কখন আসে? কখন ই বা ফুরায়ে যায়?
কী করিলে বলো- সারাদিন শুধু তার ই দেখা পাই?
৫. গোধূলী বেলায় তুমি-আমি বসে তাকিয়ে দেখি, পাখিরা আকাশে হুটোপুটি খাচ্ছে।
৬. গোধূলীর গুণগাণ গাই আমি চিরদিন,
তারে আমি আগলে রাখবো, ভুলবোনা ঋণ।
৭. গোধূলীকে কাছে ডেকে, বলি আমি বারেবার,
তুমি এতো সুন্দর! সুন্দরী, ওগো তুমি কার?
৮. গোধূলীকে ভালোবাসি, খুব ভালোবাসি,
তাই তো বারেবার তারই কাছে ফিরে আসি।
৯. গোধূলী বেলায় চা খেতে খতে বলবো তোমাকে- “ওগো প্রিয়া! তোমায় বড্ড ভালোবাসি।”
১০. গোধূলী বেলা মনে-প্রাণে এক অন্যরকম আমেজ এনে দেয়। যার ফলে দেহ-মন বাররবার শুধু শিউরে ওঠে।
Read more:>>> রাতের আকাশ নিয়ে ক্যাপশন
১১. গোধূলী! তুমি প্রতিদিন নিয়ম করে এসো কিন্তু!।
১২. আমি যখন খাতার পাতা ভরাব কলমের কালিতে; তখন কিন্তু আমার আশেপাশে তোমায় থাকতেই হবে, গোধূলী লগ্ন!
১৩. আমি পাতা জুড়ে শুধু লিখি গোধূলী বেলার মনোরম দৃশ্যগুলীর বর্ণনা।
১৪. গোধূলী বেলার মিষ্টি হাসিটা যেন মন-প্রাণ ছুঁয়ে যায়।
১৫. গোধূলীর জন্য রাখতে পারি হাজার বাজি, পেরোতে পারি শত-সহস্র বাধা, ঘাত-প্রতিঘাত আর চড়াই-উতরাই।
শেষ বিকেলের ক্যাপশন :
গোধূলি বিকেল নিয়ে আরো কিছু ক্যাপশন নিচে পাবেন:
১. গোধূলী তোমাকে দেখার জন্য মনটা বড্ড ডাকে,
গোধূলী তোমার ছবিটা কে যেন বুকের মধ্যে আঁকে।
২. গোধূলী তোমার দেখা আমি কোথা গেলে বল পাই?
গোধূলী তুমি আমার থেকো, তোমাকেই শুধু চাই।
৩. গোধূলী বেলা আমার বড্ড প্রিয়। তাই আমি আমার প্রিয়তমা কে “গোধূলী” বলেই ডাকি।
৪. গোধূলীর তেজে পুড়ে যায় সব জঞ্জাল,
গোধূলী তাই তোমাকে শত কোটি ধন্যবাদ।
৫. গোধূলী বেলা যখন চলে যায়, তখন মনের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়।
৬. গোধূলী তুমি একবার চলে গেলে পরদিন আসতে এত দেরি কেন করো? তোমার উপর রাগ করেছি ভারি, যাও।
৭. গোধূলী বেলায় জেগে থেকে আমি আমার স্বপ্ন-সিঁড়ির বুনিয়াদ গড়ি। তাই তো গোধূলী লগ্ন আমার কাছে এত্ত স্পেশাল।
৮. “গোধূলী”! তোমার কী আর অন্য কোনো নাম আছে? থাকলে বলো না, খুব শুনতে ইচ্ছে করে।
৯. গোধূলী! তুমি যখন চলে যাবে, তখন আমাকে সাথে নিয়েই তোমার দেশে যেও। তোমার দেশটা আমি ঘুরে দেখতে চাই। দেখতে চাই, কত সুন্দর রাজপ্রাসাদে তুমি থাকো!
১০. গোধূলী তুমি থাকো কই, দিবে কি তার ঠিকানা?
না, না ভয় পেয়ো না, আমি তোমার বাড়ি যাবো না।
১১. গোধূলী লগ্ন! তোমার লাল আভায় তুমি আমায় মোহিত করে দিয়েছো। আমার আমিকে তুমি কেড়ে নিয়েছো। তোমায় আমি এত সহজে ছাড়ছি নাহ!
১২. গোধূলী লগ্নে দেখেছিলেম তোমায়। কী অপূর্ব চাহনি! কাজল কালো দুই চোখ। আহা! স্বর্গ থেকে নেমে আসা এক পরীর মতন যেন।
১৩. গোধূলী বেলায় আলাপ জমাবো তোমার সাথে, প্রেমের আলাপ। তুমি কি রাগ করবে তাতে?
১৪. গোধূলী! তুমি হাজারো প্রেমিক-প্রেমিকা কে লাল আভায় ঢাকা একটি সুন্দর মুহূর্ত উপহার দিয়েছো। তোমার স্রষ্টার কাছে কৃতজ্ঞ আমরা সবাই। এভাবেই লাল দ্যুতি ছড়িয়ে যেও সারাজীবন।
১৫. “গোধূলী” লগ্নকে কে না ভালোবাসে? এমন কেউ নেই যে গোধূলীকে ভালোবাসে না।
প্রিয় বন্ধুরা, গোধূলি বিকেল নিয়ে ক্যাপশন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তা আমাদের জানাবেন । আমরা এখানে চেষ্টা করেছি আপনাদের কিছু সেরা এবং সুন্দর ক্যাপশন দিয়ে হেল্প করতে । এই রকম আরো হাজার হাজার ক্যাপশন ও স্ট্যাটাস আমাদের এই সাইটে পাবেন । তাই আমাদের সাথেই থাকবেন ।