ভাই বোনের স্ট্যাটাস কবিতা ও ফেসবুক পোস্ট নিয়ে আমাদের আজকের লেখা । পৃথিবীর সবচেয়ে মধুর আর দুস্টুমিস্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক । এটা এতই মধুর যে, ভাই বোনের ছেলে বেলার সৃতিগুলো ভুলা যায় না খুব সহজে । তাই আসুন তাহলে আজ এই মধুর সম্পর্ক নিয়ে কিছু স্ট্যাটাস আর কবিতা দেখি ।
ভাই বোনের স্ট্যাটাস কবিতা :
১. ভাই বোন মানে এমন একটি সম্পর্ক, শত ঝগড়ার পরেও যাদের ভালোবাসা কখনো কমে না।
২. আনলিমিটেড ঝগড়া + আনলিমিটেড কেয়ারিং + আনলিমিটেড ভালোবাসা = ভাই বোন
৩. বোন একটি ছোট্ট শব্দ কিন্তু স্রষ্টার কাছ থেকে পাওয়া সেরা উপহার।
৪. বড় ভাই থাকা মানে মাথার উপরে ছায়া বৃক্ষের মতো, ঠিক বাবার পরেই যারা অবস্থান।
৫. ছোট বোন মানে প্রত্যেক ভাইয়ের কাছে কলিজার টুকরা, আদরের ধন।
৬. ভাই বোন মানে
কাছে থাকলে ঝগড়া করা
আর দূরে গেলে মিস করা!
৭. ভাই বোন মানে শত রাগ অভিমানের পরেও কথা বলার জন্য বাহানা খোঁজা!
৮. বড় ভাই ধন, রক্তের বাঁধন,
যদিও পৃথক হয়, নারীর কারণ।
৯. কেবলমাত্র একজন বড় ভাই বাবার অভাব পূরণ করতে পারে।
১০. একটা বড় ভাই থাকা মানে
হাজারটা আবদার করার সুযোগ!
হাজার বার অভিমান করার অধিকার!
১১. ভাই বোন মানে ,সারাদিন মারপিট
তারপর… মায়ের কাছে বকুনি খাওয়া!
১২. একটা বড় বোন থাকা মানে
অর্ধেক পৃথিবীটা আমার!
১৩. ছোট্ট সুতোয় যতন করে বাধা আছে দুটো মন
ছায়ার মত থাকে দুজন, লোকে বলে ভাই বোন!
১৪. বোন তো সেই
যে আপনার চেহারা দেখে জিজ্ঞেস করে বসে-
“কি রে কি হইছে তোর?”
১৫. ভাই বোন মানে-
ঝগড়া না করলে যাদের পেটের ভাত হজম হয় না কিন্তু নিজের সবকিছু দিয়েও ভাই কিংবা বোনের মুখে হাসি ফুটানোর জন্য প্রস্তুত।
১৬. বড় ভাই মানে বাবার দ্বিতীয় ছায়া!
১৭. একজন মেয়ে যতই সুন্দরী হোক না কেন তার ভাইয়ের মুখে মুখে সে সব সময় পেত্নীই থাকে!
১৮. তোর বিপদে হব আমি মস্ত বড় ঢাল,
মা’র মত আগলে রাখিস, আমায় চিরকাল।
থাকুক সুখে ভাই বোন, সারা জীবন ধরে
ওদের জীবন রঙিন হোক, রামধনুর রঙে।
১৯. ভাই কিংবা বোন যদি বন্ধু হয়ে যায়
তবে তার চেয়ে উত্তম বন্ধু খুঁজে পাওয়া দায়।
২০. চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোন
এ সম্পর্ক না ছিন্ন হবে, তারা আপনজন।
২১. তুই যে আমার আদরের ছোট্ট একটা বোন
সবার চেয়ে ভালবাসি তোকেই আমি শোন।