বউকে রোমান্টিক মেসেজ

চলুন আজ বউকে রোমান্টিক মেসেজ দিয়ে চমকে দেই । আসলে বউয়ের সাথে রোম্যান্টিক কথা বলা বা মেসেজ দেয়া অনেক ভালো কাজ । বিয়ের পর আমরা কেউ বউকে আর সময় দিতে চাই না । এটা কিন্তু ঠিক নয় । বউকে সময় দেয়া সুন্নাহর কাজ । ভালো কাজে আমরা অপারগ । তাই আজ চলুন একটু ভালো কাজ করি, মানে হলো বউকে একটি রোমান্টিক মেসেজ দেই । দেখি বউ খুশী হয় কিনা ।বউকে রোমান্টিক মেসেজ

বউকে রোমান্টিক মেসেজ :

তুমি আমার রাতের আকাশ ভরা তারা
তোমার মুখ খানা দেখতে আমি হই দিশেহারা ।

তুমি আমার ফুল বাগানের একটি গোলাপ ফুল
তুমি আমার বেঁচে থাকার একমাত্র কুল ।

আমি তোমায় ভালোবাসি জেনে রেখ তবে
তুমি ছাড়া আমার প্রিয় কেউ নেই এই ভবে ।

তোমার কথা মনে এলে কষ্ট লাগে খুব
এমন শুধু দেখতে চায় তোমার ঐ চাঁদ মুখ ।

হাজারো কাজের মাঝে তোমার কথাই ভাবি
তুমি আমার সুখের তালার একমাত্র চাবি ।

সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি
সারাদিন আমি যেন তোমাকেই দেখি ।

Read More:>>> বউ নিয়ে উক্তি

Read More  আই লাভ ইউ পিক

তুমি আমার স্বপ্নের রাজকন্যা,
আমায় ছেড়ে যেও না ।
তোমায় ছাড়া এই আমি
বেঁচে থাকতে পারবো না ।

ওগো আমার সোনার ময়না পাখি
কি বলে যে তোমায় আমি ডাকি ।
সারাক্ষন শুধু তোমার কথাই ভাবি
মনে মনে তোমার ছবি আকি ।

তোমাকে আমি যতই ভালোবাসি
আরো ভালবাসতে ইচ্ছে করে ।
যেন জনম জনম তোমায় ভালোবেসেও
আমার ইচ্ছে কভু না মরে ।

ওগো আমার জীবন সাথী,
যেও না আমায় ছেড়ে ।
তুমি আমার সব সুখ
নিও না যে কেড়ে ।

তুমি আমার জীবন সাথী থেকো আমার সাথে
তোমায় আমি আদর করবো সকাল থেকে রাতে ।

বউ এর জন্য রোমান্টিক ছন্দ :

এখানে আমরা অনেক গুলো বউকে রোমান্টিক মেসেজ দিয়েছি । তাই এখন আসুন এইরকম কিছু ছন্দ পড়ে দেখা যাক । যেহেতু আমরা অনেক গুলো মেসেজ পড়েছি । তাই এবার ছন্দ গুলো পড়ে দেখি । কারণ মেসেজ এর পাশাপাশি কিছু ছন্দ থাকলে ভালো লাগবে । চলুন তাহলে দেখে নেয়া যাক ।

ওগো আমার সোনার ময়না পাখি
কি নামে যে তোমায় আমি ডাকি ।
তুমি আমার মনের খাঁচায় বন্দী হয়ে থেকো
আমায় ছেড়ে কোন দিন চলে যেও নাকো ।

Read More  ঝর্ণা নিয়ে উক্তি ছন্দ কবিতা স্ট্যাটাস ক্যাপশন

তুমি আমার মনের মানুষ মনের মাঝেই থেকো
মনের মাঝে থেকে তুমি আমায় শুধু দেখো ।

মন চায় আজ তোমায় ভালোবাসতে
ইচ্ছে করে দিল খুলে তোমার সাথে হাসতে,
মন চায় আজ আকাশের তারা গুনতে
মন চায় আজ বসে বসে তোমার কথা শুনতে ।

তুমি আমার চাঁদ সুরুজ আকাশের ঐ তারা
তোমায় ছাড়া আমার মন হয়েছে পাগল পারা
তুমি আমার চাঁদের আলো আকাশের সাদা পাখি
ইচ্ছে করে আজ বসে বসে তোমার ছবি আকি ।

চন্দ্রের কাছে আকাশ প্রিয়, পাখির কাছে ফুল
তোমায় আমি ভালোবেসে করিনি তো ভুল
দুঃখের কাছে দুঃখ প্রিয় সুখের কাছে সুখ
স্বপ্নে আমার ভেসে ওঠে তোমার ঐ মুখ ।

মনের কথা মন কেন কয়না
এতো জ্বালা মন আর শয় না
মনের কাছে মন তো থাকে না
কোনো কাজেই মন তো বসে না ।

একটা হৃদয় একটা আশা একটাই আমার মন,
সেই মনেতে থাকবে আমার একটি প্রিয়জন।
প্রিয়জন বাধবে বাসা আমার মনেতে,
কাটবে জীবন চলবো দুজন একি সাথে।

যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে
যখন স্বপ্ন আসে তখন তুমি আসো
যখন তুমি আসো তখন ঘুম আসে না
এভাবেই তো চলছে আমার জীবন ।

Read More  ডিপ্রেশন নিয়ে স্ট্যাটাস

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো । আশাকরি অনেক অনেক পছন্দ হয়েছে আমাদের এই বউকে রোমান্টিক মেসেজ গুলো । আমাদের এই মেসেজ গুলো আমরা নিজেরাই লিখেছি আপনাদের জন্য । আপনারা যদি কিছু বলতে চান, তাহলে নিচে কমেন্ট করে বলতে পারেন । আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সবচেয়ে ভালো আর সুন্দর লিখা গুলো দিতে । যদি সময় থাকে তাহলে আমাদের নিচের পোস্ট গুলাও পড়ে দেখতে পারেন । আশা করি অনেক অনেক ভালো লাগবে । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *