এখানে পাবেন ভাই নিয়ে ক্যাপশন এবং ভাইকে নিয়ে স্ট্যাটাস উক্তি ও কিছু সুন্দর সুন্দর কথা । মোটামুটি আমাদের সবার ভাই থাকে, আপন ভাই বা নিকট আত্মীয় অথবা খুব কাছের বড় ভাই বা ছোট ভাই আমাদের সবার কম বেশী থাকে । ভাইকে নিয়ে আসলে লিখে শেষ করা যাবে না । আপনাদের জন্য আমরা এখানে খুব সুন্দর কিছু ভাই নিয়ে ক্যাপশন উক্তি ও স্ট্যাটাস দিয়েছি । আশাকরি লেখা গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে । আসুন তাহলে শুরু করি ।
আমার ভাইটি দুষ্টু খুব, তবু তাকে লাগে সুব। একসাথে খাই, একসাথে খেলি, মাকে জ্বালিয়ে মজা ফেলি!
ভাইয়ের সাথে কাটে দিন, ওর মতো নেই কোন বিন। যদি কাঁদি, সে যায় দৌড়ে, ভালোবাসে আমায় জোরে জোরে!
শেষ কথা :
ভাই নিয়ে ক্যাপশন উক্তি গুলো কেমন লাগলো আপনাদের কাছে তা নিচে কমেন্ট করে আমাদের জানাবেন । আমরা এই রকম আরো কিছু সেরা উক্তি বা লিখা নিয়ে আপনাদের দিতে চাই । আশা করি আমাদের সাথেই থাকবেন । সবাইকে ধন্যবাদ।
I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.
4 Comments
আলহামদুলিল্লাহ। আমরা পাঁচ ভাই। আমি সবার ছোট।
ছোটবেলায় ভাইদের সাথে কত মারামারি,ঝগড়া করতাম তা এখন মনে পড়লে খুবই নিজেকে অপরাধী মনে হয়। এখন সবাই দূরে। এক ভাই চাকরি, দুই ভাই মালয়েশিয়া, এক ভাই অন্য কাজ, আমি সেই ভাইদের টাকাই ছোট থেকে এখনো পড়াশোনা করছি।
জানিনা আমার ভাইয়েরা আমাকে কতটুকু ভালোবাসে।তবে বিশ্বাস করি তারা আমাকে অনেক ভালোবাসে।
আসলেই যতই বড় হচ্ছি আপনজন ততই দূরে যায়। আপনজন দের মাঝে আর সেই ছোটবেলার মতো ভালোবাসা থাকে না।
অনেক ভালোবাসি এবং মিস করি ভাইয়ের।
(I love my five brothers and one Sister.)❤❤❤❤❤❤❤
আমার ভাইয়েরা সবাই লোভী, আমার কাছে সুবিধা পেলে আসে, আর সুবিধা না পেলে আসেনা। আমি কোন বিপদে পড়লে ভাইয়েরা তাকিয়েও দেখেনা। অথচ তারা সবাই আমার বড় ভাই, এখন তাদের সাথে যোগাযোগ করার ভক্তিই আসেনা আমার ভিতর থেকে।
টাকায় ভরা হাতটার চেয়ে! বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি!
আলহামদুলিল্লাহ। আমরা পাঁচ ভাই। আমি সবার ছোট।
ছোটবেলায় ভাইদের সাথে কত মারামারি,ঝগড়া করতাম তা এখন মনে পড়লে খুবই নিজেকে অপরাধী মনে হয়। এখন সবাই দূরে। এক ভাই চাকরি, দুই ভাই মালয়েশিয়া, এক ভাই অন্য কাজ, আমি সেই ভাইদের টাকাই ছোট থেকে এখনো পড়াশোনা করছি।
জানিনা আমার ভাইয়েরা আমাকে কতটুকু ভালোবাসে।তবে বিশ্বাস করি তারা আমাকে অনেক ভালোবাসে।
আসলেই যতই বড় হচ্ছি আপনজন ততই দূরে যায়। আপনজন দের মাঝে আর সেই ছোটবেলার মতো ভালোবাসা থাকে না।
অনেক ভালোবাসি এবং মিস করি ভাইয়ের।
(I love my five brothers and one Sister.)❤❤❤❤❤❤❤
আমার ভাইয়েরা সবাই লোভী, আমার কাছে সুবিধা পেলে আসে, আর সুবিধা না পেলে আসেনা। আমি কোন বিপদে পড়লে ভাইয়েরা তাকিয়েও দেখেনা। অথচ তারা সবাই আমার বড় ভাই, এখন তাদের সাথে যোগাযোগ করার ভক্তিই আসেনা আমার ভিতর থেকে।
টাকায় ভরা হাতটার চেয়ে! বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি!
আমার ভাই আমার কাছে প্রিথিবির সেরস্ত্র উপহার