স্বার্থপরতা নিয়ে উক্তি স্বার্থপর মানুষ স্ট্যাটাস গুলো একবার পড়ে দেখুন । আশা করি অনেক কিছু জানতে পারবেন । আর আপনিও যদি এই সম্পর্কে কিছু বলতে চান তাহলে নিচে কমেন্ট করতে পারেন । আমরা আপনার লিখা আমাদের এই পোস্ট অন্তর্ভুক্ত করবো । ভালো ও শিক্ষণীয় লিখা গুলো আমাদের সবার পড়া উচিৎ । তাই আসুন তাহলে উক্তি গুলো পড়ে দেখা যাক ।
স্বার্থপরতা নিয়ে উক্তি :
স্বার্থপরতা আত্মাকে কুৎসিত করে দেয় ।
— ডেভিড মিচেল
স্বার্থপরতা হলো ঘৃণ্য দুষ্টতা, যা কেউ অন্যকে ক্ষমা করে না এবং নিজের মধ্যে নিজে ছাড়া অন্য কেউ থাকে না।
— হেনরি ওয়ার্ড বিচার
আরো আছেঃ>>> স্বার্থ নিয়ে উক্তি
স্বার্থপর ব্যক্তিরা অন্যকে ভালবাসতে অক্ষম, তবে তারা নিজেরাও নিজেদের ভালবাসতে সক্ষম নয় ।
— এরিক ফর্ম
স্বার্থপর মানুষ চোর ।
— জোসে মার্টি
স্বার্থপরতা হলো মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অভিশাপ।
— উইলিয়াম ই গ্ল্যাডস্টোন
স্বার্থপরতা হতাশার সবচেয়ে বড় রূপ, কারণ এটি ব্যক্তিটিকে এতটাই অন্ধ করে তোলে যে- তিনি সর্বদা অনড় হয়ে থাকার জন্য তার সত্যিকারের আত্ম অনুসন্ধান করতে ব্যর্থ হন ।
— অনুজ সোমানি
স্বার্থপরতা হলো সকল প্রাকৃতিক ও নৈতিক দুষ্টতার মূল এবং উত্স ।
— নাথানিয়েল ইমনস
স্বার্থপরতা হলো একজন মানুষকে তার নিজেকে নিজকেন্দ্রিক করে তোলা, সে যা কিছু করে সব নিজের জন্য ।
— জন ওভেন
স্বার্থপরতা অন্তরে দারিদ্র্য থেকে আসে, বিশ্বাস ও ভালোবাসা প্রচুর পরিনামে না থাকায় ।
— ডন মিগুয়েল রুইজ
স্বার্থপরতা মানুষের জীবনকে অন্ধ করে রাখে ।
— হযরত ইনায়েত খান (রঃ)
মহান অর্জন সাধারণত মহা ত্যাগের মাধ্যমে অর্জিত হয় এবং স্বার্থপরতায় কখোনো কোন কিছু অর্জন হয় না ।
— নেপোলিয়ন হিল
তীব্র স্বার্থপর লোকেরা তাদের ইচ্ছার বিষয়ে সবসময় খুব স্থির থাকে । অন্যের ভালো করে তারা তাদের শক্তি অপচয় করে না ।
— Ouida
স্বার্থপর মানুষ নিয়ে স্ট্যাটাস :
স্বার্থপর মানুষ নিয়ে কিছু স্ট্যাটাস পড়বো । স্বার্থপর কথা টা খুবই খারাফ একটি শব্দ । অথচ আমাদের এই পৃথিবীতে বেশীর ভাগ মানুষই কিন্তু স্বার্থপর । তবে এর মাঝেও অনেক নিঃস্বার্থ মানুষও আছে । কিন্তু তাদের সংখ্যা অনেক অনেক কম । যে তার জীবনে একজন নিঃস্বার্থ মানুষ পেয়েছে, সে অনেক ভাগ্যবান । আসুন তাহলে আমরা স্বার্থপর মানুষ নিয়ে আজকের লিখা গুলো পড়ে দেখি ।
স্বার্থপর মানুষ কারা ? যারা অন্যের দুর্বলতাকে নিজেদের আনন্দের জন্য ব্যবহার করে ।
সব স্বার্থপর মানুষ, ভালো থাকুন. নিজের মত থাকুন এবং আমার থেকে দূরে থাকুন ।
এমন মানুষদের থেকে দূরে থাকুন, যারা তার নিজের যত্ন করার মানুষদের মাঝে স্বার্থ খোঁজে ।
স্বার্থপর মানুষ গুলো কখনো কারো বন্ধু হতে পারে না ।
জীবন থেকে স্বার্থপর মানুষ গুলোকে দূরে রাখুন, এবং নিজের কাজে মনোযোগ দিন ।
কিছু কিছু মানুষ সম্পর্ক করে শুধুমাত্র সুবিধা নেয়ার জন্য , এদের থেকে দূরে থাকুন ।
কিছু কিছু মানুষ স্বার্থের জন্য সব কিছু করতে পারে । কোন কিছুকেই এরা তোয়াক্কা করে না ।
তর্কের চেয়ে নীরবতা ভাল, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভাল, আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভাল।
স্বার্থপর মানুষ গুলো নিজের লাভের জন্য অন্যের যেকোন ক্ষতি করতেও দ্বিধা করে না ।
স্বার্থপর মানুষ গুলো জীবনে অনেক টাকার মালিক হলেও এরা অনেক নিঃসঙ্গ থাকে । এদের মনে কোন শান্তি থাকে না ।
টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ কখন যে অমানুষ হয়ে যায়, তাঁরা নিজেরাও জানে না ।
যে মানুষ গুলো সার্থপর, তাদের বন্ধুরাও তাদের মতই স্বার্থপর হয় ।
যারা সার্থের জন্য কাছে আসে, আবার সার্থের জন্য দূরে চলে যায়, তাঁরা কখনই কারো প্রিয় হতে পারে না ।
স্বার্থপর মানুষদের সঙ্গ এর চেয়ে একা থাকা অনেক ভালো ।
মানুষ যখন বেশী স্বার্থপর হয়ে যায়, তখন তাঁরা আপনজনদের কে ভুলে যায় ।
স্বার্থপর হওয়া ভালো , তবে সেটা অতি মাত্রায় বা এক কেন্দ্রিক হয়ে গেলে খারাফ।
আপনি যদি স্বার্থপর মানুষদের চিনতে চান , তাহলে আপনার খারাফ সময়ের জন্য অপেক্ষা করুন।
স্বার্থপর মানুষ গুলো আপনার বিপদে পাশে থাকার অভিনয় করবে, আর নিঃস্বার্থ মানুষ রা আপনাদের বিপদের দিনে পাশে থাকবে ।
স্বার্থপরতা নিয়ে স্ট্যাটাস :
সম্পর্ক স্বার্থপর ব্যক্তিদের কাছে কোন গুরুত্বপূর্ণ বিষয় নয় ।
আমরা প্রত্যকেই কোন না কোন দিকে স্বার্থপর হয়ে থাকি ।
স্বার্থপরতা আমাদের জীবনের সবচেয়ে বড় অসুখ ।
সামান্য স্বার্থের জন্য আমাদের সুন্দর সম্পর্ক গুলো শেষ হয়ে যায় ।
কোন রকম স্বার্থ ছাড়াই মানুষের উপকার করা উচিৎ ।
এই দুনিয়ায় কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না ।
কিছু মানুষ স্বার্থের জন্য আপনার কাছে আসবে, স্বার্থ পুরিয়ে গেলে আবার কেটে পড়বে ।
কিছু মানুষ স্বার্থ ছাড়া এক কদমও নড়ে না । যেখানেই যায় তারা তাদের স্বার্থ খোঁজে ।
কিছু মানুষ স্বার্থের জন্য সব কিছু করতে পারে, সম্মান তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না ।
স্বার্থপর মানুষ গুলো থেকে দূরে থাকবেন, কারণ তারা আপনার ইউজ করে ছেড়ে দিবে ।
এই সংসারে কোন কিছুই স্বার্থ ছাড়া হয় না, মা-বাবাও তার সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে ।
শেষ কথা :
স্বার্থপরতা নিয়ে আরো অনেক কিছু লিখার আছে । তবে আজ এখান পর্যন্তই থাক । সবশেষে একটি কথা সবার উদ্যেশ্যে বলা দরকার । তা হলো আমাদের সবার উচিৎ বিনা স্বার্থে অন্যের জন্য কিছু করা । তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো । পড়ালেখা করে শুধু টাকা আয় না করে মানব সেবায়ও মন দিতে হবে আমাদের সবার । সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন দিয়ে আমাদের লিখাটা পড়বার জন্য ।
এখানে আমরা শুধুমাত্র স্বার্থপর মানুষদের সম্পর্কে লিখেছি । সবার জন্য এই কথা গুলো প্রযোজ্য নয় । আমরা কাউকে ছোট করতে চাই না । এই পৃথিবীতে স্বার্থপর মানুষ যেমন আছে, তেমনি নিঃস্বার্থ মানুষও আছে অনেক । আমরা তাদের অনেক সম্মান জানাই । আসুন সবাই সার্থ ভুলে এক হয়ে কাজ করি । তাহলেই জীবনে পরিপূর্ণতা আসবে । সবাই অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাইট নিয়মিত ভিজিট করবেন। এই কামনায় আজকের মত এখানেই শেষ করলাম।