জীবন নিয়ে কিছু কথা

জীবন নিয়ে কিছু কথা ও বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস নিয়ে আমাদের আজকের পোস্ট । জীবনের কঠিক বাস্তব দিক সম্পর্কে আমাদের সবার ধারণা আছে । এমন অনেক কঠিন পরিস্থিতি আমরা মেনে নিয়ে জীবন চলতে হয় । আসুন তাহলে জীবনের কিছু কথা নিয়ে আমাদের পোস্ট টা পড়ে ফেলি ।

জীবন নিয়ে কিছু কথা :

১. নিস্তব্ধ রাতগুলো একসময় কথা কাকলিতে প্রাণবন্ত হয়ে থাকতো। অথচ এখন হতাশার দীর্ঘ নিঃশ্বাস এই রাতের সঙ্গী।

২. আসলে আমরা কল্পনায় সুখী। ভাগ্যের যাতা কলে পিষ্ট হয়ে মানুষ কল্পনায় আশ্রয় খুঁজে বেড়ায়।

৩. যে প্রেমিকা একসময় আপনার প্রতি কনা ভালোবাসাকে হাজারো গুন প্রাণবন্ত করে উপহার দিত। সেই আজ আপনার থেকে অনেক দূরে দৃষ্টির আড়ালে চলে গেছে।

৪. প্রেম ভালোবাসা ক্ষণস্থায়ী। কিন্তু ক্ষুধা চিরন্তন। বেঁচে থাকার ক্ষুধা মানুষের হৃদয় অনুভূতিকে ফিকে করে দেয়।

জীবন নিয়ে কিছু কথা

৫. এই নশ্বর ধরণীতে শূন্যতা বলে কিছু নেই। আপনার আমার শূন্যতা ঠিকই অন্য কেউ এসে পূরণ করে নিবে। তাই সময় থাকতে নিজের মূল্য বোঝা ভালো।

আরো দেখুন : >>> মৃত্যু নিয়ে উক্তি

৬. অর্থই যেখানে মহামূল্য। ভালোবাসা সেখানে দুর্মূল্য। যোগ্যতা কিংবা হৃদয়ের মাপকাঠিতে নয়, বরং আর্থিক অবস্থানের উপর ভিত্তি করেই বর্তমানে ভালোবাসা তৈরি হয়।

৭. যে প্রচন্ড পরিশ্রমী সে কখনোই অন্যের সহানুভূতি পাওয়ার জন্য কাতর হয় না। ‌ তাই কারো কাছ থেকে কিছু আশা না করে পরিশ্রমী হতে শিখুন।

৮. আজকাল মন খুলে মনের কথাগুলো কাউকে বলতে গেলে, উল্টো আরো হেয় প্রতিপন্ন হতে হয়। সবাই আদিখ্যেতা আর ন্যাকামি মনে করে।

৯. বর্তমানে আপনার ব্যক্তিত্ব কিংবা যোগ্যতা আপনার পরিমাপক নয়। বরং আপনার আর্থ অবস্থান ই আপনার পরিচয় বহন করে।

১০. প্রচন্ড আঘাত পাওয়া মানুষটা একসময় প্রচণ্ড উদ্যোমী আর স্বপ্নবাজ হয়ে উঠে। কোন বড় আঘাতই তখন আর তাকে ছুঁতে পারে না।

১১. সুখ নিয়ে উচু আকাঙ্ক্ষাধারী কোন মানুষই সুখী হয় না। আর দুঃখ আছে বলেই সুখের এত মূল্য। তাই বাস্তব জীবনে প্রকৃত সুখী মানুষের দেখা পাওয়া মুশকিল।

১৩. ফেলে আসা অতীত মানুষের কাঁধে বোঝার মতো জীবনের উপর জেঁকে বসে। তাই আমাদের উচিত বাস্তব মুখী হওয়া।

১৪. দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলে আমরা প্রত্যেকেই, জীবনে কোন না কোন বড় ধরনের ভুল করে থাকি। তাই আশেপাশের মানুষকে অবশ্যই যাচাই করা উচিত।

Read more:>>> বাংলা শর্ট ক্যাপশন

বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস :

১. যা নম্রতার মাধ্যমে অর্জন করা যায়, তা কঠোরতার মাধ্যমে অর্জন করা যায় না।

২. সাফল্যের তিনটি শর্ত:
অন্যের থেকে বেশী জানুন,
অন্যের থেকে বেশী কাজ করুন,
অন্যের থেকে কম আশা করুন।

৩. জীবন হেরে যায় মৃত্যুর কাছে
সুখ হেরে যায় দুঃখের কাছে
ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে
আর বন্ধুত্ব হেরে যায় অহংকার এর কাছে।

৪. জীবন পেন্সিলে আঁকা ছবির মতই, কিন্তু এর কোনো অংশই রাবার দিয়ে মুছে ফেলা যায় না।

৫. নীতিহীন মানুষ কাঁটাহীন ঘড়ির মতোই।

৬. একজন ঘুমন্ত ব্যক্তি কখনো আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে না।

৭. ঘুমন্ত ব্যক্তিকে জাগানো সম্ভব, কিন্তু যে ঘুমের ভান ধরে থাকে তাকে জানানো সম্ভব নয়!

৮. নিজের বিবেক কে বড় ভাবলে শত্রু তৈরি হবে,
আর যদি হৃদয়কে বড় করো তাহলে বন্ধু বৃদ্ধি পাবে।

৯. হটাত করে ধনী হয়ে উঠা মানুষ গুলোর বাড়িতে ভুল করেও যাবেন না । বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে ।

১০. জ্ঞানী ব্যক্তি কখনো কারো নিন্দা কিংবা প্রশংসায় প্রভাবিত হয় না।

১১. সেই ব্যক্তিই সর্বোত্তম যে এক চোখ দিয়ে তার নিজের দোষ দেখে এবং আরেক চোখ দিয়ে অন্যের গুণ দেখে।

বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস

১২. সবকিছু জানা আপনার জন্য আবশ্যক নয়, কিন্তু যা মুখ দিয়ে বলছেন তা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা আবশ্যক।

১৩. সফল মানুষ হওয়ার চেষ্টা করার চেয়ে মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করা অগ্রাধিকার যোগ্য।

১৪. স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, সেটাই স্বপ্ন যা পূরণের আশা মানুষকে ঘুমাতে দেয় না।

১৫. বিদ্যা সহজ, শিক্ষা কঠিন
বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে।

১৬. তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হল মূর্খের সাথে তর্কে না জড়ানো।
কারন মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।

১৭. যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জন্য বিপদজনক, অন্যদের জন্যও।

১৮. মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে উপার্জন করতে যেও না, কেননা অর্থ জীবনে অনেক আসবে কিন্তু প্রকৃত বন্ধুরা হারিয়ে যাবে।

১৯. যদি কোন লোক কে জানতে চাও,
তাহলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।

২০. সাহসীরা জীবনে একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বার বার মরে!

জীবন নিয়ে কিছু কথা :

বাস্তব জীবন নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস নিচে পাবেনঃ

জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালবাসবে । সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।

জীবন তখনই সুন্দর যখন আপনি কম কাঁদবেন, প্রচুর হাসবেন এবং সবকিছুর জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে ।

স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।

ওই ভালোবাসা কাউকে দিওনা যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে।

প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে ।

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়

সুখী ত তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে যানে

আরো পড়ুনঃ কষ্টের কথা

হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি

কষ্ট কে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে।

যদি মনের অনুভুতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন!

জীবন নিয়ে কিছু কথা

কাউকে এতটা কষ্ট দিওনা যে কষ্টে সে সিজদায় বসেও তোমার কথা ভেবে কান্না করে

যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে একদিন

Read More >>  কাশফুল নিয়ে ক্যাপশন

পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা।

সুখি হতে চাও? খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে

লক্ষে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে । আর অপেক্ষাটা তো সুধু সময়ের

ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি।

আপনি যতই ব্যাক্তিত্বসম্পন্ন মানুষই হন না কেন, যতক্ষন আপনার মন ভালো না থাকছে, নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না ।

স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তবও করবে!

যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তাহলে বুঝে নিবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন

যোগ্য ব্যক্তিরা-ই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা।

অতিরিক্ত সমালোচনা করবেন না,অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিএের দিকে এগিয়ে নিয়ে যায়

তুমি পাহাড়ের চূড়ার মত হয়ো না। কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে।

সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

জীবনের কিছু কথা :

আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
__বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

জীবন তোমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তেস্ট থাকো, জীবন বড় বিচিত্র।

পৃথিবীতে সবাই ধোয়া তুলসি পাতা শুধু তুলসি গাছে যে পানি দেয় সেই খারাপ.

মুখোমুখি সত্য বলা মানুষ গুলো সবার অপ্রিয় হয়

বাস্তব জীবন নিয়ে কিছু কথা

স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট।
—রবীন্দ্রনাথ ঠাকুর

পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায়- কাছে টানার ব্যর্থ প্রত্যয়,, আর তারপর দূরে চলে যাওয়ার- এক বাস্তব অভিনয় ।

কাউকে অনুসরন করো না তবে সবার থেকে শিক্ষা নাও।

মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
— হুমায়ূন আহমেদ ।

কাওকে দোষারোপ করোনা ততক্ষন যতক্ষন না তার দোষের নিশ্চিত প্রমান পাও।

যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষ গুলোই যথেষ্ট!

সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়।
— ইমার সন

কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ ।
— এডিসন

একজন কতটা উত্তম সেটা তার চেহারায় নয় বরং কথার মাধ্যমে ফুটে ওঠে।

ভালবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনী কখনো শেষ হয় না।
— মাদার তেরেসা

গর্ব না করাই গর্বের বিষয় । বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক ।
— প্লেটো

প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে।
— এ পি জে আবদুল কালাম

মানুষ তখনই ব্যর্থ হয়, যখন সে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যায়।
— জওহরলাল নেহরু

কিছু কিছু ব্যাক্তিগত দুঃখ আছে, যা স্পর্শ করার অধিকার কারোরই নেই।
― হুমায়ূন আহমেদ

জীবন পাল্টে দেয়ার মত কিছু কথাঃ

বাস্তব জীবন নিয়ে আরো কিছু স্ট্যাটাস নিচে দেয়া হলোঃ

>> জীবনে যাকে ভালোবাসবেন তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবেন।

>> কাছের মানুষ কে কখনো সন্দেহের চোখে দেখবেন না। এই সন্দেহ আপনার সুন্দর জীবন ধ্বংস করে দিবে।

>> মানুষ কে ভালোবাসতে শিখুন। কিন্তু প্রয়োজনের অধিক না। নিজের জন্য কিছু ভালোবাসা সঞ্চয় করে রাখুন যাতে প্রিয় মানুষ টা চলে গেলেও নিজেকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে পারেন।

>> বিশ্বাস করা ভালো কিন্তু অধিক বিশ্বাস করা ভালো না। আর একবার বিশ্বাস ভেঙ্গে গেলে দ্বিতীয় বার জোড়া লাগানো যায় না।

>> মানুষ রাগান্বিত অবস্থায় কিছু বললে মন খারাপ করবেন না। কারণ মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু বলে।

>> প্রয়োজনের তুলনায় বেশী না কম বলুন। মানুষ কথা না বলে অপমানিত হয় না কিন্তু কথা বলে অপমানিত হয়। জায়গা ও পরিস্থিতি বুঝে ভেবে চিন্তে কথা বলুন।

>> অল্পতেই সন্তুষ্ট থাকুন কারণ বেশী চাওয়া পাওয়া থাকলে আর পূর্ণ না হলে আপনি অনেক কষ্ট পাবেন। অল্প চাওয়া পাওয়া অনেক তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়।

প্রিয় বন্ধু, আমাদের লিখা এই বাস্তব জীবন নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস গুলো আপনার কাছে কেমন লেগেছে, তা আমাদের জানাতে পারেন । আমরা এখানে প্রতিদিন নতুন নতুন লেখা যোগ করি, তাই আমাদের সাথেই থাকবেন ।

জীবন নিয়ে কিছু কথা

১.
জীবন কোনো সোজা রাস্তা নয়,
এটা প্রশ্নে ভরা এক নীরব যাত্রা।
যেখানে উত্তর পাওয়াটাই আসল নয়,
চলার সাহসটাই সবচেয়ে জরুরি।

২.
সব হারানোই ক্ষতি নয়,
কিছু হারানো মানুষকে হালকা করে।
জীবন শেখায়—
ছেড়ে দেওয়াও একধরনের জয়।

৩.
জীবন কখনো আমাদের জন্য অপেক্ষা করে না,
কিন্তু আমরা প্রায়ই জীবনকে অপেক্ষায় রাখি।
শেষে বুঝি—
সময়ই সবচেয়ে নির্মম সত্য।

৪.
যে জীবনকে খুব বুঝতে চায়,
সে জীবনকে কম বাঁচে।
আর যে অনুভব করতে শেখে,
তার জীবন গভীর হয়।

৫.
সব হাসি সুখের হয় না,
কিছু হাসি কেবল টিকে থাকার কৌশল।
জীবন অনেক সময়
নীরব যোদ্ধাদেরই পরীক্ষা নেয়।

৬.
জীবন কাউকে প্রস্তুত করে না,
হঠাৎ করেই দায়িত্ব দেয়।
আর সেখানেই
মানুষ বড় হয়ে যায়।

৭.
যেখানে স্বপ্ন ভাঙে,
সেখানেই মানুষ গড়ে ওঠে।
জীবন আসলে
ভাঙা অংশ জোড়া দেওয়ার নাম।

৮.
সব প্রশ্নের উত্তর জীবনে নেই,
কিছু প্রশ্ন শুধু মানুষকে পরিণত করে।
জীবন আমাদের শেখায়—
সব জানাটাই জরুরি নয়।

৯.
জীবন যতটা কঠিন,
মানুষ ততটাই নরম হতে শেখে।
এই বৈপরীত্যেই
মানুষ হওয়ার সৌন্দর্য।

১০.
জীবন কারো গল্পে শুরু হয় না,
কিন্তু অনেক গল্পে শেষ হয়।
মাঝখানের সময়টাই
আমাদের সত্যিকারের পরিচয়।

১১.
সব আলো ঝলমলে দিন সুখের নয়,
কিছু অন্ধকার রাতই মানুষ গড়ে তোলে।
জীবন তাই আলো-ছায়ার
নীরব সংলাপ।

১২.
জীবন প্রতিশ্রুতি দেয় না,
শুধু সুযোগ দেয়।
ব্যবহারটা আমাদের ওপরেই ছেড়ে দেয়।

১৩.
জীবনে সব ঠিক হয়ে যায় না,
কিছু জিনিস মেনেই নিতে হয়।
সেখানেই শান্তির শুরু।

১৪.
জীবন কখনো আমাদের মতো হয় না,
আমাদেরই জীবনের মতো হতে হয়।
এই মানিয়ে নেওয়াটাই
সবচেয়ে বড় শিক্ষা।

১৫.
যে জীবনকে খুব হালকা ভাবে,
সে গভীরভাবে আঘাত পায়।
আর যে গভীরভাবে ভাবে,
সে ধীরে ধীরে শক্ত হয়।

১৬.
জীবন আসলে বড় কোনো ঘটনা নয়,
ছোট ছোট মুহূর্তের যোগফল।
যেগুলো আমরা প্রায়ই
অবহেলা করে ফেলি।

১৭.
জীবন কাউকে আলাদা করে কষ্ট দেয় না,
শুধু সহ্য করার ক্ষমতা মাপে।
আর তাতেই মানুষ আলাদা হয়ে যায়।

Read More >>  Hindi Love Shayari

১৮.
সব হারানো সময় বৃথা নয়,
কিছু সময় আমাদের চিনতে শেখায়।
জীবন তাই
শুধু পাওয়ার হিসাব নয়।

১৯.
জীবন যত প্রশ্ন করে,
উত্তর তত নীরব হয়।
শেখাটা হয়
শুনতে পারলে।

২০.
জীবন আমাদের বদলায় না,
আমাদের ভেতরের সত্যটা
আস্তে আস্তে প্রকাশ করে।

২১.
সব পথ গন্তব্যে নিয়ে যায় না,
কিছু পথ শুধু অভিজ্ঞতা দেয়।
জীবন সেই পথগুলোকেও
সম্মান করতে শেখায়।

২২.
জীবন কারো জন্য থামে না,
কিন্তু আমরা থেমে যাই।
তখনই জীবন
আমাদের পেছনে ফেলে দেয়।

২৩.
যে জীবনকে সহজ ভাবতে শেখে,
সে জটিলতার ভয় পায় না।
এই নির্ভয়তাই
আসল শক্তি।

২৪.
জীবন কখনো খুব শব্দ করে না,
শুধু ধীরে ধীরে বদলে দেয়।
খেয়াল করলে বোঝা যায়।

২৫.
সব ভুল শুধরে নেওয়া যায় না,
কিছু ভুল নিয়েই সামনে হাঁটতে হয়।
জীবন সেটাই শেখায়।

২৬.
জীবন মানে শুধু টিকে থাকা নয়,
ভেতরে বেঁচে থাকাও জরুরি।
নইলে মানুষ
ফাঁকা হয়ে যায়।

২৭.
জীবন আমাদের কিছু দেয় না,
আমাদের থেকেই বের করে আনে।
ধৈর্য, সাহস আর সত্য।

২৮.
সব চাওয়া পূর্ণ হলেই সুখ নয়,
কিছু না পাওয়াও শান্তি দেয়।
জীবন এই ভারসাম্যটাই শেখায়।

২৯.
জীবন যতটা আমরা বুঝি,
তার চেয়ে বেশি আমরা অনুভব করি।
অনুভবই আসল শিক্ষক।

৩০.
যে জীবনকে প্রশ্ন করতে শেখে,
সে অন্ধভাবে মেনে নেয় না।
সেখান থেকেই সচেতনতা শুরু।

৩১.
জীবন কখনো ন্যায্য হয় না,
কিন্তু শেখায় ন্যায্য হতে।
এই শিক্ষাটাই অমূল্য।

৩২.
সব মানুষ আমাদের জীবনে আসে না,
কিছু শুধু পথ দেখিয়ে চলে যায়।
তবুও তারা প্রয়োজনীয়।

৩৩.
জীবন যতটা আমরা পরিকল্পনা করি,
ততটাই অপ্রত্যাশিত হয়।
আর সেখানেই গল্প জন্মায়।

৩৪.
জীবন মানে সব সময় জেতা নয়,
হেরে গিয়েও দাঁড়ানো।
এই দাঁড়ানোর নামই মানুষ।

৩৫.
সব শান্ত দিন মনে থাকে না,
কিন্তু কঠিন দিনগুলো
আমাদের গড়ে তোলে।

৩৬.
জীবন আমাদের ধাক্কা দেয় না,
জাগিয়ে তোলে।
ব্যথাটাই সেই অ্যালার্ম।

৩৭.
যে জীবনকে ধীরে নিতে শেখে,
সে গভীরভাবে বাঁচে।
তাড়াহুড়ো কেবল ক্লান্তি দেয়।

৩৮.
জীবন কোনো রিহার্সাল নয়,
এটাই একমাত্র শো।
ভুলের মাঝেই পারফেকশন খুঁজতে হয়।

৩৯.
সব সময় শক্ত থাকা যায় না,
কখনো ভেঙে পড়াও দরকার।
জীবন সেটাও অনুমতি দেয়।

৪০.
জীবন আমাদের বদলাতে বলে না,
নিজের মতো হতে সাহস দেয়।
এই সাহসটাই বিরল।

৪১.
জীবন মানে প্রতিদিন নতুন শুরু,
যদিও শরীর ক্লান্ত।
মনটা আবার চেষ্টা করে।

৪২.
সব প্রশ্নের উত্তর সময় দেয় না,
কিছু উত্তর আমরা হয়ে উঠি।

৪৩.
জীবন যতটা বাইরে,
তার চেয়ে বেশি ভেতরে।
ভেতরটা শুনতে পারলেই শান্তি।

৪৪.
জীবন কাউকে নিখুঁত করে না,
মানুষকে সত্য করে তোলে।
এই সত্যটাই ভারী।

৪৫.
সব ক্ষত দৃশ্যমান নয়,
কিছু ক্ষত মানুষকে গভীর করে।
জীবন সেই গভীরতাকেই মূল্য দেয়।

৪৬.
জীবন কোনো দৌড় নয়,
তুলনা করলে ক্লান্তি বাড়ে।
নিজের গতিটাই যথেষ্ট।

৪৭.
জীবন শেখায়—
সব দরজা বন্ধ হলে
ভেতরের দরজাটা খুলতে হয়।

৪৮.
সব দিন আমাদের নয়,
কিন্তু প্রতিদিনই আমাদের শেখায়।
এই শেখাটাই অর্জন।

৪৯.
জীবন যতটা পাওয়া,
ততটাই ছেড়ে দেওয়া।
দুটোর মাঝেই ভারসাম্য।

৫০.
শেষে এসে বুঝি,
জীবন মানে নিখুঁত হওয়া নয়,
মানুষ হয়ে ওঠা।

See here TH13 Best Home CoC Base

জীবন: নীরব শেখার এক দীর্ঘ পাঠ

১.
জীবন খুব জোরে কথা বলে না,
ধীরে ধীরে আমাদের বদলে দেয়।
যে শুনতে শেখে,
সে অনেক দূর যায়।

২.
জীবনের অনেক শিক্ষা
কথায় নয়, অভিজ্ঞতায় আসে।
নীরবতাই সেখানে
সবচেয়ে বড় শিক্ষক।

৩.
সব ভুল শোধরানো যায় না,
কিন্তু প্রতিটি ভুল
কিছু না কিছু
শিখিয়ে যায়।

৪.
জীবন বইয়ের মতো নয়,
একবার পড়ে শেষ করা যায় না।
প্রতিদিন নতুন পাতায়
নতুন পাঠ।

৫.
যা বলা হয়নি,
জীবন সেগুলোই
সবচেয়ে গভীরভাবে
শেখায়।

৬.
জীবনের পাঠগুলো
পরীক্ষার আগে জানায় না।
হঠাৎ করেই প্রশ্ন আসে,
উত্তর দিতে শিখতে হয়।

৭.
সব শেখা আনন্দের হয় না,
কিছু শেখা আসে
চোখের জলের সাথে।
তবু সেগুলোই স্থায়ী।

৮.
জীবন কাউকে আলাদা করে শেখায় না,
কিন্তু সবাই আলাদা ভাবে শেখে।
এই আলাদাভাবটাই
মানুষকে মানুষ করে।

৯.
যখন কেউ কিছু বলে না,
তখন জীবন কথা বলে।
নীরবতার ভাষা
সবাই বোঝে না।

১০.
জীবনের পাঠে
নম্বর নেই, সনদ নেই।
আছে শুধু
ভেতরের পরিবর্তন।

১১.
সব উত্তর জানা মানুষ
সবচেয়ে জ্ঞানী নয়।
যে শেখা বন্ধ করে না,
সেই প্রকৃত বুদ্ধিমান।

১২.
জীবন আমাদের ভাঙে না,
শেখায় কোথায় জোড়া দিতে হবে।
এই শেখাটাই
সবচেয়ে মূল্যবান।

১৩.
অনেক সময় জীবন
কিছু কেড়ে নেয়,
শুধু বোঝানোর জন্য
কী আসল ছিল।

১৪.
জীবনের পাঠ ধীরে আসে,
কিন্তু গভীরে বসে যায়।
একদিন হঠাৎ বুঝি—
আমরা বদলে গেছি।

১৫.
যে জীবনকে মন দিয়ে শোনে,
সে অভিযোগ কম করে।
কারণ সে বুঝে যায়—
সবই একেকটা শিক্ষা।

১৬.
জীবন কখনো শিক্ষক হয় না,
কখনো পরীক্ষকও না।
সে শুধু
এক নিরব পথপ্রদর্শক।

১৭.
সব শেখা চোখে দেখা যায় না,
কিছু শেখা মনে গেঁথে যায়।
জীবন সেভাবেই
আমাদের গড়ে তোলে।

১৮.
জীবনের অনেক পাঠ
দেরিতে বোঝা যায়।
তবু দেরিতে শেখা
বৃথা নয়।

১৯.
জীবন আমাদের থামিয়ে দিয়ে
ভাবতে শেখায়।
এই থামাটাই
অনেক সময় সবচেয়ে বড় শিক্ষা।

২০.
শেষ পর্যন্ত বুঝি,
জীবন মানে জানা নয়—
শেখে চলা।
নীরবে, গভীরভাবে।

See here অভিব্যক্তি অর্থ কি

সময়, অনুভব আর মানুষ হয়ে ওঠার গল্প

১.
সময় আমাদের তাড়াহুড়ো শেখায় না,
ধীরে ধীরে বদলে দেয়।
এই বদলেই
মানুষ হয়ে ওঠা।

২.
সব অনুভব মুখে বলা যায় না,
কিছু অনুভব সময়ই বোঝে।
আর মানুষ
সেই বোঝাপড়ায় বড় হয়।

৩.
সময়ের সাথে সাথে
কথার পরিমাণ কমে,
অনুভবের গভীরতা
বেড়ে যায়।

৪.
মানুষ হয়ে ওঠা মানে
নিখুঁত হওয়া নয়,
ভুল বুঝে
থেমে দাঁড়াতে শেখা।

৫.
সময় কেবল চলে না,
আমাদেরও নিয়ে চলে।
পিছনে ফেলে যায়
পুরনো আমি।

৬.
যা একদিন খুব জরুরি ছিল,
সময়ের সাথে সাথে
তার অর্থ বদলে যায়।
এটাই পরিণতি।

৭.
সব অনুভব আনন্দের নয়,
কিছু অনুভব মানুষ বানায়।
জীবন সেখানে
নীরব দর্শক।

৮.
সময় আমাদের শেখায়
কাকে ধরে রাখতে হয়,
আর কাকে
ভালবাসা দিয়েই ছেড়ে দিতে হয়।

৯.
মানুষ বড় হয় না বছরে,
বড় হয় অনুভবে।
সময় শুধু
গণনা রাখে।

Read More >>  নিঃস্বার্থ নিয়ে উক্তি

১০.
সব সম্পর্ক টিকে না,
কিন্তু সব সম্পর্কই
কিছু না কিছু
শেখায়।

১১.
সময় আমাদের কঠিন করে না,
সংযত করে।
এই সংযমেই
মানুষের সৌন্দর্য।

১২.
অনুভব যত গভীর হয়,
কথা তত কমে।
নীরবতাই তখন
সবচেয়ে সত্য।

১৩.
সময় কখনো ক্ষমা চায় না,
কিন্তু ক্ষমা করতে শেখায়।
এই শেখাটাই
মানুষি।

১৪.
মানুষ হয়ে ওঠা মানে
সব বুঝে ফেলা নয়,
না বুঝেও
সম্মান রাখতে শেখা।

১৫.
সময়ের কাছে হারি আমরা সবাই,
কিন্তু হারতে হারতেই
নিজেকে খুঁজে পাই।

১৬.
অনুভবই আমাদের আসল পরিচয়,
নাম, পদবি নয়।
সময় একদিন
এটাই প্রমাণ করে।

১৭.
সব কথা সময়ে বলা যায় না,
কিছু কথা
সময় পেরিয়েই বোঝা যায়।

১৮.
মানুষ হয়ে ওঠার পথে
একলা সময় লাগে।
এই একলাতেই
নিজের সাথে পরিচয়।

১৯.
সময় আমাদের কিছু দেয় না,
আমাদের ভেতর থেকে
মানুষটাকে
বের করে আনে।

২০.
শেষে এসে বুঝি,
সময়, অনুভব আর জীবন—
সব মিলিয়েই
মানুষ হওয়ার গল্প।

ভাঙা–গড়ার মাঝখানে যে জীবন

১.
জীবন ভাঙে হঠাৎ করেই,
কিন্তু গড়ে ধীরে ধীরে।
এই ধৈর্যটাই
মানুষ বানায়।

২.
সব ভাঙন শব্দ করে না,
কিছু ভাঙন নীরব।
কিন্তু সেগুলোই
সবচেয়ে গভীর।

৩.
ভেঙে যাওয়া মানেই শেষ নয়,
অনেক সময় সেখান থেকেই
নতুন করে
শুরু হয়।

৪.
জীবন আমাদের ভাঙে না,
পরীক্ষা করে।
আর গড়ে তোলে
অজান্তেই।

৫.
যেখানে ভাঙি,
সেখানেই নিজেকে
নতুনভাবে
চিনি।

৬.
সব ক্ষত সারতে সময় লাগে,
কিছু ক্ষত সারতে
মানুষ হতে হয়।

৭.
ভাঙার পর যে নীরবতা আসে,
সেখানেই জীবন
নতুন ভাষা
শেখায়।

৮.
জীবন গড়ে ওঠে
ভুলের ইট দিয়ে,
আর অভিজ্ঞতার
সিমেন্টে।

৯.
সব ভাঙন চোখে দেখা যায় না,
কিছু ভাঙন
ভেতরে ঘটে।

১০.
জীবন একবারে গড়া হয় না,
প্রতিবার ভেঙে
অল্প অল্প করে
আকার পায়।

১১.
ভাঙা অংশ লুকিয়ে রাখলে,
জীবন ফাঁপা লাগে।
স্বীকার করলেই
গভীরতা আসে।

১২.
যে ভাঙতে শেখে,
সে গড়তেও শেখে।
এই শেখাটাই
আসল শক্তি।

১৩.
জীবন কখনো ভাঙে
কাউকে হারিয়ে,
কখনো নিজেকে
পাওয়ার জন্য।

১৪.
ভাঙা মানে দুর্বলতা নয়,
ভাঙা মানে
মানুষ হওয়ার
এক ধাপ।

১৫.
সব গড়া চোখে পড়ে না,
কিছু গড়া
মনটার ভেতরে হয়।

১৬.
ভাঙার মাঝেই
নিজের আসল রূপ
ধরা পড়ে।

১৭.
জীবন আমাদের ভাঙা দিয়ে
লজ্জা দেয় না,
সাহস দেয়
আবার দাঁড়াতে।

১৮.
ভাঙন যত গভীর,
গড়ন তত শক্ত।
জীবনের নিয়ম
নীরব কিন্তু কঠিন।

১৯.
সব ভাঙার ব্যাখ্যা নেই,
কিছু ভাঙা
শুধু অনুভব।

২০.
শেষে বুঝি,
ভাঙা–গড়ার মাঝখানেই
জীবন আসলে
বেঁচে থাকে।

প্রশ্নে ভরা পথ, উত্তরহীন সুন্দর যাত্রা

১.
সব পথে উত্তর থাকে না,
কিছু পথ শুধু হাঁটার জন্য।
এই হাঁটাতেই
জীবন ধরা দেয়।

২.
প্রশ্ন না থাকলে
যাত্রা নীরস হয়।
উত্তরহীনতাই
অনেক সময় সৌন্দর্য।

৩.
জীবন সব প্রশ্নের
জবাব দেয় না,
কিছু প্রশ্ন নিয়েই
বড় হতে হয়।

৪.
পথ যত প্রশ্নে ভরা,
যাত্রা তত গভীর।
কারণ ভাবনাই
মানুষ বানায়।

৫.
সব উত্তর জানলে
হাঁটা থেমে যেত।
জীবন তাই
কিছু প্রশ্ন রেখে দেয়।

৬.
প্রশ্ন আমাদের থামায় না,
ভেতরে তাকাতে শেখায়।
এই তাকানোই
যাত্রার আসল দিক।

৭.
কিছু প্রশ্নের
কোনো ভাষা নেই,
অনুভবই
একমাত্র উত্তর।

৮.
পথে পথেই
অনেক প্রশ্ন বদলে যায়।
সময়ই সেখানে
নীরব গাইড।

৯.
উত্তরহীন প্রশ্ন
ভয় দেখায় না,
সতর্ক করে
অহংকার থেকে।

১০.
জীবনের যাত্রা
মানচিত্রে আঁকা নয়,
প্রশ্নে প্রশ্নে
আঁকতে হয়।

১১.
সব প্রশ্নের সমাধান চাইলে,
যাত্রা ভারী হয়ে যায়।
কিছু প্রশ্ন
হালকা করতেই থাকে।

