আমরা আজকে মানুষ চিনতে ভুল করা নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন পোস্ট ও কবিতা নিয়ে আলোচনা করবো । এই সব গুলো উক্তি আমার নিজের লিখা, তাই এগুলো অন্যকেউ তার নিজের সাইটে প্রকাশ করলে তাকে কপিরাইট আইনের আওতায় আনা হবে । মানুষ চিনতে ভুল করা খুব কষ্টের একটি বিষয় । আমরা যারা মানুষ চিনতে ভুল করি, তারা সবাই অনেক কষ্ট পাই শুধুমাত্র মানুষ চিনতে ভুল করার কারণে । তাই জীবনে ভালো থাকতে হলে মানুষ চিনতে ভুল করা যাবে না । কারো সাথে সম্পর্ক করার আগে হাজার বার চিন্তা করতে হবে , হাজার বার যাচাই করতে হবে ।
যে মানুষের সাথে আমি সম্পর্ক করছি সে আসলে ঠিক আছে কিনা এবং সে আমার সাথে মানানসই কিনা, সে আমাকে ঠিক মত বুঝবে কিনা , এই সব কিছু যাচাই করে নিতে হবে । আসুন তাহলে আমাদের আজকের লিখা গুলো পড়ে দেখি একবার ।
মানুষ চিনতে ভুল করা নিয়ে উক্তি :
এই দুনিয়ায় যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশী কষ্ট পায় ।
মানুষ চিনতে পারাটা অনেক বড় একটি বিষয়, কারণ এখনকার যুগে অভিনয় করা মানুষ এর সংখ্যা বেশী ।
মানুষ কেন এত অভিনয় করে ? সত্যকে লুকিয়ে রাখে, মিথ্যেটাকেই শুধু প্রকাশ করে ।
আমি কেমন আছি, তা জানতে চেও না, আমার মিথ্যে হাসিটাই দেখো আর কিছু ভেবো না ।
আমি কেন বারে বারে মানুষ চিনতে ভুল করি ? আমার জীবনে সত্যিকারের কোন বন্ধু বা সাথী পেলাম না আজও ।
কাউকে বন্ধু বা জীবন সাথী বানানোর আগে, আগে তাকে হাজার বার যাচাই করে দেখো । কারণ মানুষ চিনতে ভুলে করা অনেক বড় একটি পাপ ।
আমি মানুষ চিনতে করেছি ভুল, তাই তো আজ হারিয়েছি জীবনের দু-কুল ।
জীবনে সফল হতে হলে মানুষ চিনতে ভুল করা যাবে না । ভুল মানুষ তোমার সফলতাকে অনেক পিছিয়ে দেবে ।
আমরা মানুষ চিনতে ভুল করি কারণ আমরা আমাদের বিবেক এর চেয়ে আবেগকে বেশী প্রাধান্য দেই ।
আমার এমন এক নিয়তি আমি সব সময় মানুষ চিনতে ভুল করি ।
মানুষ চিনতে ভুল করবেন না, নিজের আবেগকে প্রশ্রয় দেবেন না ।
জীবনের অনেক বড় একটি ভুল হলো মানুষ চিনতে ভুল করা, এই একটি ভুল জীবনকে পুরো এলোমেলো করে দেয় ।
আমরা প্রায় সবাই জীবনে একবার হলেও মানুষ চিনতে ভুল করি । তবে আমরা সবাই কোন এক সময় ঠিকই সেই মানুষটিকে ত্যাগ করি ।
জীবনে মানুষ চিনতে ভুল করাটা খুব জরুরী । তা না হলে আমরা আসল মানুষটিকে চিনতে পারতাম না ।
জীবনে অনেক বড় দুইটা শিক্ষণীয় ব্যাপার হলো, মানুষ চিনতে ভুল করা আর ভুল মানুষকে চিনতে পারা ।
খুব সরল সোজা মানুষ গুলোই বেশীর ভাগ ক্ষেত্রে মানুষ চিনতে ভুল করে ।
মানুষ চিনতে ভুল করলে জীবনের পদে পদে ঠকতে হবে ।
মানুষ চিনতে ভুলে করলেও সম্পর্ক করতে ভুলে করা যাবে না ।
মানুষ চিনতে ভুলে করার অর্থ হলো নিজের উপর আত্মবিশ্বাস এর প্রচুর অভাব রয়েছে ।
মানুষ চিনতে ভুল করুন তবে বন্ধু চিনতে ভুল করবেন না ।
মানুষ চিনতে ভুল করে অনেকেই দেউলিয়া হয়ে গেছে । আমিও হয়েছি দেউলিয়া ।
মানুষ চিনতে ভুল করলে তার সমাধান আছে কিন্তু আপনজন চিনতে ভুল করলে তার কোন সমাধান নেই ।
সবাই জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের চিনতে সবাই ভুল করে ।
প্রিয় বন্ধুরা, আমাদের এই লিখা গুলো কেমন লাগলো আমাদের তা জানাবেন । আপনাদের কাছে যদি আমাদের এই লিখা গুলো সামান্যতম ভালো লেগে থাকে, তাহলেই আমরা সার্থক । আমাদের এই লিখা গুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাবেন । অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ।