অবাধ্যতা নিয়ে উক্তি ও হাদিস সম্পর্কিত পোস্ট এ আপনাকে স্বাগত । আজ আমরা অবাধ্যতা সম্পর্কিত অনেক গুলো উক্তি বা বাণী, হাদিস ও কোরআনের ইসলামিক আয়াত দেখবো এখানে । উক্তি গুলো পড়ে আশা করি অনেক ভালো লাগবে । তো চলুন তাহলে দেখে নেয়া যাক উক্তি গুলো ।
অবাধ্যতা নিয়ে উক্তি :
১। ঈশ্বরের অবাধ্যতা ধ্বংসের দিকেই নিয়ে যায়।
— (লায়লা গিফতি আকিতা)
২। অবাধ্যতাই স্বাধীনতার মূল ভিত্তি, অনুগতরা দাসত্বই করে যায়।
— (হেনরি ডেভিড থোরো)
৩। আনুগত্য বিশ্বাসের কর্ম, অবাধ্যতা অবিশ্বাসের ফলশ্রুতি।
— (এডউইন লুই কোল)
৪। অবাধ্যতা হলো আনন্দের চাবিকাঠি
— (অ্যালেস্টার ক্রাউলি)
আরো আছেঃ>>> আইন নিয়ে উক্তি
৫। সবকিছুর ক্ষেত্রেই অবাধ্যতার একটি নির্দিষ্ট পর্যায় রক্ষা করে চলা উচিত।
— (এলিস নটলে )
৬। কিছু কিছু পরিস্থিতিতে অবাধ্যতা পুণ্যের কাজ।
— (অ্যান রেডক্লিপ)
৭। বিবেকের অবাধ্যতা বিবেককে অন্ধ করে দেয়।
— (সি এস লুইস)
৮। অবাধ্যতার ফলস্বরূপ আপনি যা হারাবেন, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমেও তা ফিরে পাওয়া সম্ভব নয়।
— (এডউইন লুই কোল)
৯। অন্যায় আইনের অবাধ্যতা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
— (মার্টিন লুথার কিং জুনিয়র)
১০। আমাদের আনুগত্যের প্রতিফল ঈশ্বর দিয়ে থাকেন, কিন্তু আমাদের অবাধ্যতার পরিণতির জন্য আমরা নিজেরাই দায়ী।
— ( চার্লস স্ট্যানলি)
কোরআনের আয়াত ও হাদিস :
১১। তিনি তো তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শুকরের গোশত এবং যে জন্তু জবেহ করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেয়া হয়েছে। তবে যে নিরুপায় হয়ে, ইচ্ছাকৃত অবাধ্যতা ও সীমালংঘন ব্যতীত, (প্রয়োজন অনুযায়ী গ্রহণ করবে) তবে আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।
— (সূরা আন নাহল -১১৫)
১২। আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন: মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এই ঘরের ( বাইতুল্লাহর) হাজ্জ্ব আদায় করল, অশ্লীলতায় জড়িত হলো না এবং আল্লাহর অবাধ্যতা করল না, সে মায়ের পেট হতে সদ্যপ্রসূত শিশুর ন্যায় ( হজ্জ্ব হতে) প্রত্যাবর্তন করল।
— (সহীহ বুখারী, হাদিস নং: ১৮২০)
১৩। আবূ বকর বাক্রাহ (রা:) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বললেন: আমি কি তোমাদেরকে নিকৃষ্ট কবীরা গুনাহের বর্ণনা দিব না? সকলে বললেন: হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তখন তিনি বললেন: তা হল, আল্লাহর সঙ্গে কোন কিছু শরিক করা এবং মাতা-পিতার অবাধ্যতা।
— (সহীহ বুখারী, হাদিস নং ৬২৭৩)
১৪। ইবনু উমার (রহ:) এর সূত্র থেকে বর্ণিত:
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন: মুসলিম ব্যক্তির অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছে শোনা ও মানা, তার প্রতিটি প্রিয় ও অপ্রিয় ব্যাপারে যতক্ষণ না তাকে আল্লাহর অবাধ্যতার আদেশ করা হয়। যদি আল্লাহর অবাধ্যতার নির্দেশ তাকে দেওয়া হয় তাহলে তা শুনবেও না এবং মাননীয় না।
— (সহীহ মুসলিম হাদীস নং – ৪৬৫৭)
১৫। কখনো কখনো একটা সঠিক কাজ করার জন্য আপনাকে একটি আইন ভাঙতে হবে। এবং এক্ষেত্রে নাগরিক অবাধ্যতা (Civil Disobedience) হলো মূল মন্ত্র। কিন্তু আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে, আপনি যা ঝুঁকিতে ফেলছেন এবং নিজের জন্য যা ডেকে নিয়ে আসছেন, তা অন্য কারো জন্য ক্ষতিকর হবে না। এতে অন্য কারো ক্ষতি হবে না।
— (এডওয়ার্ড স্নোডেন)