১২.
প্রশ্ন থাকা মানে
অজানা মানে ভয় নয়,
অজানা মানে
সম্ভাবনা।

১৩.
জীবন আমাদের
উত্তরের জন্য নয়,
প্রশ্নের সাথে
থাকতে শেখায়।

১৪.
কিছু পথের শেষে
কোনো গন্তব্য নেই,
শুধু নিজেকে
পাওয়া যায়।

১৫.
প্রশ্ন যত নীরব হয়,
যাত্রা তত সুন্দর।
কারণ তখন
শুনতে শিখি।

১৬.
সব প্রশ্নের দরজা
খোলা রাখাই জ্ঞান।
বন্ধ করলেই
যাত্রা থেমে যায়।

১৭.
জীবনের কিছু প্রশ্ন
সময়ে মিশে যায়।
উত্তর না পেয়েও
শান্তি আসে।

১৮.
পথে চলতে চলতে
উত্তর বদলে যায়,
কিন্তু প্রশ্নগুলোই
সঙ্গী হয়।

১৯.
উত্তরহীন যাত্রা
অপূর্ণ নয়,
এটাই জীবনের
সবচেয়ে সত্য রূপ।

২০.
শেষে বুঝি,
জীবন মানে পৌঁছানো নয়—
প্রশ্ন নিয়েই
চলে যাওয়া।

মানুষ হওয়ার আগে, বেঁচে থাকার কিছু কথা

১.
মানুষ হওয়ার আগে
বেঁচে থাকতে হয়।
শ্বাস নেওয়াটাও
একটা লড়াই।

২.
সব সময় শক্ত থাকা যায় না,
তবু দাঁড়িয়ে থাকাই
বেঁচে থাকার
প্রথম শর্ত।

৩.
বেঁচে থাকা মানে
শুধু দিন পার করা নয়,
নিজের ভেতরটা
টিকিয়ে রাখা।

৪.
মানুষ হওয়া শেখার আগে
কিছু কষ্ট সহ্য করতে হয়।
এই সহ্যটাই
জীবনের শুরু।

৫.
সব স্বপ্ন পূর্ণ না হলেও
বেঁচে থাকা থামে না।
জীবন তখন
সহনশীল হতে শেখায়।

৬.
বেঁচে থাকতে হলে
সব ব্যাখ্যা দরকার হয় না,
কিছু অনুভব
নীরবেই বাঁচে।

৭.
মানুষ হওয়ার আগে
ভেঙে পড়ার অনুমতি নিতে হয়।
কারণ ভাঙন ছাড়া
গড়ন আসে না।

৮.
বেঁচে থাকা মানে
সব বোঝা একা টানা নয়,
কিছু বোঝা
নামিয়ে রাখাও জরুরি।

৯.
সব দিন সমান হয় না,
তবু প্রতিদিনই
বেঁচে থাকার
কারণ খুঁজে নিতে হয়।

১০.
মানুষ হওয়া মানে
অন্যকে বুঝতে শেখা,
কিন্তু তার আগে
নিজেকে বাঁচানো দরকার।

১১.
বেঁচে থাকার পথে
অনেক কিছু হারাতে হয়,
তবু হারিয়ে
নিজেকে খুঁজে পাই।

১২.
সব হাসি আনন্দের নয়,
কিছু হাসি
বেঁচে থাকার
ঢাল।

১৩.
মানুষ হওয়ার আগে
কিছু একলা রাত
পার করতে হয়।

১৪.
বেঁচে থাকা মানে
সব উত্তর জানা নয়,
না জেনেও
চলে যাওয়া।

১৫.
জীবন প্রথমে
বাঁচতে শেখায়,
তারপর মানুষ হতে।

১৬.
বেঁচে থাকার জন্য
সবাই বাহাদুর নয়,
তবু সবাই
যোদ্ধা।

১৭.
মানুষ হওয়া আসে ধীরে,
কিন্তু বেঁচে থাকা
প্রতিদিনের লড়াই।

১৮.
বেঁচে থাকা কখনো গর্বের নয়,
কিন্তু খুব সম্মানের।
কারণ সবাই পারে না।

১৯.
মানুষ হওয়ার পথে
নিজেকে হারানোও
একটা ধাপ।

২০.
শেষে বুঝি,
মানুষ হওয়ার আগে
বেঁচে থাকাটাই
সবচেয়ে বড় সাফল্য।

শেষ কথা

জীবন কোনো নিখুঁত গল্প নয়,
এটা থেমে থেমে চলা এক বাস্তব যাত্রা।
যেখানে ভাঙা আছে, প্রশ্ন আছে,
আবার নতুন করে দাঁড়ানোর সাহসও আছে।

আমরা সবাই প্রতিদিন
মানুষ হওয়ার পথে হাঁটি—
কখনো ধীরে, কখনো হোঁচট খেয়ে।
তবু যতক্ষণ অনুভব আছে,
ততক্ষণ জীবন সত্যি।

এই কথাগুলো যদি
কারো একটুখানি থামিয়ে দেয়,
একটু ভাবায়,
বা নীরবে সঙ্গ দেয়—
তাতেই এই লেখা পূর্ণ।

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *