21 february caption bangla

Best 21 february caption bangla sms for you. We know that, 21st february is the international mother language day for whole world. In Bangladesh this day is very special for all people of Bangladesh. On this day there are several freedom fighter killed by the police. They are Salam, Rafique, Jabbar, Borkat and others. Read more >> 26 march bangla sms21 february caption bangla

21 february bangla sms:


মুক্ত বাংলা যুক্ত করো,
সোনার বাংলা ধন্য করো,
মুক্ত বাংলা সবার আছে,
যুক্ত করা মোদের আশা,
বাংলা ভাষা প্রানের ভাষা ।


বাংলাদেশের সোনার ছেলে, ভাষা শহীদের দল ।
জীবন দিয়ে এনে দেবো বাংলা ভাষার ফল ।
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি ।
সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি ।

Read More >>  মাকে নিয়ে সেরা উক্তি

21 february bangla sms status

রফিক, সালাম, বরকত আরো হাজার বীর সন্তান,
করলা ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে মহান,
ধন্য আমার মাতৃ ভাষা ধন্য তাদের প্রান ।


ফেব্রুয়ারী ফেব্রুয়ারী বাংলা ভাষার মাস,
বাংলা আমার মাতৃভাষা মেটাই মনে আঁশ ।


ভালোবাসার মাঝে কষ্ট আছে,
ভালো থাকার মাঝে শান্তি আছে,
দূরে থাকার মাঝে টান আছে,
মনে রাখার মাঝে সান্ত্বনা আছে,
তাই মনে রেখো… ২১… ফেব্রুয়ারী ।


Ohh my bangla ! Ohh my language ! You R my Heart ! I luv you all the best, you vibrate in my heart, i feel it, i realize it, ( Ekushe february- omor hok )

Read More >>  শুভ সন্ধ্যা এসএমএস মেসেজ কবিতা

যে ভাষার জন্য আমরা এতো হুন্নে ,
যে ভাষার জন্য এত রক্তপাত,
যে ভাষা আমাদের করেছে মহান,
সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি … ?


মনে পড়ে ১৯৫২ এর কথা,
মনে পড়ে একুশে ফেব্রুয়ারী এর কথা,
যখন হারিয়েছি আমার ভাইদের,
দিয়েছি রক্ত ভাষার জন্য ।


ফেব্রুয়ারী আমার ভাইয়ের,
ফেব্রুয়ারী আমার মায়ের,
একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি ???


রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে ।


প্রিয় বন্ধুরা, আমাদের লেখা এই 21 february caption bangla গুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তা আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট করে । আমরা এখানে আরো অনেক গুলো স্ট্যাটাস ও ক্যাপশন যোগ করবো । তাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই সাইট সব সময় ভিজিট করবেন । অনেক অনেক ধন্যবাদ ।

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.