নূপুর নিয়ে ক্যাপশন স্ট্যাটাস উক্তি ছন্দ কবিতা ও কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । প্রায় সব মেয়ারাই নূপুর পড়তে ভীষণ পছন্দ করে । তবে এখনকার যুগে এটা তেমন বেশী দেখা যায় না । এখন আবার অনেকেই এক পায়ে পায়েল পরে । আমরা এখানে নূপুর নিয়ে অনেক গুলো রোম্যান্টিক ছন্দ কবিতা আর ক্যাপশন দিয়েছি । আশাকরি অনেক উপভোগ করবেন ।
১.নূপুরের ছন্দে বৃষ্টি নামে প্রিয়া। দিতান দিতান শব্দে গায় তোমার গান। ঝমঝম শব্দে বলে ভালবাসি ভালবাসি।তোমার প্রেমের নূপুরের শব্দ বাজে মোর মনে সদা।
২. তুমি লজ্জা পেয়ে দৌড়ে চলে গেলে। রিনিঝিনি শব্দ তুললো বাতাস,প্রতিধ্বনিত করলো পিপাসিত দেয়াল।আর আমার মনে তৈরি হলো শূণ্যতা,তোমার নূপুরের শব্দের শূণ্যতা। মনে হলো বেধে রাখি,আমার হৃদয় দিয়ে হরদম ছুটে যাও নূপুরের আন্দোলনে!
৩.নুপুর বাজে রিনিঝিনি মাদল বাজে ঐ
মন যমুনার ভরা বর্ষায় বন্ধু তুমি কই ?
মন ছুটে যায় তোমার কাছে একটু খানি ছোয়া
ধুকপুকানির শব্দ শুধু চাইছে তোমার হওয়া।
৪.নুপুরের শব্দে প্রেমে আসে হেসে।তোমার ছন্দে বুজে যায় নয়ন।তুমি ঘুমপাড়ানি গানের মতো আমাকে ভুলাও।
৫.আমার মনের প্রেম জাগে তোমার নুপুরের শব্দের তালে।রিনিঝিনি রিনিঝিনি বেজে চলে সারাক্ষণ।জাগরণে, শয়ণে-স্বপনে আমি তোমারেই খুজি,বাতাসে বাজে নুপুরের কুহক গান।
৬.নুপুর বাজে কানে
তোমার চলে যাওয়া দেখি
নুপুরের শব্দ ভেসে আসে দূর হতে
মন আনন্দে নাচতে শুরু করে
তুমি নেচে নেচে আসো যখন আমার পানে
দুপায়ের তালে তালে আমার হৃদয় দোলে।
৮.বাজার থেকে নুপুর কিনে এনেছি তোমার জন্যে।তুমি নুপুর পায়ে দিয়ে হেটে বেড়াবে আমার মনের বারান্দায়।গুটিগুটি পায়ে তোতাপাখি,মন জুড়ে এসে বসেছো আমার সমস্তটায়।তুমি ছাড়া আজকাল সবকিছু কেমন নিস্তব্ধতায় ডেকে দিয়ে নিঃস্ব করে আমায়।
৯.প্রিয়তমা তোমাকে প্রেম দিয়েছি আমার।নুপুরের শব্দের অর্কেস্ট্রা বাজে তোমার চারপাশ ঘিরে,যেনো ঘূর্ণিঝড় ঘিরে ফেলে আষ্টেপৃষ্টে। আমার আর পালাবার পথ নেই,তোমাতেই ঘুরেফিরে সমান দূরত্বে এসে দাড়াই।
১০.
ওগো নুপুর পায়ের কন্যা
কেনো আসো দুকান ছাপিয়ে
আমার হৃদয় আঙিনায় বসে
কেন বাজাও প্রেমের গীতি?
আমি চুপটি করে থাকি অপেক্ষায়
কবে আসবে তুমি ছন্দ বাজিয়ে
আমার মন শুধু তোমার অপেক্ষায়।
১১.তুমি কি শব্দ শোনতে পাও?প্রকৃতিকন্যার মতো তুমি কি নুপুরের রিনিঝিনির প্রেম মাখো গা’য়?আমার প্রেমের মতো আমাকে কি শব্দের মোহে বন্দীপাখির মতো প্রেমে ভাসাও?
১২.নুপুরের শব্দের মোহে প্রেম জাগে অহরহ।শুধু খুযে ফিরি ভালবাসা যাতে মিশে আছে তোমার পায়ের চলা।
১৩.তোমার প্রেম মোরে করেছে অন্ধ।এখন আমি শব্দ গ্রাহী পথিক।তোমার নুপুরের শব্দের পথ চেয়ে বসে থাকি।
I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.
1 Comment
আমি এইখান একজনকে খুশি করার জন্য থেকে একটা ক্যাপশন তাতে কিছু ইমুজি সেট করে শেষের দাড়ি চিহ্নটা কেটে তার কাছে মেসেজ দিয়েছি। আর এই ধরনের কথা বলেছি যে আপনার কথা ভেবে এইটা আমার মাথায় আইছে, আপনি না থাকলে হয়তো এইটা মাথায় আসতনা। সে মনে হলো খুশি হয়েছে। Thanks for publishing these kinds of beautiful captions. But sorry for pretending that I invented that🙏
আমি এইখান একজনকে খুশি করার জন্য থেকে একটা ক্যাপশন তাতে কিছু ইমুজি সেট করে শেষের দাড়ি চিহ্নটা কেটে তার কাছে মেসেজ দিয়েছি। আর এই ধরনের কথা বলেছি যে আপনার কথা ভেবে এইটা আমার মাথায় আইছে, আপনি না থাকলে হয়তো এইটা মাথায় আসতনা। সে মনে হলো খুশি হয়েছে। Thanks for publishing these kinds of beautiful captions. But sorry for pretending that I invented that🙏