সবার একজন তুমি থাকে, সেই তোমাকে নিয়ে কিছু কথা আজ আমরা দিবো এই পোস্টে । আশা করি তাকে আরো ভালো ভাবে বুঝে, তার সাথে আরো ভালো রিলেশান হবে । তাহলে আসুন দেখে নেই তাকে নিয়ে কিছু কথা ও স্ট্যাটাস ।
তোমাকে নিয়ে কিছু কথা :
১. তোমাকে হৃদয় দিয়ে ছুঁতে পারিনা বলেই হয়তো, তোমার হাত ছোঁয়ার এত আকাঙ্ক্ষা আমার। বোঝো তুমি ?
২. তোমাকে আমার হৃদয়ের অতন্দ্র প্রহরী বানাবো। যেন আমার সবটুকু সুখ আগে তোমায় ছুঁয়ে দেয়।
৩. তোমাকে নিয়ে ভাবা সমস্ত অনুভূতিগুলো যদি প্রকাশ্যে আনতে পারতাম, তাহলে হয়তো এক অভিনব জগৎ তৈরি হতো।
৪. একদিন তোমাকে তোমার কাছ থেকে চুপিসারে নিয়ে যাব। তুমি হঠাৎ করে খেয়াল করবে, তোমার হৃদয়ের সব কিছু এলোমেলো হয়ে গেছে।
৫. আমি তোমাকে প্রতিদিন মুহূর্তে, প্রতিটি পলকে চোঁখে হারাই। তোমাকে না দেখা যেন দুঃস্বপ্নের মত।
৬. কতকাল, কত প্রহর, কত সহস্রবার যে তোমাকে ভালবাসি বলতে চেয়েছি তার কোন ইয়াত্তা নেই। তুমি কি টের পাও?
৭. তোমাকে নিয়ে যত নির্বাক অভিমান ছিল মনে, আজ সবটুকু তুলে নিলাম। আমি আমার সবটুকু নিয়ে তোমাকে কাছে টেনে নেব।
৮. কেন আমাকে অধরা রেখে যাচ্ছ? তোমাকে কাছে পেতে চাওয়াটাও কি আমার অন্যায় নাকি অযাচিত আবদার! প্রেমিক হৃদয় অধরা থাকলে শাপ লাগে শাপ। সুখে থাকার অভিশাপ।
৯. যদি বিধাতার কাছে কোন অভিযোগ করার সুযোগ পেতাম, তাহলে তোমাকে নিয়ে পরিপূর্ণ হতে চাইতাম।
১০. প্রতি রাতে তোমাকে নিয়ে আমার এই চোখে সহস্র কাব্য রচনা হয়। যেন একক পলকে এক এক ইতিহাস তোমাকে নিয়ে।
১১. তোমাকে নিয়ে আমার এই ভালোবাসা তোমার কাছে হয়তো আদিখ্যেতা মনে হতে পারে। কিন্তু আমার কাছে তা এক অমূল্য সম্পদ।
১২. তোমাকে সাথে নিয়ে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুবই মূল্যবান। একদিন তুমিও আমার মতো করে নিজের অনুভূতিগুলোকে বুঝতে শুরু করবে।
১৩. মাঝে মাঝে তোমাকে তোমার অজান্তে আমি মনের মধ্যে সাজিয়ে নিই। তুমি কল্পনাও করতে পারবে না চেয়েও প্রেয়সীর ভূষণে তুমি কত সুন্দর!
১৪. তোমাকে এক সমুদ্র পার হয়ে আসতে হবে আমার কাছে। কারণ এক সমুদ্র দুঃখ ধারণ করে আছি। তুমি না হয় এক পশলা সুখ এনে আমার দুয়ারে দাঁড়িও।
১৫. -তাহলে কি এক প্রহর যথেষ্ট নয়?
নাহ। তোমাকে দেখার আকাঙ্ক্ষা চিরদিনের।
১৬. তোমাকে প্রকৃতভাবে খুঁজতে খুঁজতে আমি যে বড্ড ক্লান্ত। আমায় ছুঁয়ে দাও, কাছে টেনে নাও।