কষ্টের কথা : কষ্ট নিয়ে কিছু কথা, লেখা বাণী নিয়ে এখানে লিখা হলো । আশাকরি প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা গুলো অনেক ভালো লাগবে । কষ্ট নিয়ে অনেক বিখ্যাত ব্যাক্তি অনেক কিছু লিখে গেছেন । এখানে সেই লিখা গুলো আমরা কালেকশন করে দিলাম । আরো আছেঃ >>> কষ্টের উক্তি
কষ্টের কথা :
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহন করো । উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ । আমাকে আর কি বেদনা দেখাবে ?
আমার কিছু কথা ছিলো, কিছু দুঃখ ছিলো, আমার কিছু তুমি ছিলো তোমার কাছে ।
কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে, ঝরাবে না শিশির ।
যদি যেতে চাও, যাও । আমি পথ হবো চরণের তলে, না ছুঁয়ে তোমাকে ছোঁব, ফেরাবো না, পোড়াবই হিমেল অনলে ।
কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট ।
আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মত ক,জনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মত হৃষ্টপুষ্ট কষ্ট ।
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি-কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট ।
পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালোবাস সেই তোমার দুঃখের কারন হবে ।
মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ ।
হাসি সবসময় সুখের কারন বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন ।
বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিছু কখনো কাউকে ঠকাতে জানে না ।
যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট ।
সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে, যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে ।
আমি এই পৃথিবী ছেড়ে অন্য কোনো পৃথিবীতে যেতে চাই, যে-পৃথিবীতে মানুষ নাই। চারপাশে পত্রপুষ্পশোভিত বৃক্ষরাজি।আকাশে চিরপূর্ণিমার চাঁদ, যে চাঁদের ছায়া পড়েছে ময়ূরাক্ষী নামের এক নদীতে, সেই নদীর স্বচ্ছ জলে সারাক্ষণ খেলা করে জোছনার ফুল, দূরের বন থেকে ভেসে আসে অপার্থিব সংগীত।
আমি একা এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা ।
প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মান, ভাঙ্গাচোরা গেহস্থালি ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে, যাকে চিরদিন নষ্ট চোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে, যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া ।
যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন । যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয় ।
প্রিয় মানুষকে নিয়ে কিছু কষ্টের কথা :
১. আমার একার প্রিয় মানুষটা যে আমার হাত ছেড়ে চলে গেল। এ পৃথিবীর সুখ টুকু কি একটু বিচ্ছিন্ন হয়নি?
২. খুব ছোটবেলায় কোন এক জোনাকি পোকাকে খুন করার শাস্তি হিসেবেই কি আমার প্রিয় মানুষটার থেকে এত কষ্ট পেলাম?
৩. নিজের হৃদয় প্রচন্ড কষ্ট বহন করা সত্ত্বেও প্রিয় মানুষ থেকে একটু বুঝতে দেইনি। অথচ সেই মানুষটাই একদিন আমার হৃদয়ের খোঁজ করা বন্ধ করে দিল।
৪. শোনা যায় মন থেকে কিছু চাইলে নাকি তা পাওয়া যায়। তাহলে কি আমার চাওয়ায় কোন কমতি ছিল, তা না হলে কেন আমার প্রিয় মানুষটি আমাকে ছেড়ে চলে যাবে।
৫. আমরা জীবনে আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে সবচেয়ে বড় আঘাতটা পাই। আর এই কষ্টটা সারাজীবন হৃদয়ে দাগ কেটে থাকে।
৬. কষ্টের বিনিময়ে নাকি চির সুখী হওয়া যায়। তাই সবটুকু কষ্ট আমি ধারণ করে নিলাম, তুমি সুখে থেকো।
৭. আপনার যদি প্রিয় মানুষের তালিকা অনেক সংক্ষিপ্ত হয়। তাহলে ধরে নিন আপনি যেকোনো সময় এক দীর্ঘ কষ্টের সফর সঙ্গী হতে চলেছেন।
৮. কষ্টের সীমানা ছাড়িয়ে গেলেও প্রিয় মানুষটির সামনে হাসিখুশি থাকার অভিনয় করতে হয়। হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ।
৯. আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে দুঃখ কিনে সুখ বিক্রি করে দিয়েছি। তবুও সে আকাশ সসীম সুখে সুখী হোক।
১০. আমার জীবনে রাত যত ভরে থাক আধার কালোয়……
শুধু প্রিয় মানুষটি সুখে থাকুক তার আপন আলোয়।
১১. প্রিয় মানুষটিকে নিয়ে একসাথে সময় অতিবাহিত করতে চেয়েছিলাম। অথচ সে আমার এবং তার মাঝখানে দুঃখের লক্ষণ রেখা এঁকে দিয়েছে।
১২. যদি তুমি আমার কাছ থেকে দূরে গিয়ে ভালো থাকো। তাহলে প্রিয় মানুষ হিসেবে দূরত্বই আমার সঙ্গী হোক।
১৩. এত কথার কলকাকলিতেও তোমাকে বেঁধে রাখতে পারলাম না। হায়রে প্রিয় মানুষ না বুঝলে মুখের ভাষা, না বুঝলে মনের কথা।
১৪. আমার যে চোখ প্রিয় মানুষটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। সেই চোখেও যে মরচে ধরেছে।
১৫. কারো হাতে হাত রাখা খুবই সহজ কিন্তু জীবন ভর সেই হাতে হাত রেখে পথ চলা খুব কঠিন হয়ে পড়ে। যে সত্যিই প্রিয়মানুষ হয়ে ওঠে সে কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবে না।
১৬. মনের ঘরে ছোট্ট একটা নীড় সাজিয়েছিলাম। অথচ এই ছোট্ট নীড় ভেঙ্গে আমার প্রিয় মানুষটি উড়ে গেল অন্য কারো আকাশে।
১৭. আমার প্রিয় মানুষটাও আমার খুব প্রিয় মুখ হয়ে উঠেছিল। অথচ আমি মুগ্ধ হয়ে দেখেছিলাম তার এই রূপবদলের চেহারা কতটা ভয়ংকর।
১৮. প্রিয় মানুষ হারানোর কষ্ট পৃথিবীর অন্য সব কষ্টকে হার মানিয়ে দেয়। আর এই প্রক্রিয়ায় একটা মানুষ নিঃস্ব থেকে আরও নিঃস্ব হতে শুরু করে।
১৯. প্রিয় মানুষটিকে এক মুহূর্ত না দেখার যন্ত্রণা যেনো দীর্ঘ প্রহরে ও শেষ হতে চায় না। এই কষ্টটুকু যেন প্রদীপের নিভু নিভু শলাকার মত ই জ্বলতে থাকে।
কষ্টের কিছু কথা :
কষ্ট আমাদের জীবনের অন্যতম আবেগ হওয়া সত্যেও যা সচরাচর আলোচিত বা কেউ উৎসাহিত করে না। যদিও এই কষ্ট বা আবেগগুলি এতো সহজ হয়না, এবং আমি মনে করি কিভাবে এদের আরও ভালভাবে পরিচালনা করা যায় তার উপর আরও নিবিড় নজর দেয়া উচিত:
১। “কষ্ট হচ্ছে দুটি বাগানের মাঝখানের বড় প্রাচীরের মত।”
— কাহিল জিবরান।
২। “কষ্টের প্রতিকার হল শিক্ষা নেয়া”
— বারবারা শের।
৩। “অতিরিক্ত কষ্ট হাসায় আবার অতিরিক্ত সুখ কাদায়”
— উইলিয়াম ব্লেইক।
৪। “মনে রাখবেন, কষ্টের বোঝা একা বহন করলে কষ্টের বোঝা দিগুণ হয়”
— গোরান পারসন।
৫। “আমাদের একটা বিষয় বুঝা উচিৎ, কষ্ট হচ্ছে সাগরের মত; কখনো ডুবে যাই আবার কখনো সাতার কাটতে বাধ্য হই।”
— আর এম ড্রেক।
৬। “প্রতিটা মানুষের এমন কিছু কষ্ট থাকে যা তাকে সর্বদা জাগ্রত রাখে”
— স্টিভেন টায়লার।
৭। “আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মূহুর্ত গুলো আসে আমাদের পরিপার্শ্বিক সম্পর্ক গুলো থেকে।”
— স্টফেন আর কোভে।
৮। “ক্রোধ এবং কষ্ট একজন মানুষকে সৃজনশীল বোধ করায়; যে সৃজনশীলতা ব্যক্তিকে কষ্ট দূরে ফেলে দিতে সাহায্য করে।”
— ইয়কো অনো।
৯। “আনন্দের সময় কষ্টের কথা স্মরণ করার মত বড় দুঃখের কিছু হতে পারে না।”
— দান্তে আলঘিয়েরি।
১০। “জীবন কখনও সহজ ছিল না বা হবার নয়, শত কষ্টের মাঝে মুখউজ্জ্বল থাকায় সবচেয়ে বড় বিষয়।”
— ডার্ক বেনেডিক্ট।
১১। “চিন্তা কখনও কষ্ট ছিনিয়ে নিতে পারে না; বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয়।”
— লিও বাসকাগলিয়া।
১২। “প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে, ভালোবাসা আছে, কষ্ট আছে এবং অবশ্যই বিপদও থাকে”
— গৌতম মেনন।
১৩। “প্রতিটা মানুষেরই কিছু দুঃখ-কষ্ট থাকে যা কেউ জানতে পারে না; সে যখন দুঃখ পোষণ করে শান্ত থাকে তখন আমরা তাকে বুঝতে পারিনা।”
— হেনরি ওয়াডসুর্থ লংফেলো।
১৪। “দুঃখ-কষ্ট প্রকাশ করা সহজ কিন্তু বলা ততটাই কঠিন।”
— জনি মিশেল।
১৫। “একটি কবিতা আসে হয় বিশাল সুখ থেকে না হয় কষ্ট থেকে”
— এ পি জে আবদুল কালাম।
১৬। “মানবজাতি কুকুরের মতো, দেবতার মতো নয় – যতক্ষণ না আপনি রাগী হন তারা আপনাকে কামড় দেবে; রাগী থাকুন এবং আপনাকে কখনই কামড়ানো যাবে না। কুকুর নম্রতা এবং কষ্টে থাকাকে সম্মান করে না।”
— জ্যাক কেরোয়াক।
কবিতা অনেক সুন্দর। আমার অনেক ভালো লেগেছে। এরকম কবিতা আরও দেওয়ার জন্য অনুরোধ রইলো।