জবা ফুল নিয়ে ক্যাপশন

জবা ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস ছন্দ ও কবিতা নিয়ে এলাম আপনাদের জন্য । বিধাতার অপরূপ সৃষ্টি, সৌন্দর্যের আধার হলো ফুল। আর নানা রকম ফুলের মধ্যে সবচেয়ে দৃষ্টি আকর্ষণকারী ফুল হলো লাল ফুল। বাংলাদেশে পাওয়া যায় এমন লাল ফুলের মধ্যে একটি সুপরিচিত ফুল হল জবা ফুল। বাংলাদেশের গ্রাম গঞ্জে, বনে জঙ্গলে সর্বত্রই চোখে পড়ে জবা ফুল। জবা ফুলের বিভিন্ন রঙের হলেও লাল রঙের জবা ফুলই সবচেয়ে বেশি সুপরিচিত। আজকে আমরা উল্লেখ করব জবা ফুল নিয়ে ক্যাপশন। আশা করি, ক্যাপশন গুলি আপনাদের পছন্দ হবে।

জবা ফুল নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা :

১. “ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজপাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে। ”

Read More >>  অসুস্থতা নিয়ে উক্তি

২. “কইন্যার চিরল বিরল চুল/ তাহার কেশে জবা ফুল…
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল!
একটা ছিল সোনার কইন্যা মেঘ বরণ কেশ…। ”

৩. ” না-ই পরিলে নোটন খোঁপায়
ঝুমকো জবার ফুল।
এমনি এস লুটিয়ে পিঠে
আকুল এলোচুল।।

সজ্জা বিহীন লজ্জা নিয়ে
এমনি তুমি এসো প্রিয়ে,
গোলাপ ফুলের রং মাখাতে
হয় যদি হোক ভুল।।”

৪. “তোমার ওই আকাশ কালো চুল
খোপায় গোঁজা ঝুমকো জবা ফুল,
মাতাল হাওয়ায় উড়বে যখন চুল
একটু-আধটু না হয় করব আমি ভুল!”জবা ফুল নিয়ে ক্যাপশন

৫. হয়তো ফোটেনি ফুল রবীন্দ্র-সংগীতে যত আছে,
হয়তো কাহিনী পাখি অন্তর উদাস করা সুরে
বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি, তবুও ফুটেছে জবা
দুরন্ত শিমুল গাছে গাছে।

৬. অপরূপ সৌন্দর্যের প্রতীক হচ্ছে জবা, যা সাধারণ নয় অসাধারণ।
তেমনি তুমিও আমার কাছে মোটেও সাধারন ছিলে না, সবসময় অসাধারণই ছিলে।

Read More >>  পুরুষ নিয়ে উক্তি

৭. জবা ফুলকে কখনোই আমরা গোলাপের মতো মূল্যায়ন করি না! কিন্তু নীল শাড়ির সাথে খোপায় গোঁজা একটি জবা ফুলের সৌন্দর্য কোন অংশেই ফেলনার যোগ্য নয়।

৮. গোলাপের মতো জবা ও ভালবাসার প্রতীক। ভালোবাসাকে নির্দেশ করার মতো ফুল এটি।

৯. “এক কাননে ফুটে ছিল রক্ত জবা ফুল
জীবন নদীর তরী বেয়ে পায়নি জবা কূল। ”

১০. “ঘন কালো কেশে সাদা জবা ফুল,
পরনে তাহার সাতরঙা শাড়ি।
হাত ভর্তি কাচের চুড়ির মেলা।
কাজল নয়না চোখদুটো আড়ালের মায়া
নাম তাহার নিরুপমা। ”

১১. গাছে গাছে ফুটে আছে রক্ত জবা ফুল, সারি সারি প্রজাপতি হয়েছে আকুল।

Read More >>  অতীত নিয়ে উক্তি

আমাদের কথা :

প্রিয় বন্ধুরা আমাদের ক্যাপশন কবিতা গুলো কেমন লাগলো ? আশা করি অনেক উপভোগ করেছেন । এই লেখা গুলো আমরা অনেক কষ্ট করে লিখেছি শুধু মাত্র আপনাদের জন্য । তাই যারা আমাদের এই লেখা গুলো কপি করে তাদের সাইটে দিয়েছে তাদের বয়কট করুন । এরা হলো সমাজের ভাইরাস । এদেরকে সাপোর্ট করবেন না । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *