দাড়ি নিয়ে উক্তি হাদিস আয়াত

দাড়ি নিয়ে উক্তি (quotes about beard): গাল, থুতনি, ঘাড় এবং ওষ্ঠের ওপরের অংশে গজানো চুল দাড়ি পুরুষের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলে। তাছাড়া আজকাল তো দাড়ি রাখা অন্যতম স্টাইল হয়ে গেছে। দাড়ি রাখার বিষয়ে ইসলামে অনেক বিধিবিধান আছে এবং দাড়ি যে পুরুষ মানুষকে অদ্বিতীয় করে তোলে সে সম্পর্কেও বিখ্যাত ব্যক্তিবর্গের অনেক উক্তি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন সময়ে দাড়ি নিয়ে উক্তি-র প্রয়োজন পড়ে। বিশেষকরে আপনি যখন কাউকে দাড়ি রাখার জন্য নসীহত করবেন বা বলবেন। তাই আজকে দাড়ি নিয়ে বেশকিছু আকর্ষণীয় উক্তি বর্ণনা করা হয়েছে।

দাড়ি নিয়ে উক্তি হাদিস আয়াত :

👉 দাড়ি বাড়াতে চাইলে ধৈর্য ধরতে হবে। – ড্যানিয়েল ব্রায়ান

👉 দাড়ি নিকাবের মতো যা গাল ঢেকে রাখে। – আরসালান খান

👉 দাড়ি যত লম্বা, মানুষ তত বেশি আকর্ষণীয়। – সংগৃহীত।

👉 দাড়ি মুণ্ডানোর মতো দাড়ি কাটাও হারাম। – বজলুল মজহুদ ১/৩৩

👉 তোমরা গোঁফ ছোট কর এবং দাড়ি বাড়াও। হযরত মুহাম্মদ (সাঃ)

👉 কিয়ামতের অন্ধকারে মুমিনের দাড়ি নূরে পরিণত হবে। – সংগৃহীত

👉 দাড়ি ছাড়া পুরুষ কেশর বা লোম ছাড়া সিংহের মতো। – সংগৃহীত

আরো পড়ুনঃ>>> মসজিদ নিয়ে উক্তি

🍀 তোমরা গোঁফ অনেক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দেবে। – হযরত মুহাম্মদ (সাঃ)

Read More >>  বিয়ের শুভেচ্ছা স্ট্যাটাস

🍀 দাড়ি মানুষকে পূণ্যবান ও শোকরগুজার বান্দায় পরিণতি করে। – সংগৃহীত

🍀 দাড়ি বাড়ানো কঠিন এবং যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। – গৌতম রোডে

🍀 মুশরিকদের বিরোধিতা কর, দাড়ি লম্বা কর আর গোঁফ ছোট কর। – বুখারি ও মুসলিম

🍀 নিজের দাড়িকে ভালবাসুন এবং এটি আপনাকেও ভালবাসবে। – জিন ককটেউ

🍀 পুরুষের দাড়ি সেভ করা একজন মহিলার মাথা সেভ করার মতোই। – ইবনে তাইমিয়্যাহ

🍀 একজন পুরুষকে তার দাড়ির যত্ন নিতে হবে যেভাবে মহিলারা তাদের চুলের যত্ন নেয়। সংগৃহীত

🍀 দাড়ি মুন্ডন করা হারাম, এক মুষ্ঠির অতিরিক্ত দাড়ি কর্তন করা মাকরুহ নয়। – মানসূর বুহুতী রঃদাড়ি নিয়ে উক্তি হাদিস আয়াত

➡️ একটি দাড়িতে ৭০ হাজার ফেরেশতা চুমু দিতে প্রতিযোগীতা করে। – হযরত মুহাম্মাদ (সাঃ)

➡️ সত্যিকারের ভালবাসা দাড়ির মতো। এটি কখনই শেষ হয় না, এটি কেবল বৃদ্ধি পায়। – জিন ককটেউ।

➡️ নবী-রাসূলের ১০টি বিষয় সুন্নাত। তন্মধ্যে গোঁফ ছোট করা এবং দাড়ি লম্বা করা অন্যতম। – মুসলিম

➡️ পুরুষ চেনার মাধ্যম হলো দাড়ি আর নারী চেনার মাধ্যম হলো মাথার ঝুটি। – ইমাম বাগাবী রঃ

➡️ ঈমান-আমল ঠিক থাকলে দাড়িওয়ালা ব্যক্তি নবী ও ওলীর সাথে সাক্ষাৎ ও হাশর হবে। – সংগৃহীত

➡️ কিয়ামতের দিনের নূর বা আলো একজন মুসলমানের সাদা দাড়ির মতো- হযরত মুহাম্মদ (সাঃ)

Read More >>  প্রতিবাদী উক্তি

➡️ তোমরা অনারব তথা কাফেরদের সাথে মিল করো না (মোচ লম্বা করো না), দাড়ি ঠিক করে রেখে দাও। – সংগৃহীত

দাড়ি সম্পর্কে আরো কিছু বাণী :

✅ যারা শেভ করে এবং দাড়ি ছোট করে আল্লাহ তাদের ক্ষমা করে দিক। হযরত মুহাম্মদ (সাঃ) – তিরমিজী ৯.১০৬

✅ ভালো দাড়ি নিজেকে বয়স্ক দেখায় এবং সেই সাথে নিজেকে আরো দায়িত্বশীল করে তোলে। – সংগৃহীত।

✅ রাসূল (সাঃ) দাড়ির নিচ ও আশপাশ থেকে মুষ্টি পরিমাণ বাইরের অংশ কাটছাঁট করতেন। – শরহু শিরআতিল ইসলাম-২৯৮

✅ যে ব্যক্তি চুল-দাড়ি উঠিয়ে বা কেটে অথবা কালো করে নিজেকে বিকৃত করে, আল্লাহর কাছ থেকে সে কিছুই পাবে না। – সংগৃহীত

✅ রাসূল (সাঃ) অনেক বড় দাড়ির অধিকারী ছিলেন। – সহীহ ইবনে হিব্বান ও মুসনাদে আহমাদ, হাদীস: ৬৩১১ ও ৯৪৬

✅ ইসলামের ফিতরাত হলো জুমআর দিনে গোসল করা, মেসওয়াক করা, গোঁফ ছেটে ফেলা ও দাড়ি লম্বা করা। – হযরত মুহাম্মদ (সাঃ)

✅ কওমে লুত ধ্বংস হয় ১০টি স্বভাবের কারণে। তন্মধ্যে একটি দাড়ি কর্তন করা ও গোঁফ লম্বা করা। – দুবরে মনসুর

✅ দাড়ি আল্লাহর পক্ষ থেকে পুরুষদের জন্য সম্মানজনক এক বস্তু। এটি নারী ও পুরুষের মধ্যে পার্থক্যকারী। – শাইখ ইবনে বায রঃ

✅ যখন আপনার দাড়িতে কারো সমস্যা হয়, মনে রাখবেন এটি আপনার সমস্যা নয়। – শাহেনশাহ হাফিজ খান

Read More >>  শাড়ি পরা পিক এর ক্যাপশন

✅ যারা বলে ইসলাম হৃদয়ে আছে, কিন্তু হিজাব বা দাড়ি নাই। তারা বুঝতে পারে না যখন ইসলাম হৃদয়ে থাকে, তখন হিজাব এবং দাড়ি স্বাভাবিকভাবেই এমনিতেই উঠে। আসে। – ইমাম হাফিজ বিলাল।

✅ হে আমার সহোদর, আমার দাড়ি ও চুল ধরবেন না। আমি আশংকা করেছিলাম যে, আপনি বলবেন; তুমি বনী ইসরাঈলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো ও আমার কথা শোনায় যত্নবান হও নি। – সূরা ত্বহা: ৯৪

অনেকের মধ্যে দাড়ি রাখা অনীহা থাকলেও দাড়ি কিন্তু পুরুষকে বেশ আকর্ষণীয় করে তোলে। এক গবেষণায় দেখা যায় দাড়িওয়ালা পুরুষকে নারীরা বেশি পছন্দ করে। তাছাড়া শেভ করার জন্য দাড়িতে ক্ষুর বা ব্লেড লাগালে চোখের রগের উপরে আঘাত লাগে। যার ফলে চোখের জ্যোতি কমে যায় এবং মুখের চামড়া শক্ত হয়ে যায়। তাই দাড়ি রাখলে এই ক্ষতি এড়ানো যায় এবং পুরুষের সৌন্দর্যও বৃদ্ধি পায়। আশা করি দাড়ি নিয়ে উল্লেখিত উক্তিগুলো আপনার ভাল লেগেছে। আর ভাল লাগলে অবশ্যই এই লেখাটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *