দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি

দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি স্ট্যাটাস বাণী আর ক্যাপশন দিয়ে সাজানো হয়েছে এই পোস্ট টি । আশাকরি পড়ে অনেক ভালো লাগবে । উক্তি গুলো মূলত দৃষ্টিভঙ্গি, মনোভাব, তাকানো ইত্যাদি বিষয়ে । তাই এইরকম উক্তি বা বাণী গুলো ভালো লাগারই কথা । তাই চলুন বিখ্যাত মনিষীদের সেই প্রিয় বাণী গুলো দেখে নেই ।

দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি :

১. বয়স নিয়ে ঘাবড়াচ্ছেন ? দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন, নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনও বাধাই নয়।
— সি এস লুইস

২. সত্যি বলতে খারাপ দৃষ্টিভঙ্গি আপনাকে ভালোবাসা, আশীর্বাদ সবকিছু থেকে দূরে রাখে।
— ম্যান্ডি হেল

৩. তোমার আচরণ ও দৃষ্টিভঙ্গি তোমার সম্পর্কে অনেক কিছুর জানান দেয়। তাই এটাকে সর্বদাই স্বাভাবিক রাখার চেষ্টা করো।
— রুবাইনি

দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি

৪. দৃষ্টিভঙ্গিই বলে দেয় তোমার ফলাফল বা ভবিষ্যত কি হবে।
— ওয়ারেন ওয়েরেসবি

৫. সময় সবাইকেই বদলে দেয়। সেই সাথে সময় বদলায় জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও।
— সংগৃহীত

৬. আমার পুরো জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি এই যে, একটা বই কে কখনোই এর প্রচ্ছদ দ্বারা বিচার করা উচিত নয়।
— ফ্লোয়িড মেওয়েদার

আরো আছেঃ>> সময় নিয়ে উক্তি

৭. দৃষ্টিভঙ্গি বদলান নিচে নয় উপরে তাকান। আকাশের তারকারাজি এর দিকে তাকান এবং একটু পরেই দেখবেন আপনার কৌতুহল জেগেছে।
— স্টিফেন হকিং

Read More >>  ঝগড়া নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন

৮. কেউ দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কারণে যদি আপনাকে চিনতে না পারে তবে তাতে আপনার মূল্য কিন্তু কমে যায় না।
— সংগৃহীত

দৃষ্টিভঙ্গি নিয়ে স্ট্যাটাস :

দৃষ্টিভঙ্গি নিয়ে আরো কিছু উক্তি স্ট্যাটাস নিচে পাবেনঃ

১। দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেব ।

২। আপনি সঠিক মানেই যে অন্য কেউ ভুল তা কিন্তু নয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটু দেখলেই জিনিসটা বুঝতে পারবেন।

৩। দৃষ্টিভঙ্গি হলো একটি ছোট্ট জিনিস তবে তা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।

৪। মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি হলো তারা এ বিষয়টি খুজে বের করতে পেরেছে যে মানুষ তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন এর মাধ্যমেই জীবন পরিবর্তন করে ফেলতে পারে।

৫। আপনি যদি মহৎ জিনিস না করতে পারেন তবে ছোট জিনিসকেই মহৎ উপায়ে করার চেষ্টা করুন।
দৃষ্টিভঙ্গি নিয়ে বানী

৬। যখন আপনার দৃষ্টিভঙ্গি ভালো হচ্ছে না, তখন উপরের দিকে তাকান উর্ধ্বভঙ্গি সর্বদাই ভালো।

৭। জীবনের ৫০% ঠিক হয় দৃষ্টিভঙ্গি দ্বারা, এবং বাকিটাও দৃষ্টিভঙ্গি দ্বারা।

৮। জীবনে সবচেয়ে বড় জিনিসটা হলো দৃষ্টিভঙ্গি ঠিক করা, এটা হয় আপনার আগুনকে আরো বাড়িয়ে দিতে পারে নতুবা আপনার সকল স্বপ্নকে মাটি চাপা দিতে পারে।

Read More >>  চেয়ার নিয়ে উক্তি

৯। দৃষ্টিভঙ্গি ঠিক করুন, কেননা এটাই সেই প্রথম জিনিস যা মানুষ আপনার মধ্যে প্রথমেই দেখতে পায়।

দৃষ্টিভঙ্গি নিয়ে ক্যাপশন :

আরো কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি ক্যাপশন নিচে দেয়া হলোঃ

1. একই ব্যাপার একেক জনের দৃষ্টিভঙ্গিতে একেক রকম হতে পারে ।

2. নিজের দৃষ্টিভঙ্গি অন্যের উপর চাপিয়ে দেবেন না, সবার দৃষ্টিভঙ্গি এক রকম নয় ।

3. পৃথিবীতে সব কিছুই সুন্দর , খারাফ হতে পারে শুধু আমাদের দৃষ্টিভঙ্গি ।

4. দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন বদলে যাবে ।

5. কোন মানুষ ভালো অথবা খারাফ হয় তার দৃষ্টিভঙ্গির কারণে ।

আরো আছেঃ>> বিশ্বাস নিয়ে উক্তি

6. তুমি তোমার কাজ করে যাও, যার দৃষ্টিভঙ্গি যেমন সে তোমাকে তেমনি দাম দেবে ।

7. নিজের দৃষ্টিভঙ্গিতে নিজেকেই সেরা মনে করুন, আর কাজে লেগে যান, সফলতা আসবেই ।

8. একই জিনিজ দুইজনের দৃষ্টিভঙ্গিতে দুই রকম হতেই পারে ।

9. ভালো দৃষ্টিভঙ্গি আপনার সুখ এনে দেবে, আর খারাফ দৃষ্টিভঙ্গি এনে দেবে অশান্তি ।

10. মানুষের দিকে ভালো দৃষ্টিভঙ্গিতে তাকান, তাহলে তারাও আপনার প্রতি ভালো দৃষ্টিভঙ্গিতে তাকাবে ।

11. কারো দৃষ্টিভঙ্গি জানতে হলে তার সাথে কথা বলুন স্বাধীন ভাবে ।

Read More >>  মেহমান নিয়ে উক্তি

12. আপনি যত ভালো মানুষই হন না কেন, দৃষ্টিভঙ্গি ভালো না হলে আপনি ভালো হতে পারবেন না ।

13. আপনার জীবনের সকল কাজ নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর ।

14. কোন খারাফ মানুষকে ভালো করতে হলে তার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি স্ট্যাটাস বাণী আর ক্যাপশন গুলো আপনাদের কাছে কেমন লাগলো ? আশাকরি এখান থেকে সব গুলোর মধ্যে বেশীর ভাগ ভালো লেগেছে আপনাদের কাছে । ভালো লাগলে আমাদের কে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না । আমরা এখানে চেষ্টা করেছি প্রায় সব ধরণের দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি স্ট্যাটাস বাণী আর ক্যাপশন দিতে । যাহোক আজ আর কথা নয়, সময় থাকলে আমাদের নিচের পোস্ট গুলো একবার পড়ে দেখার অনুরোধ রইলো । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *